ডাই || টিস্যু পেপার দিয়ে পপকর্ন তৈরি

in hive-129948 •  10 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ডাই শেয়ার করব। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি প্রতি সপ্তাহে তোমাদের সাথে একটি করে ডাই পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সত্যি কথা বলতে এই ডাই গুলো এখন করতে আমার বেশ ভালই লাগে। যদিও অনেকটা সময়ের প্রয়োজন হয় এইগুলো করতে। তাছাড়া অনেকটা ধৈর্য ধরে ধীরে সুস্থে এই কাজগুলো করতে হয়। ধীরে সুস্থে এই কাজগুলো না করলে নিখুঁতভাবে করা যায় না। আর আমি প্রতিটা ডাই করার ক্ষেত্রেই নিখুঁতভাবে করার চেষ্টা করি, যেন দেখতে সুন্দর হয়। আজকে তোমাদের পপকর্ন তৈরি করে দেখাবো তাও আবার টিস্যু পেপারের সাহায্যে। তোমরা এটি দেখে যেন আবার কনফিউশনে না পড়ে যাও, আমি শুধু তাই ভাবছি! কারণ এটি দেখতে সত্যিকারের পপকর্নের মতই হয়েছে। এটা তৈরি করার পর দেখে আমি নিজেও কনফিউশনে চলে গেছিলাম, সেজন্যই কথাটা বললাম আর কি। হিহি.. যাইহোক, এই পপকর্ন তৈরির প্রসেস আমি ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে। এই পপকর্নের প্যাকেটের গায়ে আমি আমার নিজের নামও লিখে দিয়েছিরঙিনস্ পপকর্ন নামে এই পপকর্ন সিনেমা হলের মধ্যে বিক্রি করবো ভাবছি। হিহি..😂😂 যাইহোক, আর কথা না বাড়িয়ে ডাই টি ধাপে ধাপে নিচে দেখে নেওয়া যাক।

InShot_20240222_154138230.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●টিস্যু
●আঠা
●পোস্টার কালার
●তুলি
●কাঁচি
●কম্পাস
●পেন্সিল
●স্কেল
●স্কেচ পেন

20240222_145008.jpg

🍿 প্রথম ধাপ 🍿

প্রথমে একটি কালো কালারের পেপারের উপরে কম্পাস ও পেন্সিলের সাহায্যে বৃত্ত অংকন করে নিলাম।

20240222_125942.jpg20240222_125931.jpg

🍿 দ্বিতীয় ধাপ 🍿

এবার দ্বিতীয় ধাপে, প্রথম ধাপের অঙ্কন করা বৃত্তটি কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240222_130327.jpg20240222_130402.jpg

🍿 তৃতীয় ধাপ 🍿

এখন একটি লাল কালারের পেপার নিয়ে কাঁচির সাহায্যে পপকর্ন রাখার জন্য ব্যবহৃত ওয়ান টাইম কাপ আকারের মত করে কেটে নিলাম।

20240222_131819.jpg20240222_132520.jpg

20240222_132529.jpg

🍿 চতুর্থ ধাপ 🍿

এবার চতুর্থ ধাপে, একটি সাদা কালারের পেপারের উপর স্কেল ও পেন্সিলের সাহায্যে কিছু দাগ টেনে নিলাম এবং কাঁচির সাহায্যে তা কেটে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240222_132947.jpg20240222_133627.jpg20240222_133707.jpg
20240222_133746.jpg20240222_133758.jpg

🍿 পঞ্চম ধাপ 🍿

এখন চতুর্থ ধাপের কেটে নেওয়া কাগজগুলো, তৃতীয় ধাপের তৈরি করা ওয়ান টাইম পপকর্ন কাপের মত করা অংশের উপরে আঠার সাহায্যে পরপর করে লাগিয়ে নিলাম এবং ওয়ান টাইম কাপের মত করা অংশের বাইরের অতিরিক্ত কাগজগুলো কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240222_133926.jpg20240222_134034.jpg
20240222_134127.jpg20240222_134334.jpg20240222_134459.jpg
20240222_134514.jpg20240222_134641.jpg

🍿 ষষ্ঠ ধাপ 🍿

এবার একটি সাদা কাগজের উপর ইংরেজিতে পপকর্ন লিখে নিলাম স্কেচ পেনের সাহায্যে এবং সেই কাগজের পিছনে আঠা দিয়ে ওয়ান টাইম পপকর্ন কাপের মত অংশের উপরে লাগিয়ে নিলাম।

20240222_135447.jpg20240222_135809.jpg
20240222_135852.jpg20240222_135913.jpg

20240222_140119.jpg

🍿 সপ্তম ধাপ 🍿

এই ধাপে টিস্যু পেপার দিয়ে পপকর্ন গুলো তৈরি করে নেওয়ার পর, কালো পেপার দিয়ে তৈরি করা বৃত্তের উপর ওয়ান টাইম পপকর্ন কাপ করা অংশ আঠার সাহায্যে লাগিয়ে নিলাম এবং আঠার সাহায্যে একে একে পপকর্ন গুলো ওয়ান টাইম পপকর্ন কাপের উপরে লাগিয়ে নিলাম।

20240222_140221.jpg20240222_140926.jpg
20240222_141005.jpg20240222_141047.jpg
20240222_141141.jpg20240222_141221.jpg
20240222_141424.jpg20240222_142610.jpg

🍿 অষ্টম ধাপ 🍿

এবার পোস্টার কালার দিয়ে সমস্ত পপকর্নের গায়ে কালার করে নিলাম চিত্রের মতন করে। তাছাড়াও প্যাকেটের যেখানে পপকর্ন কথাটা লেখা ছিল তার নিচে রঙিনস্ শপ লেখে নিলাম। এইভাবে আমি আমার পপকর্ন এর ডাই তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240222_144309.jpg20240222_144536.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা টিস্যু পেপার দিয়ে করা পপকর্ন তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি যখন এটিকে প্রথম দেখেছিলাম এটিকে আমি একদম বাস্তব মনে করেছিলাম এবং ভেবেছিলাম যে এটি খেয়ে নেওয়া যাবে। তবে পরে যখন বুঝতে পারলাম এটি আপনি টিস্যু পেপার দিয়ে তৈরি করেছেন তা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম৷ এরকম পপকর্ন আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এটি দেখতে পেলাম এবং যেভাবে আপনি এটি তৈরি করেছেন এটি একদম ইউনিক হয়েছে৷ একদম নিখুঁতভাবে আপনি এটি এখানে তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

আমার শেয়ার করা এই টিস্যু পেপারের তৈরি পপকর্ন দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। ধন্যবাদ, এত সুন্দর একটা মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

এরকম কিছু দেখলে মুগ্ধ হওয়া ছাড়া কি উপায় থাকে।
আপনি যেভাবে এটি তৈরি করেছেন তা আর কি বলব।

Posted using SteemPro Mobile

আপনি যেভাবে এটি তৈরি করেছেন তা আর কি বলব।

না ভাই, বলেন আমি শুনবো। নিজের কাজের প্রশংসা শুনতে তো বেশ ভালই লাগে। হি হি হি 🤭🤭

Posted using SteemPro Mobile

হা হা। বেশি প্রশংসা দিয়ে দিলে টিস্যু পেপার আবার খুলে পড়ে যেতে পারে।

Posted using SteemPro Mobile

ভাই আঠা দিয়ে ওইগুলো সুন্দর করে লাগানো আছে, খুলে পড়বে না। হিহি🤭🤭🤭🍿🍿

Posted using SteemPro Mobile

দাদা, আমি প্রথমে দেখে ভেবেছিলাম অরিজিনাল পপকন হা হা হা। টিস্যু দিয়ে পপকন গুলো এমন ভাবে তৈরি করেছেন যেটা একদম অরিজিনাল পপকন এর মতোই লাগছে। সেই সাথে হালকা কালার দিয়েছেন যেটা আরও বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

আমি অনেকটা সেই ভাবেই তৈরি করেছি ভাই যেন অরজিনাল এর মত মনে হয় দেখতে। 🤭🤭 এটি তৈরি করার পর তো আমি নিজেই ধোঁকা খেয়ে যাচ্ছিলাম, এগুলো একদম সামনে থেকে দেখতেও আমার কাছে পুরোপুরি অরজিনাল পপকর্ন মনে হচ্ছিল।

পপকর্ন খেতে অনেক মজা লাগে। আমাদের বাসায় মাঝে মধ্যে পপকর্ন তৈরি করে খেতে অনেক মজা লাগে। আপনি আজকে এমন ভাবে তৈরি করেছেন দেখে মনে হচ্ছে সত্যি কারের পপকর্ন। দাদা আপনার এধরনের পোস্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

আমার এই ধরনের পোস্টগুলো দেখতে যে আপনার অনেক ভালো লাগে তা জেনে বেশ খুশি হলাম আমি ।

Posted using SteemPro Mobile

বাহ অভিনব উপায়ে টিস্যু পেপার দিয়ে পপকর্ন তৈরি করেছেন দেখতে বেশ চমৎকার লাগছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটি একদম বাস্তব। পরে পোস্ট ভিজিট করে জানতে পারলাম যে এটি আপনার ডাই পোস্ট। খুব সুন্দর ধাপে ধাপে দেখিয়েছেন এবং বর্ণনাও খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

আমি তো প্রথমে ভেবেছিলাম এটি একদম বাস্তব।

হ্যাঁ ভাই, পপকর্ন গুলো অরজিনাল পপকর্নের মতই হয়েছে, সেই জন্য প্রথম দেখাতে সবাই একটু কনফিউশনে পড়ে যাবে। 🤭🤭

Posted using SteemPro Mobile

সত্যি কথা বলতে ভাইয়া, আমি তো আপনার তৈরি করা কখন পপকর্ন দেখে ভেবেছিলাম এটা হয়তো সত্যিকারের পপকর্ন হবে। পরবর্তীতে আপনার টাইটেল পড়ে বুঝতে পেরেছি আপনি এটা টিস্যু দিয়ে তৈরি করেছেন। সত্যি এটা দেখার পরও আমার বিশ্বাস হচ্ছিল না এটা আপনি তৈরি করেছেন। আমার মনে হচ্ছে সিনেমা হলের মধ্যে এই পপকর্ন বিক্রি করলে আপনার বেশ ভালোই টাকা হবে 🤭🤭। যাইহোক টিস্যুগুলোকে এমন ভাবে বসিয়েছেন এবং এমনভাবে টিস্যুর উপরে রং করেছেন, দেখে কেউ বুঝবে না এটি আপনি তৈরি করেছেন। এত সুন্দর পাপকর্ন তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার মনে হচ্ছে সিনেমা হলের মধ্যে এই পপকর্ন বিক্রি করলে আপনার বেশ ভালোই টাকা হবে

আমিও তেমনটাই ভেবেছি আপু। পপকর্নের প্যাকেটের গায়ে আমার নামও লেখা রয়েছে। হিহি🤭🤭😂😂

Posted using SteemPro Mobile

আজ আমাদের মাঝে অনেক ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন।
সত্যি এরকম ভাবে কখনোই ভেবে দেখা হয়নি।
দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে অরিজিনাল না নকল।
কালারটাও দারুণভাবে ফুটেছে।

দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে অরিজিনাল না নকল।

আমার কাজ করা তাহলে সার্থক হয়েছে ভাই। যাইহোক, এই পোস্ট টি যে আপনার কাছে ইউনিক লেগেছে তা জেনে বেশ ভালো লাগলো আমার।

Posted using SteemPro Mobile

আরে বাহ্ আপনি তো দেখছি টিস্যু পেপার দিয়ে অনেক সুন্দর ভাবে পপকর্ন তৈরি করে নিয়েছেন। আপনার এত সুন্দর এবং ইউনিক আইডিয়া দেখেই তো আমি মুগ্ধ হলাম। ভাইয়া পপকর্ন তাহলে কত করে বিক্রি করতেছেন?? আমাকেও একটা দিয়েন টাকা পাঠিয়ে দিব। যাইহোক পপকর্নের প্যাকেট দেখে একেবারে সত্যিকারের পপকর্নের প্যাকেট মনে হচ্ছিল এবং কি পপকর্ন দেখতেও সত্যি কারের মনে হচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম পপকর্ন রেখে আপনি তার ফটোগ্রাফি করেছেন। পরে ভালোভাবে দেখে বুঝতে পেরেছি এটা আপনি তৈরি করেছেন।

ভাইয়া পপকর্ন তাহলে কত করে বিক্রি করতেছেন??

২০০ টাকা করে পার বাকেট! হিহি🍿😂😂🍿

যাইহোক, টিস্যু পেপার দিয়ে পপকর্ন তৈরির কাজটা যে আপনার কাছে ইউনিক এবং সুন্দর লেগেছে তা জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ, এত সুন্দর ভাবে আমার কাজের প্রশংসা করার জন্য।

Posted using SteemPro Mobile

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টিস্যু পেপার দিয়ে পপকর্ন তৈরি ডাই পোস্ট শেয়ার করেছেন। আসলে যে কোন ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সত্যি কথা বলতে ভাই, কোন কাজ সুন্দর করে করার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন রয়েছে। যাইহোক, এত সুন্দর করে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আমাদের কমিউনিটিতে সবারই ভিন্ন ভিন্ন আইডিয়া মাথায় ঘুরপাক খায়। সেজন্যই যে কোন জিনিস তৈরির মধ্যে ভিন্নতা দেখতে পাই। আজকে আপনি পপকর্ন তৈরি করে দেখালেন টিস্যু পেপার দিয়ে খুবই সুন্দর হয়েছে ভাই ।দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যিই পপকন। অনেক ধন্যবাদ এত সুন্দর কাজ আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

টিস্যু পেপার দিয়ে তৈরি এই পপকর্ন আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই, আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

বাহ! টিস্যু পেপার দিয়ে দারুণভাবে পপকন তৈরি করেছেন। দেখে একদম রিয়েল পপকর্নের মতোই লাগছে। রঙিনস শপ লেখার আইডিয়াটাও বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি এবং হাতের কাজ দুটোরই প্রশংসা করতেই হয়। সবমিলিয়ে দারুন উপস্থাপনা। চমৎকার।

Posted using SteemPro Mobile

দিদি, চেষ্টা এটাই ছিল যেন দেখতে রিয়েল পপকর্নের মতই লাগে। যাইহোক, আপনার মন্তব্যটি পড়ে মনে হচ্ছে এই কাজে আমি সফল হয়েছি।🤭 রঙিনস্ শপ লেখার আইডিয়াটা মাথায় অনেক পরে এসেছিল দিদি, সেই জন্য একদম শেষের ধাপে গিয়েই লেখা ওই নামটা ।

Posted using SteemPro Mobile

সত্যিই প্রথম অবস্থায় দেখে বুঝতেই পারিনি যে এটা আসলে টিস্যু পেপার দিয়ে তৈরি করা হয়েছে নাকি পপকর্ন কিনে নিয়ে এসে এভাবে ছিটিয়ে রেখেছেন, রীতিমতো মুগ্ধ হলাম আপনার তৈরি এই টিস্যু পেপার দিয়ে পপকর্ন তৈরি দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দারুণভাবে কাজটা সমাধান করতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সত্যিই প্রথম অবস্থায় দেখে বুঝতেই পারিনি যে এটা আসলে টিস্যু পেপার দিয়ে তৈরি করা হয়েছে নাকি পপকর্ন কিনে নিয়ে এসে এভাবে ছিটিয়ে রেখেছেন

হিহি🤭🤭 মজা লাগলো ভাই আপনার এই কথাটি পড়ে।

Posted using SteemPro Mobile

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পপকর্ন তৈরি করেছেন সত্যি পপকর্ন দেখে মনে হচ্ছে সত্যিকারের পপকর্ন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পপকর্ন তৈরি করেছেন সত্যি পপকর্ন দেখে মনে হচ্ছে সত্যিকারের পপকর্ন।

আপু, সবাই প্রথম অবস্থায় দেখে এই ভুলটা করছে!🤭 যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনি টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর ভাবে পপকর্ন তৈরি করেছেন। আপনার পপকর্ন দেখে একদম বাস্তবের মতোই দেখাচ্ছে। পপকর্ন এর কালার অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার পপকর্ন দেখে একদম বাস্তবের মতোই দেখাচ্ছে।

সবার কাছ থেকেই আপু এই মন্তব্যটা পেলাম। সত্যিই আমার নিজের এই কাজকে সার্থক বলে মনে হচ্ছে, আপনাদের এই মন্তব্যগুলো পেয়ে।

Posted using SteemPro Mobile

ওয়াও টিস্যু পেপার দিয়ে দারুন একটি পপকর্ণ বক্স তৈরি করেছেন ভাইয়া।কিউট লাগছে দেখতে অনেক ডাই টি।ইউনিক ছিল আপনার আইডিয়া টি।অনেকটা সময় নিয়ে আপনি ডাই সম্পন্ন করেছেন বুঝতে পারলাম।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ভাইয়া।

টিস্যু দিয়ে তৈরি পপকর্ন আপনার কাছে কিউট লেগেছে, জেনে ভালো লাগলো আপু। এছাড়াও এটি তৈরির আইডিয়াটা যে আপনার কাছে ইউনিক লেগেছে, সেটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।

Posted using SteemPro Mobile

প্রতি সপ্তাহে আপনার ডাই প্রজেক্ট দেখতে আমার বেশ ভালো লাগে। সেই রকম আজকের ডাই প্রজেক্টটিও দেখতে বেশ ভালো লাগলো।সত্যিকারের এর মতই লাগছে পপকর্ন গুলো।হাল্কা হলুদ রং ব্যবহার করার জন্য পপকর্ন গুলো আরও বেশি সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে ডাই প্রজেক্টি করে বেশ সময় ব্য্য করেছেন। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু, অনেক সময় ব্যয় করেই আমি এই পপকর্নের ডাই টি করেছিলাম। এটি দেখতে যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

Posted using SteemPro Mobile

হাহা! খুব ভালো করেছেন দাদা। আপনি পপকর্নের ব্যবসা শুরু করলে আমাকে শেয়ারে রাখতে পারেন। প্রচুর লাভজনক এটা 😁। সিনেমা হলে ব্যাপক হারে চলবে। যাক, আপনার কাজগুলো বরাবরই দারুণ হয় দাদা। টিস্যু পেপার দিয়ে চমৎকারভাবে বানালেন

হিহি 😂😂🤭🤭 দারুন বলেছেন কথাগুলো ভাই। ঠিক আছে ভাই, পপকর্নের ব্যবসা শুরু করলে অবশ্যই আপনাকে শেয়ারে রাখবো।

Posted using SteemPro Mobile