লোকাল মার্কেটে সু কিনতে গিয়ে হতাশ

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে লোকাল মার্কেটে সু কিনতে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছিল সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করব।

জামা ,জুতা থেকে শুরু করে অন্যান্য যেসব জিনিস আমার প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমি সাধারণত অনলাইনে কিনে থাকি। অনলাইনে যে জিনিসগুলো আসে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়, বিশেষ করে কোয়ালিটির দিক থেকে। এই জন্য আমি অনলাইনের উপর বেশি ভরসা করি। তাছাড়া অনলাইনে কোন জিনিস কিনলে খুব সহজে রিটার্ন করা যায়, আমার যদি তা পছন্দ না হয় এটা আরো বড় একটি সুবিধা অনলাইনের।

20221211_185735.jpg

20221211_185704.jpg

এখন তো শীতের সময় চলছে তাই আমার একটি সু কেনা অত্যন্ত জরুরী হয়ে পড়েছিল। সেই জন্য তিন দিন আগে হঠাৎ কি যেন মনে হলো সন্ধ্যার সময় ভাবলাম একবার লোকাল মার্কেটে গিয়ে ঘুরে আসি একটা জুতো কেনার জন্য। অনলাইনেও সু দেখেছিলাম কিন্তু অনলাইনে একটু বেশি দাম মনে হচ্ছিল। আপাতত এখন কোন অফার দিচ্ছে না সেই জন্যই বেশি দাম দেখাচ্ছিল। অফার দিলে খুব সুবিধা মত কেনা যায় যদিও, মূলত সেই কারণেই গেছিলাম বারাসাতের লোকালে মার্কেটে। যেখানে শুনেছি খুব কম দামে সু পাওয়া যায়। বারাসাত স্টেশন আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, সেই জন্য আমি পায়ে হেঁটে গেছিলাম সেখানে। মোটামুটি ১৫ মিনিটের মতো সময় লাগে পায়ে হেঁটে যেতে।

20221211_185710.jpg

20221211_185723.jpg

সু এর লোকাল মার্কেটে পৌঁছানোর পরেই সু -এর দোকানদাররা একপ্রকার ঘিরে নিল আমায়। সবাই ডাকাডাকি শুরু করে দিল, দাদা আমার দোকানে আসেন , এইখানে কম দাম রয়েছে এরকম বলে। আমি বেশ কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোন দোকান ছেড়ে কোন দোকানে যাব এই ভেবে। অবশেষে এক দোকানে গেলাম তারা বিভিন্ন ধরনের সু দেখালো কিন্তু আমার কোনো সু পছন্দ হলো না। সু এর দাম ভেবেছিলাম তারা কম বলবে কিন্তু কোয়ালিটি হিসেবে দাম বেশ ভালই চাইল। যদিও আমার পছন্দ হলো না তা দেখে। আমি প্রথম দোকানে দামাদামি করিনি তারপর আরো কয়েকটি দোকান ভালো করে দেখলাম কিন্তু কোন দোকানের সু আমার পছন্দ হল না। লোকাল মার্কেটের সু গুলো কোয়ালিটির সাথে যথেষ্ট কম্প্রোমাইজ করে সেই জন্য খুব একটা ভালো হয় না।

20221211_185726.jpg

20221211_185730.jpg

তাছাড়া দামের ব্যাপারে খুব যে কম নেয় সেরকম কোন ব্যাপার না। সেই জন্য আমি লোকাল মার্কেট থেকে সু না কেনার সিদ্ধান্ত নি। কয়েকটি দোকানের সু দেখার সময় যখন তাদের দোকান থেকে সু যখন আমার পছন্দ হচ্ছিল না তখন তারা আমার উপর বিরক্ত হচ্ছিল বলে আমার মনে হয়েছিল। কিন্তু আমার কোন কিছুই করার ছিল না কারণ আমার পছন্দ হলে না হলে তা নেব না এটাই আমার ফাইনাল ডিসিশন ছিল। অবশেষে কিছুটা হতাশ হলাম লোকাল মার্কেটে সু কিনতে গিয়ে। এখানের অভিজ্ঞতা তেমন একটা ভালো ছিল না সেইজন্য সিদ্ধান্ত নি কোনদিন আর লোকাল মার্কেটে অন্তত সু কিনতে যাব না। অবশেষে সেই মার্কেটে ৩০ মিনিটের মত সময় কাটিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরি ।

20221211_185712.jpg

সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জুতা কিনতেন গিয়ে হতাশ হয়েছেন এটা জেনে খুবই খারাপ লাগলো। আসলে লকার মার্কেট থেকে যে কোনো পণ্য কিনার ভোগান্তি একটু বেশি। আর লকার মার্কেটে যাচাই বাছাই করে নিজের পছন্দ অনুযায়ী পণ্য কেনার সুযোগ একেবারে কম থাকে। দোকানদার কয়েকটি পণ্য দেখাবে তার মধ্যে যে কোন একটি নিতে হবে না হলে দোকানদার বাজে মন্তব্য করে থাকে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

দোকানদার কয়েকটি পণ্য দেখাবে তার মধ্যে যে কোন একটি নিতে হবে না হলে দোকানদার বাজে মন্তব্য করে থাকে।

হ্যাঁ বাজে মন্তব্যের বিষয়টা বেশ খারাপ লাগে।

আপনি অনলাইন থেকে জামা কাপড় কিনে কোয়ালিটি ভালোই পান। সেজন্য হয়তো আপনার বিশ্বাস অনলাইনের উপর হয়ে গেছে। কিন্তু আমরা অনেক সময় প্রতারণার শিকার হই আর সেজন্যই অনলাইন থেকে ক্রয় করি না। যাইহোক নিজের পছন্দমতো কোন কিছু যদি না কেনা যায় তাহলে অপছন্দের কিছু কেনই বা কিনব। ঠিকই বলেছেন যখন কিছু পছন্দ হয় না তখন দোকানদাররা কেমন যেন বিরক্ত হয়ে যায়। তবে এত সময় সেখানে পার করার পরও জুতো পছন্দ হয়নি এটাই তো দুঃখের বিষয়।

কিন্তু আমরা অনেক সময় প্রতারণার শিকার হই আর সেজন্যই অনলাইন থেকে ক্রয় করি না

আপু আপনাদের বাংলাদেশে অনলাইনে কেনকাটা এর দুর্নাম রয়েছে সেটা আমি জানি কিন্তু আমাদের এইখানে অনলাইনে কেনা এবং ঠিক প্রোডাক্ট না আসলে তা রিটার্ন করা খুব সহজ । প্রতারণার ব্যাপার খুব বেশি দেখা যাই না আমদের এইখানে।

আপনি অনলাইন থেকে জামা কাপড় কিনে কোয়ালিটি ভালোই পান। সেজন্য হয়তো আপনার বিশ্বাস অনলাইনের উপর হয়ে গেছে। কিন্তু আমরা অনেক সময় প্রতারণার শিকার হই আর সেজন্যই অনলাইন থেকে ক্রয় করি না। যাইহোক নিজের পছন্দমতো কোন কিছু যদি না কেনা যায় তাহলে অপছন্দের কিছু কেনই বা কিনব। ঠিকই বলেছেন যখন কিছু পছন্দ হয় না তখন দোকানদাররা কেমন যেন বিরক্ত হয়ে যায়। তবে এত সময় সেখানে পার করার পরও জুতো পছন্দ হয়নি এটাই তো দুঃখের বিষয়।

আপু আপনার হয়তো ভুল করে একই কমেন্টে দুই বার হয়ে গেছে। মাঝে মাঝে সার্ভার প্রবলেম এর জন্যও এমন হয় ।