বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও বেশ ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই। বেশ কিছুদিন আগে বন্ধুদের সাথে মৌসুনি আইল্যান্ড নামক একটি জায়গায় ঘুরতে গেছিলাম তাই নিয়ে আজকের দ্বিতীয় পর্বের ব্লগে কিছু কথা শেয়ার করব।
আমরা আমাদের রুমের মধ্যে কিছু সময় রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে নি প্রথমে। ফ্রেশ হওয়ার সাথে সাথে আমাদের রিসোর্ট এর দায়িত্বে যিনি ছিলেন তিনি আমাদের এসে জিজ্ঞেস করেন, "আমাদের যে ওয়েলকাম ড্রিংকটি রয়েছে সেটি এখন খাবো নাকি পরে খাব?" আগেই বলে রাখি এখানে যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিংক দেওয়ার কথা ছিল ডাবের জল দিয়ে। আমাদের রিসোর্টের দায়িত্বে থাকা লোকটিকে আমরা তখনই ডাবের জল দেওয়ার জন্য বলি। সেই সময়টাতে বেশ গরম লাগছিল। আমরা এটাই ভেবে নিয়েছিলাম ডাবের জল খেলে হয়তো একটু স্বস্তি পাব। আমাদের জন্য আগে থেকেই ডাব এনে রাখা হয়েছিল। আমাদের বলার পর এক এক করে ডাবগুলো কেটে আমাদের হাতে দেন তিনি। অন্য সবার ডাবের তুলনায় আমাকে দেওয়া ডাবে জল একটু কম হয়েছিল তবে তাই নিয়ে আমার কোন অভিযোগ ছিল না । ডাবের জল খেতে খেতে সমুদ্রের
পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের স্রোত গুলো দেখতে থাকি আমরা।
আমাদের রিসোর্টের একদম পাশেই ছিল এই সমুদ্র ।আমরা যে সময়টাতে গেছিলাম তখন জোয়ার চলছিল। এই জন্য সমুদ্র সৈকত দেখা যাচ্ছিল না । সেটা দেখতে হলে আমাদের ভাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তার জন্য আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে, এই নিয়ে একটু হতাশ হয়েছিলাম। অনেকটা কনফিউশনেও পড়ে গেছিলাম কত সময় পর মূল সমুদ্র সৈকত দেখতে পাব তাই নিয়ে। যাই হোক ডাবের জল শেষ করে আমরা বন্ধুরা মিলে একটু বেরিয়ে পড়ি অন্যান্য জায়গা ঘুরে দেখার জন্য কারণ তখন সমুদ্র সৈকত দেখার কোন সুযোগ ছিল না আমাদের। বড় বড় সমুদ্রের ঢেউ আসছিল আর সেখানে নামারও কোন অনুমতি ছিল না। মৌসুনিতে যে রিসোর্ট এবং ক্যাম্পিং গুলো থাকে সেগুলো সাধারণত সিজনাল। শীতের সময় এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়। আর অন্যান্য সিজনে এখানে লোক সংখ্যা অনেকটাই কম আসে সেজন্য জায়গা গুলোর যত্ন খুব একটা করা হয় না যা দেখেই বোঝা যাচ্ছিল।
সমুদ্রের একদম পাশেই জায়গাটি হওয়ার কারণে এইখানে যে থাকার জায়গাগুলো থাকে সেগুলো অনেকটা টেম্পোরারি ভাবেই করা হয় । যখন সমুদ্রে প্রচন্ড ঝড় হয় এই সব কিছুই ভেঙে যায় আবার নতুন করে তাদের করতে হয়। আমরা যে রিসোর্টটিতে উঠেছিলাম সেখানে অনেক কাজ চলছিল সবকিছু ঠিকঠাক করার। সেজন্য রিসোর্টটা দেখতে খুব একটা ভালো লাগছিল না। আমরা আশেপাশের রিসোর্ট গুলো কেমন সেটা দেখতেও গেছিলাম। সেইসব জায়গায় গিয়ে দেখি মোটামুটি সবগুলো রিসোর্টই একই রকম এবং সবগুলো রিসোর্ট থেকে সমুদ্রের ভিউ একই রকমই লাগছে। যাই হোক, আমরা এখানে যাওয়ার আগেই টাকা পে করে গেছিলাম এই রিসোর্টে থাকার জন্য তাই আমাদের রিসোর্ট চেঞ্জ করার কোন অপশন ছিল না, ভালো না লাগলেও।
আমরা আশেপাশে যে কয়েকটি ভালো রিসোর্ট ছিল সেখানে গিয়ে যাচাই-বাছাই করি আমাদের কাছ থেকে দাম বেশি নিয়েছি কিনা সেটা নিয়ে। সবকিছু বিবেচনা করে দেখেছিলাম আমাদের কাছ থেকে খুব একটা বেশি টাকা নেয়নি তারা। আমাদের পার হেড একদিন থাকা খাওয়া দিয়ে ১১০০ টাকা করে নিয়েছিল আর অন্যান্য জায়গায়ও একই রকম রেট চলছিল। অফ সিজন চলছিল তাই এই রেটটা নাকি কম ছিল, অন সিজনে এই রেট আরো বেড়ে যায়। যাই হোক, আমরা মোটামুটি আশেপাশের রিসোর্ট গুলো দেখতে দেখতে সমুদ্রের ভিউও উপভোগ করি এবং সেই সাথে ভাটার জন্য অপেক্ষা করতে থাকি কারণ ভাটা আসলেই সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য দেখার সুযোগ হবে আমাদের।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোসুনি আইল্যান্ড নিয়ে এর আগে একজন পোস্ট দিয়েছিল জায়গাটা অনেক সুন্দর। সেখানে যাওয়ার ইচ্ছা প্রশন করেছিলাম আজ আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এর আগে হয়তো আমার দাদা এই মৌসুনি আইল্যান্ড নিয়ে লিখেছিলেন । হ্যাঁ ভাই, জায়গাটি বেশ ভালোই ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মৌসুনি আইল্যান্ড এর দ্বিতীয় পর্বটি বেশ ভালো লাগলো ভাই। জায়গাটি দেখে মনে হচ্ছে ভীষণ সুন্দর। এত সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন দেখে বেশ ভালো লাগলো। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই, জায়গাটি বেশ সুন্দরই ছিল সেটা আস্তে আস্তে কয়েকটি পর্বের মাধ্যমে আরো ভালো করে আপনারও দেখতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit