অরিগ্যামি || পাঁচটি ভিন্ন কালারের "পুস (PUSS)" ক্যাটের মাথার অরিগামি তৈরি।

in hive-129948 •  3 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে, আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি কমপক্ষে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য। আর প্রত্যেকবার নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমি নিজেও অনেক কিছু শিখতে পারি। তাছাড়া তোমাদের সাথে নিত্য নতুন জিনিস শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আমার। অরিগ্যামি পোস্ট করার ক্ষেত্রে অনেক কিছুই ঠিক রাখতে হয়। কারণ এই পোস্টগুলো সাধারণত পেপার ভাঁজ করার মাধ্যমেই করা হয়ে থাকে। পেপার ভাঁজ করার মাধ্যমে কোন জিনিস তৈরি করা খুব বেশি কঠিন নয়, তবে পেপার ভাঁজ করার পদ্ধতি লিখে উল্লেখ করা একটু মুশকিল কাজ। আমি আজকে তোমাদের সাথে পাঁচটি ভিন্ন কালারের পুস(PUSS) ক্যাটের মাথার অরিগ্যামি তৈরি করে দেখাবো। এই পুস ক্যাটের মাথার অরিগ্যামি গুলো তৈরি করার পর আমার নিজের কাছেও দেখতে অনেক কিউট লেগেছে। যাইহোক, আমি এই পুস ক্যাটের মাথার অরিগ্যামি গুলো কিভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করেছি। আশা করি, এই ধাপ গুলো অনুসরণ করার মাধ্যমে তোমরাও এই অরিগ্যামি তৈরির পদ্ধতি শিখে নিতে পারবে।

InShot_20240919_234152199.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●১৩/১৩ সেমি বিভিন্ন কালার পেপার
●কালো জেল পেন
●দুটি ভিন্ন কালারের স্কেচ পেন

20240907_124601.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, ১৩/১৩ সেমি একটি কালার পেপার নিয়ে তা মাঝ বরাবর ভাঁজ করে ত্রিভুজের মতো তৈরি করে নিলাম।

20240907_125535.jpg20240907_130246.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, ত্রিভুজের মতো ভাঁজ করা কাগজটির দুই কোণ অর্ধ মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।

20240907_130346.jpg20240907_130437.jpg

তৃতীয় ধাপ

এবার চিত্রের ধাপ অনুসরণ করে আবারও ভাঁজ করে নিলাম এবং ভাঁজ করা কাগজটি অপর প্রান্তে উল্টে নিলাম।

20240907_130519.jpg20240907_130632.jpg

চতুর্থ ধাপ

এবার এই ধাপে স্কেচ পেন ও কালো জেল পেনের সাহায্যে পুস(PUSS) ক্যাটের চোখ, নাক ও মুখ অঙ্কন করে নিলাম।

20240907_133052.jpg

পঞ্চম ধাপ

এবার আরও চারটি ভিন্ন কালারের কাগজ দিয়ে উপরের প্রত্যেকটি ধাপ অনুসরণ করে, চারটি ভিন্ন কালারের বিড়ালের মাথার অরিগ্যামি তৈরি করে নিলাম।

20240907_131118.jpg20240907_131153.jpg
20240907_132113.jpg20240907_132146.jpg
20240907_142326.jpg20240907_142349.jpg
20240907_142406.jpg20240907_142838.jpg

ষষ্ঠ ধাপ

সবগুলো পুস(PUSS) ক্যাটের মাথার অরিগ্যামি গুলো এক জায়গায় রেখে এই ফটোগ্রাফিটি করে নিলাম।

20240907_142601.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা বিভিন্ন কালারের পুস(PUSS) ক্যাটের মাথার অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাঁচটি ভিন্ন কালারের পুশ ক্যাটের মাথার অরিগামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে দাদা বিশেষ করে ভিন্ন ভিন্ন কালারে ফুটিয়ে তুলেছেন তাই মনে হচ্ছে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

অরিগ্যামি তৈরির ক্ষেত্রে আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো ভাই, আপনার এই মন্তব্যটি পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখেই তো আমি একেবারে মুগ্ধ হলাম। অনেক সুন্দর আইডিয়া থেকে আপনি এই অরিগ্যামি গুলো তৈরি করেছেন। অনেক বেশি সুন্দর করে ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে পুস তৈরি করে নিলেন। আপনার এই সুন্দর হাতের কাজ দেখলে যে কেউ মুগ্ধ হবে। অনেক বেশি কিউট লাগছে চোখ মুখ অঙ্কন করার কারণে। ভাঁজে ভাঁজে তৈরি করা এরকম অরিগ্যামি আমার কাছে খুব ভালো লাগে।

আপু, আমার শেয়ার করা এই অরিগ্যামি যে আপনার কাছে কিউট লেগেছে তা জেনে খুব খুশি হলাম আমি‌। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

পুষের অরিগ্যামি গুলো দেখে অনেক ভালো লাগলো।বিভিন্ন কালারের হওয়াতে আর প্রতিটি কালারি অনেক আকর্শনীয়। এত সুন্দর কিছু অরিগ্যামী আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

আমার শেয়ার করা এই অরিগ্যামি গুলো দেখে যে আপনার কাছে অনেক ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম আপু আমি। ধন্যবাদ আপনাকে, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

পুস (PUSS) ক্যাটের মাথার অরিগামি তৈরি অসাধারণ হয়েছে। দেখেও অনেক ভালো লাগলো। আপনি খুবি দক্ষতার সাথে ধাপে ধাপে তৈরি করলেন। আপনার পাঁচটি পুসের মাথা তৈরি আমার ভালো লেগেছে।

পুস ক্যাটের মাথার অরিগ্যামি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, সেটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।

নিজের দক্ষতাকে এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি অনেক সুন্দর দেখতে ক্যাটের মাথার অরিগামি তৈরি করেছেন তো। আমার তো বেশ দারুন লেগেছে এই সুন্দর ক্যাটের মাথার অরিগামি দেখতে। বিশেষ করে আপনি এই ক্যাটের মাথার অরিগামি টাকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এরকম ভাবে অরগ্যামি গুলো তৈরি করলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। তেমনি ঠিক এটার ক্ষেত্রেও হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

অরিগ্যামি তৈরির ক্ষেত্রে আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক ভালো লাগলো ভাই, আপনার এই মন্তব্যটি পড়ে।

Puss ক্যাটের মাথার খুব সুন্দর অরিগামি তৈরি করেছেন। বেশ কিউট লাগছে এই অরিগামি গুলো দেখতে। ভিন্ন ভিন্ন কালারের হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। আপনার চমৎকারভাবে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই অরিগ্যামি নিয়ে, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। ভালো লাগলো, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি পড়ে।

কাগজ কেটে কেটে অসাধারণ পাঁচটি পুশ ডিজাইন করেছেন। সামান্য কাগজ নিয়ে এত সুন্দর সৃজনশীলতা উচ্চমানের শিল্পসত্তার পরিচয় দিয়ে গেল। পুশ আমাদের গর্বের কয়েন। তাকে নিয়ে প্রোমোশনের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপ করে থাকি। তার মধ্যে এই অরিগ্যামির কাজ বড় ভালো লাগলো ভাই।

দাদা, আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক বলেছেন দাদা, এই কয়েন আসলেই আমাদের গর্বের একটি কয়েন। এটা নিয়ে বিভিন্ন প্রকার প্রমোশন করা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে।

অসাধারণ ভাই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকারভাবে পাঁচটি ভিন্ন কালারের পুস (PUSS) এর মুখের অরিগামি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। পুস (PUSS) এর মুখের অরিগামি দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে অনেক উৎসাহ পেলাম ভাই আমি।

ওয়াও দাদা আপনি পাঁচটি ভিন্ন কালারের পুশের মাথার অরিগামি তৈরি করেছেন দেখতে অনেক চমৎকার লাগছে। এটা সত্যি বলেছেন কাগজ ভাঁজ করার পদ্ধতি লিখে বোঝানো অনেক কষ্টের এটা পুরোই প্র্যাকটিক্যাল। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

আমার শেয়ার করা এই অরিগ্যামি যে আপনার কাছে চমৎকার লেগেছে তা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ খুবই সুন্দর লাগছে ভাই। puss এর মাথার অরিগ‍্যামি টা অসাধারণ তৈরি করেছেন। এবং ভিন্ন ভিন্ন কালারের হওয়ার জন্য এইটা আরও বেশি সুন্দর লাগছে। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

সব মিলিয়ে আমার শেয়ার করা এই পোস্টটি যে আপনার কাছে চমৎকার লেগেছে, এটা আমার জন্য অনেক খুশির বিষয় ভাই। ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে যেকোন অরিগামি বানালে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে পুস কয়েনের মাথার অরিগামি তৈরি করেছেন। তবে পুস কয়েনের মাথাগুলো তৈরি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুস কয়েনের মাথার অরিগামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু, আপনি যে আমার শেয়ার করা এই কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়েছেন, সেটা জেনে অনেক ভালো লাগলো আমার। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে পাঁচটি ভিন্ন ভিন্ন কালারের পুশ তৈরি করেছেন আপনি। দেখতে অনেক বেশি সুন্দর আর কিউট লাগছে। পুশ গুলো তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিভিন্ন রঙের পাঁচটি তৈরি করা দেখতে অনেক বেশি কালারফুল লাগছে।

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত অসাধারণ একটি পোস্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই পোস্টের মধ্যে সুন্দর কিছু পুস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ একই সাথে এখানে এটি তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ ভাই, চেষ্টা করেছি এটি তৈরি করে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।