জেনারেল রাইটিং || আমরা আসলে ত্যাগ করতে পারি না, ভোগ করা নিয়েই ব্যস্ত থাকি।

in hive-129948 •  10 months ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

decoration-2697943_1280.jpg

ইমেজ সোর্স

দিন যত যাচ্ছে মানুষের ভোগ করার প্রবণতা ততো বেশি দেখা যাচ্ছে। মানুষ এই ভোগের মধ্যে সুখের অনুভূতি খোঁজার চেষ্টা করে। তবে সব ক্ষেত্রে সে যে সুখের অনুভূতি পায় তা কিন্তু নয়। আসলে অনেক ক্ষেত্রে ভোগ বিলাসিতা এখন লোক দেখানো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন একজন আরেকজনকে দেখাতে ব্যস্ত যে, তার কাছে কত কিছু আছে এবং সে এসব নিয়ে কতটা বিলাসবহুল ভাবে দিন কাটাচ্ছে। তবে তারা মনের দিক থেকে কতটুকু আনন্দে রয়েছে, সেটা তো তাদের বাইরের সবকিছু দেখে বোঝা মুশকিল। সমাজে যার যত আছে, তার আরও তত চাই পরিস্থিত এখন এটা হয়ে দাঁড়িয়েছে

ভোগ বিলাসিতার ব্যাপারটা অনেকটা প্রতিযোগিতার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবার মাঝে। এই ভোগ করার পাশাপাশি ত্যাগ করার মানসিকতা কিন্তু অনেক কম লোকেরই রয়েছে। যার কাছে কোটি টাকা রয়েছে, সে যদি হাজার টাকাও গরীব মানুষের কাছ থেকে কোনভাবে আদায় করে নিতে পারে, তাহলে সে ছাড় দেয় না। গরিব মানুষের সর্বস্ব কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না চরম ভোগ বিলাসে আসক্ত এই মানুষেরা। যার একটা পাঁচ তলা বিল্ডিং রয়েছে, সে চিন্তায় আছে দশ তলা বিল্ডিং কি করে করবে। অন্যদিকে যে মানুষের মাথার নিচে কোন ছাদই নেই তাকে যে একটা ছাতা দিয়ে কেউ সাহায্য করবে, সেই মানসিকতাও ভোগ প্রিয় মানুষের মধ্যে দেখা যায় না।

তারা নিজের ভোগ বিলাসী জীবনে এতটাই মগ্ন রয়েছে যে, মানুষের দুঃখ দুর্দশা কোন অবস্থাতে তাদের চোখে পড়ে না। আর দেখতে পেলেও সেটা কখনো গুরুত্বের সাথে দেখে না। এই ব্যাপারে তারা অনেকটা অন্ধ, সেটা বললে ভুল হবে না। মানুষের জীবনে সুখের দরকার রয়েছে, আরামেরও দরকার রয়েছে আর মানুষ অনেকটা পরিশ্রম এইসব অর্জন করে, এটাও ঠিক। তবে তার আশেপাশের মানুষ যদি অনেক বেশি কষ্টে থাকে, না খেয়ে থাকে তাহলে এই বিষয়টা একটু যত্নশীল হওয়া উচিত। সবার প্রতি সহানুভূতি মানুষ হিসেবে মানুষের আসা উচিত। ভোগের পাশাপাশি সামান্য একটু ত্যাগ করলে কারো কোনো ক্ষতি হয়ে যায় না, তবে এই সামান্য একটু ত্যাগ করলে অন্য অনেক মানুষের হয়তো একটু উপকার হলেও হতে পারে

আমি ব্যক্তিগতভাবে ভোগ প্রিয় মানুষ না। আমার খুব বেশি সামর্থ্য নেই, তবে ছোট ছোট ত্যাগ আমি করে থাকি মানুষের জন্য। আমার যতটুকু সামর্থ্য, ততটুকু সামর্থ্য দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করি। সবার ছোট ছোট ত্যাগের মাধ্যমে সমাজের নিম্নবর্গ মানুষের অনেকটা উপকার করা সম্ভব। একটু একটু করে সবাই করলেও সমাজে অনেক বড় ইমপ্যাক্ট দেখা যাবে এর। ভোগ করা কোন পাপ কাজ নয়, তবে ত্যাগ করা মহৎ কাজ। আর এই ত্যাগের মাঝে যে শান্তি, সেটা ভোগ করে পাওয়া সম্ভব নয়। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমাদের সবারই উচিত এই ভোগের জগত থেকে বেরিয়ে এসে, একটু ত্যাগের জগতে যাওয়া। আমাদের সামান্য ত্যাগ হয়তো অন্য অনেক মানুষের সুখের কারণও হতে পারে

আমরা কেউ পৃথিবীতে সারা জীবনের জন্য থাকতে আসিনি। আর আমরা তো অমরও নই। তাই আমাদের জীবনকালে আমরা যদি কারো একটু উপকার করতে পারি, তাহলে সেটা করাই উত্তম। মানুষের জন্য মানুষের এগিয়ে যাওয়া উচিত, প্রত্যেকের প্রতি যদি আমরা সহানুভুতিশীল হই তাহলে আমরা এক সুন্দর সমাজের দেখা পাব। সব সময় ভোগেই নয়, ত্যাগের মধ্যেও সুখ আছে, এই উপলব্ধি আমরা অবশ্যই করতে পারব ত্যাগ করার মানসিকতা রাখলে।


পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
লোকেশনবারাসাত , ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে একদমই ঠিক বলেছেন৷ আমরা প্রতিনিয়ত আমাদের নিজের স্বার্থকে নিয়ে চিন্তা করি৷ কখনো অন্যের স্বার্থকে আমরা ভেবেও দেখি না৷ আমরা কখনোই ত্যাগ করতে পছন্দ করি না৷ শুধুমাত্র ভোগ নিয়েই বসে থাকি৷ কোন জিনিস আমরা কখন ভোগ করতে পারবো তা নিয়ে আমরা অতি বেশি গুরুত্ব দিয়ে থাকি৷ তবে যদি ত্যাগ করার ফলে কোন মানুষের অনেকটা উপকার হয় সেই কাজটি আমরা কোন মতে করি না৷ ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

সত্যি বলতে আমরা এখন মানুষগুলো কেমন জানি দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছি। একটা সময় মানুষ মানুষকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতো। কিন্তু এখন মানুষ শুধুমাত্র নিজেই ভোগ বিলাসের দিকে সর্বোচ্চ ফোকাস করে থাকে। কে কোথায় কষ্টে আছে এবং মারা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কারো এখন আগের মত মাথা ব্যাথা নেই। আর সবাই ভোগ বিলাসের মতো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। আসলে আমাদের এগুলো থেকে বেরিয়ে এসে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ ভাই বেশ গভীর একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর ভাবে গুছিয়ে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

Posted using SteemPro Mobile

এ কথাটা ঠিক বলেছেন ভাই যে এমন এমন ভোগী রয়েছে যারা গরীবের সর্বোচ্চ টুকু নিতেও দ্বিধা বোধ করেনা। আসলে কিছু , কিছু মানুষের জন্য আমাদের সমাজটা নষ্ট হয়ে যায় যাই হোক আপনার মতামত কে আমি রেসপেক্ট করি খুব সুন্দর আলোচনা করেছেন ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

আসলে আমরা আমাদের নিজের ভালোটা বেশি বুঝি। কি করলে আমার নিজের উপকার হবে সে কথা চিন্তা করি। অন্যকে নিয়ে চিন্তা করার মত সময় আমাদের হাতে নেই। কারন আমরা মানুষ বড়ই স্বার্থপর। নিজের একটু ক্ষতি থেকে যদি অন্যের এতটুকু উপকার হয় আমার কাছে মনে জয় সেটাই অনেক ভালো। কিন্তু এই বিষয়টা কখনো ভেবে দেখি না।

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর কিছু কথা বললেন ভাই। যাইহোক, মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাই।

ভোগেই সুখ নেই ত্যাগেই প্রকৃতি সুখ। আসলে ভাইয়া আমাদের কাউকে কিছু দেওয়ার মনমানসিকতা নেই বলেই চলে। এটা সত্যি বলেছেন ভাইয়া যাদের অনেক টাকা আছে তারা কিন্তু দরিদ্র মানুষের কাছ থেকে সামান্য টাকা নিতে দ্বিধা বোধ করে না।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

আসলে ভাইয়া আমাদের কাউকে কিছু দেওয়ার মনমানসিকতা নেই বলেই চলে।

তবে আপু এই মানসিকতা আমাদের সবার মাঝে নিয়ে আসা উচিত।

আপনার পোষ্টের কথাগুলো খুবই যথার্থ পূর্ণ ছিল ভাইয়া। আমাদের ভোগ কখনো আমাদের শান্তি পাইয়ে দিতে পারে না কিন্তু ত্যাগ করতে পারলেই মানসিক শান্তি অনুভব করা যায়। আর আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ের যুগে কারো কাছে একটি পাঁচ তলা বিল্ডিং থাকলে তার চিন্তা-ভাবনা থাকে কিভাবে দশতলা করা যায় কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের মাথার উপরে টিনের চালাটুকুও নেই। কিন্তু তার পাশে দাঁড়ানোর কারোর কোন ভ্রুক্ষেপ নেই। প্রভাবশালী কিছু মানুষ রয়েছে যারা গরীবদের সম্পদ ও আত্মসাৎ করে ভোগ করতে দ্বিধাবোধ করে না। আমরা আসলেই তো অমর নই কিন্তু তাও কেন এরকম ভোগ বিলাসী হয়ে থাকি। আসলেই আপনার মত আমাদেরও সকলের উচিত ছোট ছোট কিছু ত্যাগ স্বীকার করা।তাহলেই সমাজের নিম্ন শ্রেণীর লোকেদের অনেক বড় ধরনের উপকার সাধিত হবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্যে।

আমার শেয়ার করা এই পোস্ট টি আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ, এত সুন্দর ভাবে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

image.png

বেশির মানুষ ভোগ করতেই পছন্দ করে, ত্যাগ করতে না। ভোগ জিনিসটা আমি নিজেও পছন্দ করিনা। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেই সবকিছু ভোগ না করে একটু ত্যাগ করা। নিজের সামর্থ্য অনুযায়ী যদি আমরা কোন কিছু ত্যাগ করি, তাহলে এটা অন্যের জন্য দেখা যাবে খুবই ভালো। ভোগের মধ্যে প্রকৃত সুখ পাওয়া যায় না, ত্যাগের মধ্যেই প্রকৃত অসুখ পাওয়া যায় বলে আমার মনে হয়। কথায় আছে না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। আপনি অনেক সুন্দর করে এই টপিকটা নিয়ে লিখেছেন আজকের পোস্ট। যেটা আমার খুব ভালো লেগেছে।

আমার শেয়ার করা আজকের এই টপিকটা যে আপনার ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ, এত সুন্দর ভাবে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

বতর্মানে মানুষের মধ্যে ত‍্যাগের ব‍্যাপার টা একেবারেই নেই। সবার শুধু ভোগ করতে ব‍্যস্ত। এতে করেই সমাজে মানুষের মধ্যে ভারসাম্যহীণতা তৈরি হয়। তবে আপনার মধ্যে যে ত‍্যাগ করার ব‍্যাপার টা রয়েছে আপনি ভোগের থেকে সেটা বেশি প্রাধান্য দেন এটা শুনে বেশ ভালো লাগল। মানুষের মধ্যে অদ্ভুত এক প্রতিযোগিতা চলছে। এটা সম্পদে একে অন্য টেক্কা দেওয়ার প্রতিযোগিতা।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাই, এত সুন্দর ভাবে কথাগুলো বলার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর কিছু কথা আজকের পোস্টে তুলে ধরেছেন দাদা।আসলে ভোগ বিলাসে মত্ত অনেকেই। ত্যাগ করার চেয়ে ভোগ করতে ব্যাস্ত সবাই।আপনি ভোগ প্রিয় নয় এবং নিজের সাধ্য মতো সাহায্য সহযোগিতা করে থাকেন জেনে ভালো লাগলো। সারাজিবন কেউ পৃথিবীতে থাকতে আসেনি কথাটি খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই পোস্টের কথাগুলো আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে অনেক ভালো লাগলো দিদি। সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

বর্তমান পৃথিবীতে ত্যাগ করার মত মানুষ নেই। ভোগ করার জন্য সবাই ব্যস্ত থাকে। তবে এটি ঠিক বড় লোক গুলো যদি সামান্য ত্যাগ স্বীকার করে অনেক মানুষ সুখে থাকতে পারে। এখনকার মানুষ যেভাবে পারে মানুষকে ভোগ এবং জুলুম করার চেষ্টা করে। কিন্তু কাউকে এক বিন্দু ত্যাগ স্বীকার করতে রাজি না। এই ধরনের লোক গুলো আমাদের আশেপাশেও আছে। ধন্যবাদ আপনাকে খুব মূল্যবান একটি পোস্ট করার জন্য আমাদের মাঝে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ত্যাগ করার মন মানসিকতা খুবই কম মানুষের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষের মন মানসিকতায় কি রকমের হয় না আর ঠিক তেমনি ত্যাগ করার ক্ষেত্রেও না। বেশিরভাগ মানুষ ভোগ করা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই ভোগের মধ্যে কখনোই প্রকৃত সুখটা পাওয়া যায় না। প্রকৃত সুখ তো পাওয়া যায় ত্যাগের মধ্যেই। যে মানুষ ত্যাগ করে সে বুঝতে পারে ত্যাগের মধ্যে কতটুকু সুখ রয়েছে। সব মানুষের পাশে দাঁড়ানো আমাদের একরকম কর্তব্য। ভোগ আমরা করব কিন্তু এত বেশিও না, ভোগের পাশাপাশি ত্যাগও করতে হবে। ত্যাগের মধ্যে সুখ রয়েছে এটা আমরা তখনই ভালোভাবে উপলব্ধি করতে পারব, যখন আমরা মন মানসিকতা এরকমটা রাখবো।

হ্যাঁ আপু, প্রকৃত সুখ ত্যাগের মধ্যেই পাওয়া যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর করে আপনার কথাগুলো এখানে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

বর্তমান সময়ে ত্যাগ করার মন-মানসিকতা মানুষের কাছে খুব কম দেখা যায়। তবে সবাই যে যেভাবে পারে ভোগ করার চেষ্টা করে। বড়লোক গুলো চেষ্টা করে ভোগ করে আরো বড়লোক হওয়ার জন্য। তবে এসব চিন্তাভাবনা থেকে সবাই মন মানসিকতা চেঞ্জ করলে দেশ এবং সমাজের জন্য খুব ভালো হয়। তাই প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্ব থেকে মানুষের জন্য কিছু ত্যাগ স্বীকার করা দরকার। তবে আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে।

আমার শেয়ার করা এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ, আপনার এই মন্তব্যের জন্য।

ত্যাগ করার মাঝে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। যে ত্যাগ করতে পারে তার মন খুবই ভালো থাকে। মানুষ হিসেবে আমাদের মনুষত্ববোধ হারিয়ে গেছে। আমরা ত্যাগ করতে পারি না, ভোগ করা নিয়েই ব্যস্ত থাকি। ভোগ করার মাঝে প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে ভাই।

যে ত্যাগ করতে পারে তার মন খুবই ভালো থাকে।

এটা কিন্তু ঠিক কথা বলেছেন ভাই। যাইহোক, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।