ডাই || এ বি বি ( A B B) লেখা ডাই তৈরি

in hive-129948 •  6 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই জানো যে, আর কয়েকদিন পরেই আমাদের এই কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি হবে। দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। তাছাড়া ভালো সময় খুব তাড়াতাড়িই চলে যায়। কেমন করে এতটা সময় পার করে দিলাম, এই কমিউনিটিতে সেটা ভাবলেই মাঝে মাঝে অবাক লাগে। হাসি, আনন্দ, কাজ সবকিছু মিলেই কেটেছে পুরোটা সময়। যাইহোক, আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের ডাই আমি তোমাদের সাথে শেয়ার করে আসছি। তবে আজকে একটু স্পেশাল ভাবে ডাই তৈরি করার চেষ্টা করেছি। আমাদের কমিউনিটিতে তৃতীয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রতিযোগিতা উপলক্ষে করেছি এই ডাই টি। এটি তোমরা দেখলেই বুঝতে পারবে, কোন থিমের উপর ভিত্তি করে আমি ডাই টি করেছি, সেটার আর বিস্তারিত বর্ণনা দেওয়ার প্রয়োজন পড়বে না। এ বি বি ( A B B) লিখে ডাই টি তৈরি করেছি আমি এই পোস্টে। এই অক্ষর গুলোর উপরে রঙিন কাগজ ও ক্লে দিয়ে ডিজাইন করতে আমার অনেকটাই সময় লেগেছে। অনেক ধৈর্যের কাজ ছিল এটি। । একটা দিন আমার পুরো লেগে গেছে, এই কাজটি করতে গিয়ে। যাইহোক, ডাই টি কতটা সফলভাবে করতে পেরেছি জানিনা, তবে চেষ্টা করেছি এই আর কি। এই ডাই তৈরির স্টেপ গুলো আমি নিচে ধাপে ধাপে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটা ভালো লাগবে।

20240609_181546.jpg

20240609_165411.jpg




প্রয়োজনীয় উপকরণ:

▪️কালার পেপার
▪️কার্ডবোর্ড
▪️পেন্সিল
▪️কম্পাস
▪️এক্রোলিক কালার
▪️তুলি
▪️টিস্যু
▪️কাঁচি
▪️ক্লে
▪️আঠা

20240609_170454.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপরে পেন্সিলের সাহায্যে A, B, B লেটার তিনটি লেখে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240608_160058.jpg20240608_161300.jpg

20240608_163000.jpg

দ্বিতীয় ধাপ

এবার লেটার গুলোর উপর আঠা দিয়ে, তার উপরে টিস্যু লাগিয়ে কাঁচির সাহায্যে লেটার গুলোর বাইরে থাকা অতিরিক্ত টিস্যুগুলো কেটে নিলাম এবং এক্রোলিক কালারের সাহায্যে লেটার তিনটির উপরে কালার করে নিলাম।

20240609_105532.jpg20240609_105729.jpg
20240609_105734.jpg20240609_110056.jpg
20240609_110617.jpg20240609_112604.jpg
20240609_113248.jpg20240609_115123.jpg

তৃতীয় ধাপ

এখন একটি কালার পেপার নিয়ে তার উপরে পেন্সিল ও কম্পাস এর সাহায্যে বৃত্ত অঙ্কন করে, কিছু ফুল তৈরি করে নিলাম চিত্রের ধাপগুলো অনুসরণ করে।

20240609_120258.jpg20240609_120924.jpg20240609_122425.jpg
20240609_122532.jpg20240609_122559.jpg20240609_122632.jpg

20240609_130558.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে, আঠার সাহায্যে ফুলগুলো পরপর A লেটারটির উপরে লাগিয়ে নিলাম।

20240609_131305.jpg20240609_131342.jpg20240609_131703.jpg

20240609_164334.jpg

পঞ্চম ধাপ

পঞ্চম ধাপে, চারটি ভিন্ন কালারের ক্লে নিয়ে কিছু ফুল তৈরি করে নিলাম চিত্রের মতো করে।

20240609_154758.jpg20240609_150724.jpg20240609_150954.jpg
20240609_151031.jpg20240609_151123.jpg20240609_152303.jpg
20240609_152552.jpg20240609_152613.jpg20240609_152840.jpg

20240609_154721.jpg

ষষ্ঠ ধাপ

এবার আঠার সাহায্যে ফুলগুলো অন্য আরেকটি লেটার B এর উপর লাগিয়ে নিলাম।

20240609_154854.jpg20240609_154905.jpg20240609_155059.jpg

20240609_155557.jpg

সপ্তম ধাপ

এখন ছয়টি ভিন্ন কালারের ক্লে দিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের কিছু বল তৈরি করে নিয়ে নিলাম।

20240609_160042.jpg20240609_160308.jpg20240609_160649.jpg

20240609_162632.jpg

অষ্টম ধাপ

বাকি যে B লেটার টি ছিল তার উপরে আঠার সাহায্যে এই বলগুলো লাগিয়ে নিলাম।

20240609_162747.jpg20240609_162953.jpg

20240609_164206.jpg

নবম ধাপ

সবগুলো লেটার এক জায়গায় রেখে এই ফটো দুটি করে নিলাম। এভাবেই এ বি বি ( A B B) লেখা ডাই টি তৈরি হয়ে গেলো আমার।

20240609_165411.jpg

20240609_181546.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই স্পেশাল ডাই টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আমাদের মাঝে অনেক সুন্দর করে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত সৃজনশীল একটি পোস্ট শেয়ার করেছেন। ডাই তৈরি এ বি বি লেখার, প্রতিটি ধাপ বেশ দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত পর্যায়ক্রমে আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ভালো লেগেছে আমার কাছ থেকে আপনার ডাই তৈরি দেখতে।

এই কাজ করার ক্ষেত্রে আমার দক্ষতা এবং অভিজ্ঞতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ক্লে এবং রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার এবিবি অর্থাৎ আমার বাংলা ব্লগের নামটা লিখেছেন দারুন হয়েছে আপনার করা ডাই টা।খুব সুন্দর কালার কম্বিনেশন আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অসাধারণ একটি ডাই পোস্ট তৈরি করে দেখানোর জন্য। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ইংরেজি লেটার তৈরি করে পোস্ট তৈরি করতে দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার এই পোস্টটা।

আমার এই ডাই পোস্টটি যে আপনার কাছে এক কথায় অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো আপু।

কোন কিছু ভালোবাসলে সেটা মানুষ বারবার বিভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করে। আপনার তৈরি করা ডাই পোস্টটি দেখে সেই কথাটি মনে পড়ল। খুবই সুন্দর হয়েছে আপনার প্রচেষ্টা টি।

আপনার এই মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো দিদি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে বেশ সুন্দর দেখতে একটি ডিজাইন তৈরি করে দেখিয়েছেন। এবিবি লেখাটিকে বেশ দারুন ভাবে সাজিয়েছেন। আপনার আইডিয়া টা বেশি ইউনিক ছিল এবং আপনার ডাইটি দেখতেও বেশ সুন্দর হয়েছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এবিবি লেখা সুন্দর ডাইটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি ভাই, এবিবি(ABB) লিখাটি বেশ দারুন ভাবে সাজানোর জন্য। আমার এই আইডিয়াটি আপনার কাছে যে ইউনিক লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই।

অসাধারণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপনার চিন্তাভাবনার প্রশংসা করতেই বে ভাই। রঙিন কাগজ ও ক্লে দিয়ে অনেক সুন্দর এবিবি লেখার ডাই পোস্ট তৈরি করেছেন। ডাই পোস্টটি দেখতে খুবই সুন্দর লাগছে এক কথায় অসাধারণ। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

আমার এই ডাই পোস্টটি যে আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো ভাই।

আইডিয়াটা তো দারুন, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাই খুবই চমৎকার লাগছে। কাগজ কেটে ফুলগুলো তৈরি করে সেটা আঠা দিয়ে লাগানোর পরে আরো বেশি ভালো লেগেছে। চোখ আটকে যাওয়া স্বাভাবিক ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ।

এতো সুন্দর ভাবে গুছিয়ে আমার এই ডাই পোস্টটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার ডাইটি অসাধারণ হয়েছে। আসলে ভাইয়া এমন ছোট ছোট কাজ করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আর এতো ছোট ফুল গুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। তবে সময় লাগলেও জিনিসটা সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু, এগুলো করতে অনেকটা সময় এবং ধৈর্যের প্রয়োজন পড়ে। যাইহোক, আমার এই ডাই পোস্টটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম আপু।

image.png

এবিবি লেখা এত সুন্দর একটা ডাই দেখে তো অসম্ভব ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন দিয়েছেন। আপনার এই আইডিয়াটা কিন্তু একেবারে ইউনিক ছিল। এটার জন্য নিশ্চয়ই অনেক সময়ের প্রয়োজন হয়েছে। আসলে এই ধরনের কাজের জন্য দক্ষতা এবং সময় আর ধৈর্যের প্রয়োজনটা বেশি হয়। রঙিন কাগজের ফুল দিয়েছেন একটার মধ্যে যেটা অনেক সুন্দর হয়েছে। আবার ক্লে দিয়ে ফুল তৈরি করে আরেকটা অক্ষরের মধ্যে দিয়েছেন এটাও কিন্তু দারুন ছিল। আবার ক্লে দিয়ে ছোট-বড় অনেকগুলো কালারফুল বল তৈরি করে সেগুলো দিয়েছেন আরেকটার মধ্যে, সব মিলিয়ে দারুন হয়েছে পুরোটাই।

এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। ভালো লাগলো আপু, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি পড়ে।

ঠিক বলেছেন ভাইয়া মনে হল এই তো সেদিনের কথা। কিন্তু দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল। আসলেই ভালো সময় খুব দ্রুত চলে যায়। আপনার এবিবি লেখাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। বিশেষ করে A লেখার ফুল গুলো বেশি ভালো লেগেছে আমার কাছে। সব মিলে খুব চমৎকার লাগছে দেখতে।

আমার এবিবি লিখাটি আপনার কাছে যে অনেক সুন্দর লেগেছে, তা জেনে অনেক ভালো লাগলো আপু। আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বাহ দারুন হয়েছে দাদা। আনকমন একটি জিনিষ দেখলাম। তিনটে অক্ষর তিন রকম ডিজাইন করেছেন। দেখে দারুন লাগছে। তিনটে আক্ষরই আমাদের ভালবাসার টুকরো। ধন্যবাদ।

আমার শেয়ার করা এই ডাই টি যে আপনার কাছে আনকমন লেগেছে, সেটা জেনে খুশি হলাম ভাই।

জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। A লেটার সম্পূর্ণটাই গোলাপ ফুল দিয়ে সাজিয়েছেন। অনেকগুলো গোলাপ ফুল তৈরি করেছেন তাহলে। জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বাকি দুটো লেটার ক্লে দিয়ে সাজিয়েছেন। অনেক সময় নিয়ে এই কাজটা করেছেন বোঝাই যাচ্ছে। বেশ ভালো লাগলো আপনার ডাই প্রজেক্ট দেখে। ধন্যবাদ আপনাকে।

আমার এই ডাই প্রজেক্টটি যে আপনার কাছে অনেক ভালো লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম আপু। সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাই আপনার দক্ষতা মূলক কাজ গুলোর প্রশংসা আজকে আর নতুন করে কি করবো। সব সময় আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজগুলো করে থাকেন, যেগুলো দেখলে খুবই ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে ABB লেখা একটি ডাই তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। পুরোটা কাজ আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছেন। এরকম কাজগুলো সত্যি প্রশংসা করার মতোই।

এই কাজ করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

ভাই আপনার প্রশংসা বলে শেষ করা যাবে না। আপনার আইডিয়াগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ এবং কার্ডবোর্ড ও ক্লে দিয়ে খুব চমৎকার ABB বানিয়েছেন। বিশেষ করে কাগজ দিয়ে ফুলগুলো বানানোর কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। খুব সুন্দর করে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর একটি ডাই পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করেছি আপু, ডাই টি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর একটি ডাই পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ডাই পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। ক্লে ও রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার এবিবি মানে আমার বাংলা ব্লগের নামটি লিখেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ডাই পোস্টটি।অনেক ধন্যবাদ আপনাকে।

আমার শেয়ার করা এই ডাই পোস্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। এটি যে আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি।

খুশি হয়েছেন জেনে অনেক ভালো লাগলো নিজের কাছে।