সকালবেলা হাঁটতে বের হয়ে প্রকৃতির মাঝে কিছু সময় (পর্ব -০৩) শেষ পর্ব

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

কয়েকদিন আগে সকালবেলা আমি হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম। সেই দিন বের হয়ে প্রকৃতির মাঝে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম। সেই দিনের বের হওয়া নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে দুটি ব্লগ শেয়ার করেছি। সেই সব ব্লগে আমি কিছু কিছু বিষয় শেয়ার করেছিলাম হাঁটতে যাওয়া নিয়ে। আজ তৃতীয় পর্বে আরো কিছু কথা শেয়ার করব। দ্বিতীয় পর্বে তোমাদেরকে জানিয়েছিলাম আমি প্রকৃতির দিকে তাকিয়ে অনেকটা সময় কাটিয়ে অন্য একটা সরু গলি হয়ে যে অংশটিতে যাই সেই অংশটি আমার খুবই প্রিয় ছিল । কিন্তু সেই পর্বে এই জায়গাটা প্রিয় হওয়ার কারণ আমি তোমাদেরকে জানাই নি । আজকের পর্বে সেগুলো জানাবো।

20230511_062009.jpg

20230511_062015.jpg

এই অংশে যাওয়ার পর প্রথমেই আমার চোখে পড়েছিল কয়েকটি আমগাছ। যে আম গাছগুলোতে পাকা পাকা আম ঝুলে ছিল । আমার তো দেখেই লোভ লেগে গেছিলো। আমি কোনভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এসব গাছের আম চুরি করার থেকে। আমি প্রথমে আশেপাশে লোকজন আছে কিনা দেখে নি। এই জায়গায় কোন লোকজন আমি দেখতে পাই না। তারপর আমি চুপি চুপি ছোট সাইজের কতগুলো ইট ছুড়ে তিনটে আম পেড়ে গাছের নিচের একটি জায়গায় রেখে দেই। আম পাড়ার সময় ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল।

20230511_062019.jpg

20230511_062029.jpg

যাই হোক আম পাড়া শেষে খাওয়ারও ইচ্ছা হচ্ছিল কিন্তু আশেপাশে জলের কোন ব্যবস্থা না দেখে আমগুলো আমি খাই নি । আমগুলো সেখানে রাখার পর আমি আরেকটু এগিয়ে যায় সামনের দিকে। যেখান থেকে প্রকৃতির সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। বিলের অনেকটা অংশ দেখা যায় এই জায়গা থেকে। এখানে দাঁড়িয়ে আকাশে উড়ে যাওয়া প্লেন গুলো দেখতে খুব সুন্দর লাগে। আগে মাঝে মাঝেই সকাল বেলায় এই জায়গাটাতে এসে বসতাম এবং মাথার উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনের সংখ্যা গুনতাম। আজ এখানে আসার পর কিছু সময় বসে মাথার উপর দিয়ে প্লেন যাওয়ার দৃশ্য উপভোগ করি। এছাড়াও দূরের সুন্দর প্রকৃতি মনে শীতলতা এনে দিচ্ছিল।

20230511_062036.jpg

20230511_062111.jpg

এই জায়গাটি বিকালের সময়ও অসাধারণ সুন্দর লাগে কারণ এইখান থেকে খুব স্পষ্টভাবে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখা যায়। এরকম নিরিবিলি একটা জায়গা আমার খুবই ভালো লাগে। এখানে কিছু সময় প্রকৃতির বিশুদ্ধ হওয়া গ্রহণের পর পুনরায় আমি সেই আম গাছের নিচে থেকে পেড়ে রাখা আমগুলো নিয়ে নি । পাশে পড়ে থাকা একটা চিপসের প্যাকেটের মধ্যে আমগুলো ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আমি তো আসার সময় ভয়ে ভয়ে ছিলাম কেউ যদি দেখে জিজ্ঞেস করে এগুলো কোথায় পেয়েছি আমি এর উত্তর কি দেবো এই ভেবে। যাইহোক আমি সকালবেলা হাঁটতে গিয়ে সেদিন সফলভাবে আম চুরি করে বাড়ি নিয়ে আসতে পেরেছিলাম ।

20230511_062105.jpg

পোস্ট বিবরণ

ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা।

সকালবেলা হাঁটতে বের হয়ে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো নিয়ে শেয়ার করা তৃতীয় পর্বের পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

প্রকৃতির অপরূপ সৌন্দর্য কার না ভালো লাগে। আমার কাছে তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং তার সান্নিধ্য পাওয়া খুবই ভালো লাগে। সকালবেলা হাঁটতে বের হয়ে প্রকৃতির মাঝে আপনি খুবই সুন্দর সময় উপভোগ করেছেন। সেই সাথে ছোটবেলার মতো গাছে ঝুলে থাকা পাকা পাকা আমও পেরেছেন। সব মিলিয়ে আপনার সময়টা দারুন উপভোগ করেছেন। আর আপনার কাটানো সেই সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

চেষ্টা করেছি ভাই সেদিন সকালে হাঁটতে বের হয়ে যে সুন্দর সময় গুলো কাটিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার । শেয়ার করা পোস্ট টি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপনি তো ভালোই চোর আছেন দেখছি হা হা হা। আশেপাশে তাকিয়ে খুব সুন্দর করে তিনটি আম চুরি করে নিলেন। আসলে অন্যের কাছ থেকে আম চুরি করে খাওয়ার মজাই আলাদা😜। ছোটবেলায় আমরাও এমন অনেক খেয়েছি। আপনার আম চুরি করে খাওয়া দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাছাড়া ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লেগেছে।

হাহাহা 🤪🤭🤣আপু এই রকম আম চুরি করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। ছোটবেলায় ফিরে যাওয়ার সুযোগ পাই এরকম চুরি করার মাধ্যমে।

আরে ভাইয়া আপনি তো দেখছি সকালবেলায় হাঁটাহাঁটি করতে গিয়ে আম চুরি করে নিয়ে এসেছিলেন। ছোট ছোট গাছের পাকা আমগুলো দেখে চুরি করার খুবই লোভ হচ্ছিল আপনার। তাই প্রথমে আশেপাশের মানুষ আছে কিনা দেখে নিয়েছিলেন। এরপর কয়েকটা আম পেড়ে নিয়েছিলেন। আপনি যখন আম পাড়ছিলেন তখন আপনার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। বেশ ভালোই উপভোগ করলাম আপনার সকালবেলায় কাটানো এত সুন্দর মুহূর্তটা।

ভাই গাছের পাকা আম গুলো দেখে লোভ সামলানো যাচ্ছিল না । তাছাড়া আশেপাশে লোকজনের আনাগোনা দেখতে না পেয়ে চুপিচুপি তিনটি আম চুরি করে বাড়ি নিয়ে আসি।

আগের পর্বগুলো আমি পড়েছিলাম ভাই। এই পর্বটি পড়ে অনেক হাসলাম। কারণ আপনি যেভাবে আম চুরি করলেন, এতে করে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এমন অনেক করেছি। যাইহোক আপনি বাসায় আমগুলো নিয়ে, ঠিকমতো খেতে পেরেছেন কিনা সেটা জানার অপেক্ষায় রইলাম। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমার এই আম চুরির গল্প যাকেই বলছি সেই হাসছে ভাই 🤣। আম চুরি করার সময় আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ ভাই আমগুলো ঠিকঠাক মতই খেয়েছিলাম। বেশ ভালো ছিল আমগুলো।

চুরি করা আম খেতে বেশ ভালোই লাগে ভাই। পুরনো অভিজ্ঞতা থেকে বলছি। 🤣🤣

১০০ % সত্যি কথা ভাই। টক আমও মিষ্টি লাগে যদি সেই আমগুলো চুরি করা হয়ে থাকে তাহলে। 🤣🤣

ঠিক বলেছেন ভাই, আমিও আপনার সাথে একমত পোষণ করছি। চোরে চোরে মাসতুতো ভাই। 🤣🤣

"চোরে চোরে মাসতুতো ভাই" এই কথাটা অনেক দিনপর শুনলাম ভাই। 🤣🤣

আপনার আম চুরি করার কথা পড়ে, হঠাৎ করে অনেক দিন পর আমার মাথায়ও এই কথাটি এসেছে ভাই। 😂

হ্যাঁ ভাই বুঝেছি সেটা।