রেসিপি || ক্রিসপি আলুর চপ

in hive-129948 •  11 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

বন্ধুরা, আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। রান্না করার কাজটা আমি প্রায় নয় থেকে দশ বছর আগে প্রথম শুরু করেছিলাম । সত্যি কথা বলতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আগে পড়াশুনার জন্য মেসে থাকার কারণে বিভিন্ন ধরনের জিনিস আমি রান্না করে খেতাম। তখন থেকে এই রান্না করার ব্যাপারটা আস্তে আস্তে আমি শিখে নিয়েছি। তবে বর্তমানে বাড়িতে থাকলেও আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের রান্না করে থাকি। আমি রান্না করে দেওয়ার কারণে মায়েরও কষ্ট অনেকটা কম হয়। তাছাড়া বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি দেখে, সবাই আনন্দ সহকারে তা খেতে পারে। যাইহোক, আজকে তোমাদের সাথে নতুন যে রেসিপি টি শেয়ার করবো তার নাম হলো ক্রিস্পি আলুর চপ। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি ধাপে ধাপে নিচে দেখে নেওয়া যাক। তোমরা কেউ কোনো দিন বাড়িতে এই রেসিপিটি করে খেয়েছ কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিও।

InShot_20240127_190357380.jpg



প্রয়োজনীয় উপকরণ :


উপকরণপরিমাণ
আলু৪ টি
পেঁয়াজ১ টি
রসুন২ টি
পেঁয়াজ কলিকিছু সংখ্যক
ধনেপাতাকিছু সংখ্যক
কাঁচা লঙ্কা৪ টি
বিস্কুটের গুঁড়োপরিমাণ মত
কর্ণফ্লাওয়ার২ চামচ
ময়দা১ কাপ
বেকিং সোডা২ চামচ
লবনপরিমাণ মত
হলুদ২ চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো১ চামচ
গরম মসলা গুঁড়ো২ চামচ
তেলপরিমাণ মত

InShot_20240130_075312994.jpg

⏩ প্রস্তুত প্রণালী ⏪

🌹প্রথম ধাপ🌹

প্রথমে আলু, পেঁয়াজ , রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা,পেঁয়াজ কলি কেটে নিলাম। এরপর প্যানে কিছু পরিমাণ জল দিয়ে তাতে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার ১/২ চামচ লবন এবং ১/২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আলু সেদ্ধ হয়ে গেলে তা প্লেটে তুলে নিলাম।

20240127_123144.jpg20240127_124952.jpg
20240127_124957.jpg20240127_125013.jpg
20240127_130430.jpg20240127_130736.jpg

🌹 দ্বিতীয় ধাপ🌹

এখন সেদ্ধ করা আলু ম্যাশ করে নিলাম। এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, এই সমস্ত উপকরণ গুলো দিয়ে ভালো করে ম্যাশ করা আলুর সাথে মিশিয়ে নিলাম। এর পর আবার এর মধ্যে লবন ১ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ ও গরম মসলা গুঁড়ো ২ চামচ দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ গুলো মিশিয়ে নিলাম।

20240127_131210.jpg20240127_131357.jpg
20240127_131741.jpg20240127_131912.jpg

🌹 তৃতীয় ধাপ 🌹

এবার ১/২ কাপ ময়দা, বেকিং সোডা ১ চামচ, কর্ণফ্লাওয়ার ১চামচ দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আলুর মিশ্রণটি থেকে ছোট ছোট চপ এর মতো বানিয়ে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240127_132041.jpg20240127_132346.jpg
20240127_132520.jpg20240127_133632.jpg

🌹 চতুর্থ ধাপ 🌹

এখন আরেকটি বাটিতে কর্ণফ্লাওয়ার ১ চামচ, বেকিং সোডা ১/২ চামচ, ময়দা ১/২ কাপ, শুকনো লঙ্কার গুঁড়ো ১/২ চামচ,গরম মশলা গুঁড়ো ১/২ চামচ ও পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

20240127_133817.jpg20240127_133844.jpg20240127_133918.jpg
20240127_134054.jpg20240127_134101.jpg
20240127_134151.jpg20240127_134350.jpg

🌹পঞ্চম ধাপ 🌹

এইবার তৃতীয় ধাপে তৈরি করা আলুর চপ গুলো, চতুর্থ ধাপে তৈরি করা মিশ্রণটিতে ডুবিয়ে, বিস্কুটের গুঁড়ো চপের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম।

20240127_134410.jpg20240127_134417.jpg

🌹 ষষ্ঠ ধাপ 🌹

বিস্কুটের গুঁড়ো মাখানো চপ গুলো তেলে ভেজে নিলাম ।

20240127_135507.jpg20240127_135810.jpg

🌹 সপ্তম ধাপ 🌹

সবশেষে, ভেজে রাখা চপ গুলো প্লেটে নামিয়ে টমেটো সস, ধনেপাতা, গাজর ও শসা সহযোগে সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিলাম।

InShot_20240127_190357380.jpg


🥀পোস্ট বিবরণ🥀

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung Galaxy M31s
রেসিপি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ক্রিসপি আলুর চপ রেসিপি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নয় থেকে দশ বছর আগে! তার মানে আপনি দেখছি অনেক আগের প্লেয়ার! আমিও আপনার মতো মেসে থেকে রান্না করতাম এবং শিখেছি। আপনার ক্রিসপি আলুর চপ রেসিপিটি মজাদার হয়েছে দেখেই বুঝা যাচ্ছে 😍

নয় থেকে দশ বছর আগে! তার মানে আপনি দেখছি অনেক আগের প্লেয়ার!

হিহিহি 🤣🤣🤣 হ্যাঁ ভাই, এই দিক দিয়ে অনেক আগের প্লেয়ার, এটা বলতেই পারেন। মেসে যারা থাকে তারা রান্না অনেক আগে থেকেই শিখে যায় ভাই।

আপনার রান্না করার অভিজ্ঞতা তো অনেক দিনের। আসলে মেসে যারা থাকে তাদের কম বেশি রান্না করে খাইতে হয়েছে। যেটা আমিও করেছি তাছাড়া এখনো অনেক পিকনিক করি নিজেদের রান্না করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। আপনি আজকে আলুর চপ রেসিপি করেছেন । এই ধরনের খাবার খুবই প্রিয় । অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি দেখে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই, সেটা বলতেই পারেন আমার রান্না করার অভিজ্ঞতাটা অনেক দিনেরই। মেসে থাকার কারণেই এই অভিজ্ঞতাটা অর্জন হয়েছে।

আপনার তো দেখছি রান্নার প্রতি অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আপনি অনেক আগে থেকেই রান্না করা শুরু করেছি দিয়েছেন। বাড়িতে আসলেও মাঝে মাঝে আপনি রান্না করে থাকেন জেনে খুব ভালোই লাগলো। আর এর ফলে আপনার মায়ের ও কষ্ট কম হয়। ক্রিসপি আলুর চপ রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এভাবে কখনো এই রেসিপিটা খাওয়া হয়নি, যার কারণে দেখে খেতে ইচ্ছে করতেছে।

ক্রিসপি আলুর চপ রেসিপিটি সত্যিই অনেক টেস্টি হয়েছিল খেতে । ভাই, আমার রান্নার অভিজ্ঞতাটা অনেকদিন আগে থেকেই । মেসে যখন থাকতাম তখন থেকেই রান্না করে খাওয়ার অভ্যাসটা ছিল।

আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। ক্রিসপি আলুর চপ আমার খুবই পছন্দের । তবে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না ।আপনার রেসিপিটা দেখে খুবই খেতে ইচ্ছে করছে ।পরিবেশন খুবই ভালো ছিল । সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ক্রিসপি আলুর চপ আপনার খুবই পছন্দের জেনে ভালো লাগলো। এই রেসিপিটি অনেক দিন ধরে না খাওয়া হয়ে থাকলে, বাড়িতে সময় করে একদিন খেয়ে দেখতে পারেন আপু। এই শীতের সময় গরম গরম ক্রিসপি আলুর চপ খেতে একটু বেশি ভালো লাগে।

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন পদ্ধতিতে ক্রিসপি আলুর চপ তৈরি করে শেয়ার করেছেন। আসলে বাড়িতে কখনো এভাবে চপ তৈরি করে খাওয়া হয়নি। আপনার তৈরি চপ দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

শুধু দেখতে না ভাই, খেতেও অনেক টেস্টি হয়েছিল ক্রিসপি আলুর চপের এই রেসিপিটি । বাড়িতে এইভাবে চপ তৈরি করে না খাওয়া হয়ে থাকলে, কোন একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভাই। আশা করি, খেতে অনেক ভালো লাগবে।

যে কোন ধরনের চপ খেতে আমার খুবই ভালো লাগে। আমিও মাঝেমধ্যে বাসায় আলুর চপ বানিয়ে থাকি। আপনার তৈরি আলুর চপের রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে।ধন্যবাদ ভাইয়া আলুর চপের দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনিও মাঝেমধ্যে বাড়িতে আলুর চপের রেসিপি করে থাকেন, জেনে ভালো লাগলো। এগুলো খেতে সত্যিই অনেক ভালো লাগে।

ক্রিসপি আলুর চপ পারফেক্ট নাস্তার রেসিপি শেয়ার করেছেন দাদা। শীতকালে এধরণের তেলে ভাজা খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে দাদা।

Posted using SteemPro Mobile

নাস্তার রেসিপি হিসাবে এমন ক্রিসপি আলুর চপ একদম পারফেক্ট। এটা ঠিক যে, শীতকালে গরম গরম এই চপ গুলো খেতে অনেক মজা লাগে।

এই ক্রিস্পি আলুর চপটি আমার বেশি পছন্দ। আলুর চপ এর অন্য রেসিপি গুলো আমার কাছে তেমন ভালো লাগে না। আপনার আলুর চপগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে ।মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। ধন্যবাদ আলুর চপের মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও বেশ টেস্টি হয়েছিল আপু। আলু দিয়ে তৈরি করা এই রেসিপিটি আপনার পছন্দের জেনে ভালো লাগলো।

আসলে এতোগুলো উপকরণ দিয়ে তৈরি করা আলুর চপ কখনো খাওয়ার সুযোগ হয়নি আমার। আপনার এই আলুর চপ তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিস্কুটের গুড়া দেওয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার। নিশ্চয় আপনার তৈরি আলুর চপ খেতে অনেক বেশি সুস্বাদু ছিল।

Posted using SteemPro Mobile

এভাবে একবার ক্রিসপি আলুর চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভাই। আশা করি, খেতে অনেক ভালো লাগবে।

ভাইয়া আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। যেকোনো ধরনের চপ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আলুর চপ প্রায় সময়ই খাওয়া হয় তবে এভাবে কখনো আলুর চপ খাওয়া হয়নি। আপনার তৈরি আলুর চপ দেখে তো জিভে জল চলে আসলো। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আলুর চপ এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন আপু। আশা করি, অনেক ভালো লাগবে।

বাহ দাদা ক্রিসপি আলুর চপ দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। আসলে আপনার ক্রিসপি আলুর চপের কালার বেশ দুর্দান্ত হয়েছে। আলুর চপ খাওয়ার অনুভূতি বেশ দারুন। আলুর চপ তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আলুর ক্রিসপি চপ দেখে খেতে ইচ্ছা করলে শুধু হবে না ভাই, এরকম করে বাড়িতে তৈরি করে খেতেও হবে😁। আমার শেয়ার করা এই রেসিপিটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আলুর চপ খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আপনার রেসিপির কালারটা অনেক সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

রেসিপিটির কালার আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে, সুন্দর করে মন্তব্যটি করার জন্য।

Posted using SteemPro Mobile

বাহ ইউনিক একটি রেসিপি দেখেছি দেখে অনেক ভালো লেগেছে। তাহলে তো আপনার রেসিপি দেখে তৈরি করে খেয়ে নিতে হয়। যেহেতু আলুর চপ সবার প্রিয় একটি খাবার। তাও আপনি আবার ক্রিপসি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে আমার লোভ সামলানো যাচ্ছে না। অনেক ধন্যবাদ ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপু , রেসিপিটি দেখে লোভ সামলানো না গেলে তাড়াতাড়ি বাড়িতে রেসিপি তৈরি করে খেয়ে নিন 🤭🤭। রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো।

ক্রিসপি আলুর চপ দেখেই তো লোভ লেগে গেল ভাইয়া। এই ধরনের জিনিস তৈরি করে খেতে আমারও অনেক ভালো লাগে। একটু বেশি পরিমাণে মরিচ ব্যবহার করলে বিকেলের নাস্তা তে এটা খেতে খুবই ভালো লাগে।

এইসব রেসিপিতে মরিচ এর পরিমাণ যে যার ইচ্ছা মতোই দিতে পারে। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি এটি।

ভাইয়া খুব ভালো লাগলো জেনে আপনি বিভিন্ন রান্না করে মাকে সাহায্য করেন।এটা আসলে উচিত।কথাটি জেনে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আজ ক্রিসপি আলুর চপের রেসিপি করে শেয়ার করলেন।সত্যি কথা বলতে ঘরে বানানো জিনিসগুলো খেতে ভীষণ মজার হয়।আপনার বানানো আলুর চপ সবাই খুব মজা করে খেয়েছেন আশাকরি। আপনার পরিবেশন দারুন লেগেছে।ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

ঘরে বানানো জিনিসগুলোই আমার কাছে বেশি মজার লাগে । হ্যাঁ আপু, আলুর ক্রিসপি চপ গুলো সবাই অনেক মজা করে খেয়েছিল।

ক্রিসপি আলুর চপ রেসিপিটি দেখে আমার ভীষণ লোভ লাগলো। রকম রেসিপিগুলো তৈরি করে খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে সবাই মিলে গল্প করতে বসলে এরকম চপ খেতে সবার কম বেশি মজা লাগে। কিন্তু আপনার প্রথম ডেকোরেশন এর ছবিটা আমার কাছে বেশ ভালো লাগলো। তাছাড়া খুব সুন্দর ভাবে চেষ্টা করেছেন ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার তো আলুর চপ খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সবাই মিলে গল্প করতে বসে , এই ধরনের রেসিপি শেয়ার করে খেলে অনেক ভালো লাগে, এটা ঠিক বলেছেন আপু। রেসিপিটি ডেকোরেশন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

আপনি রান্নাতে এত ভালো দেখে ভালোই লাগলো। অনেক আগ থেকেই তাহলে ট্রেনিং নেওয়া রয়েছে রান্নার প্রতি। তবে আজকে আপনার কাছ থেকে এত মজাদার একটা রেসিপি, দেখতে পেরে আমার কাছেও ভালো লেগেছে। আর ইউনিক একটা রেসিপি আপনার কাছ থেকে আজকে আমি শিখতে পারলাম। এই মজাদার খাবারটা কখনো খাওয়া হয়নি। তাই আমি ভাবতেছি একবার হলেও আমি এটা তৈরি করে দেখব। আশা করছি আমার কাছেও খেতে অনেক বেশি ভালো লাগবে।

এই ক্রিসপি আলুর চপ রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। হ্যাঁ আপু , অবশ্যই একবার হলেও, আপনি এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন।

মেসে যারা থাকে তারা ধীরে ধীরে সবাই রান্না শিখে যায়। আর আপনিও রান্না শিখে গেছেন ভাইয়া। আলুর চপ দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

প্রায় দশ বছর আগে মেসে থাকার কারণেই ধীরে ধীরে রান্নাটা শিখে গেছি আমি । হ্যাঁ আপু, ক্রিসপি আলুর চপ খেতে অনেক টেস্টি হয়েছিল।