নদী পারাপারের সুন্দর অভিজ্ঞতা

in hive-129948 •  last year 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি। আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাই।

পাতিবুনিয়া ঘাট থেকে আমাদের গন্তব্যস্থল ছিল বালিয়াড়ি ঘাট পর্যন্ত। নদীর একঘাট থেকে অন্য ঘাটে যাওয়ার মাধ্যম ছিল একটি ইঞ্জিন লাগানো নৌকা। সেদিন যেহেতু আমাদের গন্তব্য স্থান ছিল মৌসুনি আইল্যান্ড আর মৌসুনি আইল্যান্ড যেতে হলে আমাদেরকে এই নদী পার করতেই হত। এই নদী পার না করে মৌসুনি আইল্যান্ড পৌঁছানোর অন্য কোন রাস্তা ছিল না। মৌসুনি আইল্যান্ড যেতে হলে কি করে যেতে হয় তা কয়েকদিন আগের একটি ব্লগে শেয়ার করেছিলাম, সেই জন্য সেই কথাগুলো এখানে আর উল্লেখ করলাম না। নামখানা স্টেশন থেকে টোটোতে করে আমরা সরাসরি পাতিবুনিয়া ঘাটের সামনে এসে নামি এবং পাতিবুনিয়া ঘাট থেকে অনেক ফটোগ্রাফি করে উঠে পড়ি ঘাটে থাকা একটি ইঞ্জিন লাগানো নৌকার উপর।

20230731_090354.jpg

20230731_090310.jpg

এখানের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। ইঞ্জিন লাগানো ঐ নৌকা মানুষ দিয়ে সম্পূর্ণভাবে না ভরলে এক ঘাট থেকে অন্য ঘাটে যায় না সেই জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় সবাইকে। আমি যদিও অনেকটা শেষে এই নৌকায় উঠেছিলাম সেই জন্য আমাকে খুব বেশি টাইম অপেক্ষা করতে হয়নি। যাইহোক নৌকায় উঠে পুনরায় ফটোগ্রাফি স্টার্ট করে দিই আমি। কয়েক বছর পর এমন ধরনের নৌকায় উঠে বেশ ভালোই লাগছিল আমার। মাঝ নদীতে নৌকা যখন যাবে তখন চারপাশের দারুন একটা দৃশ্য দেখতে পাবো সেই ভাবনা বারবার নিজের মধ্যে কাজ করছিল। যাই হোক নৌকার ইঞ্জিন যখন স্টার্ট করা হয় বেশ শব্দ হচ্ছিল। এই ধরনের নৌকার ইঞ্জিন গুলোতে জোরে সাউন্ড হওয়াটা স্বাভাবিক। যাইহোক আমি ধ্যান সাউন্ড এর দিকে না দিয়ে চারপাশে প্রকৃতির দিকে দিয়েছিলাম। নৌকা কিছুটা দূরে যেতেই চোখে পড়ল নদীতে জেলেদের জাল ফেলে রাখার দৃশ্য ।

20230731_090304.jpg

20230731_090139.jpg

এই মাঝ নদীতে জেলেরা জাল ফেলে রেখেছিল মাছ ধরার জন্য। এই নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায় যা আমি নৌকায় উঠে একটি অল্প বয়সী ছেলের কাছ থেকে জানতে পেরেছিলাম। সে সেখানকার স্থানীয় ছিল সেই জন্য সে সঠিকভাবে ইনফরমেশন গুলো দিতে পেরেছিল। সে অনেকগুলো মাছের নামও বলেছিল যা সেখানে পাওয়া যায় তবে এই মাছের নাম গুলো আমার এখন একদম মনে নেই। সেই জন্য মাছের নাম গুলো শেয়ার করতে পারলাম না ।সেই সময়টাতে আমার সাথে আমার বন্ধুরাও ছিল। আমি বারবার চারপাশে ফটোগ্রাফি করতে গিয়ে এই নদীর সৌন্দর্য উপভোগ করাই মিস করে দিচ্ছিলাম। সেই জন্য আমি দ্রুত কিছু ফটোগ্রাফি করে নিয়ে ফোন পকেটের মধ্যে রেখে দিই। ফোন পকেটে রেখে কিছু সময় আমি নদীর চারপাশের দৃশ্যগুলো উপভোগ করি। সত্যিই আমি কিছু সময়ের জন্য হারিয়ে গেছিলাম এত সুন্দর নদীর দৃশ্য দেখে।

20230731_090610.jpg

20230731_090350.jpg

20230731_090357.jpg

আমাদের ইঞ্জিনের এই নৌকা প্রায় ১৮ মিনিট সময় চলেছিল। আমি ফটোগ্রাফি বাদ দিয়ে যতটুকু সময় পেয়েছিলাম বন্ধুদের সাথে কথা পর্যন্ত বলিনি, শুধু নদীর সৌন্দর্য দেখায় মগ্ন হয়ে ছিলাম। সে এক অন্যরকম অভিজ্ঞতা! হয়তো লিখে সেগুলো প্রকাশ করে বোঝানো যাবে না। সেই মুহূর্তে কেমন জানি সবকিছু ভুলে গেছিলাম আমি। নদীর অন্য ঘাটে পৌঁছানোর পর ঘাটে একটি ট্রলারও দেখতে পেয়েছিলাম আমরা। এই ট্রলারে করে জেলেরা এই নদী হয়ে সাগরে মাছ ধরতে যায়। যাইহোক আমাদের নৌকা ঘাটে এসে দাঁড়ালে ধীরে ধীরে সেখানে নেমে পড়ি আমরা। নদীর এক ঘাট থেকে অন্য ঘাটে ইঞ্জিন লাগানো এই নৌকায় করে আসতে ভাড়া নিয়েছিল মাত্র দশ টাকা। আমার নদী পারাপারের জার্নি সেখানে শেষ হয় তবে সেখান থেকে মৌসুনি আইল্যান্ড ভ্রমণের জার্নি পুনরায় শুরু হয়ে যায়।

20230731_090948.jpg

20230731_090950.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: পাতিবুনিয়া ঘাট ও বালিয়াড়ি ঘাট, ওয়েস্ট বেঙ্গল।


বন্ধুরা, নদী পারাপারের সুন্দর অভিজ্ঞতা নিয়ে শেয়ার করা আজকের ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বুদ্ধিমানের মতোন কাজ করেছেন যে শুরু থেকেই ইঞ্জিনচালিতো নৌকার শব্দের দিকে ধ্যান না দিয়ে ফটোগ্রাফি এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করার মধ্যে নিজের ধ্যান দিয়েছেন। এসব ইঞ্জিনচালিত নৌকায় প্রচুর শব্দ করে।১৮ মিনিটের এই জার্নিটা খুব ভালো ছিলো বোঝাই যাচ্ছে। এখন বাকি পথটুকুর জার্নির অভিজ্ঞতা জানার অপেক্ষায় থাকলাম

Posted using SteemPro Mobile

হ্যাঁ দিদি, ইঞ্জিনের নৌকায় করে নদী পারাপারের এই ১৮ মিনিট বেশ ভালোভাবেই কেটেছিল আমার।

Posted using SteemPro Mobile

খুব চমৎকার বর্ণনার মাধ্যমে আপনার এই নৌকা ভ্রমণের বা নৌকা পারাপারের অনুভূতিটি আমাদের মাঝে শেয়ার করেছে। সত্যি বলতে এ ধরনের নৌকায় একটু শব্দ বেশিই হয়। তবে এটাও ঠিক যদি সেদিকে ধ্যান না দেন তাহলে সেটি কানেই লাগে না। আর নৌকা যদি নদীর মাঝামাঝি অংশে যায় তখন চারদিকে সৌন্দর্য চোখ জুড়ে যায়। যাইহোক ভাই বাকি পথ কিভাবে পারাপারা হলেন সেটি জানার অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

ইঞ্জিনের নৌকায় শব্দ একটু বেশি হয় তবে নদী পারাপারের অন্য আর কোন উপায় ছিল না তাই এতে করেই নদী পারাপার করতে হয়েছিল আমাদের।

Posted using SteemPro Mobile

নদীটা সত্যি সুন্দর। আপনার জায়গা আমি থাকলেও সবকিছু বাদ দিয়ে নদীর সৌন্দর্য টা উপভোগ করতাম। আর এইধরনের ইঞ্জিনের নৌকাগুলোতে আসলেই অনেক জোরে শব্দ হয়। নদীর ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

ভাই নদীটা সত্যি অনেক সুন্দর ছিল। আমিও কিছু সময় ফটোগ্রাফি করে, পরে সবকিছু বাদ দিয়ে ফোন পকেটে রেখে নদীর সৌন্দর্য উপভোগ করেছিলাম।

Posted using SteemPro Mobile

নৌকা দিয়ে নদী পারাপার করতে আমার অনেক ভালো লাগে।নদী পারাপারের সময় আশেপাশের সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনটা একদম ভরে যায়।কিছুক্ষণের জন্য মনে হয় যেন অন্য একটা জগতে এসে পৌঁছেছি। যাইহোক আপনার নদী পারাপারের সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

একদম ঠিক কথা ভাই নদী পারাপারের সময় আশেপাশের সুন্দর দৃশ্য দেখে মন একদম ভরে যায়। একটা অন্য জগতে এসে পৌঁছেছি এমনটা অনুভব হয়।

Posted using SteemPro Mobile

ইঞ্জিন চালিত নৌকা গুলো নিয়ে যেতে খুবই ঝামেলার হয়। কারণ যতক্ষণ পর্যন্ত নৌকা ভরতি হয় নাই ততক্ষণ পর্যন্ত স্টার্ট দেয় না। তো অনেক সুন্দর মুহূর্ত কাটালেন নদী পারাপারের সময়। ফটোগ্রাফির মাধ্যমে আপনার মুহূর্তগুলো শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে নদীর দৃশ্য গুলো দেখে।

হ্যাঁ আপু, নদী পারাপারের সময় অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম আমি।

ইঞ্জিন চালিত নৌকা গুলোয় উঠতে অনেক ভালো লাগে। অনেকদিন আগে আমি একবার উঠেছিলাম। আসলে নদী পারাপারের অভিজ্ঞতা সত্যি অনেক দারুন হয়। ভাইয়া আপনার অভিজ্ঞতার কথা জেনে অনেক ভালো লাগলো।

এটা ঠিক আপু নদী পারাপারের অভিজ্ঞতা অনেক দারুন হয়। আমার নদী পারাপারের অভিজ্ঞতার কথা জেনে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ওয়াও! নদীটা তো খুবই সুন্দর। অনেক সময় ফটোগ্রাফি করতে করতে চমৎকার কিছু দৃশ্য উপভোগ করা যায় না। আপনি ফটোগ্রাফি শেষ করে নদীর সৌন্দর্য উপভোগ করেছেন,জেনে ভীষণ ভালো লাগলো ভাই। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে। সবমিলিয়ে পোস্টটি দারুণ লেগেছে। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নদী পারাপারের সময় তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে খুশি হলাম ভাই । সবকিছু মিলিয়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাই নৌকা ভ্রমন আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে যখন নদীর বুক চিরে ইঞ্জিন চালিত নৌকা গুলো শব্দ করতে করতে সামনে এগিয়ে যায় এবং চারিদিকে থাকে নদীর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশ, আর ঠিক সেই মুহূর্তটুকু খুবই উপভোগ্য হয়। আপনার ইঞ্জিন চালিত নৌকায় ভ্রমণের ফটোগ্রাফি গুলো দেখে আমিও সেই মুহূর্তগুলো বড্ড মিস করছি। আর হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ফটোগ্রাফি করতে গেলে অনেক সময় প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভালোভাবে উপভোগ করা যায় না। তাই আপনি বেশ ভালো কাজই করেছেন চটজলদি কিছু ফটোগ্রাফি করে মনমুগ্ধকর দৃশ্য গুলো উপভোগ করেছেন। ভাই নদী পারাপারের সুন্দর অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। নৌকাতে উঠতে কম-বেশী আমরা সবাই পছন্দ করি। নৌকাতে উঠে নদী পারাপারের সময় আশেপাশের সুন্দর পরিবেশ দেখে খুবই চমৎকার লাগে।তবে ইঞ্জিন চালিত নৌকার শব্দ খুবই বিরক্তি কর লাগে কিন্তু আশেপাশে সিনারি দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনার নদী পারাপারের সুন্দর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আমার শেয়ার করা নদী পারাপারের অভিজ্ঞতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।