নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আজকের দিনটা আমার খুব বেশি ভালো গেল না। তাই নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। আসলে মানুষের জীবনে প্রত্যেকটা দিন সমান ভাবে যাবে এরকম কোন ব্যাপার নেই। কোনদিন খারাপ কোনদিন ভালো সব কিছু মিলিয়েই যায়। যেমন আজকের দিনটা আমার বেশ খারাপ গেল। আসলে সকাল থেকেই সবকিছু ঠিক ছিল। তবে বিকালের পর থেকেই আস্তে আস্তে দিনটা খারাপ যাওয়া শুরু করলো। আজ বিকালে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। তবে স্কুটি নিয়ে আজ ভুল রাস্তায় চলে গেছিলাম। তারপর রাস্তা ঘুরে ঘুরে বাড়ির রাস্তা খুঁজে পেতে অনেকটাই সময় লেগেগেছিল। আসলে মাঝে মাঝে আমি স্কুটি নিয়ে যেখানে সেখানে ঘুরতে চলে যাই। আর অচেনা রাস্তায় এরকম ঘটে থাকে। তবে এটা কোন বড় ইস্যু না।
মেইন ব্যাপার আজ সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে। সন্ধ্যায় স্টেশন থেকে কিছুটা দূরে যেতেই হঠাৎ কুকুরের তাড়া শুরু করে। গাড়ি স্পিডেই ছিল আমি আস্তে করে গাড়ি থামিয়ে কুকুর তাড়িয়ে দেই সেই বারের মতো চলে যায়। কিছু দূর যাওয়ার পরে অন্য গলিতে একই ধরনের ঘটনা আবার কুকুরে তাড়া করে। প্রায় ৩০ মিনিটের মধ্যে দুইবার কুকুরের তাড়া খাই শুধু সন্ধ্যার সময়। আসলে এরকমটা সাধারণত সবসময় হয় না। আজ হঠাৎ কেন এরকম হলো বুঝতে পারছি না। আসলে আজকে আমি মাস্ক পড়েও বেরিয়েছিলাম। বাইরে যেহেতু বেশ ঠান্ডা পড়েছে আর মুখে বেশ ঠান্ডা লাগে। তাই আজকে মাস্ক পড়েই বেরিয়েছিলাম। সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটার পর এটা ভাবলাম নরমাল ব্যাপার। কিন্তু রাতের দিকে বাড়ি ফেরার পথে আবারও একই ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম স্টেশন থেকে যাওয়ার পরে একটা গলিতে হঠাৎ দেখি কুকুরে ঘেউ ঘেউ করে ওঠে।
সেখানেও কিছুটা তাড়া করে। কিন্তু সেগুলো পাশ কাটিয়ে চলে আসি। তারপর সাড়ে নয়টার দিকে বাড়ির কাছাকাছি আমি আমার মত গাড়ি চালিয়ে নিশ্চিন্তে আসছি। মেইন রোডের উপর দিয়েই আমি আসছিলাম অনেক বড় রাস্তা সেখানে। আমি কখনো কল্পনাও করিনি সেখান থেকেও কুকুরের তাড়া আমায় খেতে হবে। আমি নির্দিষ্ট স্পিডে চালাচ্ছিলাম যেহেতু ফাঁকা রাস্তাই ছিল। হঠাৎ করে খেয়াল করি পিছনে দুটি এবং পাশ দিয়ে একটি কুকুর আমার স্কুটির থেকেও জোড়ে দৌড়াচ্ছে। দেখে মনে হলো যে আমাকে তাড়া করছে। আমি ইনস্ট্যান্ট পুরো গাড়ি স্পিডে থাকা অবস্থায় হাইড্রোলিক ব্রেক বসিয়ে দিই। সাথে সাথেই গাড়ি দাঁড়িয়ে যায় আমি আর গাড়ির ভার সামলাতে পারি না। তারপর গাড়ি নিয়েই নিচে পড়ে যাই। যদিও কুকুর কাছে আসেনি কিছুটা দূরেই ছিল। কিন্তু এরকম হঠাৎ করে কুকুরের তারা খাওয়ার কারণে আমাকে পড়ে যেতে হয়। একদিনের ভিতর এতবার কেন কুকুরের তাড়া খেলাম আমি ঠিক বুঝতে পারলাম না।
এরকমটা আসলে আমার সাথে আগে কখনোই হয়নি। মাস্ক পড়ে যাওয়ার কারণে এরকমটা হলো কিনা আমি সেটাও ঠিক বুঝতে পারছি না। যাইহোক,ওভারল আজকে এভাবেই কুকুরের তাড়া খেতে খেতে আমার দিন গেল। শেষে গাড়িটা নিয়ে পড়ে গিয়ে নতুন গাড়িতে কিছু দাগও পড়লো। তবে কি আর করা যাবে দিন খারাপ হলে এসব হতেই থাকে। এতোটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা দিনের মধ্যে এতবার কুকুরের তাড়া খাওয়া সত্যিকার অর্থেই কষ্টদায়ক। ফুল স্পিডে থাকা গাড়িকে একবারে ওরকম ভাবে সব ব্রেক মেরে দিলে গাড়ি তো ভারসাম্য হারিয়ে যাবে দাদা এটাই স্বাভাবিক। যাই হোক তারপরেও আপনার তেমন কোনো ক্ষতি হয়নি এবং কুকুরগুলো আপনার কাছে আসেনি এটাই ভাগ্যের ব্যাপার। অবশেষে সুস্থ ভাবে বাসায় ফিরতে পেরেছেন এটা শুনেও ভালো লাগলো। প্রার্থনা করি এরকম দিন যেন আর না আসে আপনার জীবনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিনে এতবার কুকুরের তাড়া খেয়েছেন,জেনে খুব খারাপ লাগলো ভাই। আমি সাউথ কোরিয়াতে থাকা অবস্থায় বেশ কয়েকবার কুকুরের তাড়া খেয়েছিলাম। সেখানে অনেক বড় বড় কুকুর মাঝেমধ্যে রাস্তায় ঘুরাঘুরি করতে দেখতাম। যদিও বেশিরভাগ কোরিয়ানরা কুকুর বেঁধে রাখে। যাইহোক স্কুটি থেকে পড়ে গিয়ে,নতুন স্কুটিতে দাগ পর্যন্ত ফেলে দিয়েছেন। সবমিলিয়ে আপনার দিনটা বেশ খারাপ গিয়েছিল দেখছি। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit