নমস্কার,,
অনেক দিন গান নিয়ে বসি না। নিজে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন। তারপর আবার বিয়ে নিয়ে কয়দিন ছোটাছুটি। সব কিছু মিলিয়ে একদম লন্ডভন্ড অবস্থা। আর সব সময় সব কাজ যে মন থেকে করতে পারি এমনটাও হয় না। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অনেক কিছু করতে হয়। সেটা ভালো লাগুক বা নাই লাগুক। তবে আমার এই ছোট্ট গিটার টা নিয়ে বসলে বেশ শান্তি পাই আমি। গান যেটুকুই পারি বা না পারি, হাতে নিয়ে বসে টুং টাং শব্দ করলেও যেন একটা তৃপ্তি আসে। অনেক লম্বা সময় ধরে মিস করছিলাম সত্যি।
আমার আবার একটা বাজে অভ্যাস আছে। বাড়ির মানুষদের সামনে কখনোই গান নিয়ে বসতে পারি না। একদম ফাঁকা একটা পরিবেশ দরকার হয় আমার। না হলে আমার শান্তি হয় না। আজ সকাল খাওয়া দাওয়া করে বাবা মা দুজনই বের হয়ে গেল। আমি বোধ হয় মনে মনে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। অনেক দিন পর একটু গুনগুন করলাম। তবে মন লাগছিল না কোন গানেই। কেমন যেন মুড অফ ছিল। আসলে মানুষের বর্তমান পরিস্থিতি টাও গানের উপর বেশ প্রভাব ফেলে। অনুপম রায়ের কম্পোজ করা একটা গান কিছুক্ষণ গাইলাম। সেটাই আজ সবার সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই আশা করি।
অনুপম রায় কে নিয়ে যেটাই বলবো সেটাই হয়তো কম হবে। তবে একটা কথা বুক ফুলিয়ে বলতে পারি যে, রায় পরিবারের ছেলে গুলো এমনই ট্যালেন্টেড হয় 😉😉😅 হিহিহিহি,, কথা টা কিন্তু ফেলে দেওয়ার মত না একদমই। সত্যি বলতে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে অনুপম রায়ের হাত ধরে। তিনি যে ধরনের লিরিক্স লিখেন, এমন ধারায় যে কখনো গান হতে পারে, এটাই অনেক কে অবাক করে দিয়েছিল। সম্প্রতি তার তৈরি আরেকটি গান সুপার হিট হয়েছে। গানের টাইটেল "আলাদা আলাদা"। শুধু মাত্র এই একটা গান নিয়ে বলবো না আমি, আমার মনে হয় অনুপম রায়ের লিরিক্স গুলো আমাদের মত ছেলেদের মনের কথা বলে। অদ্ভূত একটা সৌন্দর্য আছে তার চিন্তা ধারায়। আর সে জন্যই হয়তো তিনি এত অল্প সময়ে দুই বাংলার মানুষের এতটা কাছে পৌঁছাতে পেরেছেন।
আমার কাছে মনে হয়, যারা গান বোঝেন এবং যারা গানকে ভালোবাসেন, তারা এই ভদ্রলোকের কাজ গুলো ভালো না বেসে থাকতে পারবে না এক কথায়। তবে অনুপম রায়ের গান শুনতে যতটা সহজ লাগে , কিন্তু করতে ঠিক ততটা কঠিন। নিজেকে যখন খুব একা মনে হয় তখন অনুপম রায়ের বেশ কিছু গান আমি একটানা শুনি। একটা ভালোলাগা কাজ করে সত্যি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ মিউজিক কে ভালবেসে মিউজিক নিয়ে থাকবেন সবসময়।
মাঝে মাঝে কোথায় যে উধাও হয়ে যান ভাইয়া খুঁজেই পাইনা আপনাকে।
অনেকদিন বাদে আপনার গান শুনতে পাচ্ছি।
অনেক সুন্দর ভাবে গানটি গিয়েছেন।
পুরো গানটার মধ্যে শুধু বিরহই খুঁজে পেলাম।
গানটা শুনে যেন পুরনো কথা পুরনো স্মৃতিগুলো মনে হচ্ছিল অল্প অল্প করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা,, আমি কখন কোথায় চলে যাই কোন ঠিক নেই ভাই। আর গানটা আমার খুব পছন্দের ভাই। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে গাওয়া গানগুলো আমার খুবই পছন্দের। আজকে আপনি অনুপম রায়ের অনেক সুন্দর একটা গান কভার করেছেন। অনেকদিন পর আপনার গানের একটা পোস্ট পেলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এই পোস্টটা পেয়ে। এরকম গানগুলো কিন্তু পরবর্তীতেও খুব শীঘ্রই আপনার কাছ থেকে দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি এরকম গান পোস্ট নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে হাজির হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ইচ্ছে থাকলেও সময় সুযোগ করে উঠতে পারি না একদমই। তবে মাঝে মাঝে চেষ্টা করি। আমারও ভালো লাগে এতে। দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গুনগুনিয়ে যদি এতো সুন্দর গান হয়, তবে গুন গুন করাই ভালো। আপনার গান প্রায়ই শুনি।আজ আবার অনেকদিন পর শুনছি।খুব ভালো লেগেছে।এভাবেই গেয়ে যাবেন আশাকরি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা মন্তব্য করেছেন আপু। ভালো লাগলো আপনার কাছ থেকে উৎসাহ পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে ভাই কোন পুকুরে এতদিন ডুব দিয়েছিলেন। আর সেই পুকুর থেকে উঠে আসতে আপনার এতটা সময় লেগে গেল। আপনার গান এতদিন বড্ড মিস করেছি। জানিনা এর মাঝে কোন গান পোস্ট করেছেন কিনা তবে আমার চোখে পড়েনি। যাক অনেকদিন পর আপনার গলায় অনুপম রায়ের গাওয়া গানটি শুনে খুবই ভালো লাগলো। আপনি যে সবসময়ই ভালো গান করেন তা নতুন করে বলার কিছুই নেই। যাইহোক ভাই, খুব সুন্দর একটি গান আমাদের মাঝে গেয়ে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিহিহিহি,, কি যে বলি ভাই, নানান সমস্যায় আক্রান্ত জীবন। তাই ইচ্ছে থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না। এর মাঝে কোনো গান পোস্ট করি নি ভাই। অনেক পর গান নিয়ে বসেছিলাম। দোয়া করবেন ভাই। ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলবো আর ভাই, আপনার গানটা একবার শুনে আমার তো বারবার শুনতে খুবই ইচ্ছে করছে। আপনার গানগুলো শুনলে আমার মন একেবারেই ভরে না। ইচ্ছে করে সারাক্ষণ শুধু গানগুলোই শুনতে। আজকে আপনি আপনার কন্ঠে অসাধারণ চমৎকার একটা গান কভার করে সবার মাঝে ভাগ করে নিলেন। আসলে মিউজিক এর প্রতি ভালোবাসা টা আমার একটু বেশি। আমার কাছে শুনতে খুব ভালো লাগে বিভিন্ন রকমের গান। আর বেশিরভাগ সময় গান শোনার চেষ্টা করি আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরে বাবা এত প্রশংসার যোগ্য কি আমি আদেও!! আমি তো ভালো লাগা থেকে একটু একটু গাইতে চেষ্টা করি ভাই। আর হ্যাঁ যত বেশি গান শোনার অভ্যাস তৈরি করতে পারব আমরা, তত আমাদের মিউজিক্যাল সেন্স ভালো হবে। অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনি প্রশংসার যোগ্য। ❤️❤️❤️❤️🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন ভাই। আর এভাবেই পাশে থাকবেন। অনেক ভালোবাসা রইলো। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া খুব বিরক্ত করছেন কারণ আপনি অনেক দেরিতে দেরিতে গান কভার করছেন আমাদের মাঝে 😁😁।। তবে যারা গান পারে তারা সবার সামনে গান শোনাতে পারে, আপনি যে কেন আপনার পরিবারের সামনে গান গাইতে পারেন না সেটাi ভাবছি🤔। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনতে পেরে খুবই ভালো লাগছে আমার খুব পছন্দের গানের মধ্যে এটাও একটি ভাইয়া। ধন্যবাদ আপনাকে গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহাহা,, দারুন ছিল আপনার মন্তব্য টা আপু 😅। আসলে আমি ভীষন লজ্জা পাই আপু এসব ব্যাপারে। তাই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা টাই বেশি থাকে আমার মাঝে। আর সত্যি বলতে এই গানটা আমারও খুব পছন্দের। ভালো থাকবেন আপু, আর দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ গান তো কিন্তু গুনগুনিয়ে চমৎকার গাইলেন কিন্তু মাঝে মাঝে কোথায় হারিয়ে যান। আবার ফিরে এসে আমাদেরকে মায়া দিয়ে আবার চলে যান কোথায়। তবে এভাবে যদি নিয়মিত গান গুলো আমাদের সাথে শেয়ার করতেন তাহলে পরিবেশটা আরো অনেক বেশি আনন্দময় থাকতো। খুব সুন্দর গাইলেন ভাইয়া অনেকদিন পরে আবার একটি জমজমাট পরিবেশ তৈরি হয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই ভাইয়ের মাথার তার টা তো একটু কাটা আপু , তাই হারিয়ে যাই দুদিন পর পরই। হিহিহিহি। দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া, গানের মাধ্যমে মনের আবেগগুলো দারুন ভাবে প্রকাশ করা সম্ভব হয়। আজকে আপনার কন্ঠে অনেক সুন্দর একটি গান শুনতে পেরে আমি খুবই আনন্দিত। মনকে সতেজ করতে এবং মনকে চাপমুক্ত রাখতে আমাদের সকলের উচিত এভাবে গুণগুণিয়ে গান গাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য দেখে আমি কি লিখব এটাই বুঝতে পারছি না ভাই,😅। নীরবে মৌন সমর্থন দিয়ে গেলাম শুধু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও কিন্তু ব্যাপারটার সাথে একমত হলাম। হা হা হা... আর না হয়েও কোন উপায় নেই, আপনার গলা যথেষ্ট ভালো।
সত্যি কথা বলতে নতুন করে প্রশংসা করার মত কিছু নেই। আপনার গান বরাবরই আমার ভালো লাগে এবং সব সময়ই ভালো লাগে শুনতে। সুতরাং আলাদা করে তেমন কিছু বলবো না আজকে আর। তবে অনুপম রায়ের কম্পোজ করা এই গানটা আমারও খুব পছন্দ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু কিছু গান কেন ভালো লেগে যায় এটা আমি মাঝে মধ্যে নিজেই বুঝে পাই না ভাই। এই গানটা তার মধ্যে একটা। হয়তো এটাই মিউজিকের পাওয়ার। অনেক দিন বাদে গানটা করে খুব ভালো লেগেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit