বন্ধুর সাথে কাটানো একটা দিন

in hive-129948 •  5 months ago 

নমস্কার,,

সেদিন ছিল ছুটির দিন। সকাল থেকে এলোমেলো ভাবেই কাটছিল সময়টা। শুয়ে বসে ফোন ঘাটছি আর ভাবছি যে দুপুরে কি রান্না করা যায়। এমন সময় হঠাৎ করেই বন্ধুর ফোন আসলো। ধুমধাম বলে দিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স যেতে। অনেক দূর থেকে এসেছে। সত্যি বলতে আমি ভাবতেও পারি নি যে ও এখন ঢাকাতে। অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, বললাম কিছুটা সময় দিতে। যতটা সম্ভব তাড়াতাড়ি বের হচ্ছি। রান্নার চিন্তা টাও মাথা থেকে পালালো। কারণ বাইরেই খাব দুজনে এক সাথে। আমি স্নান টা সেরেই বেরিয়ে গেলাম।

IMG20240704134215.jpg

IMG20240704131129.jpg

Location

কারওয়ান বাজার মেট্রো স্টেশনে নেমে হেঁটে বের হতে নিয়েছি। এমন সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি সেটা আর থামার কোন লক্ষণ নেই। আচমকা যে এমন কিছু হবে একদমই ভাবি নি। বন্ধু কে বললাম এমনভাবে ফেঁসে গেছি বৃষ্টিতে। ও বেচারা তো জানেন না যে বাইরে এমন বৃষ্টি হচ্ছে। অপেক্ষা করা ছাড়া তো কোন উপায় নেই। মোটামুটি বিশ মিনিটের মত একই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি বিলাস দেখছিলাম। মন্দ লাগছিল না এক কথায়। রাস্তার দিকে তাকিয়ে কাক ভেজা বিল্ডিং গুলোকে দেখছিলাম। অনেক কথায় অবশ্য মাথায় ঘুরছিল। এমন সময় দেখি বৃষ্টি টা একটু কমেছে। ঝির ঝির করে পরছে। কোন দিকে আর না ভেবে এক দৌড়ে চলে গেলাম বসুন্ধরার ভেতর।

IMG20240704133030.jpg

IMG20240704134202.jpg

Location

অনেক দিন পর দুজনের দেখা। সত্যি বলতে কেনাকাটার কোন উদ্দেশ্য ছিল না। দুজনের কাছাকাছি হবে এমন এক জায়গায় আড্ডা দেবে বলেই বসুন্ধরা বেছে নেওয়া। ঐ দিন বেশ ফাঁকা ফাঁকা লাগছিল মলটা। দুপুরে দেখেই হয়তো ফাঁকা ছিল একটু। যায় হোক আমরা দুজনে হাতে দুটো জুস নিয়ে বসে গেলাম আড্ডা দিতে। নানান ধরনের গবেষণা বলা যায়। অনেক দিন পর দেখা হলে যা হয়। কিছুক্ষণ পর গেলাম ফুড কোট গুলোতে। যদিও সেখান কার খবর অতোটা আমার ভালো লাগে না, তারপরও খেতে তো হবে। তাই চলে গেলাম। মজা করেই খেলাম দুই বন্ধু। সত্যি বলতে ঐ সময় গুলোতে ছবি তোলার কথা একদমই মাথায় ছিল না। আড্ডার মাঝে ফোন হাতেই নিতে ইচ্ছে করে না আমার।

যাই হোক অনেক গল্প খাওয়া দাওয়া শেষে দুজন দুজনের গন্তব্যে রওনা দিলাম। হয়তো খুব শীঘ্রই দেখা হবে আবার। বেশ কিছু ভালো সংবাদ সেদিন ওর মুখ থেকে পেয়েছি। আশা করি সামনের দিন গুলোতে যা হবে সেটা ভালোই হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঢাকার রাস্তায় এমন ঝুম বৃষ্টি দেখতে কিন্তু খারাপ লাগে না ভাই। বেশ ভালোই লাগে। বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা করে সময় টা বেশ ভালোই কাটিয়েছেন আপনি ভাই। দেখে বেশ ভালো লাগল। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

মাঝেমধ্যে বন্ধুর সাথে ভালো একটা মুহূর্ত কাটাতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনার বন্ধুর সাথে। আর এটার দেখে এবং সম্পূর্ণ পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর একটা মুহূর্ত কাটানোর পাশাপাশি বেশ কিছু ফটোগ্রাফিও শেয়ার করে নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। দুই বন্ধু মিলে মজা করে খাবার খেয়েছেন শুনে অনেক ভালো লেগেছে।

আমার বাংলা ব্লগের পরিবর্তিত নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ইউজারকে মিনিয়াম ৫ হাজার $PUSS টোকেন কিনে হোল্ড করতে হবে, যেহেতু এটা আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন। এই সংক্রান্ত অনেকগুলো এনাউন্সমেন্ট আছে কমিউনিটিতে সেগুলো একটু চেক করার অনুরোধ করা হলো।