তমালিকার শুভ বিবাহ সম্পন্ন

in hive-129948 •  10 months ago 

নমষ্কার,,

তমালিকার বিয়ের লগ্ন ছিল রাত নয়টা থেকে দশটার মধ্যে। বরপক্ষ একদম যথা সময়ে এসে উপস্থিত হয়। আসলে সবাই চায় যে লগ্ন মতেই বিয়েটা সম্পন্ন হোক। বর আসলে গেট আটকিয়ে কিছু টাকা আদায় করার রেওয়াজ মোটামুটি সবখানেই আছে। আমরাও বাদ যাই নি। আমি অবশ্য তমালিকার থেকে বয়সে বড়। তাই এসব ব্যাপারে সামনে যেতে পারি নি। তবে পিছন থেকে ছোটদের উসকিয়ে দিয়েছি ঠিকই। হিহিহিহি। ব্যাপারটা বেশ মজার লাগে আমার কাছে।

IMG20240123000713.jpg

IMG20240122211739.jpg

Location

যেহেতু শীতের রাত। তাই আর বেশি দেরি না করে সোজাসুজি বিয়ের পিড়িতে বসে যায় আমাদের নতুন জামাই। একদম লগ্ন মতে নিয়ম মেনেই সব কিছু শুরু হয়। আমরা যারা ভাইয়েরা ছিলাম আমাদের অবশ্য বিয়ে দেখার সুযোগ অতোটা ছিল না। কারণ বর পক্ষের খাওয়া দাওয়ার দেখভাল করতে হচ্ছিলো। সবার খাওয়া যখন মিটে গেল তখনও শুনতে পেলাম যে শুভ দৃষ্টির পর্ব টা শেষ হয় নি। আরো কিছুক্ষন সময় লাগবে। আমরা সব ভাইয়েরা তখন অনেকটা তাড়াহুড়ো করেই খেতে বসে গেলাম। শুভ দৃষ্টির সময় টা যেন মিস না হয়।

IMG20240122233715.jpg

IMG20240122233831.jpg

IMG20240122221939.jpg

Location

খাওয়া শেষ হতে না হতেই আমাদের ডাক চলে আসে, শুভ দৃষ্টি হবে তখন। আমরা ভাইয়েরা এবং জামাইরা চলে গেলাম তমালিকার রুমে। জামাইরা তমাকে পিড়িতে তুলে নিয়ে ছায়া মন্ডপ এর দিকে এগিয়ে গেল। আর আমি নিলাম শঙ্খ বাজানোর দায়িত্ব। অনেকটা ফাঁকিবাজির জন্যই এটা নেওয়া। কারণ পীড়ি ধরা অনেক কঠিন ব্যাপার। হাত ব্যথা হয়ে যায় একদম। অনেক সময় ধরেই ওটা ধরে রাখতে হয়। যাই হোক এই মুহূর্ত টা সত্যিই অনেক আনন্দের। সবাই একসাথে নেচে গেয়ে সাত পাক ঘুরি। আর তারপর হয় নতুন বর এবং কনের শুভ দৃষ্টি বিনিময়।

মোটামুটি রাত সাড়ে বারোটার ভেতরই বিয়ের সব অনুষ্ঠান সম্পন্ন হয়। অন্যদিকে বাসি বিয়ে হয় বরের বাড়িতে গিয়ে। তাই একদম ভোরের দিকেই আমাদের তমালিকাকে বিদায় দিয়ে দিতে হয়। তখন খুব আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। আজ এখানেই শেষ করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নবদম্পতি যেন সারা জীবন সুখে থাকে। শুভ হোক ওদের আগামীর পথচলা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এ বিবাহ সম্পর্কে আপনি এর আগে আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছিলেন। অবশ্য পোস্ট করেছিলাম কিন্তু কমেন্ট করার সময় হয়ে ওঠেনি। ঠিক আজকেও তার বিয়ের সম্পূর্ণ বিষয়টা আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশি ভালো লাগলো সুন্দর উপস্থাপনা দেখে। আর জানতে পারলাম একটি বিয়ের অনুষ্ঠান সম্পর্কে। ভাইপক্ষদের এমনিতেই দায়িত্ব একটু বেশি থাকে এটাই স্বাভাবিক।

ভালো লাগলো আপনার সাবলীল মন্তব্য ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

তমালিকার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে দেখে সত্যি খুব ভালো লেগেছে। শুভদৃষ্টি হওয়ার আগেই আপনারা খাওয়া-দাওয়া শেষ করতে পেরেছিলেন এটা জেনে ভালো লাগলো। আপনি তো দেখছি ফাঁকিবাজি করলেন। পীড়ি না ধরে আপনি শঙ্খ বাজানোর দায়িত্ব নিয়েছিলেন ফাঁকিবাজি করার জন্য। তবে যাই হোক একটু একটু ফাঁকিবাজি তো করাই লাগে। তবে ভালো একটা সময় উপভোগ করেছিলেন দেখেই ভালো লেগেছে। নবদম্পতির জন্য সব সময় দোয়া করি। যেন তাদের নতুন জীবনটা ভালো হয়।

হাহাহা,, আসলে পিরি ধরতে গেলে আমার অবস্থা টাইট হয়ে যেত আপু। এজন্যই অন্য রাস্তায় হেঁটেছি আমি। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

ঠিক বলেছেন দাদা বিয়েতে লগ্ন নিয়ে সবাই সচেতন। আর যাই হোক না হোক সঠিক লগ্নে বিয়েতে বসা চাই চাই আর এটাই হওয়া উচিত। গেটে টাকা নেয়াটা বিয়ের আনন্দের অংশ।আসলে দাদারা সত্য গেটে নাক গলাতে পারে না প্রকাশ্যে তবে পিছন থেকে ঠিক আপনার মতোই উৎসাহ দিয়ে থাকে।সব মিলিয়ে বিয়েতে বেশ ভালোই ব্যাস্ততম সময় পার করেছেন জেনে ভালো লাগলো।শুভ কামনা রইলো আপনার বোনের জন্য। ধন্যবাদ আপনাকে আনন্দের সময় গুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

বাহ্ চমৎকার একটা মন্তব্য করেছেন তো দিদি। খুবই ভালো লাগলো এমন সাবলীল একটা মন্তব্য দেখে। আর পেছন থেকে উস্কিয়ে দিতে আমি বেশ পটু। হিহিহিহি। অনেক ধন্যবাদ দিদি।

যেহেতু আপনি বড় দাদা তাই আপনার তো দায়িত্ব অবশ্যই থাকবে ভাই। আর দায়িত্ব পালনের পাশাপাশি আবার দেখছি ফাঁকিবাজিও করেছেন। তবে একটু একটু ফাঁকিবাজি করলেও আবার ভালো লাগে। খাওয়া-দাওয়া তাড়াতাড়ি করে শেষ করেছিলেন যেন শুভদৃষ্টিটা দেখতে পারেন। বিয়েতে সবাই খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন বুঝতেই পারতেছি। বিয়েতে ব্যস্ততার পাশাপাশি মজা এবং আনন্দ হয় অনেক বেশি। নবদম্পতির জন্য দোয়া করতেছি। তাদের পরবর্তী জীবনে যেন তারা সুখী হয়।

আমার তো মনে হয় ফাঁকিবাজি কাজেরই একটা অংশ। হিহিহিহি। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ ভাই।

আপনাদের মধ্যে লগ্নের একটি ব্যাপার আছে জানি সেটা।বর সময় মতোই চলে এসেছিল।আর বরের গেট ধরার ব্যাপারটা বেশ আনন্দের।আপনি বড় হয়ে ও পেছন থেকে বাচ্চাদের উসকে দিয়ে ভালো ই করেছেন।এটাই তো বিয়ের মজা ভাই-বোনদের।যাক খুব সুন্দরভাবে ই বোনের বিয়ে সম্পন্ন হয়েছে জেনে ভীষণ ভালো লাগলো।বোনের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

আপু, আমার পকেটেও কিছু ঢুকেছে জামাইয়ের গেট আটকিয়ে 🤪। হিহিহিহি। এটাও এক অন্যরকম মজা। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

আপনাদের বিয়ে রীতিনীতি টিভিতে দেখা হয়েছে বাস্তবে কখনো দেখার সুযোগ হয়নি। আপনি বিয়ে করলে হয়তো সেই সুযোগ পাওয়া যেত। যাইহোক শঙ্খ বাজানোর দায়িত্ব নিয়ে বেশ ফাঁকিবাজের কাজ করেছেন দেখছি। আপনার ফাঁকিবাজি কেউ ধরতেও পারেনি মনে হয়। যাই হোক ভালোমতো বিয়ে সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগলো। নতুন দম্পতির জন্য শুভকামনা রইল।

এ জন্মে বোধ আমার বিয়ে লেখা নেই আপু। আর অ্যাকসিডেন্টলি হয়ে গেলে আপনি তো আমার স্পেশাল গেষ্ট। হাহাহাহাহা। দোয়া করবেন। অনেক ধন্যবাদ।

দারুণ লিখেছেন ভাইয়া - ধন্যবাদ