"বৃষ্টি",,,,,,,, অবশেষে তোমাকে পেলাম আমি 😍❤️

in hive-129948 •  2 years ago 

নমস্কার,,

ঘড়ির কাঁটাতে সময় তখন দুপুর ২ টা পার হয়ে গিয়েছে। আমার দুপুরের খাওয়াটাও শেষের দিকে প্রায়। অসহ্য গরম উপেক্ষা করেই খেতে বসে গিয়েছিলাম। আচমকা চারপাশটা কালো হয়ে আসলো। চোখের পলক পড়তে না পড়তেই ঝড়ো বাতাস শুরু হয়ে গেল। কোন কিছু বুঝে না উঠতেই প্রকৃতির এই নতুন রূপ দেখে আমি অনেকটাই থমকে গেলাম। বাকি খাবারটা খুব তড়িঘড়ি করে শেষ করলাম। কারণ অনেক প্রতীক্ষার পর এই আবহাওয়াটা এসেছে। এই সজীব বাতাস একদম মিস করা যাবে না।

IMG20230607141853.jpg
Location

কোন রকমে মুখটা ধুয়েই ছাদে উঠে গেলাম। আহা কি প্রশান্তি! শেষ কয়েক দিনের তাপদাহে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল যেন। চারপাশ থেকে ধুলো আর শুকনো পাতা উড়তে শুরু করেছিল বাতাসের সাথে। যা হচ্ছে হোক, তবু আজ নিচে নামছি না সহজে। ওদিক থেকে মা চেচিয়ে বলছে ঘরের জানালা দেওয়ার জন্য। ধুলো দিয়ে পুরো ঘর ভর্তি হয়ে যাওয়ার অবস্থা প্রায়। আমি শুধু বললাম ময়লা বিছানার চাদর আমি ধুয়ে পরিষ্কার করবো মা। তবু এখন নিচে নামতে বলো না।

IMG20230607141909.jpg
Location

IMG20230607141920.jpg
Location

বেশ ভালই উপভোগ করছিলাম ভর দুপুর বেলা প্রকৃতির এই তান্ডবটা। ১৫-২০ মিনিট পর আপনা আপনি সবকিছু থেমে গেল। মনে মনে গালি দিতে শুরু করলাম। একফোঁটা বৃষ্টি হলো না!! একটু হলে কি এমন ক্ষতি হতো! এই বলে নিচে চলে গেলাম। ঘরে গিয়ে দেখি টেবিল চেয়ার বিছানায় বালু দিয়ে ভর্তি। নতুন করে সবকিছু ঠিক করে নিলাম। আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়েছে। ভাবলাম একটু ঘুমিয়ে নেই। এমন সময় হঠাৎ করেই বৃষ্টির ফোটা পড়তে শুরু করল। আমি ভাবলাম আমার গালি কি বৃষ্টি কান পেতে শুনছিল নাকি 😅। সকাল থেকে দুপুর পর্যন্ত দুই বার স্নান করেছি। তাই আর ভেজার ইচ্ছে নেই। ভাবলাম একটু জোরে বৃষ্টি হলে তবেই ওপরে গিয়ে একটু বৃষ্টি দেখব।

IMG20230607141934.jpg
Location

IMG20230607142045.jpg
Location

IMG20230607143532.jpg
Location

মুহূর্তের মাঝেই ঝুমঝুম করে অবিরত বর্ষণ শুরু হয়ে গেল। বিছানা থেকে উঠে সিঁড়ি ঘরে সবেমাত্র এসেছি, ফোনের ক্যামেরাটা অন করে দুটো ছবি তুলব বলে ভেবেছি মাত্র, এমন সময় আচমকা একটা বাজ এসে পড়লো। চোখের সামনে যেন নীল একটা গোল বৃত্ত দেখলাম। মনে হলো বৃষ্টিকে গালি দিয়েছি বলে আমার দিকে কামান দিয়ে গোলা ছুঁড়ে মেরেছে বোধ হয়। পুরো বাড়ি যেন কেপে উঠলো। সাথে সাথে ভয়ে ছাদের দরজা জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিলাম। মা শব্দ শুনতেই চেঁচিয়ে উঠলো, "তুই কি করতে গিয়েছিস ছাদে! তারাতারি নিচে নাম"। আমিও লক্ষ্মী ছেলের মত নিচে গিয়ে শুয়ে পরলাম। কতদিন পর যেন একটা শান্তির ঘুম ঘুমিয়ে নিলাম।

আর আগে চুপি চুপি বৃষ্টিকে বললাম, "রাগ করো না গালি দিয়েছি বলে। আবার এসো কিন্তু খুব তাড়াতাড়ি 😍😉"।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল।আসলে এক ফোটা বৃষ্টির জন্য জনজীবন অতিষ্ঠিত। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে আপনাদের ওখানে যদি যেতে পারতাম হা হা হা। সত্যি এমন বৃষ্টি সব জায়গায় দরকার। ঠিক বলেছেন বিছানার ধুলা পরে সারা যাবে কিন্তু বৃষ্টি আবার কবে আসবে ঠিক আছে। দোয়া করবেন যেন তারাতাড়ি আমাদের এদিকে চলে আসে।ধন্যবাদ আপনাকে অনেক দিন পর ভালো ভাবে ঘুমানোর জন্য।

আমি তো বৃষ্টিকে বলে দিয়েছি আপু, তাই এখন সবার কাছেই পৌঁছে গেছে। হিহিহিহি। অনেক ধন্যবাদ আপনাকে।

হিহিহি, খুব মজা পেলাম পড়ে। তবে এটা ঠিক গালি দেয়ার জন্য বাজ পরেনি।বাজ আজকাল একটু বেশীই শোনা যায়। তাইতো বৃষ্টিতে বাইরে যাওয়ার সাহস করিনা।আপনার শহরে তো বৃষ্টি হলো।আমার শহর আজ মেঘলা কিন্তু বৃষ্টির দেখা নেই।একটু পাঠিয়ে দিয়েন তো এখানে। 😃অনুভূতি গুলো শেয়ার করলেন খুব ভালো লাগলো। আশার আলো দেখছি,হয়ত আজ আমার শহরে বৃষ্টি হবে।🤗

ঐ বাজ শুনে আত্মা শুকিয়ে গিয়েছিল আপু, কি আর বলবো। আর হ্যাঁ আমি কিন্তু বৃষ্টি পাঠিয়ে দিয়েছি। তাই জন্যই সারা দেশে সবাই পাচ্ছে বৃষ্টি। 😅

প্রচন্ড গরমের মধ্যে যখন চারপাশ অন্ধকার করে বৃষ্টি আসে তখন কি যে ভালো লাগে। কিন্তু এরকম বৃষ্টির দেখা আমরা অনেকদিন হলো পাই না। একা একাই বৃষ্টি উপভোগ করছেন আমাদের এদিকে একটু পাঠিয়ে দিলেই তো পারতেন। এখনকার দিনে বৃষ্টির সময় ছাদে যাওয়া খুব রিস্ক এর বিষয়। কারণ অনেক বাজ পরে এই সময়। বৃষ্টি ভালই রাগ হয়েছে আপনার উপর বোঝা যাচ্ছে।

বস্,, আপনার কথা আমি বলে দিয়েছি,, আর সে জন্য কিন্তু আপনার কাছেও পৌঁছে গেছে বৃষ্টি 🤪। একা একা সুখ ভোগ করব, আর আপনাকে স্মরণ করব না, তাই কি হয়! 😉😉

জি ভাই অবশেষে বৃষ্টি দেখা মিললো। চারপাশের পরিবেশ কিছুটা শান্ত হয়েছে। জনজীবনে একটু স্বস্তির নিঃশ্বাস আসছে। যে ভাবে প্রচন্ড গরম পড়েছে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বৃষ্টির জন্য চারদিকে হাহাকার পড়ে গেছে। অবশেষে প্রকৃতির কিছুটা দয়া হল বৃষ্টির দেখা মিললো। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ সত্যিই সহ্য করতে পারছিলাম না আর। কি যে শান্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

বেশ ভালোই হলো তাহলে অবশেষে বৃষ্টিকে খুঁজে পেলেন। তবে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি বৃষ্টিকে গতকাল থেকে আপনার সাথে আমরাও দেখা পেলাম। আসলে বৃষ্টি নামটি অনেক শান্তির জিনিস। নামটা যেমন সুন্দর তার কর্মকাণ্ড তেমন সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে অবশেষে বৃষ্টির দেখা সবাই পেয়ে গেলাম।

এই যে আপু আমি ঠিক সবার কথা ভেবে বৃষ্টিকে সেই ভাবে বলে দিয়েছি। তাই জন্য আজ সবার কাছে পৌঁছে গেছে বৃষ্টি 😊। আর এটা সত্যি যে বৃষ্টি নামের সব কিছুই বেশ সুন্দর 😍😍।

অনেকদিন পর আজ আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে জেনে খুশি হলাম। আমাদের এখানে কিন্তু এখনো বৃষ্টি হয়নি। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়নি। মনে হচ্ছে বৃষ্টির মূল্য বেড়ে গেছে আমাদের এখানে, আর প্রচন্ড গরমে অতিষ্ঠ জনগণ। জানিনা কবে আমাদের এখানেও দিনকাল ঠান্ডা হবে।

হাহাহাহা,, বেশ বলেছেন ভাই। বৃষ্টির ভাব বেড়ে গেছে খুব 😍। কি আর করার মেনে নিতেই হবে। তবু যদি একটু আমাদের হাতে থাকে একটু । 😊😊

ভাইয়া, অনেকদিন পরে বৃষ্টির শীতল অনুভূতি অনুভব করতে পেরেছেন এটা জেনে খুবই ভালো লাগলো আমার। তবে এখনকার সময়ে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।