নমস্কার,,
কয়েকদিন বাড়িতে থাকতে থাকতে কেমন যেন হাপিয়ে গিয়েছিলেন। সব কিছুই একঘেয়েমি লাগছিল। কিছুটা বিনোদনের দরকার ছিল ভীষন রকমের। কিন্তু একা একা কোন কিছু করেই মজা নেই। অনেকটা মন মরা হয়েই ছিলাম বলা যায়। হঠাৎ করেই এক ছোট ভাই আসলো ওর কিছু কাজ নিয়ে। ওর কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল। তারপর দুজনে বাইরে হাঁটতে বেরোলাম। কথায় কথায় মনে হলো আজ বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে নেই। যদিও আমাদের উপজেলায় খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই। তারপরও মন্দের ভালো যা আছে ঐ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর কথা না বাড়িয়ে চলে গেলাম ফ্যামিলি বাজার রেস্টুরেন্টে।
বাইরের খাওয়া দাওয়া প্রায় অনেক দিন বন্ধ রেখেছিলাম। তো সেদিন খুব গ্রিল খেতে ইচ্ছে করছিল। ছোট ভাইও আমার সাথে একমত হলো। তারপর দুজনের জন্য গ্রিল আর বাটার নান অর্ডার করলাম। এই রেস্টুরেন্টে এর আগেও কয়েকবার এসেছি। ভেতরের পরিবেশ টা খুব একটা মন্দ না। আর খাবারের মেনুতেও দেখলাম অনেক ধরনের আইটেম রেখেছে। বিকাল থেকে বেশ ভালোই লোক সমাগম হয় এখানে। আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাইয়ের সাথে গল্প শুরু করে দিলাম।
প্রায় পনেরো মিনিট পর আমাদের অর্ডার করা খাবার গুলো সামনে এসে হাজির হয়ে যায়। সত্যি বলতে গন্ধে যেন খিদেটা আরো বেশি বেড়ে গিয়েছিল। কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিলাম। খাবারের স্বাদ টা বেশ ভালো ছিল। তবে মেয়োনিজ টা অতোটা ভালো লাগছিল না। আমি অবশ্য পরে ওদের ডেকে বললাম এই জিনিসটার প্রতি যেন একটু ভালো নজর দেয়। তাহলে খেয়ে আরো মজা পাওয়া যাবে।
খাওয়া দাওয়া শেষ করে আবার দুই ভাই হাঁটতে শুরু করলাম। আমাদের এখানে একটা দোকানে দারুণ মিষ্টি পান পাওয়া যায়। ওখানে গিয়ে দুটো পান দুজনে গুজে দিলাম। হিহিহিহি। তারপর আবার কিছুক্ষণ হেঁটে বাড়িতে ঢুকলাম। সত্যি বলতে অনেকটা পর মনে হলো একটু চাপমুক্ত হয়ে সময় কাটালাম। যদিও এটা ক্ষণিকের। তবুও মন্দ ছিল না দুই ভাইয়ের কাটানো সময় টা।