নমস্কার,,
শেষ চার পাঁচ সপ্তাহ হলো প্রতি শুক্রবার করে গান পোস্ট করে আসছি। আজকেও তাই করছি। আসলে এই গানটা আগেই রেকর্ড করা ছিল বলেই আজ পোস্ট টা করতে পারছি। কারণ শেষ ১০,১১ দিন দিন হলো যন্ত্র টা নিয়ে বসাই হয় না আর। সত্যি বলতে সময় সুযোগ বা মন কোনটাই ঠিক মত ম্যাচ করছে না। এরপর আবার কবে বসবো তার ঠিক নেই। ভীষন রকমের মানসিক চাপ যাচ্ছে নতুন করে। একটু সামলে না ওঠা অবধি হয়তো সহজে আর বসা হবে না।
আজ যে গানটা করছি এটা অনেকেই শুনেছেন হয়তো। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষায় লেখা একটা গান। আমি আসলে এই ধরণের গান গুলো ঠিক ভালো গাইতে পারি না। তাই অনেক দিন ইচ্ছে থাকা সত্ত্বেও করে উঠতে পারি নি। কিছুদিন আগে আমার ঐ ছোট গিটার টা হাতে নিয়ে গুণ গুণ করছিলাম। আর সে সময় টাতেই রেকর্ড করা। আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি বেশ চাপা স্বরে গানটা গেয়েছি।
গানের কথা :
মধু হই হই বিষ খাওয়াইলা
মধু হই হই বিষ খাওয়াইলা
হন কারণে ভালোবাসার দাম ন দিলা?
ও তুই হন দোষহান ফাই ভালোবাসার দাম ন দিলা?
আশা আছিল তোঁয়ারে লই
বাইন্দুম একখান সুখেরই ঘর
আশা আছিল তোঁয়ারে লই
বাইন্দুম একখান সুখেরই ঘর
সুখের বদল দুঃখ দিলা
সুখের বদল আঁরে দুঃখ দিলা
হন কারণে ভালোবাসার দাম ন দিলা?
ও তুই হন দোষহান ফাই ভালোবাসার দাম ন দিলা?
প্রেম-নদীতে অন্যর টানত
আঁরে ক্যান ফেলাই গেলা?
প্রেম-নদীতে অন্যর টানত
আঁরে ক্যান ফেলাই গেলা?
অ্যান করি ক্যান ভুল বুঝিলা?
অ্যান করি ক্যান ভুল বুঝিলা?
হন কারণে ভালোবাসার দাম ন দিলা?
ও তুই হন দোষহান ফাই ভালোবাসার দাম ন দিলা?
মধু হই হই বিষ খাওয়াইলা
মধু হই হই বিষ খাওয়াইলা
হন কারণে ভালোবাসার দাম ন দিলা?
ও তুই হন দোষহান ফাই ভালোবাসার দাম ন দিলা?
ও তুই হন দোষহান ফাই ভালোবাসার দাম ন দিলা?
এই গানটা অনেকেই অনেক ভাবে গেয়েছে। আসলে সবার গলাতেই ভালো লাগে আমার। আমিও নিজের মত করে গেয়েছি গানটা। তবে পারফেক্ট যে হয় নি এটা বুঝেছি। ছোট ছোট কিছু ভুল রয়েই গেছে। সে যাই হোক, আমি তো মজা পেয়েছি গানটা করে। এতেই আমি খুশি।
আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সময় টা ভালো যাচ্ছে না একদম। মনের শান্তি টা পাচ্ছি না অনেক দিন হলো। সব কিছুতে আমি যেন হাপিয়ে উঠেছি। আর কোন কাজের দিকেই মন নেই। আমার জন্য আশির্বাদ করবেন যেন ভালো সময়ের দেখা পাই অতি দ্রুত।
গান হলো মনের খোরাক। আর মানসিকভাবে প্রস্তুতি না থাকলে কখনোই ভালো গান করা যায় না। তবে আপনার মন যেন খুব দ্রুত ভালো হয়ে যায় এই প্রত্যাশাই করি ভাইয়া। এই গানটি আপনার গলায় শুনে সত্যিই ভালো লাগলো। দারুন গেয়েছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন আপু এই ভাইয়ের জন্য। অনেক ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন তো আমার উপর দিয়েও বেশ ভালো রকমের মানসিক চাপ যাচ্ছে। তবে আমি কিন্তু আপনার আজকের গান এর কথা বেশি কিছু বুঝতে পারলাম না। শুধু আপনার গলার মিষ্টি ভয়েস আর মিউজিক উপভোগ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই এটা আঞ্চলিক ভাষায় গান তো,, তাই একটু অসুবিধা হয়েছে হয়তো। লিরিক্স গুলো একটু সময় নিয়ে দেখলে কিছুটা বুঝবেন আশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মধু হই হই, বিষ খাওয়াইলা গানটি শুনেছি অনেক বার। অনেকেই অনেক ভাবে গানটি গেয়েছেন। দাদা আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল খুব তাড়াতাড়ি যেনো আপনার ঝামেলা গুলো চলে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ লিমন ভাই। এভাবেই পাশে থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই, নিঃসন্দেহে আপনার গানের গলা খুবই মিষ্টি তাই আপনার গান নিয়ে নতুন করে বলার কিছুই নেই। শুধু বলতে চাই প্রতি সপ্তাহে আপনার গান শুনে সত্যিই খুবই আনন্দ উপভোগ করি। আর তাইতো আপনার গানের সাথে সাথে আমি নিজেও গানটি গেয়ে নিলাম। তবে ভাই আপনার মনের অশান্তির কথা জানতে পেরে খুবই খারাপ লাগছে। আমার কাছে কেউ ভালো থাকলেই ভালো লাগে আর যদি কখনো শুনি কেউ ভালো নেই তাহলে কেন যেন আমার মনটাও খারাপ হয়ে যায়। আপনার হাস্যজ্জল মুখ সর্বদাই আমার কাম্য। তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন আপনার মনে শান্তি ফিরিয়ে দেন। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য গুলো সব সময় মন ছুঁয়ে যায় ভাইয়া। দোয়া করবেন ভাই। ভালোবাসা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ভাবছিলাম পোস্টের টাইটেল দেখে ভাইয়া এই গানটা কেন বেছে নিল।তার গলায় কেমন হয়, না হয়। পুরোটা শুনে বলতেই হয় 👌খুব ভালো লেগেছে।এভাবেই সব ধরনের গান গেয়ে আমাদের মনকে তৃপ্তি দেবেন এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা,, আমি নিজেও কিন্তু বেশ ভয়ে ভয়ে গানটা গেয়েছি আপু। দোয়া করবেন। আর ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময় বেশ জনপ্রিয় খুবই চমৎকার একটি গান পরিবেশন করেছেন আপনি। আসলে আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। গানটির মাঝে অনেক আবেগ অনুভূতি রয়েছে। আসলে আপনার কন্ঠে গানটি বেশ অসাধারণ হয়েছে। দারুন গেয়েছেন ভাই। এত চমৎকার গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই গানটি শুনতে অনেক ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লেগেছে আপনার কন্ঠ শুনে, চমৎকার গেয়েছেন আপনি। আসলে আপনি ঠিকই বলেছেন কিছু কিছু সময় আসে যে সময়টা কোন কিছুই করতে ভালো লাগেনা। তবে সেই ক্ষেত্রে যদি কোন ঝামেলায় থাকি তাহলে তো আর কোন কথাই নেই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মন্তব্য গুলো সব সময় আমাকে উৎসাহিত করে আপু। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই, আপনার কন্ঠের গান আমি তো পূর্বে শুনেছি। আজকে আমাদের মাঝে সুন্দর একটি গান পরিবেশন করেছেন যে গানটা আমাদের শুভ ভাই খুব পছন্দ করে। খুবই চমৎকারভাবে আপনি গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে খুব ভালো লাগলো। আশা করি পরবর্তীতে আরো অনেক গান শুনতে পারবো আপনার কন্ঠ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ ভাই যে এই গানটা পছন্দ করেন এটা আমি একদম জানতাম না ভাইয়া। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গানটা শুনতে বেশ মজা লাগে,😂😂😂। তবে আপনার নতুন সুরে,গানটি শুনে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে দুঃখের গান, এর আগে মজার সুরে গানটি শুনছিলাম। আপনার গানের গলা অপূর্ব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে গানটা আঞ্চলিক ভাষায় হওয়াতে বেশ মজা লাগে আমার কাছে। এমন ধারার গান কখনো করা হয় নি আগে। বলা যায় সে জন্যই মজা করেই গেয়েছি। হিহিহিহি। অনেক ধন্যবাদ আপনাকে বড়দি। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit