নমস্কার,,
সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টি হবে হবে করে হচ্ছে না। কেমন যেন গুমোট ভাব। এমন ভাবেই উঠে পরলাম ঘুম থেকে। গতকাল থেকে ভেবে রেখেছি আজ কোন ঝামেলা পূর্ণ কাজে জড়াবো না। কিন্তু সেই সুখ কপালে নেই। জন্মনিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সেখানে কি যেন সমস্যা হচ্ছে। শুক্রবারের দিনেও পৌরসভা খোলা। তাই ফ্রেশ হয়েই সেখানে দৌড়িয়ে মাথাটা নষ্ট করে বাড়ি ফিরলাম। কাজের কাজ কিছু হলো না। সকাল সকাল ঝামেলা হলে সারাদিনের সব কাজের মুড টাই যেন নষ্ট হয়ে যায়।
দুপুরে খাওয়া দাওয়ার একটু পর দেখি ভালই বাতাস শুরু হলো। বৃষ্টি এবার হবেই। হলোও তাই। হালকা করে আবার ঘুমিয়ে নিলাম। জাগা পাওয়ার পরেও দেখি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছেই। একটা কফি বানিয়ে চুপচাপ বৃষ্টি দেখছি। কি যেন ভাবছি। তারপর হঠাৎ করেই ইচ্ছে করলো একটা কবিতা পড়ি। কদিন আগে @blacks দাদার একটা কবিতা "এখনো আমি রাত জাগি" পড়ার পর দারুন লেগেছিল। ওটা কপি করি নোট প্যাডে রেখে দিয়েছিলাম। লেখাটা বের করে পড়ছিলাম। ইচ্ছে করলো একটু আবৃতি করার চেষ্টা করি। তাই রেকর্ড করলাম। আর আজ সেই অবৃতি টাই সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি।
হৃদয় যদি ব্ল্যাক হোল হতো
স্টিং থিওরি অথবা স্থান কাল
সব হাইপোথিসিস এখানে প্রযোজ্য
নয়,শুধু ধর্ম নিয়েই তার আলোচনা হয়।
দুঃখ কষ্ট কিছুটা আনন্দ কিছুই হতো
না প্রকাশ ,তখন অনন্ত শীতলতা আমার মহাকাশ।
ভালোবাসা কখনো মরে না
কেবল শুকিয়ে যায়
হঠাৎ জল পেলে সেও
বাঁচার প্রয়াস দেখায়।
দেশ বলতে কি বিশাল ভূখণ্ড
গাছপালা নদী নালা আর মানুষ?
সেটা না জেনে কেবল দেশপ্রেম
নেশায় মাঝ রাতে নামে প্রত্যুষ।
দেশ মানে এক অসাধারণ অনুভূতি
প্রত্যহ যার স্পন্দন শিরায় শিরায়
প্রমান যদি দেখতে হয় দেখো
ক্ষুদিরাম সুভাষের শিরদাঁড়ায়।
এখনো আমি রাত জাগি
তোমার কি মনে হয় মরে গেছি?
পূর্ণিমার চাঁদ আজ বহুদূরে
তবে একদিন ছিল খুব কাছাকাছি।
সত্যি বলতে আমি আবৃত্তিতে পটু নই একদমই। যে লেখাগুলো খুব ভেতরে গিয়ে লাগে মাঝে মাঝে ইচ্ছে করে নিজের মত করে একটু প্রকাশ করার। তাই চেষ্টা করি। এতোটুকুই যা। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোন আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
দাদা নমস্কার
হুম দাদা আজ আমাদের এই দিকেও বৃষ্টি ঽযাই হোক আপনি দুপুরে ঘুম থেকে উঠার পর @blacks দাদার লেখা কবিতা টি বেশ সুন্দর করে নোটে লিখে ৷আবার আবৃতি করে শুানালেন ৷সত্যি আপনার গলার কন্ঠ বেশ চমৎকার তা বলাই যায় ৷
আর ঠিক দাদা ভালোবাসা কখনো মরে না ৷শুধু শুকিয়ে যায় ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে। বেশ ভালো লাগে রাতের বেলায় বৃষ্টি। যাই হোক অনেক ধন্যবাদ ভাই সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আবৃত্তি।ভালো লাগলো শুনে অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতিটি লেখাই যদি গলা দিয়ে ফুটিয়ে তুলতে পারতাম!!!! আলাদা একটা তৃপ্তি পেতাম সত্যি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit