নমষ্কার,,
"আমি বাংলায় গান গাই" এটাকে শুধু গান বললে হয়তো ভুল হবে। এটা একটা অনুভূতি। সেই ছোট বেলায় বিটিভির পর্দায় মোটামুটি রোজ দেখতাম একজন ভদ্রলোক পাঞ্জাবী গায়ে দিয়ে কাধে একটা ঝোলা ব্যাগ ঝুলিয়ে গানটা গাইতে গাইতে গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে হেঁটে চলে যেত। তখন থেকেই হয়তো ভালো লাগার সূচনা।
গানের কথাগুলো একদম সহজ সরল ভাষায় লেখা। ঠিক যেমন বাংলা ছাড়া আর অন্য কোন ভাষায় এত নিখুঁত ভাবে মনের ভাব প্রকাশ করা কখনোই সম্ভব নয়। প্রতুল মুখোপাধ্যায়ের এটা এক অমর সৃষ্টি।
লিরিক্স:
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..
আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..
আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায়, পদ্মায়।
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..
আজ প্রথমবার গানটা গাওয়ার চেষ্টা করলাম। বেশ লম্বা লিরিক্স। দেখে দেখে গাইতে নিয়েও শেষে এক জায়গায় ভুল করেছি বলতে। আসলে পুরো গানটা তো কখনো সে ভাবে গাওয়া হতো না। তাই হয়তো এই সমস্যা টুকু হয়েছে। তবে গানটা করার সময় মন থেকে একটা শান্তি পেয়েছি। যেটা আগে কখনোই ফিল করি নি। আর গানটা একটু অন্যরকম রিদিমে গাওয়ার চেষ্টা করেছি। আসলে অরিজিনাল টা তো আমরা সবাই শুনেছি। তাই হালকা দ্রুত তালে নিজের মত করে বাজিয়ে গেয়েছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই আশা করছি।
আজ এখানেই শেষ করছি। শরীর টা একটু খারাপ। তাই বেশি লিখতে ইচ্ছে করছে না। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যেই। তাই সকলে নিরাপদে থাকার চেষ্টা করবেন। ধুম করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর বজ্রপাতেও বেশ প্রাণহানির ঘটনা ঘটছে। সেজন্য যতটা সম্ভব নিজেকে নিরাপদে রাখাটাই বুদ্ধিমানের কাজ।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদ।
ভাইয়া গানটি আমার খুব ভালো লাগে।আপনার কন্ঠে শুনে বেশ ভালো লাগলো। গানটা যখনই শুনি তখনই ইচ্ছে করে গলা ছেড়ে গাইতে।কিন্তু গান তো গাওয়ার কন্ঠ আমার নেই।😂 খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে বলবেন না আপু। আমরা বেশিরভাগই এখানে বাথরুম সিঙ্গার। তাই দ্বিধা না করে আওয়াজ তুলুন কণ্ঠে 🤟🤟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাইয়া অনেকদিন পর আপনার সুন্দর গলায় সুন্দর একটি গান শুনতে পেলাম । আপনার গানের গলা অনেক সুন্দর। শুরু থেকে শেষ পর্যন্ত গানটি সুন্দরভাবে কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে এরকম আরো সুন্দর গান শোনার জন্য অপেক্ষায় থাকবো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার খুব পছন্দের গান আপনি গেয়ে কাভার করেছেন, ধন্যবাদ আপনাকে। এই গানের সাথে কোটি মানুষের অনুভূতি জড়িয়ে আছে। আপনি খুব শান্ত গলায় নিজের গিটারের তালে সুন্দরভাবে গেয়ে উপস্থাপন করেছেন। গানের সাথে গিটারের তাল খুব ভাল হয়েছে। একদম নিরিবিলি পরিবেশে গানটি কানে হেডফোন দিয়ে শুনছিলাম বলে আরো ভালো লাগছিল। গানের কথাগুলো একদম প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান কাভার করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানটা একদম মাঝরাতে গেয়েছিলাম ভাই, তাই পরিবেশটা বেশ নিরিবিলি ছিল। অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানটি শুনতে খুবই সুন্দর লাগলো, অনেকের মুখে শুনেছিলাম আপনি খুব সুন্দর গান করেন আর সেটা নিজের কানেই শুনে ফেললাম ।গানটি শুনতে এত ভালো লাগছিল ,মনে হচ্ছিল আর একবার শুনি। সত্যি দারুন গান করেন আপনি। আপনার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য দ্রুত সুস্থতা কামনা করি আপনার। আর আবারও এরকম সুন্দর সুন্দর গান শোনার আশা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুই বার শুনতে কেউ বারণ করে নি তো ম্যাডাম ,, হিহিহিহি। সত্যি বলতে অতটাও ভালো হয় না, জাস্ট মনের ভালো লাগা থেকে একটু আধটু গাই। অনেক ধন্যবাদ গুছিয়ে এত সুন্দর কথাগুলো বলার জন্য। ভালো থাকবেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😂😂 তাই বলিনি, মানে অনেক গান আছে একবার শুনতে গিয়ে কানে যন্ত্রণা করে কিন্তু আপনার গান শুনতে ইচ্ছে করছে আরও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি যে বলেন ম্যাডাম!!! হাহাহাহাহা। এত প্রশংসায় তো আমার পেট ফুলে উঠতে নিল প্রায় 😉।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হি হি হি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা অনেকদিন পর আপনার গান শুনলাম 😍। প্রিয় একটা গান। আর আপনার ভয়েসে যেকোন গানই পারফেক্ট লাগে। গানটা আলাদা একটা অনুভূতি কাজ করে। 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরে ভাই এতটাও বলেন না 😉😉 আর একটু হলেই তো আকাশে উড়তে শুরু করতাম। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উফ দাদা ঠিক বলেছেন সেই সময়ের বিটিভির কথা ৷ যখন সাদা কালো টিভি ছিল গ্রামের একটি বাড়িতে ৷ আর পাড়ার সকল ছোটার ভিড় করে টিভি দেখতে ৷ অনেক কিছু মনে পড়ে গেলো ৷ যা হোক অনেক পুরনো গানটি শুনতে ভালো লাগে ৷ অনেক সুন্দর আর বাস্তবিক একটা গান ৷ সত্যি আমার বাংলা বড়ই বিচিত্র ৷ যা হোক গানটি দারুন গেয়েছেন দাদা ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো ভাই মন্তব্য টা পড়ে। অনেক ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই, আপনি মাঝ রাত্রিতে নিরিবিলি পরিবেশে গানটি গেয়েছেন, আর আমি মাঝ রাত্রিতে নিরিবিলি পরিবেশে বসে শুনছি। কি ফাটাফাটি গাইলেন ভাই, কানদুটো যেন জুড়িয়ে গেল, অন্তর আত্মা যেন শীতল হয়ে গেল। আপনার গান শুনে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। ভাই আপনি এত সুন্দর গান করেন অথচ সবসময় আপনাকে পাই না, এটা কিন্তু ঠিক নয়। সব সময় আপনার সুরেলা কন্ঠে গান শুনতে চাই। এটা এক প্রকার দাবীও বলতে পারেন। আমার পছন্দের গানটি গেয়ে আমার মনকে একদম শীতল করে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য বুক ভরা ভালোবাসা রইলো ভাই। ♥️♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি তো মোটামুটি প্রতি সপ্তাহে একটা করে গান করার চেষ্টা করি। আর এত এত যে প্রসংশা করেছেন, আমি কি সত্যিই এতটা ডিজার্ভ করি!! আপনাদের এই ভালোবাসায় আমাকে বার বার সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয় ভাই। অনেক অনেক ভালোবাসা রইলো। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বাংলায় গান গাই এই গানটি আমার খুব প্রিয়। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। গানটি যতই শুনি ততই বেশি ভালো লাগলো। চমৎকার ভাবে গানটি কভার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আশাকরি প্রতি সপ্তাহে একটি করে গানের পোস্ট উপহার দিবেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা করে গান পোস্ট করার। আসলে মাঝে মধ্যে মিস হয়ে যায়। খুব ভালো লাগলো লিমন ভাই আপনার থেকে এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতুল মুখোপাধ্যায়ের এই অমর সৃষ্টি গানটা আমিও ছোটবেলা অনেক শুনেছি। তবে আজ অনেক বছর পর আবার নতুন করে আপনার গলায় শুনলাম। অনেকে তো গান গাওয়ার সময় অটো টিউন ব্যবহার করে, আপনার ক্ষেত্রে সেই ব্যাপারটা একদমই নেই। বেশ ভালো লাগছিল আপনার গলায় গানটা শুনতে। যদিও আমার গান গাওয়ার অভিজ্ঞতা একেবারেই নেই, তবে অন্যের গলায় শুনতে বেশ ভালোই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি রিয়ালিস্টিক ব্যাপারটা খুব পছন্দ করি ভাই। আর আমি বেশি কিছু ভাবি না একদম, যা গাই সেটাই পোস্ট করে দেই। গান তো আমরা সবাই কমবেশি গাই, তাই একদিন আপনিও একটা চেষ্টা করলে মন্দ হয় না কিন্তু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আমার খুবই পছন্দের একটি গান পরিবেশন করেছেন আপনি। আপনার সুন্দর কন্ঠে গানটি শুনতে আমার ভীষণ ভালো লেগেছে। অনেকদিন পরে গানটি শুনতে পেলাম। আপনার মিষ্টি কন্ঠে এত সুন্দর একটি গান শুনতে পেরে আমি খুবই আনন্দিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানটা আমারও ভীষণ প্রিয় ভাই। আর আমি নিজেও অনেকদিন পর এই গানটা গাওয়ার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit