শারদীয় দুর্গোৎসব ২০২৩

in hive-129948 •  last year 

নমস্কার,

পূজো মানেই আনন্দ। পূজো মানেই উৎসব। পূজো মানেই নানান মন্ডপে ঠাকুর দেখে বেড়ানো আর বিন্দাস আড্ডাবাজি। খাওয়া দাওয়ার ব্যাপারটা আর বললাম না। তবে বেশির ভাগ বাড়িতেই তিন দিন নিরামিষ খাওয়া হয় পূজো উপলক্ষ্যে। দশমীর দিন থেকে আবার আমিষ শুরু হয়। এসব নিয়ম কানুন অবশ্য বাড়ির গুরুজনেরাই বেশি মানেন। আমাদের বয়সী ছেলে মেয়েরা বাড়ীতে নিরামিষ খেলেও, বাইরে বন্ধুদের সাথে সব কিছুই খাওয়া দাওয়া করে। হিহিহিহি।

IMG20231020191551.jpg

IMG20231020191627.jpg

IMG20231020191459.jpg

Location

শুরু হয়ে গেছে ষষ্ঠী পূজো। আমাদের এদিকে পূজোর প্রধান আকর্ষণ শুরু হয় সপ্তমীর দিন থেকে। অষ্টমী আর নববীর দিনে তো সন্ধ্যার পর রাস্তায় পা ফেলার জায়গা থাকে না একদম। তবে ষষ্ঠী পূজোতে আমাদের এখানে কয়েক জায়গায় বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট ছোট ছেলে মেয়েদের দ্বারা পরিচালিত এই প্রোগ্রাম গুলো খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে।

বাড়িতে দিদি ভাগ্নে আর বোন জামাই এসেছে। খুব স্বাভাবিক ভাবেই আমি ভাগ্নে কে নিয়ে বেশ দৌড়ের উপর আছি। এটা সেটা বায়না লেগেই আছে। আমিও চেষ্টা করি উৎসবের এই সময়টা তে ওর ইচ্ছেগুলো পূরণ করার। আসলে ছোট বাচ্চাদের একটু হাসি মুখ যেন আমাদের শত কষ্ট যন্ত্রণা মুহূর্তেই ভুলিয়ে দেয়। আর আমি ছোট বাচ্চাদের সাথে মিশতে আরো বেশি ভালোবাসি। ওদের সাথে মিশে যেতে আমার একদম সময় লাগে না। নিজেকেও বাচ্চা মনে হয় ঐ সময় টা তে। হিহিহিহি।

IMG20231020212009.jpg

IMG20231020210147.jpg

IMG20231020234341.jpg

Location

যাই হোক ষষ্ঠীতে খুব একটা ঘোরাঘুরি করি নি। ভাগ্নে কে নিয়ে রাতের অনুষ্ঠানটা দেখে বাড়ি ঢুকে গিয়েছিলাম। রাতে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়েছিলাম কিছুক্ষণের জন্য। চারপাশে সাউন্ড বক্সে গান চলছে। তার সাথে লাইটিং। সব কিছু মিলিয়ে মাঝ রাতে ঘুরতে বেশ লাগছিল। যাই হোক, আজ এ পর্যন্তই থাক। পরে আরো কিছু পূজোর ঘোরাঘুরির ছবি পোস্ট করব সুযোগ পেলে। সবার পূজো ভালো কাটুক এমনটাই প্রত্যাশা করি সবসময়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুজাতে রাতে ঘুরতে বেশি ভালো লাগে। সব জায়গায় লাইটিং,গান । একটা উৎসবমূখর পরিবেশ। সবাই একসাথে ঘুরে বেড়াচ্ছে মন্ডপে মন্ডপে। আপনিও আপনার ভাগ্নাকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আর ছোট বাচ্চাদের সময় কাটাতে কম বেশি সবাই পছন্দ করে। অনেক অনেক শুভেচ্ছা।

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবসময়।

বেশ ভালো একটা সময় কাটিয়েছেন বলা যায়। তবে আসল সময়টা হয়তো অষ্ঠমি এবং নবমীতে আসবে। মানুষের ভীড় বেশি হলেও তখন ঘোরাঘুরির মধ্যে আলাদা একটা মজা এবং আনন্দ থাকে। ভাগ্নে কে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়িতে তারপর গিয়েছেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। সময় টা বেশ ভালোই কাটাচ্ছেন দাদা। আপনার জন্য শুভকামনা।।

Posted using SteemPro Mobile

এটা একদম ঠিক বলছেন ভাই, অষ্টমী আর নববীর দিনেই আসল মজা হয়। মানুষের ভীড় ছাড়া যেন পুজোই জমে না। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালোবাসা রইলো।

প্রথমে আপনাকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূজা মন্ডপে বেশ চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। আপনার ভাগ্নাকে নিয়ে পুজাতে রাতে বেশ ঘুরাঘুরি করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান চমৎকার উপভোগ করেছেন। আসলে পূজার অনুষ্ঠানে সময় কাটাতে পারলে বেশ ভালো লাগে। শারদীয় দুর্গোৎসব অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অনেক ধন্যবাদ ভাই সব সময় চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য। অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।