"আমি কি তোমায় খুব বিরক্ত করছি!!!!" 💔❤️

in hive-129948 •  2 years ago 

নমষ্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ আমিও আছি বেশ। বিয়ে বাড়ির আনন্দের পর এখন একটু রেস্ট নিচ্ছি বলা যায়। বাড়ি থেকে যেতে হবে। এত আরামে থাকলে আমার কোন কাজই হবে না আসলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা ফিরতে হবে।

আজ একটা গান সবার সাথে শেয়ার করে নিচ্ছি। অনুপম রায়ের অনবদ্য একটা সৃষ্টি এই গানটা। দৃষ্টিকোণ সিনেমার "আমি কি তোমায় খুব বিরক্ত করছি" । গতসপ্তাহে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যন্ত্র টা নিয়ে বসে গিয়েছিলাম। হঠাৎ করেই এই গানটার কথা মাথায় আসলো। তারপর একটু গাওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমি দক্ষ কোন গায়ক নই একদমই। শুধু ভালো লাগা থেকে মাঝে মধ্যে গাইবার চেষ্টা করি মাত্র।

আমার কাছে মনে হয় অনুপম রায় আসার পর থেকে বাংলা সংগীতে একটা অন্যরকম মাত্রা যুক্ত হয়েছে। সত্যি বলতে এমন ধারার লিরিক্স আমি কখনো কল্পনাও করতে পারি নি। মনের কথা গুলো অনায়াসে যেন বলে দেওয়া তার প্রতিটি গানে। একদম যেন সরল স্বীকারোক্তি। এই ব্যাপারটা বোধ হয় সবাইকে বেশি মুগ্ধতা দান করেছে।

যাই হোক, মিউজিক নিয়ে খুব গভীর কোন জ্ঞান নেই আমার। বলা যায় আনাড়ী একটা ছেলে। ভালো লাগা এবং নিজেকে ভালো রাখতে যেটুকু না করলেই নয় সেটুকুও করি শুধু। গানের আড্ডায় হারাতে খুব ভালো লাগে। যদিও ইদানিং আগের মত গান শোনা বা গানের আড্ডায় বসা কোনটাই আর হয় না। দিনদিন নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলছি। বড্ড অগোছানো লাগে চারদিক টা। খুব ইচ্ছে করে একটু শৃঙ্খলায় আবদ্ধ হয়ে নিজেকে আবার ফিরে পেতে। হয়তো কোন একদিন ঠিক আসবে সময়। অপেক্ষার প্রহর শেষ হবে সেদিনই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম ঠিক বলেছেন ভাইয়া অনুপম রায় আসার পর থেকে বাংলার সংগীতে একটা অন্যরকম যাত্রা শুরু হয়েছে। অনুপম রায়ের গান আমার কাছেও অনেক ভালো লাগে। আজ আপনি ওনার গলায় গাওয়া গান নিজের গলায় অনেক সুন্দর ভাবে গেয়েছেন। আপনার গানের গলা সত্যি অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া

এত চমৎকার প্রশংসা পেলে তো অনেক খুশি খুশি লাগে আপু 😊। হিহিহিহি, অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সবসময়। শুভেচ্ছা রইলো।

আহহ শান্তি।গানটা যতবারই শুনি না কেন,,শিনার আগে নতুন একটা উত্তেজনা কাজ করে আমার মাঝে।মাস্টার ক্লাস একটা গান।

আমার কাছে মনে হয় অনুপম রায় আসার পর থেকে বাংলা সংগীতে একটা অন্যরকম মাত্রা যুক্ত হয়েছে।

কোনো সন্দেহ নাই,উনি বাংলা মিউজিককে একটা লেভেল নিয়ে গেছেন।আর গানটা অসম্ভব ভালো গেয়েছেন দাদা।অনুপম রায়ের মত না হলেই সজীব রয়ের মত হয়েছে।🤗

হাহাহাহাহা দারুন ছিল ভাই মন্তব্য টা 👌😀✌️। দুই রায়ের গাওয়া গান। তবে এটা সত্যিই অনুপম রায়ের গানে একটা অদ্ভূত শান্তি আছে। এই মানুষ গুলোর জন্যই গানকে এত ভালোবাসা বোধ হয়।

অসাধারণ গান ছিল ভাইয়া, মনের যন্ত্রণা নিয়ে গেয়েছেন তো তাই মনে হচ্ছে এতো সুন্দর হয়েছে। সত্যি অনুপম রায় আসার পর থেকে সংগীতের অন্য রকম মাত্রা যুক্ত হয়েছে। আপনার গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

আমার মনের যন্ত্রণা সারাজীবনের আপু 😅। এটা আসবে আর যাবে শুধু হিহিহিহি। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

অনুপম রায়ের গান মানেই অন্য রকম ভালো লাগা ,তা ঠিক মনের কথা গুলো অনায়াসে বলে দেওয়া। আপনি আর কি কি বিষয়ে আনাড়ি একটু বলেন তো 😜,আনাড়ি হলেও ভালো গান করেন। ভালো লাগলো। ধন্যবাদ

আমি তো সব কিছুতেই আনাড়ী আবার সব কিছুর মাঝেই নাক গলাতে যাই 😅🤪। আপনার সৎ ভাই বলে কথা 🙏। হিহিহিহি

তা নাকটা গলাতে গলাতে, নাক আছে নাকি গেছে😉😉।

আমার টা তো শেষ পর্যায়ে,, আপনার টা ধার নিয়ে চলবো ভাবছি 😅✌️

আপনার গানগুলো শুনতে আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর গান শেয়ার করে থাকেন আমাদের সাথে। এই গানটি আমি অনেকবার শুনেছিলাম আমার কাছে খুবই ভালো লাগে। আপনার গানটি শুনে যেন মনটা জুড়িয়ে গেল। আপনার এই মিষ্টি কন্ঠে এই গানটি শুনে অন্যরকম লাগলো যা বলে বোঝাতে পারবো না। এক কথা য় অসাধারণ একটি গান কভার করেছেন।

এই গানগুলো আসলে ভালো লাগার মত গান ভাই। একবার শুনে যেন মন ভরে না। খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন ভাই। শুভেচ্ছা রইলো।

এই গান আগে শুনা হয়নি। আজ আপনার কণ্ঠে এত সুন্দর একটি গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। একা একা বসে এই গান শুনতে অনেক ভালো লাগে। এটা ঠিক বলেছেন বেশি আরামে থাকলে আবার কোনো কাজ করা হয়না। আমিও আপনার মতো যেই দিন একটু সময় পাই সেই অলসতা করে দিন কাটাই। যাই হোক খুব সুন্দর গান কভার করেছেন।ধন্যবাদ সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যাক আমার গাওয়া গান থেকে একটা নতুন গান শোনা হয়ে গেল আপনার। ভালো লাগলো ব্যাপারটা। আর আমি তো জন্মের অলস আপু 😅। দোয়া করবেন ভাইয়ের জন্য। শুভেচ্ছা রইলো।

অনুপম রায় হলো বাঙ্গালীর ইমোশন আর বর্তমান জেনারেশন এর কাছে তো অন্যরকম ভালোলাগা হলো অনুপম রায়। খুব কাছ থেকে দেখেছি আমি অনুপম রায়কে একটা কলেজের অনুষ্ঠানে। আপনি সুন্দর গেয়েছেন। গানটা আমার খুব পছন্দের, বেশ কিছুদিন পর আবার নতুন করে শুনলাম আপনার গলায়।

সত্যি বলতে অনুপম রায় কে ইউটিউবে লাইভ স্টেজে যখনই দেখি আরো যেন উৎসাহ পাই। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। ভালো থাকবেন।

একেবারে ঠিক বলেছেন দাদা অনুপম রায় আসার পর বাংলা গানে নতুন মাএা যুক্ত হয়েছে। আমার অনেক পছন্দের একজন গায়ক। আমি কী তোমায় খুব বিরক্ত করছি গানটা সর্বপ্রথম শুনেছিলাম আমার এক বন্ধুর ফোনে। প্রথমবারেই দারুণ লেখেছিল। দারুণ কাভার করেছেন দাদা। আর অনেকদিন বাদে আপনার গান শুনলাম।

এই গানটা একদম প্রথমবার শুনেই আমিও ফিদা হয়ে গেছিলাম। অন্যরকম একটা ভালো লাগার গান আসলে। দোয়া করবেন ভাই। আর ভালো থাকবেন সবসময়।

গানটা শুনতে শুনতেই ঘুম আসে যেন।কথাগুলো খুব সুন্দর,সাধারণ কিছু কথা ই কি সুন্দর সুরে সুরে গান হয়ে গেল।সত্যি বলেছেন ভাইয়া,অনুপম রায়ের গানগুলো এমনই। অনেকগুলো গান শোনা হয়েছে তার।আর আমারও এখন তেমন গান শোনা হয় না।আগে তো কোনো কাজ করতে গেলেই গান লাগিয়ে দিতাম।গান ছাড়া কোনো কাজ যেন এগোতো না।আর এখন দিব্যি দিন চলে যাচ্ছে কিভাবে টেরও পাই না।দারুণ কন্ঠে গান গেয়েছেন ভাইয়া,ভালো লাগলো।

শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে এই গান গুলো চালিয়ে একটু চোখ বুজে থাকলে সত্যিই খুব ভালো লাগে আপু। অনেক গুছিয়ে কথা বলেন আপনি। ভালো লাগলো খুব। দোয়া করবেন। আর ভালো থাকবেন।

জী ভাইয়া খুব বিরক্ত করছিলেন এতক্ষণ। গান শুনতে গিয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আপনি যদি আনাড়ি হন আমরা যারা ফেসফেসে ভয়েস নিয়ে হ্যাং আউট এ গান করি তাদের লজ্জা পেতে হবে। একটু বলে নেই, অসাধারণ গেয়েছেন প্রিয় অনুপম রায়ের গানটি। আপনার গলায় গানটি খুব ভাল লেগেছে। ভাই মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিবেন আমাদের। ধন্যবাদ ভাইয়া।

ভাই যে কি বলেন হিহিহিহি,,,, বিশ্বাস করেন অত মানুষের মাঝে গান গাওয়ার সাহস পাই না আমি, তাই হ্যাং আউটের সময় গান করি না । আমার হার্ট এ্যাটাক হয়ে যাবে ভয়েই। আর আপনি কিন্তু সত্যি সত্যি দূর্দান্ত গান করেন। শুভেচ্ছা রইলো।

আমি আগেও দেখেছি আপনি খুব ভাল গান করেন। আর আজকে আপনার গানটি শুনে মনে হচ্ছে আপনার গানে কি যেন একটা মায়া আছে। বেশ ভাল কন্ঠ আপনার দাদা। গানটা বেশ। যদিও এর আগে গানটি শোনা হয়নি।

এত চমৎকার মন্তব্য পেলে কাজের প্রতি ভালোবাসাটা সত্যি অনেক বেড়ে যায় আপু। খুব ভালো লাগলো। এভাবেই পাশে থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।