নমষ্কার,,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। কয়েকদিন আবহাওয়া টা বেশ ভালো ছিল। দিনের বেলা রোদের দেখা পাওয়া যেত এবং রাতের দিকেও অতটা ঠান্ডা ছিল না। তবে আজ সকাল থেকেই আকাশটা মেঘলা দেখছি। সূর্যের কিরণ চোখে পড়েনি বললেই চলে। আবার ধুম করে শীতের তীব্রতা বেড়ে যায় কিনা এটাই ভাবছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা খারাপ ভাবে আমাদের প্রভাবিত করছে সেটা পুরো বিশ্ব এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে।
কয়েকদিন আগেই ফিরলাম ঢাকা থেকে। যদিও খুব অল্প সময়ের জন্য এবারে ঢাকা যাওয়া। গাবতলী থেকে সোজা চলে গিয়েছিলাম প্রথমে বুয়েট হলের দিকে। সন্ধ্যার পর যখন একটু হাঁটতে বের হলাম তখন ইচ্ছে হলো ঢাকেশ্বরী মন্দিরের দিকে একবার যাওয়ার। এই দিকটায় আসলে আমি মন্দিরে মায়ের দর্শন করতে সহজে মিস করি না। আসলে যে কোন মন্দিরেই সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। মনে একটা অদ্ভুত শান্তি পাই। আর এ পুরো ব্যাপারটাই শুধু অনুভব করার মত, বলে বা লিখে প্রকাশ করা সম্ভব নয়।
যেহেতু সন্ধ্যার দিকে মন্দিরে গিয়েছিলাম দেখলাম যে ঐ সময় ভক্তই সন্ধ্যা আরতি দেখতে এসেছিল। অনেকে মায়ের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করছিল। আমিও দুটো মোমবাতির প্রদীপ মাকে দেখাই। তারপর সামনে গিয়ে প্রণাম সেরে নেই। এবার একটু শান্তিতে বসার পালা। চুপচাপ একমনে একটু বসে থাকলাম। কিছুটা সময় সব চিন্তা থেকে একটু মুক্তি চাইলাম। যদিও মনে একথা সেকথা নানান কিছুই উকি দিচ্ছিল। তবুও চেষ্টা করছিলাম যতটা সম্ভব একাগ্র চিত্তে থাকা যায়।
এভাবে নিরিবিলিতে কিছুটা সময় কাটিয়ে তারপর মন্দির থেকে বের হয়ে আসলাম। সত্যি বলতে এমন পবিত্র জায়গা থেকে সহজে আসতে ইচ্ছে করে না। কি যেন একটা অদ্ভূত মায়া আছে এই জায়গাগুলোয়। যাই হোক মা সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখেই আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আমিও গতমাসে ঢাকেশ্বরী মন্দির গিয়েছিলাম।কিন্তু মুল মন্দির বন্ধ ছিল। দুপুর এর পর কিছু সময় বন্ধ থাকে।তাই আশেপাশে ঘুরে চলে এসেছিলাম।আর আপনাকে ধন্যবাদ এত সুন্দর ব্লগ টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি অবশ্য প্রতিবারই বিকালের দিকেই গিয়েছিলাম তাই কখনো বন্ধ পাই নি। আপনিও এমন সময়েই যাবেন। তাহলে অবশ্যই মায়ের দর্শন পেয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও আসলে কোন পরিকল্পনা ছাড়া গিয়েছিলামতো।ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit