কেউ কথা রাখে নি ।। কবিতা আবৃত্তি

in hive-129948 •  2 years ago 

নমস্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কয়েকদিন হল গরমের ভাব কিছুটা কমেছে কারণ মোটামুটি সারাদেশেই একটু একটু বৃষ্টিপাত হচ্ছে। সত্যি বলতে এই বৃষ্টিটা ভীষণ দরকার ছিল। তা না হলে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে গিয়েছিল জনজীবন।

আজ একটা কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আর এই কবিতাটা মোটামুটি সবাই একবার করে হলেও শুনেছেন আমার বিশ্বাস। কবিতার নাম কেউ কথা রাখেনি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়।

এই কবিতাটা সম্ভবত প্রথম শুনেছিলাম আজ থেকে প্রায় ১৩ বছর আগে আমার এক বড় দাদার মুখে। রাতে ঘুমানোর সময় আমার দাদা কবিতাটা আমাকে আবৃত্তি করে শুনিয়েছিল। আর দাদা পুরো মুখস্থ শুনিয়েছিল এই লেখাটা। দাদার মুখে কবিতাটা শোনার পর অজান্তেই যেন ভালো লেগে যায়। যদিও এর কোন কারণ তখন জানা ছিল না। আর সব থেকে মজার ব্যাপার কবিতাটা আমি পরপর দুইবার শুনি সেই রাতেই । এতটাই ভালো লেগেছিল যে আমার নিজেরও প্রায় মুখস্থ হয়ে গিয়েছে শুনে শুনেই।

আজ অনেকদিন পর আবার কবিতাটা আবৃত্তি করলাম। সব থেকে বেশি মনে পড়ছিল ছোটবেলার সেই রাতটার কথা যেদিন প্রথম শুনেছিলাম এই কবিতাটা আমার দাদার মুখে। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আবৃত্তি করতে। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদ ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সারা দেশে বৃষ্টিপাত হলেও আমাদের এখানে বৃষ্টির কোন দেখা পায়নি এই কয়দিন। তবে কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। যাইহোক ভাইয়া আপনার কবিতা আবৃত্তি সত্যিই চমৎকার হয়েছে। আপনি দারুন ভাবে কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ আপু, আজকেও আমাদের এখানে বেশ বৃষ্টি হলো। অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

আমিও কিন্তু কবিতাটি দুই দুইবার শুনলাম, চমৎকার এক কবিতা আর আপনার আবৃত্তি করার ধরনটাও অসাধারণ, বেশ অনেকদিন পর আপনার আবৃত্তি শুনলাম আমি।

ওরে বাবা রে,, এটা তো আমার পরম পাওয়া ভাই 🙏❤️❤️। অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সবসময়।

আমাদের এখানে তো গরমের মাত্রা এখনো অনেক বেশি গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।আপনি সেই তো ১৩ বছরের আগের দাদা থেকে কবিতা আবৃতি শোনছিলেন। এখনো স্মরণ করে রেখেছেন এবং আমাদের সাথে কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।