আমার ফুল বিলাস 🌻🌼🌹🌺🌷💐

in hive-129948 •  2 years ago 

নমস্কার,,

কিছুদিন আগে জাপান গার্ডেন সিটিতে গিয়েছিলাম কিছু কাজের জন্য। কাজ শেষ করে রিক্সা নিয়ে যখন শ্যামলীর দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই চোখে পড়লো নানান রকম বাহারি ফুলের গাছ। আমি সাথে সাথে রিক্সাওয়ালাকে সেখানে দাঁড় করিয়ে নেমে গেলাম। সত্যি বলতে ফুল গুলো দেখতে এত চমৎকার লাগছিল, তাই ইচ্ছে করেই কিছুটা সময় সেখানে কাটানোর জন্যই আমার নামা। বেশ লম্বা জায়গা জুড়ে ছোট বড় নানান রকমের ফুলের গাছের পসরা সাজানো।

IMG_20230315_185243.jpg
Location

ফুলের গাছগুলো যিনি বিক্রি করছেন তার নাম আলম ভাই। নিজে থেকেই উনার সাথে পরিচয় হলাম। তারপর বেশ গল্প শুরু করলাম দুজন মিলে। আমি আবার নতুন মানুষজনের সাথে মিশতে বেশ পছন্দ করি। তাই কথোপকথন ভালোই জমে গিয়েছিল দুজনের। আলম ভাইয়ের অনুমতি নিয়ে কিছু ফুলের ছবি তুললাম। উনি নিজেও বেশ খুশি হলেন আমার এমন কান্ড দেখে। সত্যি বলতে মনটা ভীষণ অস্থির হয়ে ছিল। আর ফুল এমন একটা জিনিস দেখার সাথে সাথে আপনা আপনি মনটা যেন ভাল হয়ে যায়। সেজন্যই রিকশা থেকে ধুম করে এভাবে নেমে গিয়েছিলাম।

IMG20230117132822.jpg
Location

IMG20230117132842.jpg
Location

IMG20230117132850.jpg
Location

শীতকালীন সব ফুল গাছ সেখানে ছিল। চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ এই তিনটা ফুলের নাম শুধু আমার মনে আছে। বাদবাকি অনেক ফুলের নাম আমাকে আলম ভাই বলেছিলেন কিন্তু আমার একটাও আর মনে নেই। হিহিহিহি। আসলে আমি একটু মন ভোলা ধরনের। ইদানিং যেন আরো বেশি হয়েছি।

গল্পে গল্পে জানতে পারি এই গাছগুলো ঢাকার মানুষজন বেলকনিতে লাগিয়ে রাখার জন্যই বেশি কিনে থাকে। ছোট ছোট বেলকনি গুলোতে ফুল ফুটলে দূর থেকে সত্যিই অসাধারণ লাগে দেখতে।

IMG20230117132858.jpg
Location

IMG20230117132951.jpg
Location

IMG20230117132926.jpg
Location

IMG20230117133048.jpg
Location

আজ বেশ লম্বা সময় পর ছবিগুলো সবার সাথে শেয়ার করছি। ভালোই লাগছিল সেদিনের কথাগুলো ভেবে। একা একাই হাসছিলাম আমার পাগলামো কান্ড দেখে। আলম ভাই অবশ্য আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে রেখেছেন। এরপর আবার যখন ওই দিকে যাব অবশ্যই তার সাথে আরও একবার আড্ডা দিয়ে আসবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ। অনেক ধরনের ফুল দেখতে পেলাম আপনার ফটোগ্রাফির মধ্যে। আসলে এরকম মাঝেমধ্যে হয় যারা ফুল ভালোবাসে ফটোগ্রাফি করতে পছন্দ করে তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের সুন্দর ফুলের নার্সারি বা ভ্যানে করে বিক্রি করতে দেখলে এ রকমই কান্ড করে। আপনার এই ঘটনাটি পড়ে বুঝতে পারলাম আপনি ফুল অনেক বেশি পছন্দ করেন। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

সত্যি বলতে আমার কাছে মনে হয় ফুল পৃথিবীর সব থেকে শুদ্ধ আর পবিত্র জিনিস। তাই নিজেকে আটকে রাখতে পারি না একদম। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শীতকাল আসলেই এরকম বাহারি রকমের ফুল দেখা যায়। আপনার মত আমারও একই অবস্থা বেশিরভাগ ফুলেরই নাম জানিনা শুনলেও মনে থাকে না। তাছাড়া ঠিকই বলেছেন এত সুন্দর ফুল দেখলে মন যত খারাপই থাকুক না কেন ভালো হয়ে যায়। আলম ভাইয়ের সঙ্গে মনে হচ্ছে বেশ ভালো গল্প গুজব করে সময় কাটিয়েছেন। আবার দেখছি আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে। ভালো লাগলো দেখে।

আসলে মানুষের কাজ না থাকলে যা হয় আপু 😊। আর আমি তো একটু বক বক করি বেশি সেজন্যে ধুম করে গল্পে মেতে উঠেছিলাম দুজন। দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ।