কবিতা: হৃদয়ে বর্ষা || লেখায় : @rme দাদা 🙏|| আবৃত্তির ক্ষুদ্র প্রয়াস মাত্র

in hive-129948 •  2 years ago 

নমষ্কার,,

এইতো কিছুদিন আগেও নিজের ভেতরে বেশ জড়তা কাজ করতো। কবিতা আবৃতি, গান কোন কিছুই করার সাহস পেতাম না। তার মাঝে আবার আমার গলার টোনটা বেশ ভারী, বেশ মোটা বলা যায়। সবাই কি ভাবে নেবে এসব ভেবে তো আরোই করতাম না। প্রথম প্রথম শুধু গানটাই করতাম ইউকুলেলে বাজিয়ে। তারপর এই পরিবারের অনেককেই কবিতা আবৃত্তি করতে দেখে আমারও ভীষণ ইচ্ছা করলো আমিও একটু চেষ্টা করে দেখি। কেউ না শুনলে নিজের টা নিজেই শুনবো 😉।

এভাবে সাহস করে আমার আবৃত্তির চর্চা শুরু। সত্যি বলতে এখন অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে এ ব্যাপারটা। খুব ভালো কোন লেখা পেলে ভীষনই ইচ্ছে করে আবৃত্তি করতে। আর কাজগুলো করে আমি নিজেও বেশ তৃপ্তি পাই। সেখান থেকেই হয়তো বারবার আবৃত্তি করার চেষ্টা করি। সেটা যেমনই হোক না কেন।

আজ আবৃত্তি করছি আমাদের শ্রদ্ধেয় @rme দাদার লেখা একটা কবিতা "হৃদয়ে বর্ষা"। দাদার লেখাগুলো সব সময় অনবদ্য হয়। আর সব থেকে বড় কথা আমার অনুভূতি গুলোর সাথে দাদার লেখার খুব মিল থাকে। এটা কিভাবে মিলে যায় আমি নিজেও জানিনা। দাদাকে জিজ্ঞেসও করেছিলাম এই ব্যাপারটা নিয়ে। উত্তরে দাদা নিজেও জানেনা 😅🙏।

হৃদয়ে বর্ষা

লেখায়: @rme দাদা 🙏

বর্ষাও অবশেষে শেষ হতে চললো
কিছুদিন পর হাওয়ারা নদীর বুকে
জল খেয়ে খেয়ে ঘুরে বেড়াবে,
কাশফুলের আন্দোলিত হৃদয় জুড়ে।

তবুও তোমার দেখা পাই নি
কথা ছিল তুমি আসবে বর্ষার মাঝামাঝি।
আমার রাজ্যে প্রবল প্লাবনেও
দেখা দিয়েছে দারুন জলের অভাব।

শুধু তোমার ভরসায় তোমার প্রতীক্ষায়
কেটে গেছে পুরো বর্ষাকাল ।

আজ আমি সময়ের প্রত্যেকটা পদচারণ শুনি
ফেরত নিয়েছি জীবনের সব লেনদেন,
আমাদের বিশ্বাসভঙ্গের দায় কে নেবে ?

মাঝে মাঝেই মুখোশের আড়ালে বেরিয়ে পড়ে
কিছু মুখ,,,
কিছু লোভী চকচকে চোখ,
মনে হয় পৃথিবী বড় বিচিত্র,, বড় বসবাসের অযোগ্য।

তবুও আমাকে বাঁচতে হবে
আগামী সুন্দর সকালের জন্য।
শরতের শিউলির বুক জুড়ে
আমার আশারা ঘুরবে ফিরবে,
সে দিনের প্রতীক্ষা তোমার জন্য নয়
সেদিন হয়তো আরও বড় কিছু ,
আরো মহৎ কিছু আসবে তোমার বিপরীতে।

🙏🙏🙏

জানিনা আপনাদের কেমন লেগেছে আমার গলায় দাদার এই কবিতাটা। তবে আমি নিজে খুব শান্তি পেয়েছি এতোটুকু বলতে পারি। দিনশেষে আমাদের নিজেদের ভালো রাখতে পারাটাই বড় কথা। আর @rme দাদার কাছে আমার অনুরোধ আরো বেশি বেশি এমন চমৎকার লেখা গুলো যেন আমাদের উপহার দেন। ইদানিং অনেক কম পাই দাদার লেখা। জানি ব্যস্ততার জন্য হয়ে উঠছে না। তারপরেও মাঝে মাঝে চেষ্টা করার অনুরোধ করছি 🙏।

আজ এ পর্যন্তই রাখছি। দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নমস্কার দাদা
আসলেই ঠিক বলেছেন @rme লেখা প্রতিটি কবিতা বা লেখা অনবদ্য ৷ যা আসলে আসলে আমদের অনেক কিছু শিখায় ৷বড় দাদার প্রতিটি পোষ্ট থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ৷
যা হোক ভাই আপনি দাদার লেখা কবিতাটি হৃদয়ে বর্ষা খুব সুন্দর করে আবৃত্তি করেছেন৷ আমি মুগ্ধ হয়ে শুনছিলাম ৷

তবে ভাই আপনি কোন অ্যাপ ব্যবহার করে বাজনা গুলো সেট করেছেন৷ নাকি বাজনার সাথে বলেছেন৷ একটু বললে ভালো হয় তাহলে হয়তো বা আমি ও চেস্টা করতাম ৷
ধন্যবাদ এতো সুন্দর করে আবৃত্তি করে শেয়ার করার জন্য ৷

মিউজিক পরে অ্যাড করি আমি। এর জন্য পছন্দ মত মিউজিক প্রথমে ঠিক করে নেই। তারপর ভিডিও গুরু নামে একটা অ্যাপস আছে ওটা দিয়ে ওটা দিয়ে আসল রেকর্ড এর সাথে অ্যাড করে দেই। খুব সিম্পল। চেষ্টা করে দেখতে পারেন।

ভাই অ্যাপ এর নাম ভিডিও গুরু

হ্যাঁ ভাই।

আপনি ঠিকই বলেছেন , rme দাদা লেখা প্রতিটি কবিতা বা লেখা অনবদ্য । কবিতাটি যেমন সুন্দর তেমনি আপনার কন্ঠে শুনে আরো বেশি ভালো লেগেছে। দাদার লেখা কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে পাঠ করেছেন। এভাবেই নতুন নতুন পোস্ট নিয়ে আমাদের মাঝে থাকবেন সেই কামনা করি।

আসলে ভালো লেখা পেলে কাজের উৎসাহ আরো বাড়ে। আর তার সাথে যদি এমন মন্তব্য পাই তাহলে তো আরো অনুপ্রাণিত হয়ে যাই। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময় ❤️

খুব ভালো হয়েছে। প্রত্যেকটি উচ্চারণ স্পষ্ট এবং ঠিক যেখানে পীচ হাই করার ছিলো সেখানে হাই আছে, যেখানে থামআর ছিলো সেখানে থেমেছেন। দাদার লেখনী সবসময় অনবদ্য, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। খুব ভালো।

খুব একটা ভালো সেন্স নেই আবৃত্তিতে,, চেষ্টা করি মাঝে মাঝে নিজের মত করে। অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথা গুলো বলার জন্য।

যেকোনো কাজই প্রথম প্রথম করতে একটু জড়তা কাজ করে। পরে আস্তে আস্তে করতে করতে অভ্যাসের পরিণত হয়ে যায়। ঠিক কবিতা আবৃত্তিও আপনার সেরকমই হয়েছে। এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ঠিক বলেছেন দাদার কবিতা তো সবসময় চমৎকার হয়। সেই কবিতাটি আপনি আরো চমৎকার করে আবৃত্তি করেছেন। খুব ভালো লাগে আপনার আবৃত্তি গুলো শুনতে । ধন্যবাদ ভাইয়া।

ভালো লেখার উপর কাজ করতে নিজেরও খুব ভালো লাগে আপু। আর ভালো লাগে আপনাদের সুন্দর মন্তব্য গুলো এমন কাজের পর। দোয়া করবেন আর অনেক ভালো থাকবেন।

ওহ একদম সফট ভয়েস।কি দিয়ে রেকর্ড করেন ভাই?আর আবৃত্তি সাথে থমথমে একটা বাকগ্রাওন্ড জাস্ট অসাধারণ একটা ইনভাইরমেন্ট ক্রিয়েট করেছে।অসাধারণ হয়েছে দাদা,আর দাদার কবিতা নিয়ে তো নতুন করে কিছু বলার নাই বরাবর সেরা।🖤

চেষ্টা করেছি ভাই যতটা পারি লেখাটা ফুটিয়ে তুলতে। এতটুকুও যদি ভালো লাগে তাহলেই আমি সার্থক। আমি নরমাল ভাবে ফোন দিয়েই রেকর্ড করি ভাই।