DIY" এসো নিজে করি - আলু এবং ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি || by @rubayat02 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



আলু এবং ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি


20220306_171402.jpg

আজ আমি আপনার মাঝে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সাধারণত এটি একটি নাস্তার রেসিপি, রেসিপিটির নাম ফ্রেঞ্চ ফ্রাই, খুব অল্প খরচেই এমন একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারবেন, তাই ভাবলাম যে এই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করি, অল্প খরচে এমন সুন্দর সুন্দর রেসিপি গুলো আমার অনেক ভালো লাগে, যখন তখন এই রেসিপি গুলো বানানো যাই, সময় ও খুব কম লাগে, আবার খেতেও অনেক সুস্বাদু, জানিনা রেসিপিটি আপনাদের কেমন লাগবে, তবে আশা রাখতে পারি রেসিপিটি আপনাদের খারাপ লাগবে না, তাহলে চলুন বন্ধুরা জেনে নেও।য়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি

প্রয়োজনী উপকরণ


IMG_20220306_160046-01.jpeg

উপকরণের নামপরিমাণ
আলুবড় সাইজের দুইটি
চালের আটাদুই প্রিজ
বেকিং পাউডারএক চামুচ
মরিচের গুঁড়াএক চামুচ
মসলার গুঁড়াপরিমাণ মত
ডিমদুইটি
লবণপরিমাণ মত
তেলপরিমাণ মত

ধাপঃ—০১


IMG_20220306_160208-01.jpeg

প্রথমে আমি আলু গুলো ভালো করে ধুয়ে নেই

ধাপঃ—০২


IMG_20220306_160225-01.jpeg

এরপরে আলু দুটি ভাল করে ছিলে নিলাম

ধাপঃ—০৩


IMG_20220306_160244-01.jpeg

IMG_20220306_160300-01.jpeg

IMG_20220306_160317-01.jpeg

ছিলে নেওয়া আলু গুলো আমি প্রথমে চাকা চাকা করে কেটে নেই, আবার সেগুলো সরু সরু করে কেটে নেই, এখানে খেয়াল রাখতে হবে আলু গুলি যেন এক বাড়ে চিকন না হয় আবার একবারে মোটাও না হয়, তরপর আলু গুলো ধুয়ে আমি একটি বাটিতে নিলাম

ধাপঃ—০৪


IMG_20220306_160406-01.jpeg

IMG_20220306_160435-01.jpeg

এরপর ডিম দুটি ভেঙ্গে আমি আলু গুলোর মধ্যে দেই

ধাপঃ—০৫


IMG_20220306_160532-01.jpeg

IMG_20220306_160553-01.jpeg

এরপরে আটা গুলো আমি সেখানে ঢেলে দিলাম

ধাপঃ—০৬


IMG_20220306_160621-01.jpeg

এরপর মরিচ গুঁড়া, মসলা গুঁড়া, বেকিং পাউডার এবং পরিমাণ মত লবণ সেখানে দিয়ে দিলাম

ধাপঃ—০৭


IMG_20220306_160706-02.jpeg

এরপর সবগুলো আমি একসাথে মিশ্রন করে নিলাম

ধাপঃ—০৮


IMG_20220306_160818-01.jpeg

IMG_20220306_164000-01.jpeg

IMG_20220306_164024-02.jpeg

এরপরে আমি তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম, তেল গরম হলে আমি সেখানে মিশ্রণ করা আলুু গুলো দিয়ে দিলাম, হালকা তাপে ভাজতে শুরু করলাম।

ধাপঃ—০৯


IMG_20220306_164058-01.jpeg

IMG_20220306_164131-01.jpeg

আমার ভেজে নেওয়া শেষ হলে আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো নামিয়ে নিলাম।

পরিপূর্ণ ভাবে রেসিপিটি তৈরি হওয়ার পর


IMG_20220306_164156-01.jpeg

ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি হাতে নিয়ে আমার একটি সেলফি


IMG_20220306_164328-01.jpeg



এই ছিলো আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে, প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।




💞-খোদা হাফেজ-💞




Best Regards:-
@rubayat02

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। এই রেসিপিটি দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে। খুব চমৎকারভাবে ধাপে ধাপে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত অসাধারন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আলু ও ডিম দিয়ে এত সুন্দর ভাবে যে বিকেলের একটা মজাদার রাস্তা তৈরি করা যায় আগে জানতাম না। এটি খেতে খেতে টিভি দেখতে অনেক মজা লাগবে। ধন্যবাদ ভাই আপনাকে অসাধারণ একটা নাস্তা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আলু এবং ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আমিও শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে

আলু এবং ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি ওয়াও 😋😋
দেখে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করে
খেতেও মনে হয় ভারে সুস্বাদু হয়েছিল কালার টা দেখেই লোভ সামলাতে পারছিনা
শুভেচ্ছা রইল আপনার জন্য

এই খাবার আইটেমটি আমার খুবই পছন্দের কিন্তু বাড়িতে করলে কেন যেন ভালো হয় না। রেস্টুরেন্টের ফ্রেন্স ফ্রাই গুলো খুব সুন্দর মুচমুচে আর সুস্বাদু হয়। তবে আপনারটা দেখেও বেশ ভালো মনে হচ্ছে। শুভকামনা রইল

ফ্রেন্স ফ্রাই রেস্টুরেন্টে অনেক খেয়েছি আমার কাছে খেতে খুব ভালো লাগে। কিন্তু বাসায় কখনো করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে খুব ভালো লাগলো এখন এভাবে বাড়িতে করে খাওয়ার ট্রাই করবো। আপনার ফ্রেন্স ফ্রাই রেসিপির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল

ওয়াও অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। দেখতে অনেক লোভনীয় লাগতাছে মনে হয় খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। এবং প্রত্যেকটি স্টেক অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

ফ্রেন্স ফ্রাই রেস্টুরেন্টে অনেক খেয়েছি আমার কাছে খেতে খুব ভালো লাগে। কিন্তু বাসায় কখনো করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে খুব ভালো লাগলো এখন এভাবে বাড়িতে করে খাওয়ার ট্রাই করবো। আপনার ফ্রেন্স ফ্রাই রেসিপির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন, আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো।

আলু এবং ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে মজার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেই মনে হচ্ছে। আমার সবচেয়ে ভালো লেগেছে আপনি মজার রেসিপি তৈরি করেছেন এবং সকলের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আপনি খুব সুন্দর একটি উপায় আলু ও ডিমের ফ্রেন্স ফ্রাই তৈরি করেছেন, আমরা হরহামেশাই রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটি খেয়ে থাকি, অথচ এটি যে বাসায় তৈরি করা যায় তা কখনো চেষ্টা করে নিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি খাবার আমাদের সামনে তুলে ধরার জন্য

আলু ও ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে খেতে। এত সুন্দর একটি ফ্রাই রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ফ্রেন্স ফ্রাই খেতে আমার খুবই ভালো লাগে, আরো বেশি ভালো লাগে চিকেন ফ্রাই এর সাথে খেতে। চিকেন ফ্রাই ও ফ্রেন্স ফ্রাই সেই সাথে এক কাপ কফি, আহা! খেতে ভীষণ ভালো লাগে। আর সেই ফ্রেন্স ফ্রাই খুবই সুন্দর করে তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে ফ্রেন্স ফ্রাই গুলো খেতে মচমচে হয়েছে। ফ্রেন্স ফ্রাই তৈরির প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া এতো রাতে বুঝি কেউ এই রেসিপি দেয়😭।আমি তো লোভ সামলাতে পারছি না। আমার খুব খুব প্রিয় বাসায় তৈরি করা ডিম ও আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি।আমি আরও দুই দিন আগে এইভাবে তৈরি করে খেয়েছি। অসম্ভব মজাদার লাগে ভাইয়া। আপনার তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাই দেখে ইচ্ছে করছে সব খেয়ে ফেলি। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা ও দুআ রইলো।

প্রতিশোধ নিলাম আপু, চার দিন আগে রাতে তখন আপনার রান্না রেসিপি দেখছিলাম তখন আমারও খুব খিদা লেগেছিল, তাই আজ আপনার পছন্দের রেসিপি দিয়ে সেটার প্রতিশোধ নিয়ে নিলাম।

ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল মিষ্টি আপু।

ভাইয়া আপনি একেবারেই সহজ একটি রেসিপি আজকে দেখালেন, যেটি আমি প্রায়ই তৈরি করে থাকি ।আমার যখন এরকম ফ্রেন্স ফ্রাই খেতে ইচ্ছে করে তখন আমি এভাবে আলু আর ডিম দিয়ে মেখে সুন্দর করে ফ্রেন্স ফ্রাই তৈরি করে থাকি। সত্যিই খেতে মজা লাগে এই ফ্রেন্স ফ্রাই। মনে হয় যেন কোন রেস্টুরেন্টের স্বাদে খাচ্ছি। আপনার রেসিপির ছবি দেখে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে।

দুটি আলু ও দুটি ডিম দিয়ে আপনি খুবই চমৎকার বেশকিছু ফ্রেন্স ফ্রাই তৈরি করেছেন দেখে তো খিদা লেগে গেল। আপনার আজকের তৈরিকৃত ফ্রেন্স ফ্রাই গুলো খুবই চমৎকার হয়েছে দেখতে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা অবিরাম।

খুবই সুন্দর ভাবে আলু এবং ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের ফ্রেন্স ফ্রাই খেতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই বাইরে যায় তখনই এই ধরনের ফ্রেন্স ফ্রাই কিনে খায়। কিন্তু আমার জানা ছিলো না এটি কিভাবে তৈরি করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।