বর্ষপূর্তির বিশেষ প্রতিযোগিতা || শেয়ার করো তোমার সৃজনশীলতা ‘আমার বাংলা ব্লগ’ নিয়ে

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যাল্লো বন্ধুরা

আসসালামু আলাইকুম


আজ ২৭ই জৈষ্ঠ্য / ১৪২৯ বঙ্গাব্দ / শনিবার

June / 11 / 2022



কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি বর্ষপূর্তি উপলক্ষে যে বিশেষ কবিতাটি হাফিজুল্লাগ ভাইয়া লিখেছেন সেই কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করতে যাচ্ছেি, আশা করি আপনাদের ভালো লাগবে।


20220611_130532-01.jpeg

দেখতে দেখতে আমার প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগ" এক বছর পুর্ন করতে চললো, প্রিয় পরিবারের সাথে থাকতে থাকতে কখন যে এক বছর পুর্ন হয়েছে তা বুঝতেই পারিনি, আজক সেই খুশির দিন নিজেকে সামলে রাখতে পারতেছিনা কখন যে সেই মুহুর্ত আসবে তার অপেক্ষায় রয়েছি, এরি মধ্যে আমাদের সকালে প্রিয় @hafizullah ভাইয়া বর্ষপূর্তি উপলক্ষে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন সেটি সম্পুর্ন "আমার বাংলা ব্লগ" পরিবারের নিয়ে লেখা, তাই আজ আমি সেই কবিতাটি আবৃত্তি করবো, শুরুতে কবিতাটি দেখে আমার খুবই কঠিন মনে হয়েছে তাই আবৃত্তি করতে চাইনি, তবে যখন শুনলাম আমাদের সাবার চোখের মনি আমার প্রিয় @rme দাদা নিজেই কবিতা আবৃত্তি শুনবেন তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, নিজের সার্ধ অনুযায়ী কবিতাটি আবৃত্তি করলাম, আবৃত্তিতে যদি ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

  • কবিতার নামঃ- আমার বাংলা ব্লগ

  • লিখেছেন সবার প্রিয় - হাফিজুল্লাহ ভাইয়া

  • আবৃত্তি করেছি আমি রুবাইয়াত হাসান



কবিতা – আমার বাংলা ব্লগ

আমি মুগ্ধ, বিস্মিত, নির্বাক
আমি বিহ্বল, বিবশ, সবাক
আমি চমৎকৃত, সকলের উষ্ণ সংস্পর্শে
আমি আত্মহারা, পারস্পরিক বিস্তৃত সম্পর্কে।

আমি উন্মুখ, উদ্যত, তৎপর
আমি নিপুণ, উদ্যমী, অস্থির
আমি উত্তোলিত, নতুন চেতনায় রঞ্জিত
আমি দুর্দম্য, নিজের স্বরূপে উদ্ভাসিত।

আমি যথার্থ, বাস্তব, নির্ভুল
আমি সাহসী, ভয়হীন, নির্ভীক
আমি প্রকৃত, বাস্তবিক সততায় অবিচল
আমি সপ্রতিভ, ন্যায়ের পথে নিশ্চল।

আমি চলিষ্ণু, বঙ্গদেশীয়, বাঙালী
আমি প্রগতিধর্মী, তারুণ্য, সংগ্রামী
আমি গতিশীল, ক্ষিপ্ততায় সর্বদা আপোষহীন
আমি বিষম, প্রসারিত লড়াইয়ে ব্যর্থহীন।

আমি উদার, শ্রীসম্পন্ন, উন্নত
আমি মহৎ, শ্রেষ্ঠ, উত্থিত
আমি উন্নতশির, সগৌরবে সর্বদা মহীয়ান
আমি উন্নতচিত্ত, উৎপীড়কের লয়ে গরীয়ান।

আমি বিধ্বংসী, বিনাশক, অন্তক
আমি উত্তপ্ত, উত্তল, সংহারক
আমি বিক্ষুব্ধ, বিজয়ের নেশায় উত্তেজিত
আমি বিজেতা, জয়োৎসবে হৃদয় আলোকিত।

আমি অদম্য, বিদ্রোহী, স্পর্ধিত
আমি অবাধ্য, বিক্ষুব্ধ, আলোড়িত
আমি বিপ্রতীপ, পরাধীনতার শিকল ভাঙ্গি
আমি বিল্পবী, স্বকীয়তায় স্বাধীন জাতি।

আমি প্রিয়, প্রণয়ী, প্রেমিক
আমি বন্ধু, সুহৃদ, প্রায়োগিক
আমি মিষ্টভাষী, হৃদয়ের বংশী বাজাই
আমি বাকপটু, ভালোবাসার ফুল ফোটাই।

আমি নিশ্চল, নিরব, নিথর
আমি চঞ্চল, স্পন্দন, সরব
আমি আর্দ্রীকৃত, জাগ্রত ভালোবাসার আবেগ
আমি অভিভূত, সুভাসিত আমার বাংলা ব্লগ।

এই ছিলো আমার কবিতা আবৃত্তি, আমি হয়তো ঠিক মত কবিতাটি আবৃত্তি করতে পারিনি, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, পূর্বের ন্যায় আবারও বলবো যদি৷ আমার আবৃত্তিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনায় করি।


FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

💞-খোদা হাফেজ-💞

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png

IMG_20220312_000133-01.jpeg

আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiY...bPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9JqRMarJmAvp5mRMbmGXVjdfuvHdTYWTA39Pnv8yBC8UW7mFNqJ4smiyK8f59Ws31d1VPokdDJahN7obGWMw9o.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png


Best Regards:-
@rubayat02

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি আমাদের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের কবিতাটি অসাধারণ আবৃত্তি করেছেন। শুনে আত্ম তৃপ্তি পেয়েছি। অনেক ভালো গেয়েছেন কবিতাটি। আর আমাদের সাথে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

আসলে কবিতার লাইনগুলো এত সুন্দর কবিতা আবৃত্তি শুনতে অবশ্যই ভালো লাগবে। আপনি তো একদম বিদ্রোহের মত করে কবিতা আবৃতি পড়লেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। আপনার কবিতা আবৃতি এর আগেও অনেক শুনেছি। এইভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

সবাই খুব সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে অসাধারণ কন্ঠে চমৎকার ভাবে সবাই কবিতাটি আবৃত্তি করছে। যতবার শুনি ততবারই ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কবিতা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

বর্ষপূর্তি উপলক্ষে হাফিজুল্লাহ ভাইয়ার লেখা কবিতাটি আপনি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। প্রতিটা লাইনের আবৃত্তি খুব সুন্দর হয়েছে। আপনার আবৃত্তি শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কবিতাটি সত্যি অনেক সুন্দর যেই আবৃত্তি করে তার আবৃত্তিই শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে আবৃত্তি করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি খুবই চমৎকার ভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার একটি কবিতা আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি খুবই সুন্দর কবিতা আবৃত্তি করেন ।ধন্যবাদ আমাদের মাঝে কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।