হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02
কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে পরিক্ষা মূলক একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি, এতো দিন ধরে #abb-school এর লেভেল 2 হতে আমি যা শিক্ষা অর্জন করেছি সেই বিষয় গুলো নিয়ে আমি একটি পরিক্ষা দিতে যাচ্ছি, আমার লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন।
আমার সংক্ষিপ্ত পরিচয় পত্র
আমার সংক্ষিপ্ত পরিচয় পত্র
আমার নাম মোঃ রুবাইয়াত হাসান "হৃদয়" সবাই আমায় হৃদয় নামেই জানে, আমার বাবার নাম মোঃ খালেদুল ইসলাম আর আমার মায়ের নাম মোছাঃ মায়া বেগম, আমার পরিবারে মোট সদস্য সাত জন আমরা তিন ভাই দুই বোন, আমি পরিবারে সবার ছোট, আমার বাবা একজন কৃষক নিজের সংসার দেখা শুনা করে আর আমার মা একজন গৃহিনী, আমার বড় ভাইয়া একটি কোম্পানিতে জব করেন এবং আমার মেজো ভাইয়া অনার্স শেষ করে সেও একটি কোম্পানিতে জব করেন, আমার বাবা হলেন আমাদের পরিবারের প্রধান, আমরা সবাই আমার বাবার কথা মতোই চলা ফিরা করি।
আমার জেলা নীলফামারী, থানা কিশোরগঞ্জ, ডাক ঘর কেল্লারাড়ি এবং আমার গ্রামের নামঃ চাঁদ খানা মাঝাপাড়া, আমি একজন বাঙালী এবং আমার দেশ বাংলাদেশ আর আমি বাংলাদেশেই বসবাস করি। আমি একজন মুসলিম এবং আমার ধর্ম হলো ইসলাম।
abb-school এর Study-level-02 হতে আমি যা অর্জন করেছি।
লেভেল টু হতে আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষতে পারি, যে গুলো জানা আমাদের জন্য খুবই জরুরী, আর এসব বিষয়ে
শিক্ষতে পেরে আমি সত্যি খুব আনন্দিত, তাই আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
Key Security:- আমাদের জন্য এই বিষয়টি সত্যি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে কাজ করে কিছু আয় করতে পারি, এবং এই আয় ক্রিতো রিওয়ার্ড গুলো আমাদের যত্ন করে রাখার জন্য কী গুলো সুরক্ষিত রাখাটাও খুব জরুরী, তাই #abb-school এর লেভেল টু হতে আমরা Key Security বিষয়ে শিক্ষতে পারি, এবং কিভাবে সুরক্ষিত রাখবো সেটাও আমাদের ভালো করে বুঝানো হয়েছে, আর আমরা যদি কী গুলো ভালো করে সুরক্ষিত রাখতে না পারি তাহলে আমাদের কষ্ট করে অর্জন করা রিওয়ার্ড গুলো বিফলে চলে যাবে, আবার কী গুলো যদি কারো কাছে চলে যায় তাহলে নিমিষেই আমার লিকুইড স্টিম গুলো হারিয়ে ফেলবো, ধিরে ধিরে আমার সব রিওয়ার্ড গুলো চুরি হয়ে যাবে তাই আমাদের কী গুলো খুব গুরুত্বের শহীদ সুরক্ষিত রাখতে হবে।
Power up:- খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আমরা সবাই এখানে দীর্ঘদিন কাজ করার নিয়ত করে এসেছি, তাই পাওয়ার আপ আমাদের খুবই জরুরী, আর এখানে পাওয়ার আপ বিষয়ে অনেক সুন্দর করে বুঝানো হয়েছে, যেমনঃ- আমরা কেনো পাওয়ার আপ করবো, পাওয়ার আপ করলে আমাদের কি লাভ হবে এবং কতটুকু পাওয়ার আপ করতে হবে সব কিছুই খুব সুন্দর করে আমাদের বুঝানো হয়েছে, পাওয়ার আপ করলে আমাদের ভোটিং ফ্যালু বেরে যাবে, আর আমরা পাওয়ার আপ করতে পারবো শুধু মাত্র steemitwallet এর লিকুইড স্টিম গুলো, আর যদি আমাদের এসবিডি থাকে তাহলে স্টিমে কনভার্ট করে সেগুলোও পাওয়ার আপ করতে পারবো।
delegation:- ডেলিগেশন মানে হচ্ছে কাউকে ধার দেওয়া, মানে আমার স্টিম পাওয়ার আমি কাউকে ধার দিলাম এবং যাকে ধার দিলাম সে ব্যক্তি আমার পাওয়ার দিয়ে অন্য ব্যক্তি কে আপভোট দিতে পারবে, আর আমি যদি চাই তাহলে আমার এসপি গুলো আবার ফ্রিয়ে আনতে পারবো, আমার যখন ইচ্ছে তখনই ডেলিগেশন ক্যান্সেল করতে পারবো কিন্তু সেই ডেলিগেশন করা এসপি গুলো পুনরায় আমার একাউন্টে আসতে ৫ দিন সময় লাগবে, এরপর আমরা কাকে ডেলিগেশন করবো বা কাকে ডেলিগেশন করলে বেসি রিওয়ার্ড অর্জন করতে পারবো এবং ডেলিগেশন কিভাবে করবো এসব বিষয় লেভেল টু এর ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রশ্ন উত্তর
প্রশ্ন উত্তর
Posting key এর কাজ কি ?
উত্তরঃ- আমরা শুরুতেই যখন স্টিমিট লগইন করি তখন এই Posting Key ব্যবহার করি, এছাড়াও যত শোসাল এক্টিভিটি রয়েছে আমরা সব কিছুই এই Posting Key দিয়ে করতে পারবো যেমনঃ- পোস্ট এবং কমেন্ট করতে পারবো, আপভোট এবং ডাউনভোট দিতে পারবো, কাউকে ফলো এবং আনফলো করতে পারবো, পূর্বের পোস্ট ও কমেন্ট ইডিট কারো পোস্ট শেয়ার করতে পারবো, কোনো কমিউনিটিকে সাবস্ক্রাইব করতে এবং কোনো অনাকাংখিত ব্যক্তিকে মিউট করতে পারবো।
Active key এর কাজ কি ?
উত্তরঃ- এই Active key দ্বারা মূলত ওয়ালেট সংক্রান্ত যে সকল কাজ রয়েছে আমরা সেই কাজ গুলো করতে পারবো যেমনঃ- আমরা কাউকে স্টিম ও এসবিডি টেনাশ্ফার করতে পারবো, পাওয়ার আপ এবং পাওয়ার ডাইন দিতে পারবো, ডেলিগেশন এবং ডেলিগেশন ক্যান্সেল করতে পারবো, এসবিডি কে স্টিমে রুপান্তর করতে পারবো, লিকুইড স্টিম গুলো সেভিংস করতে এবং সেভিংস থেকে বের করতে পারবো, এছাড়াও আমরা যদি স্টিম Buy-sell দিতে চাই তাহলে এই Active key এর দরকার পরবে, তাই আমরা এই এক্টিভ কি অনেক সুরক্ষিত রাখবো।
Owner key এর কাজ কি ?
উত্তরঃ- আমরা যেমন দলীল দিয়ে দাবি করতে পারি যে এই জমিটি আমার, তেমনি ভাবে আমি যদি দাবি করি যে এই স্টিমিট একাউন্টি আমার তাহলে অবশ্যই আমাকে Owner key দেখাতে হবে, এছাড়াও আমি একাউন্ট এর অন্যান্য কি গুলো যদি হারিয়ে যায় তাহলে আমি এই Owner key কি দিয়ে পুনরায় সেই কি গুলো রিকভার করতে পারবো, এবং এক্টিভ কী, পোস্টিং কী ও উনার কী রিসেট করতে পারবো, সব থেকে মজার বিষয় হলে যে এটি এমন একটি কী যে নিজেকেই পরিবর্তন করতে পারে, তাই আমরা খুব গুরুত্বের সহীহ এই Owner key কে সুরক্ষিত রাখবো।
Memo key এর কাজ কি ?
উত্তরঃ- Memo key এর কাজ হলো যদি আমি কাউকে কোনো ব্যক্তিগত তথ্য পাঠাতে চাই এবং সেই তথ্যটি অন্য কাউকে দেখাতে না চাই তাহলে আমি এই Memo key ব্যবহার করবো, যাতে করে আমি যাকে তথ্যটি পাঠিয়েছি সে ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি আমার তথ্যটি দেখতে পারবে না, এছাড়াও আমাকে যদি কেউ এনক্রিপ্টেড মেসেজ পাঠায় সেটি দেখতে হলে অবশ্যই আমারও মেমো কী এর প্রয়োজন হয়ে।
Master password এর কাজ কি ?
উত্তরঃ- একাউন্ট এর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো Master password, এই Master password দ্বারা অন্যান্য যে কী গুলো রয়েছে সেই কী গুলো আমরা রিকোভার করতে পারবো, এবং আমার একাউন্ট ও রিকোভার করতে পারবো, এছাড়াও যদি কোনো কারণে আমার সব কী গুলো হারিয়ে যায় তাহলে এই Master password দিয়ে সব কী গুলো ফিরিয়ে আনতে পারবো, আর যদি Master password আমরা হারিয়ে ফেলি তাহলে কোনো ভাবেই একাউন্ট আর রিকোভার করতে পারবো না, তাই খুব গুরুত্বের সহীহ এই Master password আমরা হিফাজত করবো।
Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
উত্তরঃ- এই Master password আমি অনেক ভাবে সংরক্ষণ করেছি, প্রথমেই আমি আমার ২ স্টেপ ভেরিফিকেশন এর গুগল ড্রাইভে আপলোড করে রেখে দিয়েছি, এরপর আমার ২টি মেমোরিতে রেখেছি, আবার আমার একটি মেসেঞ্জার থেকে অন্য একটি মেসেঞ্জার এ রেখেছি, এবং এই মাস্টার পাসওয়ার্ড টি আমার পারসোনাল ডাইরিতে লিখে রেখেছি, এখন আমার চিন্তা ভাবনা হলো যে আমি একটি পেন্ড্রাইভ কিনে সেখানে আমার মাস্টার পাসওয়ার্ড টি খুব যত্নের সহীদ রেখে দিবো।
পাওয়ার আপ কেন জরুরী?
উত্তরঃ- যদি আমরা এখানে দীর্ঘদিন কাজ করতে চাই তাহলে পাওয়ার আপ আমাদের খুবই জরুরি কারণ পাওয়ার আপ করলে একাউন্ট এর শক্তি বৃদ্ধি হয় যা দিয়ে আমরা মানুষকে আপভোট দিতে পারবো আর সেখান থেকে আমরা ভালো মানের কিউরেশন রিওয়ার্ড পাবো, যা দিয়ে আমি অনেক আয় করতে পারবো, এছাড়াও পাওয়ার আপ করার মাধ্যমে আমি একাউন্টটি সবার চোখে চোখে থাকবে এর দ্বারা আমি বেশি বেশি আপভোট পাবো, আবার পাওয়ার আপ করার মাধ্যমে আমার একাউন্টটি ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবো, তাই পাওয়ার আপ করা আমাদের পক্ষে খুবই জরুরী।
পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উত্তরঃ- স্টিমিট ওয়ালেট থেকে আমরা পাওয়ার আপ করবো, আমার ওয়ালেটে যতটুকু লিকুইড স্টিম থাকবে সেগুলো আমি পাওয়ার আপ করতে পারবো, আবার যদি আমার এসবিডি থাকে তাহলে সেগুলো স্টিমে কনভার্ট করে সেগুলোও আমি পাওয়ার আপ করতে পারবো, পাওয়ার আপ করতে হলে আমায় লিকুইড স্টিমে ক্লিক করতে হবে, এরপর যতটুকু স্টিম পাওয়ার আপ করবো ততটুকু লিখবো, এরপরে যদি কনফার্ম করলে সেখানে এক্টিভ কী চাইবে, এরপর এক্টিভ কী দেওয়ার পরে কনফার্ম করে দিলেই পাওয়ার আপ করা হয়ে যাবে।
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
উত্তরঃ- তিন দিন পরে ট্রান্সফারেবল ব্যালেন্স এ উইথড্র দেওয়া স্টিম গুলো যুক্ত হয়।
মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তরঃ- মেমো ফিল্ড এ যদি আমি কোনো একাউন্ট এ স্টিম বা এসবিটি পাঠানোর সময় আমি সেখানে একটি বার্তা পাঠিয়ে দিতে পারবো, এছাড়াও এক্সচেঞ্জ সাইটে যদি আমি ডিপোজিট করতে চাই তাহলে সেখানে নির্দিষ্ট দেওয়া হয় সেটি বসিয়ে পাঠিয়ে দিবো।
ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
উত্তরঃ- ৫ দিন পরে আমার অ্যাকাউন্টে ফিরত আসবে।
ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
উত্তরঃ- সেখানে আমায় ৩০০ শো লিখতে হবে।
Cc:-
@kingporos
@rex-sumon
💞 খোদা হাফেজ 💞
💞 খোদা হাফেজ 💞
Best Regards:-
@rubayat02
লেভেল টু এর ক্লাস থেকে আপনার অর্জন স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে বেসিক ধারণা পেয়েছেন।স্টিমিট প্লাটফর্মে কাজ করতে সহায়তা করবে।আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ। 😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল দুই হতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো বিস্তারিত জানতে পেরেছেন।অভিনন্দন আপনাকে।এবং শুভ কামনা রইলো।এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবিবি স্কুল মানে নতুন কিছু শেখা। নতুন কিছু শেখা মানেই নিজেকে স্টিমিটে প্রতিষ্ঠা করা। আমি এক সময় সেখানকার একজন ছাত্র ছিলাম। আর আমি ভালোভাবে সেখান থেকে পাশ করে বেরিয়ে এসেছি। আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন সেখান থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করে বেরিয়ে আসতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, অবশ্যই ভালো কিছু শিকার চেস্টা করবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম। আপনি খুব সুন্দর ভাবে আপনার পোস্টে সকল বিষয়গুলো উল্লেখ করেছেন, আপনি যে ভালো শিখতে পারছেন এখানে আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit