হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ২৮ই বৈশাখ / ১৪২৮ বঙ্গাব্দ / সোমবার
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে আর্ট পোস্ট দিয়ে হাজির হয়েছি।
আমার প্রিয় বন্ধুগন, বজ অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট করতে যাচ্ছি, আজ আমি কালার পেন্সিল দিয়ে একটি কালারফুল লাভ আর্ট করেছি, লাভ টির মাঝে দু'টি প্রিয় নাম উল্লেখ করেছি আশা নাম দু'টি আপনাদের ভালো লাগবে, আজকে সারাদিন ব্যস্থতা কাটিয়ে বিকেল বেলা এই চিত্রটি আর্ট করেছি, এই সময়টাতে গ্রামের মানুষ জন খুব ব্যাস্থ সময় অতিক্রম করে, কারণ এটি ধান কাটা মারির কৃষকরা তাদের ফসল কেটে ঘরে তুলে, যাই হোক আমি আশা রাখতে পারি আমার আর্টটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা কতা না বাড়িয়ে আমার চিত্র অঙ্কণটি দেখে নেওয়া যাক।
- আর্ট পেপার
- 4B পেন্সিল
- কালার পেন্সিল
- রুল কাঁটার
- রাবার
- প্রথমে আমি পেন্সিল দিয়ে ধিরে ধিরে একটি লাভ আর্ট করি এবং লাভটির মাঝখানে একটি ডিজাইন করি, এটি অবশ্য শেষে আমার কাজে আসবে।
- এরপরে আমি প্রথমে লাভ টির ডান পাশে একটি পাখা আর্ট করে নিলাম, অনুরুপ ভাবে আমি লাভ টির বাম পাশেও একটি পাখা আর্ট করে নিলাম।
- **এরপরে আমি আর্ট করা অবস্থায় আমার হাতের একটি পিক তুলে নেই, এবং সেটি আপনাদের মাঝে শেয়ার করি।
- এরপরে আমি লাভ এর মধ্যে যে ডিজাইন রয়েছে সেটিতে হলুদ কালার করে নিলাম এবং একটু করে লাল কালার ও করে নেই।
- এরপরে আমি লাভ টিতে লাল কালার করে নিলাম এবং পাখা গুলো পেন্সিল দিয়ে আরো কালো করে নিলাম।
- এরপর আমি লাভ টির ডান দিকের পাখাটিতে কালার করে নিলাম।
- এরপর আমি একই কালার লাভ টির বাম পাশের পাখাটিতে করে নিলাম।
- এরপর আমি দু'টি পাখার আগাল গুলোতে কমলা কালার নিলাম পাখা গুলো দেখতে এখন ভালো লাগতেছে।
- এরপর আর্টটির নিচে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করে নিলাম।
পরিপূর্ণ ভাবে আর্টটি হয়ে যাওয়ার পর |
এখানে আমি আমার প্রিয় দু'টি নাম উল্লেখ করেছি।
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের কালারফুল লাভ আর্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো একটি নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি।
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
এককথায় জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। আমি তো আপনার প্রথম ছবিটি দেখে ভেবেছিলাম আপনি অন্য কোথাও থেকে ছবি তুলেছেন। শেষে আপনার পুরো পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি পেন্সিল ও রং পেন্সিল ব্যবহার করে এত সুন্দর চিত্র অংকন করেছেন। পুরো অংকটি দেখে আমি অবাক হলাম ভাইয়া। ধন্যবাদ, সত্যি আপনার হাতের প্রশংসা করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter Link:-
https://twitter.com/Rubaiyathasan02/status/1524431004190273536?s=20&t=a1nBz3SZiuE-yZDIA7Cg5w
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লাভ সুন্দর ভাবে ফুটে উঠেছে। লাল রং টি বোঝার উপায় নেই পেন্সিল দিয়ে করা। আপনার রং এর দক্ষতা দেখে আমি মুগ্ধ। এত সুন্দর ভাবে লাভ কে ডিজাইন করেছেন যা আমার খুবই ভালো লেগেছে সেই সাথে এত সুন্দর কালার কম্বিনেশন যে কাউকে মুগ্ধ করবে। এত সুন্দর একটি লাভ আর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় অসাধারণ হয়েছে ভাই, কালারফুল লাভ অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি এতো সুন্দর করে অংকনটি সম্পন্ন করেছেন তাও আবার পেন্সিল এর মাধ্যমে। আপনার অংকন টি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। ভীষণ ভাল লেগেছে আপনার কালারফুল লাভ অংকন। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বেশ চমৎকার ভাবে একটি লাভ তৈরি করেছেন এবং সেখানে চমৎকার কিছু ডিজাইন ব্যবহার করেছেন আপনার পোষ্ট অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে কালারফুল লাভ অঙ্কন করেছেন পেন্সিল দিয়ে। আপনার লাভ অংকন করার পদ্ধতিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে এর প্রতিটি ধাপআমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো এবং আপনি খুবই ভালো অঙ্কন করতে পারেন সেটা আপনার আজকের অংকন দেখে আমি বুঝতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমি তো মনে করছি ডিজিটাল আর্ট, হাতেও এতো সুন্দর আর্ট করা যায় যতো দেখি ততো ভালো লাগে। আমার কাছে আপনার আর্টে রেটিং দশে দশ।ধন্যবাদ ভাই খুবিই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেন্সিল দিয়ে অসাধারন একটি কালারফুল লাভ অঙ্কন করেছেন ভাই। লাভের মধ্যে Shy-fox লিখেছেন দেখে আরো অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার ভাবে কালারফুল একটি লাভ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া।shy-fox লেখার কারণে এই চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জিনিস এর অপেক্ষায় রইলাম ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিখুঁত আর্ট কাকে বলে সেটা আপনার এই পোস্ট দেখলেই বোঝা যায়। চিত্রের সাথে কালার কম্বিনেশন টা বেশ ম্যাচিং ছিল। আর লাভ অঙ্কন টা টকটকে লাল রংয়ের হওয়ায় পরিষ্কার ভাবে ফুটে উঠেছে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দক্ষতা মনমুগ্ধকর, যা দেখে অনেকেই মুগ্ধ হয়ে যাবে। আপনার এত সুন্দর অঙ্কন আমার খুব ভালো লেগেছে। আশা করে বাংলাব্লগের প্রত্যেকটি ভাই বোন আপনার এত সুন্দর ফটোগ্রাফি পছন্দ করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কালারফুল লাভ অসাধারণ ভাবে অঙ্কণ করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit