আমার বাংলা ব্লগ || আমার পরিচয় পত্র || by @rubayat02 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা সবাই, আশা করি মহান সৃষ্টি কর্তার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি মহান সৃষ্টি কর্তার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সেই মহান ব্যাক্তি কে জিনি বাঙালীদের কথা চিন্তা করে এরকম বাংলা ভাষায় সুন্দর একটি কমিউনিটি তৈরি করেছেন, অনেক অনেক ভালোবাসা সেই মহান ব্যক্তির প্রতি, আর সব মানুষেরাই তাদের নিজের মাত্রি ভাষা দিয়ে পারদর্শী হয় তেমনি আমরা বাঙালী আমরা সব থেকে বাংলা ভাষায় পারদর্শী বেশি তাই আমাদের এই কমিউনিটিতে কাজ করা খুবই সহজ হবে, এর সাথে আমাদের মাত্রি ভাষার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারবো, এই কমিউনিটি আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা আমি বলে বুঝতে পারবোনা, আমি এটাও আশা করি যে আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিটি বাঙালীদের অনেক ভালোবাসার একটি কমিউনিটি।



আমার পরিচয় পত্র


IMG_20211226_141103-01.jpeg

আমার নাম মোঃ রুবাইয়াত হাসান "হৃদয়" সবাই আমায় হৃদয় নামেই জানে, আমার বাবার নাম মোঃ খালেদুল ইসলাম আর আমার মায়ের নাম মোছাঃ মায়া বেগম, আমার পরিবারে মোট সদস্য সাত জন আমরা তিন ভাই দুই বোন, আমি পরিবারে সবার ছোট, আমার বাবা একজন কৃষক নিজের সংসার দেখা শুনা করে আর আমার মা একজন গৃহিনী, আমার বড় ভাইয়া একটি কোম্পানিতে জব করেন এবং আমার মেজো ভাইয়া অনার্স শেষ করে সেও একটি কোম্পানিতে জব করেন, আমার বাবা হলেন আমাদের পরিবারের প্রধান, আমরা সবাই আমার বাবার কথা মতোই চলা ফিরা করি।
আমার জেলা নীলফামারী, থানা কিশোরগঞ্জ, ডাক ঘর কেল্লারাড়ি এবং আমার গ্রামের নামঃ চাঁদ খানা মাঝাপাড়া, আমি একজন বাঙালী এবং আমার দেশ বাংলাদেশ আর আমি বাংলাদেশেই বসবাস করি। আমি একজন মুসলিম এবং আমার ধর্ম হলো ইসলাম।



আমার শিক্ষাগত যোগ্যতা


ভাইয়া এবং আপুদের মুখে আমি যা শুনছি, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই নাকি আমার বাবা-মা এর ইচ্ছে আমায় মাদ্রাসায় পড়াশোনা করাবে, তাই জেনারেলের লাইনে পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা করার পর আমায় মাদ্রাসায় ভর্তি করে দেয়, আমাদের গ্রামের প্রাইমারী স্কুলে পড়াশোনা শেষ করি, আমায় যখন মাদ্রাসায় ভর্তি করে দেয় তখন আমি ছোট ছিলাম, তাই আমায় দূরে ভর্তি না করিয়ে আমাদের গ্রামের মাদ্রাসায় ভর্তি করে দেয়, আমি সেখান থেকে হেফজ বিভাগ শেষ করি, আমি ২০১৭ সালে হাফেজ হই, এরপর পরে আমি সেখান থেকে বের হয়ে রংপুর হাজিপাড়া মাদ্রাসায় ভর্তি হই, এখন আমার লক্ষ হলো একজন আলেম হয়ে আমার বাবা-মা এর সপ্ন পুরোন করা, আর আমি সেই লক্ষ নিয়ে সামনে এগিয়ে চলতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার বাবা-মা আশা এবং আমার লক্ষে পৌঁছাতে পারি।



আমার পছন্দের খেলা


IMG_20211208_171645-02-01.jpeg

আমি প্রায় সব খেলা ধুলায় পছন্দ করি কিন্তু তার সব থেকে বেশি ভালো লাগার খেলা ক্রিকেট আমি ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি এবং আমার খুব পছন্দের একটি খেলা, এর সাতে ফুটবল খেলাও আমার পছন্দের কিন্তু নিজে খেলতে ভালো লাগে না কারণ এই খেলায় আহত হওয়ার সম্ভবনা থাকে তাই আমি ফুটবল খেলা পছন্দ করার পরেও নিজে খেলি না।

শীতের মৌসুমে আমার প্রিয় খেলা হলো ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসি এখন তো শীতের সময় তাই প্রতিদিন না হলেও আমি প্রায় বেশিরভাগ সময় আমার বন্ধুদের সাথে রাতে ব্যাডমিন্টন খেলি, রাতে ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো লাগে ঠান্ডা হওয়া সার্থেও শরীর অনেক গরম থাকে, তাই আমি ঠান্ডার সময় সকাল এবং রাতে ব্যাডমিন্টন খেলি।



আমি যেভাবে স্টিমিট সম্পর্কে জেনেছি


আমি অনেক আগে থেকেই টাস ফোন চালাই কিন্তু অনলাইনের কাজ সম্পর্কে কিছু জানা ছিলো না, কিন্তু গ্রামের কিছু ভাইয়ের সাথে সাধারণ সপটার গুলোতে কাজ করতাম, এরপরেই শুরু হয়ে যায় করোনা ভাইরাস স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে যায়, বাড়িতে অনেক দিন সময় কাটাই এরপর বাড়িতেও আর ভালো লাগছিলো না তখন আমি আমার বড় আপুর বাসায় ঘুরতে যাই, সেখানে আমি অনেক দিন থাকি তাই আশেপাশে কিছু বন্ধু তৈরি হয় খুব তারাতারি বন্ধু হওয়ার কারণ আমি ওই সময় খুব ফ্রী ফায়ার গেম খেলছিলাম আর তারাও খুব ফ্রী ফায়ার গেম খেলছিলো তার কারণেই খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়, প্রায় প্রায় আমি যখন তাদের খেলতে ডাকতাম তখন তারা বলে বন্ধু আমি একটা পোস্ট করতেছি একটু পরে খেলবো, তারপর আমি একদিন জিজ্ঞেস করলাম যে কি পোস্ট করো বন্ধু, তখন তারা আমায় এই স্টিমিট সম্পর্কে জানায় আর আমার এই অনলাইন কাজটা খুবই ভালো লাগলো তাই আমি তাদের কাছ থেকে একটি স্টিমিট আইডি খুলে নিলাম, এবং তাদের সাথে কাজ করা শুরু করে দেই।


আমি স্টিমিট সম্পর্কে জানতে পারি @sohag01 কাছ থেকে সে আমায় স্টিমিট আইডি খুলে দিয়েছিলো।



আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্পর্কে আমি কি ভাবে জানলাম।


আমি যেই কমিউনিটিতে কাজ করতাম সেখানে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়, কয়েক মাস এক সাথে কাজ করি, এবং আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ থাকে সেখানেই আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির কথা শুনতে পাই, তার কিছু দিন পর আমাদের কমিউনিটি থেকে এক এক করে সবাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসতে শুরু করে তারপর আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির Discord গ্রুপে জয়েন হই, এবং সেখানে অনেক কিছু জানতে পারি, যা আমার খুবই ভালো লাগে আমার মনে হয় এরকম একটি কমিউনিটি আর কোথাও পাওয়া জাবে না, কমিউনিটির সমস্ত নিয়ম কানুন আমার খুবই ভালো লেগেছে, আমি বিশ্বাস করি যদি আমি সততার সাতে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আমি চাই আমার বাংলা ব্লগ কমিউনিটির পরিবারের একজন সদস্য হতে এবং সততার সাতে আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সাথে মিলে মিশে কাজ করতে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি একটি ভুল কাজ করেছি এবং আমি সেই ভুল কাজ করার জন্য একটি apology পোস্ট করেছি,
এটি হলো apology পোস্টের লিংক


আমি যেসময় steem-bangladesh এ কাজ করতাম তখন steem-bangladesh গ্রুপে আমার বাংলা ব্লগ কমিউনিটির কথা বলাবলি হয়েছিলো আমি তখনই আমার বাংলা ব্লগ কমিউনিটির বিষয়ে জানতে পারি, কিন্তু আমার ঠিক মনে পরতেছে না কে কথাটি তুলেছিলো, আর এখানকার কয়েকজন কে আমি চিনি, আর আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার খুব পরিচিত বলতে আমার এক ভাগিনা রয়েছে জার ইউজার আইডি @rimon03 আমার আপন ভাগিনা।



আমার শখ


IMG_20211226_144943-02.jpeg

আমি ঘুরতে অনেক ভালোবাসি আমার আশেপাশে যেগুলো পার্ক এবং ঘুরার মত জায়গা ছিলো প্রায় সব গুলোয় আমার ভ্রমণ করা শেষ হয়েছে, তাই আমার ইচ্ছে দূরের জায়গা গুলো ভ্রমণ করার, কিন্তু পড়াশোনার কারণে সময় হয় না, পড়াশোনা শেষ করে আমাদের পুরো দেশ ঘুরার নিয়াত আছে, ইনশাআল্লাহ


আমি এই কমিউনিটিতে যা যা করতে আগ্রহী


জাতে আমি ঘুরতে ভালোবাসি তাই আমি এখানে ট্রাভেল পোস্ট করবো, আমি ছোট থেকেই রান্না শিখার প্রতি আগ্রহী ছিলাম আম্মু রান্না করলে আমি আম্মু কাছ থেকে সব কিছু জেনে নিতাম আমি এখন নিজে রান্না করতে পারি তাই আমি এখানে রেসিপি পোস্ট শেয়ার করবো, এরপর আর্ট করতে আমি অনেক ভালোবাসি ছোট থেকেই আর্ট করার প্রতি আমার অন্য রকম একটি ভালোবাসা রয়েছে তাই আমি আমার সর্বচ্চ মেধা দিয়ে ভালো ভালো চিত্র আপনাদের সাথে শেয়ার আরবো ইনশাআল্লাহ, আমি কবিতা আবৃত্তি একটু করে পারি এছাড়াও ইসলামি সংগীত, ফোটোগ্রাফি, মুভি রিভিউ এই সব বিষয়ে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করবো ইনশাআল্লাহ।



আমি জানিনা কতোটুকু আমার পরিচয় মুলুক কথা আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি, লেখার সময় যা কিছু মনে পরেছে এবং যা কিছু আমার জানা ছিলো সেসব আপনাদের মাঝে তুলে ধরেছি, আমার লেখার মধ্যে বা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমায় নিজের পরিবারের মানুষ মনে করে আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টি পরার জন্য।



❣️খোদা হাফেজ ❣️



Best Regards:-
@rubayat02

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

@rubayat02 আপনার যে বন্ধু স্টিমিট এ আছে এবং যার মাধ্যমে জানতে পেরেছেন এই কমিউনিটির সম্পর্কে, তার আইডি নাম টি উল্লেখ করতে হবে। পোস্ট টি এডিট করে আমাকে কমেন্টে জানান।

@brishti আপু আমি আমার পরিচয় মুলুক পোস্টি এডিট করেছি।

@rimon03 আপনি কি উনার রেফারার? রেফার করে থাকলে কমেন্টে অবশ্যই জানান আমাকে।

জ্বি @brishti আপু আমি ওনার রেফারার।

সহযোগিতার জন্য ধন্যবাদ।

❣️❣️❣️

Loading...

@rubayat02, আপনাকে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম। একজন ভেরিফাইড মেম্বার হবার জন্য অবশ্যই আপনাকে Discord এ জয়েন হতে হবে এবং @abb-school এর মাধ্যমে ক্লাস করতে হবে, সকল নিয়ম কানুন শিখে নিতে হবে। খেয়াল রাখবেন, 'discord আইডি' আর 'স্টিমিট আইডি' যেনো একই হয়।

✔️সর্বপ্রথম Discord এ জয়েন হয়ে নিন ক্লাস এটেন্ড করার জন্য। নিচের লিংকে ক্লিক করুন।

👉আমাদের Discord Link: https://discord.gg/7SyC6uWBTS

ধন্যবাদ।