মাঝে মাঝেই আমি ভূতের FM শুনি , আপনি কি ভুতের গল্প শুনতে পছন্দ করেন ? আসলে আমি অনেক পছন্দ করি , যদিও রাতের বেলা ভয় করে , কিন্তু আমার কেন জানি এই ভয়ের ভিতর একটা মজা কাজ করে। ওই দিন আমার মা বলেছিলো
-এই সব ভিতের গল্প আর শুনিস না ,
তারপর আম্মু আমাকে একটা সত্য ঘটনা শোনায় , আর আমার কাছে সত্যি বলে FM থেকে এই গল্পটা বেশি ভালো লেগেছে ,
আমি আপনাদের সাথে গল্পটি শেয়ার করি , আমাদের পাশের বাড়িতে একটা ছেলে ছিল , কিন্তু একটা এখনকার কথা না , তা প্রায় আম্মার আম্মা,ওর ছোট বা জেলার কথা , কিন্তু ছেলেটার কোনো পরিচয় ছিলোনা , এমনিতেই আপনারা টোও জানেন যে বাড়িতে সবাই সব সময় একত্রে বসবাস করেই , কিন্তু ওই পরিবারটি ছিল একটু আলাদা , পরিবার বলতে ওই ছেলেটির মা বাবাও থাকতো , কিন্তু কোনো দিন বের হয়নি , আর যদি বাড়ি থেকে কেউ তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করে তাহেল , ছেলেটা তাদের কে বের করে দেয় , আসলে যারা যেটা তাদেরকেই এমন ভাবে বের করে দিতো তাই বাড়ির মানুষজন তাদের দেখাত জন্য আর যেত না , তারা তাদের মত আর আমরা সবাই আমাদের মতো
কিন্তু একদিন হয়কি , ছেলেটির মা বাবা আর ছেলেটিকেও কিছু দিন ধরে দেখা যাচ্ছিলোনা , মানে হয়তো আরো ৪-৫ দিন আগে থেকেই নিখোঁজ , আর যেহেতো বাড়ির মানুষদের সাথে তাদের তেমন একটা ভালো সম্পর্ক ছিলোনা তাই তারা নিখোঁজ হওয়ার ৪-৫ দিন পর জনাতে পারে তারা নিখোঁজ , তার পর তাদের বাড়িতে যখন তারা খুঁজতে যাবে তখন তারা দেখে তাদের
তাদের ঘরের ১২ টা বেজে রয়েছে , আর এর আগে কিন্তু তাদের বাড়িতে কেউ প্রবেশ করেনি , তারা দেখতে পে সেখানে অনেক রক্ত লেগে রয়েছে , আর সত্যি বলতে তাদের ব্যারিকেট ছিল একটু গাছপালার ভিতরে, আমাদের বাড়ির সাথেই অনেক বাঁশঝাড় রয়েছে , আর সেই বাঁশঝাড়ের মধ্যেই তারা থাকতো , আর তাদের বাড়িতে ছিল মোর লাশের পচা গন্ধ , আর আর ২ স্বামী স্ত্রীর লাশ এখানে পরে রয়েছে , কিন্তু ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা ,আর আজ পর্যন্তও কোনো খুঁজে পাওয়া যায়নি ছেলেটির , আর একটা আমার আম্মু বানিয়ে বলেছে , গল্পের শেষে এটা আমাকে বলছে , আপনাদের পরথমে এটা গল্পটি সত্যি বলার কারণ , সত্যি না বললে গল্পের মজা থাকেনা। ;)
https://www.pexels.com/photo/blindfolded-woman-with-a-lit-candle-5435267/