বোয়াল মাছ ভুনা রেসিপি ।। ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য

in hive-129948 •  2 years ago 

আসসালামু ওয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ এসেছি সহজ পদ্ধতিতে মাছ ভুনার একটি রেসিপি নিয়ে। আমরা বাঙালিরা হলাম মাছে ভাতে বাঙালি। প্রতিদিনের খাবারে আমাদের মাছ না হলে চলেই না। মাছ একদিন না খেলেই মনে হয় অনেক দিন মাছ খাই না। একদিন পোলাও কোরমা খেলেই পরের দিন যে কোন মাছের ঝোল তো থাকতেই হবে।

আমরা তো কত মাছই খেয়ে থাকি। আজ শেয়ার করবো বোয়াল মাছের ভুনা রেসিপি। বোয়াল মাছ কার কার পছন্দ??? আমাকে কিন্তু জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে।

20220517_190810_0000.jpg

তাহলে চলুন দেখি কি কি লাগছে বোয়াল মাছের ভুনা তৈরি করতে।

উপকরন ও পরিমানঃ

উপকরণ পরিমান
পেঁয়াজ কুচি ৪টি
কাঁচা মরিচ ১০টি
ধনিয়াপাতা কুচি পরিমান মতো
হলুদ গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
জিরা গুড়া হাফ চা চামচ
লবন পরিমান মতো
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা দেড় চা চামচ

রন্ধন পদ্ধতিঃ

ধাপ-১

মাছের টুকরো গুলো লবন, হলুদ গুড়া আর মরিচ গুড়া দিয়ে মাখিয়ে নিলাম।

20220517_132632.jpg

ধাপ-২

ফ্রাইপ্যানে তেল গরম হতে দিলাম।

20220517_132710.jpg

ধাপ-৩

তেল গরম হয়ে এলে তাতে মাছের টুকরো গুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য।

20220517_132749.jpg

ধাপ-৪

একপাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিলাম।

20220517_133443.jpg

ধাপ-৫

ভাজা হয়ে গেলে নামিয়ে আলাদা করে রেখে দিবো।

20220517_134041.jpg

ধাপ-৬

এইবার গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিবো এবং ভেজে নিবো।

20220517_134031.jpg

ধাপ-৭

পেয়াজ ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দিবো ।

20220517_134144.jpg

ধাপ-৮

তারপর শুকনো উপকরণ হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া আর লবন দিয়ে দিবো।

20220517_134155.jpg

ধাপ-৯

সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিবো।

20220517_134336.jpg

ধাপ-১০

কষানো হয়ে গেলে পানি দিয়ে দিবো পরিমান মতো।

20220517_134426.jpg

ধাপ-১১

পানি ফুটতে থাকলে এই পর্যায় মাছের টুকরো গুলো দিয়ে দিবো।

ধাপ-১২

মাছের গুলো উল্টে পাল্টে দিবো। এবং ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো।

20220517_134816.jpg

ধাপ-১৩

নামানোর কিছুক্ষন আগে কাঁচা মরিচ আর ধনিয়াপাতা কুচি দিয়ে দিবো।

20220517_134841.jpg

ধাপ-১৪

ঝোল আর একটি শুকাবো তার সাথে কাঁচা মরিচ আর ধনিয়াপাতা পাতাও একটু সিদ্ধ হয়ে যাবে।

20220517_134851.jpg

ধাপ-১৫

এইতো তৈরি হয়ে গেল মজাদার বোয়াল মাছ ভুনা।

20220517_135309.jpg

আমি খুব সহজ পদ্ধতিতে আর মজাদার করে সব সময় রান্না করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

20220517_135450.jpg

সবাই খুব ভালো থাকবেন। আমার ব্লগটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যে কোন মাছ ভেঁজে ভুনা করলে খেতে খুবই মজা লাগে। কিন্তু মাছ ভাঁজতে আমার খুবই ভয় লাগে। তেল ছিটে আসে সেজন্য। কিন্তু আপনার বোয়াল মাছ ভুনা দেখে মনে হচ্ছে যে এভাবে এখনই বোয়াল মাছ ভুনা করে খাই। এত লোভনীয় লাগছে দেখতে।

অন্য কোন মাছ ভাজতে গেলে তেমন তেল ছিটে না কিন্তু বোয়াল মাছ ভাজতে গেলে অনেক তেল ছিটে আমি তাই উপরে ঢাকনা দিয়ে রাখি মাছ ভাজার সময়।

আপু আপনি খুব সুন্দর ভাবে বোয়াল মাছ ভুনা রেসিপি আমার মতে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপিটি খুবই লোভনীয় রেসিপি। অনেক মজার একটি মাছ এই মাছ খুব দুর্লভ। আপনি অনেক সুন্দর ভাবে রন্ধনপ্রণালী ধাপে ধাপে দেখিয়েছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু

বোয়াল মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ ☺️
বিশেষ করে বোয়াল মাছের ভুনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঠিক আপনি যেভাবে রান্না করেছেন। খুবই লোভনীয় লাগছে আপু আপনার রান্না করা বোয়াল মাছ ভুনা রেসিপিটি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

বোয়াল মাছের ভুনাই মজা ঝোল আমার কাছে বেশি একটা ভালো লাগে না।

বোয়াল মাছ খেতে আসলে খুবই সুস্বাদু হয়। আমার কাছে এই মাছ টা অনেক ভালো লাগে। তবে এখন তেমন একটা খাওয়া হয় না কিন্তু যখন গ্রামে থাকতাম তখন আমাদের পুকুরে অনেকগুলো এই বোয়াল মাছ পাওয়া যেত তখন আসলে খেতে ভালই লাগত। এরপর মাঝে মাঝে কিনে খাওয়া হয়েছে। আসলে এটা অনেক মজার একটি মাছ ধন্যবাদ আপনাকে।

ঠিকই বলেছেন ভাইয়া।

আপনার বোয়াল মাছ ভুনা রেসিপি টি বেশ চমৎকার হয়েছে। দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতে মনে হয় খুবই সুস্বাদু হয়েছে। আপনি বোয়াল মাছ ভেজে রান্না করেছে আমি বোয়াল মাছ ভেজে কখনো খাইনি ।আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখেছিলাম। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

মাছ ভাজা ছাড়া আমি খেতে পারি না আপু। আমার কাছে মাছ ভাজাই ভালো লাগে।

আপু আপনার বোয়াল মাছ ভুনার রেসিপি অনেক সুস্বাদু ও লোভনীয় হয়েছে। দেখে খেতে ইচ্ছে করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপু আপনাকে।

হ্যাঁ আপু বোয়াল মাছ খেতে আপনার মত আমিও অনেক পছন্দ করি। আপনি খুব চমৎকার করে বোয়াল মাছের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার বোয়াল মাছের রেসিপি দেখে আমার ছোটবেলায় নানা বাড়িতে গিয়ে বোয়াল মাছ খাওয়ার স্মৃতিগুলো মনে পড়ে গেল। ওই সময় আমরা ১০ থেকে ১২ কেজি ওজনের বোয়াল মাছ খেয়েছিলাম। এখন তো আর এত বড় মাছ চোখেই পড়ে না। ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বোয়াল মাছ বেশি বড় হলে বেশে মজা হয়। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

ওয়াও! আপু বোয়াল মাছ, আমার ভীষণ পছন্দের একটি মাছ। বিশেষ করে বোয়াল মাছের ভুনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি যেভাবে রান্না করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে আপ। দেখতে যেরকম অসাধারণ লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু এত মজাদার ও সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া খেতেও বেশ মজা হয়েছিল।

বোয়াল মাছের ভুনা সবসময়ই খুব সুস্বাদু হয়। আপনার শেয়ারকৃত রেসিপিটি এত চমৎকার লাগছে না যে কারো নজর কাড়বে। আমার কাছে আপনার শেয়ার করা প্রতিটি ধাপ খুব ভালো লেগেছে। মনে হয় নিজেও বোয়াল মাছ কিনে আর এভাবে রান্না করে খাই। আপনাকে ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশংসনীয় মন্তব্য করার জন্য।

বোয়াল মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এই মাছটি খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

অনেক ধন্যবাদ ভাইয়া।

বোয়াল মাছ ভুনার লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই ভারী সুস্বাধু হয়েছিল।।
যদিও অনেক দিন হল বল মাছ খাওয়া হয় না।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া

বোয়াল মাছ কার কার পছন্দ???

তেমন একটা পছন্দ না তবে মোটামুটি ভালোই লাগে খেতে। অনেকদিন হলো এই মাছটি খাওয়া হয়না। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সামনে উপস্থাপন করেছেন। কালার টা দেখে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ঠিক আমিও এমন মোটামুটি ভালো লাগে আমার কাছেও

  ·  2 years ago (edited)

ঠিকই বলেছেন আপু প্রতিদিনের খাবারে মাছ না হলে যেন চলেই না । আর বোয়াল মাছতো আমার খুবই পছন্দ। বোয়াল মাছের খুবই মজাদার একটি ভুনা রেসিপি শেয়ার করেছেন এত সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। মাছের কালার দেখলেই বোঝা যায় যে মাছটা খেতে কতটা টেস্টি হয়েছে দারুণ রান্না করেছেন খাবারটি।

আসলেই আপু অনেক মজা হয়েছিল মাছ ভুনা।

আপনার বোয়াল মাছ ভুনা রেসিপিটি দেখে জিভে পানি চলে আসলো। কেননা আপনি এত সুন্দর ভাবে পরিবেশন করেছেন, যে কারো মুখে পানি আসতে বাধ্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাইয়া আপনার জন্যে।

বোয়াল মাছ 😋😋!! অনেক সুন্দর হয়েছে আপু আপনার রেসিপি কালার টি। বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় এবং মজাদার হয়েছে। আমার আম্মুর হাতে এইরকম বোয়াল মাছ ভুনা আমার খুবই পছন্দ। অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

মায়ের হাতের সব খাবারই আমার খুব পছন্দ। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

সত্যি আমরা মাছে ভাতে বাঙালি আপু মনি, আহ কি মজা করে বোয়াল মাছের ভুনা করেছেন আপু মনি... 😋😋
আপনার বোয়াল মাছ ভুনা রেসিপির প্রেমে পড়ে গেলাম, এতো সুন্দর করে বোয়াল মাছের ভুনা রান্না করেছেন যেটি বলে প্রকাশ করার মত না, এবং খুব সুন্দর করে রান্নটি উপস্থাপনাও করেছেন, এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইলো আপু মনি।

ভাইয়া আপনি অনেক সুন্দর প্রশংসনীয় একটি মন্তব্য করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার বোয়াল মাছের রেসিপি দেখতে অনেক লোভনীয় লাগছে। বোয়াল মাছের ঝোল অথবা ভুনা দুটি আমার কাছে অনেক ভালো লাগে। বোয়াল মাছের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। বোয়াল মাছের ভুনা রেসিপি কিভাবে তৈরি করতে হয় তা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু 🌺

বোয়াল মাছ খেয়েছিলাম অনেক দিন আগে। অনেক মজার একটি মাছ হচ্ছে বোয়াল মাছ। আপনি বোয়াল মাছ ভুনা রেসিপি করেছেন। দেখেই লোভ লেগে যাচ্ছে। শুভকামনা রইলো আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে বোয়াল মাছের মজাদার রেসিপি শেয়ার করেছেন । বোয়াল মাছ রান্নার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু ছিল। মাঝে মাঝে এ ধরনের রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা কষ্টসাধ্য ।যাইহোক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন একদম। অনেক ধন্যবাদ ভাইয়া।

বোয়াল মাছের রেসিপি অনেক সুস্বাদু হয়। বোয়াল মাছে চর্বির পরিমাণ বেশি থাকায় এটি যেকোন ভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। পেঁয়াজ কুচি দিয়ে বোয়াল মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন দেখে খেতে ইচ্ছে করছে তাছাড়া রেসিপির ঝোল এর কালার দেখে বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু হয়েছে।

বোয়াল মাছে তেল বেশি হওয়ায় ভাজার সময় তেল ছিটেও অনেক বেশি তাই ভাজতে আমার ভয় ও লাগে কিন্তু তাও আমি ভাজি।

বোয়াল মাছের ভুনা রেসিপি দেখলে তো খেতে ইচ্ছে করে। আমার খুবই পছন্দের মাছ বোয়াল মাছ। যেটা আপনি খুব সুন্দর করে ভুনা রেসিপি তৈরি করলেন আমার কাছে অনেক ভালো লেগেছে

অনেক ধন্যবাদ ভাইয়া

আপনি বোয়াল মাছ ভুনা রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

বোয়াল মাছ অনেকদিন হলো খাওয়া হয়না, বোয়াল মাছ আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আপনি বেশি করে পেঁয়াজ দিয়ে খুবই সুস্বাদু করে বোয়াল মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। রেসিপির কালার টা দেখেই বোঝা যাচ্ছে বোয়াল মাছ ভুনা খেতে অনেক বেশি সুস্বাদু ও লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে