(পরীক্ষার শেষে বন্ধুদের সাথে কিছু সময় কাটানোর মুহূর্ত) (১০% বেনিফিশিয়ারি shy-foxএর জন্য)

in hive-129948 •  3 years ago 

হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

1640243289888.png

আমি টাংগাইল গোপালপুর কলেজের ইন্টার ফাইনাল
পরীক্ষার্থী।
আর আমরা গোপালপুর থেকে কয়েক শ কিলোমিটার এগিয়ে হেমনগর ডিগ্রী কলেজে পরীক্ষা দিয়েছি।
আর সেই কলেজের ভিতরেই একটি রাজবাড়ী রয়েছে হেমনগর রাজবাড়ী নামে সবাই তাকে চিনে।

আর আমাদের ২১ তারিখ পরীক্ষার শেষ দিন। আমরা সকল বন্ধুরা মিলে সেই রাজ বাড়ির সামনে অনেকগুলো ফটো তুলেছি।
আর সেই রাজ বাড়ির সামনে ফটো ও বন্ধুদের সাথে কিছু সময় কাটানো মুহূর্তগুলো তুলে ধরলাম আপনাদের সামনে।
আশা করি আপনাদের সকলের কাছে এই ছোট রাজবাড়ীটা দেখতে অনেক ভালো লাগবে।

             ফটো নাম্বার ১

IMG20211221154409.jpg

প্রথমে রাজ বাড়ির সামনে আমরা সকল বন্ধুরা একসাথে দাড়িয়েএকটি ছবি তুলে নিলাম।
আমরা সকল বন্ধুরা মিলে যে সময়টা কাটিয়েছি তার স্মৃতি হিসেবে এই ছবিটা থেকে যাবে।

           ফটো নাম্বার ২

IMG20211221153936.jpg

এবার রাজ বাড়িটার সামনের অংশের একটি ছবি তুললাম।
আগের দিনে অনেক অনেক জায়গায় রাজবাড়ি ছিল। রাজবাড়ি সমনদে অনেক গল্প আমাদের নানা-নানী দাদা-দাদীর মুখে শুনেছি।

             ফটো নাম্বার ৩

IMG20211221153704.jpg

এই ফটোটা তে দেখেন আমার বন্ধুরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে যার ছবি তোলার জন্য।
কে কিভাবে ছবি তুলবে তারা ভেবে পাচ্ছিল না।
এখানে তারা কেউ অন্য বন্ধুকে নিয়ে কেউ বা একাই ভাবে সেলফি তুলছে।

        ফটো নাম্বার ৪

IMG20211221154407.jpg

আমরা সবাই বন্ধুদের অনেক অনেক মিস করবো। সারা জীবনই বন্ধুদের কথাগুলো মনে থাকবে।
আমরা সকলে কত মজা করেছি সবাই মিলে একসাথে খেয়েছি বেড়াতে গিয়েছি।
এসকল দুষ্টামির কথাগুলো যেন চোখের সামনে ভেসে উঠবে।
এসকল মুহূর্তগুলো ভেবে বন্ধুদের অনেক অনেক মিস করবো।

            ফটো নাম্বার ৫

IMG20211221155159.jpg

ছবিতে দাঁড়িয়ে থাকা চারটি ছেলে আমার খুবই ভালো বন্ধু।
আমরা সবাই ভালো খারাপ দিন একসাথে কাটিয়েছি
একে অন্যের সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিয়েছি।
তাই ওদেরকেও আমি অনেক অনেক মিস করবো।
কারণ ওরা সবাই দূরে চলে যাবে।
হয়তো আরো ভালো কোন কলেজে ভর্তি হবে।
আমার সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল

        ❤️আই লাভ মাই ফ্রেন্ড❤️

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুদের ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রাজবাড়ীতে আমি আজও যায়নি তবে যাবার ইচ্ছা রয়েছে। আপনি আপনার বন্ধুদের সাথে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। সেইসাথে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য। বিভিন্ন স্থানে ভ্রমণ করে ফটোগ্রাফি করতে হলে w3w লোকেশন ব্যবহার করতে হয় ধন্যবাদ।

পরীক্ষা শেষে আপনি আপনার বন্ধুদের সাথে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে টাঙ্গাইল এ অবস্থিত রাজবাড়ির কিছু খন্ডচিত্র আমি দেখতে পেলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে এটি। আপনার জন্য শুভকামনা রইল আপু।

পরীক্ষা মানে একদম টেনশন। পরীক্ষা শেষ হলে নিজেকে একটা স্বাধীন পাখির মতো মনে হয় যেদিকে দুচোখ যায় সেদিক ঘুরে বেড়াতে ইচ্ছে করে। পরীক্ষা শেষ করে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো এখনো অনেক মনে পড়ে। ধন্যবাদ আপনার আনন্দপূর্ণ মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।