হ্যালো আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট করবো।কিভাবে হাঁসের মাংস রান্না করতে হবে এইভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগে তাই এইভাবে হাঁসের মাংস রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম।
উপকরণ গুলোঃ
১/হলুদ গুড়ো২/মরিচ গুড়ো৩/লবণ৪/তেল৫/আদা বাটা৬/ রশুন বাটা৭/জিরা বাটা৮/পিঁয়াজ৯/এলাচ দারচিনি ভাটা।আর তার সাথে নিয়ে নিলাম হাঁসের মাংস।
প্রথম ধাপঃ
প্রথমে আমি একটি চুলায় করাই বসিয়ে দিলাম।
তে পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হলেই তাতে পেঁয়াজ কুঁচি দিবো।এবার পেঁয়াজটা হালকা ভেজে তাতে আদা বাটা,রশুন বাটা,
জিরা বাটা, এলাজ দারচিনি বাটা দিলাম আপনারা চাইলে এলাজ দারচিনি আমান টুকরো করেও দিতে পারেন।
দ্বিতীয় ধাপঃ
এবার সেই মশলার মধ্যে হলুদ মরিচ গুঁড়ো পরিমাণমতো লবণ দিয়ে তাতে অল্প কিছু পানি দিয়ে মশলা গুলো ভালো করে কোশিয়ে নিবো।আপনারাতো দেখতেই পারছেন মশলা গুলো কোশানো হয়েছে।
তৃতীয় ধাপঃ
এবারের সেই মশলাতে হাঁসের মাংস আস্তে আস্তে ঢেলে দিবো। এবার মাংসো গুলো ১৫মিনিট নেড়েচেড়ে কোশিয়ে নিবো।
চতুর্থ ধাপঃ
১৫ মিনিট পরে কশানো হয়েগেলে তাতে আবার অনেক টুকু পানি দিয়ে চুলায় জাল দিতে হবে। এতে মাংসটা ভালো সিদ্ধ হবে।যে পর্যন্ত পানি না শুকাবে সেপর্যন্ত জাল দিতে হবে।পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আমরা চুলায় থেকে মাংসটা নামিয়ে ফেলবো।
পঞ্চম ধাপঃ
এবার দেখুন পঞ্চম ধাপে হাঁসের মাংস রেসিপিটা তৈরি হয়ে গেলো।আমি আশা করছি আপনাদের কাছে এই রেসেপিটা অনেক ভালো লাগবে।আবার আমি আপনাদের মাঝে হাজির হবো নতুন কিছু নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
আপু আপনি উপকরনের একটি ছবি দিলে ভালো হতো।আর উপকরনগুলো টেবিল আকারে অথবা ধাপে ধাপে লিখলে ভালো হতো।নিশ্চয়ই পরবর্তীতে ক্লাস করলে জানতে পারবেন।বাকি উপস্থাপনা গুলো ভালো ছিল। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও আপু এতো রাতে কি রেসিপি দেখালেন গো😛😛।
দেখে তো লোভ সামলাতে পারছি না আর।আমার খুব খুব প্রিয় হাঁসের মাংস। তবে খেতে হয় খুব কম ☹️কারণ প্রচুর পরিমানে এলার্জি রয়েছে।
যাই হোক আপু আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।
ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তৈরি করা হাঁসের মাংসের রেসিপি দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি আমাদের সামনে তুলে ধরেছেন । এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুস্বাদু ও মজাদার হাঁসের মাংস রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু অনেক দিন হলো খাওয়া হয়না। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাসের মাংস রেসিপি খেতে আমি অনেক ভালোবাসি ।অনেক দিন হলো হাঁসের মাংসের রেসিপি খাওয়া হয়না আমার মনে আছে অনেক দিন আগে আমার আম্মু এই রেসিপিটা একবার আমাদের বাড়িতে তৈরি করেছিলেন এটি খেতে খুবই মজাদার ছিল। ঠিক তেমনিভাবে আপনার এই রেসিপিটা মনে হয় খুব সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবিতে হাঁসের মাংস দেখে নিজেকে আর সামলাতে পারলাম না । মনে হয় এখনি খেয়ে ফেলি আপু। কারণ হাঁসের মাংস আমার অনেক পছন্দের একটা আমাকে সঙ্গে। এটি খেতে আমার অনেক ভালো লাগে। যদিও আমার এলার্জি আছে তবুও আমি এটি সবসময়ই খেয়েই থাকি। আপনি অনেক সুন্দর করে হাঁসের মাংস রান্না করেছেন আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই পোস্টে কয়েকটি বানান ভুল আছে। সেগুলো সংশোধন করুন। হাঁসের মাংস অত্যন্ত মজার একটি খাবার। আমাদের দেশের বেশির ভাগ লোকজনই এটি পছন্দ করেন। আপনি দীর্ঘদিন যাবৎ কমিউনিটিতে আছেন। কিন্তু আপনি আপনার পোস্টে মার্কডাউনের কোন ব্যবহার করেননি। মার্কডাউনের ব্যবহার করলে আপনার পোস্টটি আরো সুন্দর দেখাতো। এক মাসের বেশি হয়ে গিয়েছে আপনি level-1 ভেরিফিকেশনের পোস্ট করেছেন। এখনো লেভেল টু পাস করতে পারেননি। এরকম হলে আপনাদের পোষ্ট আর নমিনেশনে পাঠানো সম্ভব হবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত কালীন সময়ে হাঁসের মাংসের প্রতি সবারই চাহিদা বেশি থাকে। আপনি খুব সুন্দর করে হাঁসের মাংস রান্না করলেন। যেটা আমাদের সাথে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো আপনার উপস্থাপন ও বর্ণনা অনেক ভাল ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit