বাংলাদেশের গ্রাম-বাংলার প্রকৃতির ফটোগ্রাফি।। মার্চ -২৫/০৩/২০২৩।।

in hive-129948 •  2 years ago 

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা তো সারা বিশ্বের যে কোন প্রান্ত থেকে শোনা যায়। আর সেই প্রকৃতির সামনাসামনি যখন আমি নিজে দাঁড়াই তখন তো আমার আনন্দের সীমা থাকার কথা না। গত পরশুদিনের কথা, আমি গিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের মামা বাড়িতে ঘুরতে। আমি বাংলাদেশে এসেছি জন্য মামারা আমাকে নেমন্তন্ন দিয়েছিল। যদিও অনেক বাড়িতে নেমন্তন্ন খেয়েছি বাংলাদেশ এসে। যাই হোক দুপুর গড়িয়ে যেতেই বেরিয়ে পড়লাম সেই গ্রামের উদ্দেশ্যে মোটামুটি তিনটা নাগাদ বা সাড়ে তিনটা নাগাদ সেখানে গিয়ে পৌঁছলাম। তারপর সেখান থেকে টুকটাক খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সেখান থেকেই আসলে কিছু ফটো তুলেছি ওগুলোই এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি পারি তাহলে ফটোগ্রাফির টুকটাক বর্ণনা দেওয়ার চেষ্টা করব।

InShot_20230325_101423108.jpg

রাস্তার পাড়ে ঘের থেকে তোলা একটা ফটোগ্রাফি। পড়ন্ত বিকেল ছিল জন্য ফটোগ্রাফি বেশ সুন্দর লাগছে। বিশেষ করে গাছপালার ছায়া গুলো জলের উপর পড়াতে ফটোটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়েছে।

20230320_174510.jpg

20230320_174533.jpg

20230320_174526.jpg

20230320_174518.jpg

20230320_174250.jpg

20230320_174247.jpg

20230320_174230.jpg

20230320_174227.jpg

বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের ফটোগ্রাফি। এই সবুজ ধান ক্ষেত আমার কাছে এত ভালো লাগছিল যে, মন্ত্রমুগ্ধ হয়ে প্রায় কুড়ি মিনিটের মতো সেখানে দাঁড়িয়ে ছিলাম। প্রচুর ফটো তোলার চেষ্টা করেছিলাম। তার ভিতরে কিছু ফটো এখন আপনাদের সামনে তুলে ধরলাম।

20230320_174034.jpg

20230320_174021.jpg

20230320_174009.jpg

গ্রামের একমাত্র বড় বটগাছ। বছরের একটা নির্দিষ্ট সময় এই বটগাছের পূজোর অনুষ্ঠান হয়। দেখতেও যথেষ্ট বড় ছিল। গ্রামের কৃষক এবং ক্লান্ত পথিকের একমাত্র বিশ্রামের জায়গা এটা।

20230320_175227.jpg

20230320_175219.jpg

20230320_175234.jpg

এই ব্রীজটা এবং এই খালটা দুটো গ্রামকে সংযুক্ত করেছে। এক পাশে হলো শুকনাড়া এবং অপর পাশে হল মাদুর্গাদি গ্রাম।

20230320_174003.jpg

গ্রামের এক অতি সাধারণ প্রাথমিক বিদ্যালয়। আসলে অতি সাধারণ বললে ভুল হবে। এখান থেকে আসলে গ্রামের ছেলেপেলেরা তাদের হাতে প্রথম খড়ি দিতে শেখে।

20230320_173929.jpg

20230320_173936.jpg

গ্রামের মাঠে ফুটবল খেলার এই দৃশ্যটা দেখে আমার রীতিমতো ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। ছোটবেলায় কত মাঠে ফুটবল খেলতাম, বিশেষ করে বর্ষাকালে বন্ধুদের সাথে নিয়মিত ফুটবল খেলতে যেতাম।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশননড়াইল বাংলাদেশ।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর বলার অপেক্ষা রাখে না আর কিছু। সত্যিই বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি চোখ জড়ানো । আপনি তো খুব মজা করছেন এই প্রকৃতির মাঝে। আমিও একবার অবশ্যই যাবো এই সবুজ প্রকৃতি উপভোগ করতে।

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই চোখ জুড়ানো। আমি এখানে যতদিন আছি অধিকাংশ দিনই গ্রামে কাটিয়েছি। বেশ উপভোগ করছি এখানকার সবুজ প্রকৃতি।

image.png

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আপনি চমৎকারভাবে ছবির মাধ্যমে এই অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। বটগাছটা কিন্তু বেশ বড়, আর বিস্তীর্ণ ফসলের মাঠ দেখলে দারুন একটা অনুভুতি আসে আমার। গ্রামের স্কুলটাও কিন্তু দারুন।
সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট ছিল।

বটগাছটা আসলেই অনেক বড় ছিল, তবে ফটোতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। আর গ্রামের স্কুলটাও অনেক বেশি সুন্দর ছিল। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

বাংলাদেশে এসেছেন জেনে খুবই খুশি হয়েছি। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেছে জেনে খুবই ভালো লেগেছে আর আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আশা করি ছোট ভাইয়ের মামার বাড়িতে বেড়াতে এসে খুবই ভালো সময় কাটাচ্ছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ঐদিন বিকেলটা আসলেই খুব সুন্দর কাটিয়েছিলাম। বিশেষ করে সবুজ ধানক্ষেত আমাকে অনেক বেশি আকর্ষিত করেছিল। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

ঠিক বলেছেন ভাইয়া গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি ছোট ভাইয়ের মামা বাড়িতে খুব সুন্দর গ্রামের পরিবেশ উপভোগ করেছেন । এরকম সবুজ ধান ক্ষেতের সামনে বসে থাকতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন গ্রামে গিয়ে। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লাগছে। তাছাড়া বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে।

আমি যে গ্রামে ছিলাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যও অনেক বেশি সুন্দর ছিল। তবে এখানকার সবুজ ধানক্ষেত গুলো আমাকে অনেক বেশি আকর্ষিত করেছিল। ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

ভাইয়া আমাদের বাংলাদেশের যে প্রান্তে যাবে সেখানে দেখতে পাবেন অবিরাম সুন্দর প্রকৃতি যা দেখে সবার মন ভরে যার। আমাদের প্রকৃতির মাঝেই জীবন। যায়হক আপনি আমাদের দেশে ঘুরতে এসেছেন শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার দেশের প্রকৃতি সবার সামনে তুলে ধরার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য।

সবুজ শ্যামলে ভরা আমাদের এই সোনার বাংলা। 😍

আর এজন্যই তো সকল কবিরা এই বাংলাকে নিয়ে সৃষ্টি করেছেন তাদের অনবদ্য কবিতা। এই বাংলার রূপের দিকে একবার নজর পড়লে ফেরানো বড় দায়। যাইহোক ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে। 🖤🖤🖤

বাংলার প্রকৃতি এতটাই সুন্দর যে প্রশংসার না করে উপায় নেই তো। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

বাংলার এই রুপেই পাগল হয়ে কবি জীবনানন্দ দাস বার বার এই বাংলাই ফিরে আসতে চেয়েছেন। আবার গানের মধ্যে বলা হয়েছে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সবুজ ধানক্ষেতের দৃশ‍্যটা এককথায় অসাধারণ ছিল দাদা। গ্রামের প্রাথমিক বিদ‍্যালয় মাঠে খেলার দৃশ‍্য কিছুই বাদ দেন নাই। বাংলাদেশে আপনার সময় টা বেশ ভালোই কাটছে তাহলে।।

আমি তো বাংলাদেশের প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। প্রকৃতিকে নিয়ে জীবনানন্দ দাশের লেখা কবিতার সাথে আমার দেখা প্রকৃতি পুরোপুরি মিলে যাচ্ছে।

বাংলাদেশের গ্রামের দৃশ মানেই মন মাতানো ৷ আসলে বাংলার সকল কিছু যেন সোনার মতো ৷ একমাত্র বাংলাদেশে আছে ছয় ৠতুর দেশ৷ যার রুপ সৌন্দর্যের নেই কোনো শেষ৷ দাদা আপনি৫ দেখি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি ছবি ছিল প্রানবন্দর ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷

এই সৌন্দর্য দেখে আসলে ফটো না তুলে পারছিলাম না। এজন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় এই ফটোগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। সত্যিই গ্রামের প্রকৃতি আপনি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, দেখে ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

বাংলাদেশের শহরের তুলনায় গ্রাম্য পরিবেশ অনেক ভালো । সবুজ প্রকৃতির চারিপাশের ঘেরা বলেই দৃশ্য গুলো বিকেল মুহূর্ত উপভোগ করার দারুন একটা জায়গা। যেটা আপনি ভালোভাবে উপভোগ করেছেন তার পাশাপাশি ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।

বাংলাদেশের শহরের তুলনায় গ্রাম হাজারগুনে ভালো। বিশেষ করে সবুজে ঘেরা ধানক্ষেত দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে আমাদের দেশের গ্রাম বাংলার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ভাই আমিও গ্রামের ছেলে গ্রামে থাকতে খুবই ভালো লাগে। অনেকদিন পর আবার গ্রামের দৃশ্যগুলো দেখলাম ভাই আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই ভালো লাগে। আপনার ধান ক্ষেতের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি চমৎকার ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভাই।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রশংসার জন্য। আসলে গ্রাম বাংলা আমার নিজেরও খুব ভালো লাগে। এজন্যই তো প্রকৃতির টানে ফিরে যাই সব সময় গ্রামে।

গ্রাম-বাংলার প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল ভাই। প্রতিটি ফটোগ্রাফি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। ধানক্ষেতের ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধান ক্ষেত এর ফটোগ্রাফি গুলো আমার কাছেও অনেক বেশি সুন্দর লেগেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

বাংলাদেশের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আজকের এ পোষ্টের মধ্যে উপস্থাপন করেছেন দেখি আমার খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর উপস্থাপন করেছেন। আর সে সমস্ত ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন দারুন বর্ণনা সাথে। সব মিলে সুন্দর একটি পোস্ট সৃষ্টি করতে সক্ষম হয়েছেন আপনি।

বাংলাদেশের গ্রাম বাংলা এমনিতেই খুব সুন্দর। আমি তো শুধুমাত্র সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

আপনার গ্রাম এত সুন্দর ইচ্ছে করে একবার গিয়ে ঘুরে আসি। চারদিকে সবুজ ঘেরা ধান ক্ষেত আর সূর্যের লাল আভা প্রকৃতির সূর্যের পরিবর্তন করে ফেলেছে, এতো সুন্দর পরিবেশ দেখে ইচ্ছে করে এই পরিবেশে সারাটা জীবন যেন কাটাতে পারি।

অন্তত শহরের ব্যস্ততম জীবনের থেকে গ্রামের এই নিবিড় পরিবেশ হাজার গুনে বেশি ভালো। তবে পুরো জীবন গ্রামে অতিবাহিত করাটা আমাদের মত ব্যস্ত মানুষের পক্ষে অসম্ভব।

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে। শহরের কোলাহার ছেড়ে গ্রামের নিরব পরিবেশে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। তাইতো যখনই বোরিং ফিল করি তখনই দৌড়ে গ্রামে চলে যায়। গ্রামের সতেজ আবহাওয়ায় গেলে মন আপনা আপনি ভালো হয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি তো সময় সুযোগ পেলেই প্রকৃতির মাঝে চলে যাই। গ্রামের ফ্রেশ হাওয়া এবং সুন্দর প্রকৃতি চোখ এবং মন দুটোকেই ফ্রেশ করে তোলা। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

সত্যি বলতে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা যদি কেউ উপভোগ করতে চায় তাহলে তাকে অবশ্যই গ্রামে যেতে হবে। গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখে যে কেউ মুগ্ধ হবে আপনি গ্রাম বাংলার প্রকৃতির কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে গ্রাম অঞ্চলে যাওয়া ছাড়া কোন বিকল্প নেই। শহরের ইট, বালি, সিমেন্ট এর জঙ্গলে সে সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে না।

ভাইয়া আপনার পোস্টে একসাথে অনেকগুলো বাংলার প্রাকৃতিক ফটো দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ছবির মধ্যে বাংলাদেশের প্রকৃতিকে আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। যা দেখে গর্বে বুকটা ভরে গেল। ধন্যবাদ ভাইয়া।

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসলেই গর্ব করা যায়। আমি যতদিন এখানে ঘুরতে এসেছি, ততদিনই বাংলার প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছি।