DIY পোস্ট - রঙিন কাগজ দিয়ে তৈরি একটি ফুলের গাছ।। মার্চ -১১/০৩/২০২৩।।

in hive-129948 •  2 years ago 

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

InShot_20230304_194129782.jpg

এই সপ্তাহের নতুন আরেকটা ডাই পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ আপনাদের সামনে একটি গাছসহ ফুলের ডাই পোস্ট শেয়ার করব। খুব সহজ উপায়ে এবং খুব দ্রুত এই ফুলের ডাই তৈরি করা সম্ভব। আমার কাছে বিশেষ রং এর কাগজ ছিল না। এজন্য শুধুমাত্র এই দুই রং দিয়েই কাজ সারতে হলো। তবে তৈরি করার পর মনে হচ্ছিল খুব বেশি একটা ভালো হয়নি দেখতে। কারন আমি ইউটিউবে দেখে যখন এটা করতে বসেছিলাম, তখন মনে হচ্ছিল খুব সহজে হয়তো হয়ে যাবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর হবে। কিন্তু করার পর মনে হচ্ছে না আমি যেটা দেখেছি, এটা তার আশেপাশেও সুন্দর হয়নি। তারপরও কি আর করা যাবে যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি আর কি। আশা করছি মোটামুটি হলেও আপনাদের ভালো লাগবে। যাই হোক আর বেশি কথা না বলে চলুন আজকের বিষয়ে ফিরে যাওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ


১. কার্টিজ পেপার।
২. কলম।
৩. পেন্সিল।
৪. কাঁচি।
৫. স্কেল।
৬.A4 পেপার।
৭. শোলা।
৮. আঠা।
InShot_20230304_202024718.jpg

প্রথম ধাপ

InShot_20230304_193340102.jpg
প্রথমে একটা কমলা কালারের কার্টিজ পেপার নিতে হবে এবং চার সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটার করে কয়েক টুকরো কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে কাগজের টুকরো গুলো ছোট বড় না হয়। সবগুলোই সমান আকারের হয়।

দ্বিতীয় ধাপ

InShot_20230304_193725870.jpg
এই ধাপে কাগজগুলোকে প্রথমে কেনিকোনো বরাবর দুই ভাঁজ তারপর চার ভাঁজ করতে হবে। এরপর কাচি দিয়ে সমান করে কেটে নিতে হবে এবং একদিকে একটু বেশি কাটতে হবে যাতে আকৃতিটা লাভের মত হয়।

তৃতীয় ধাপ

InShot_20230304_193818301.jpg
এই ধাপে দেখা যাবে ফুলগুলো গোল খাচকাটা আকৃতির হয়ে গেছে। তারপর সেই ফুলের সবগুলো পাপড়ি থেকে যেকোনো একটা পাপড়ি কেটে ফেলতে হবে এতে করে ফুল বানাতে সুবিধা হবে।

চতুর্থ ধাপ

InShot_20230304_193855508.jpg
এরপর পাপড়ি গুলোকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে তারপর সেই ফুলের ভিতর রংবেরঙের সোলা দিয়ে ডেকোরেশন করে নিতে হবে।

পঞ্চম ধাপ

InShot_20230304_193912083.jpg
এই ধাপে নীল রঙের একটা কাগজ দিয়ে গাছের আকৃতি করে কেটে নিতে হবে। এটা যে কোন আকৃতির করা যেতে পারে, কোন সমস্যা নেই। আমি আমার মনের মত করে একটা করেছি আর কি।

ষষ্ঠ ধাপ

InShot_20230304_193933507.jpg

20230304_192033.jpg
এরপর ফুল গুলোকে গাছের সাথে আঠা দিয়ে আটকে দিতে হবে। খেয়াল করতে হবে ফুল গুলোর মুখ যেন সবসময় নিচের দিকে থাকে। তাহলে ফটো তুলতে এবং দেখতেও অনেক বেশি সুবিধা হবে আর এভাবেই খুব সহজ উপায় একটি ডিজাইন ফুলের গাছ আঁকা সম্ভব।

পোস্ট বিবরণ


শ্রেণীডাই পোস্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনকলকাতা,ইন্ডিয়া।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন। এরকম ডাই প্রজেক্ট গুলো আমার খুবই পছন্দের। এভাবে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে খুবই ভালো লাগে আমার কাছে। আপনি খুবই সুন্দর একটা গাছ তৈরি করেছেন এবং কাছে থাকা ফুল ও তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে বুঝতে পারছি।

সময় খুব বেশ লাগতো না ভাই। শুধু মাত্র অভিজ্ঞতার অভাবে সময় বেশি লেগেছে। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

ভাই প্রতিনিয়ত আকার চেষ্টা করুন। প্রতিনিয়ত আঁকলে অভিজ্ঞতা হয়ে যাবে। আমিও সব সময় চেষ্টা করি আঁকার জন্য।

আপনাদের উৎসাহ পেলে অবশ্যই সেটা সম্ভব।

❤️❤️❤️

image.png

ফুলের গাছ টি অনেক সুন্দর হয়েছে। ফুল গুলোর মাঝখানে বিভিন্ন ধরণের পুঁতি ব্যবহার করেছেন খুবই সুন্দর লাগতেছে। আমিও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরণের জিনিস তৈরি করতে পছন্দ করি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো হয়েছে কিনা জানিনা তবে চেষ্টা করেছি আর কি।

রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন জিনিস তৈরি করলে দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগে।আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা গাছ তৈরি করেছেন। ফুলের ভেতরের অংশে শোলা দিয়ে ডিজাইন করার কারণে একটু সুন্দরভাবেই ফুটে উঠেছে দেখছি। উপস্থাপনা দেখে যে কেউ খুবই সহজে এটি তৈরি করতে পারবে। সম্পূর্ণটা এক কথায় অসাধারণ ছিল ভীষণ ভালো লেগেছে দেখে।

রঙ্গিন কাগজ দিয়ে জিনিস তৈরি করতে আমারও খুব ভালো লাগে আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইদানিং আপনি সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করতেছেন দেখে অনেক ভালো লাগে। আমি মনে করি সফলতার অন্যতম প্রথম ধাপ হল প্রচেষ্টা। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বলে আজ এমন সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করতে পেরেছেন আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে আপনি প্রতিটি ধাপ ও সুন্দর করে দেখিয়েছেন।

চেষ্টা করছি আর কি আপু। তবে ভালো হচ্ছে না এটা আমি বুঝতেই পারছি। তাও আপনারা যে ভাবে উৎসাহ দেন তাতে উদ্যম আরো অনেক বেড়ে যায়।

দুই রকমের রঙিন কাগজ ব্যবহার করে আপনি যে ফুলের গাছ তৈরি করেছেন তা খুবই চমৎকার হয়েছে। আমিও অনেকদিন আগে এরকম একটি ফুলের গাছ তৈরি করেছিলাম। তবে সেই গেছে ফুলের পরিমাণ অনেক বেশি ছিল। আপনি ইউটিউব দেখে ফুলের গাছ তৈরি করে, আপনার সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, রঙিন কাগজ দিয়ে একটি ফুলের গাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রঙ্গিন কাগজ যদি আরো বেশি থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো আর সুন্দর করে করতে পারতাম। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

নিজের হাতে কোন কিছু তৈরি করলে দেখতে তেমনই হোক না কেন পরিশ্রম কিন্তু অনেক বেশি হয়। আপনি পরিশ্রম করে নতুন কিছু করার চেষ্টা করেছেন এটাই অনেক। মন খারাপ করার কিছুই নেই ভাইয়া। দেখতে কিন্তু ভালই হয়েছে। আসলে চেষ্টা করলে আরো ভালোভাবে করতে পারবেন। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

এখন মন ঠিক হয়ে গেছে আপু।🤭 ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করা দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজের তৈরি এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। শোলা ব্যবহার করার ফলে আপনার তৈরি করা এই কাজটি আরো সুন্দর হয়েছে বলে আমার কাছে মনে হয়।

আমার ও তাই মনে হয়েছে, সোলা ব্যাবহার করার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

খুবই সুন্দরভাবে কাগজ কেটে ফুল এবং ফুলের গাছ প্রস্তুত করে অনেক সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন শক্তি দেখতে অসাধারণ লাগছে।। কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে বিশেষ করে পুতি বসানোর কারণে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে।।

পুতি গুলো কুড়িয়ে পেয়েছিলাম রুম এর মধ্য। হা হা হা... ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

ভাইয়া অনেক ভাল লাগলো আপনার ফুল ও ফুলের গাছ দেখে।আপনি চেষ্টা করেছেন এটা খুব ভল লাগলো। প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট আপনি শেয়ার করছেন এটা খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর উৎসাহ দিয়ে আমার উদ্যম বাড়ানোর জন্য।

কাগজে জিনিসগুলো আমার কাছে বরাবর খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের গাছ তৈরি করেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলগুলোর মাঝখানে পুতি ব্যবহার করায় দেখতে আরো আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিষ আমারও খুব ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজ কেটে খুব চমৎকার একটি ফুলের গাছ বানিয়েছেন ভাই। আসলে ধাপে ধাপে তুলে ধরার কারণে এটি অনেকটা সহজ মনে হচ্ছে এবং যে কেউ এটি দেখে দেখে আবার পুনরায় বানাতে পারবে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করি।

ধাপ গুলো আসলেই অনেক সহজ ছিল ভাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

জি ভাই আসলে আপনার প্রত্যেকটা মেন্ডেলাই আমার অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দর একটি ফুলের গাছ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে আসলেই যেকোনো জিনিস খুব সহজেই তৈরি করা যায় তাই আমার কাছে অনেক ভালো লাগে রোমান কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে। আপনি কি অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি ফুল গাছ বানিয়েছেন। দুই কালারের রং দিয়ে খুব সুন্দর করে ফুল গাছটি তৈরি করেছেন। সত্যিই আপনার রঙিন কাগজের ফুলের গাছ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফুলগুলো অন্য রঙের করলে হয়তো আর একটু বেশ ভালো লাগতো, যদিও আমার হাত পাকা না। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।