☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
আমাদের বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলার অনেক স্মৃতি কেমন যেন ফিকে হতে শুরু করে। মাথার ভেতর থেকে বেরিয়ে যেতে শুরু করে আস্তে আস্তে স্মৃতিগুলো। তবে তারপরেও আসলে ছোটবেলায় এমন এমন কিছু মেমোরি থাকে আমাদের জীবনে যেটা সারা জীবন আমাদের মনে থাকে এবং আমাদের সুখ দুঃখেই সেই স্মৃতিগুলোই পাশে থাকে। আপনার অনেকেই জানেন যে আমার ছোটবেলাটা কেটেছে গ্রামের অঝো পাড়াগায়ে। আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলাম এবং আমার জন্মের পাঁচ বছর পর্যন্ত ওই গ্রামে কোন বিদ্যুতের সুব্যবস্থা ছিল না, এতটাই অনুন্নত ছিল আমার গ্রাম। তবে সেই সময়ে জীবন যতটা সুন্দর ভাবে কেটেছে আমার, তার যদি ১০% এখনো পেতাম তাহলে মনে হয় জীবন আমার অত্যন্ত ধন্য হয়ে যেত। যাই হোক চলুন তাহলে আজকের ছোটবেলার গল্পে ফিরে যাওয়া যাক। আমি মনে করি এই ঘটনা বা আজকের আমার এই গল্পের সাথে অনেকের ছোটবেলার গল্পের মিল পাওয়া যাবে।
ছোটবেলায় আসলে ফুটবল খেলার প্রতি এবং ক্রিকেট খেলার প্রতি আমার আলাদা রকমের টান ছিল। আমাদের বাড়িতে দুটো জায়গা ছিল একটা হল আমাদের বাঁশ বাগান এবং অন্যটা ছিল আমাদের বেগুন খেত। এই দুই জায়গা ছিল আমাদের ফুটবল এবং ক্রিকেট খেলার সবথেকে উত্তম জায়গা বেশিরভাগ সময় বাঁশ বাগানের ভিতর আমরা ক্রিকেট খেলতাম। কারণ ওই জায়গাটা সবসময়ই শুকনো থাকতো। তবে বর্ষাকাল হলে বেগুন ক্ষেত জলে ডুবে যেত এবং কিছুদিনের ভিতরে জায়গাটা কাদা কাদা হয়ে যেত। এজন্য ফুটবল খেলার জন্য জায়গাটা অনেক বেশি পারফেক্ট ছিল। আমাদের গ্রামের মোট দুটো অংশ ছিল, একটা ছিল খালের এপার এবং খালের ওপারে। সবসময় আমাদের সাথে ওদের একটা ডিবেট লেগেই থাকতো, সেটা ফুটবল খেলা নিয়েই হোক বা পুজো নিয়েই হোক। আমরা সবসময়ই নিজেদের প্রতিযোগিতার মধ্য দিয়ে রাখার চেষ্টা করতাম। মাঝে মাঝে বড় বড় ফুটবল টুর্নামেন্ট হতো দেখতাম আমাদের স্কুলের মাঠে। সেখানে খালের এপার ভার্সেস খালের ওপারের খেলা হতো এবং উভয় দলই কোন না কোন সময় বিজয়ী হতো।
এই জিনিসগুলো যখন দেখতাম তখন আমাদের ভিতরেও একটা জেদ চলে আসে যে আমরাও ফুটবল খেলব। যেহেতু খালের ঐপারের কিছু ছেলে পেলে আমার সাথে স্কুলে পড়তো এবং তারা আমার খুব ভালো বন্ধু ছিল তাই একবার তাদের একটা প্রপোজাল দিলাম যে ফুটবল টুর্নামেন্ট হবে এবং পুরস্কার হিসেবে মাটির কাপ। এখন এই মাটির কাপ তৈরি করার দায়িত্ব কে নেবে। আমার বাড়ির পাশে একটা কাকু ছিল উনি আবার মাটি দিয়ে বিভিন্ন মূর্তি বানাত তাই উনাকেই বলে দিলাম যে আমাদের জন্য একটা টুর্নামেন্ট কাপ বানিয়ে দেওয়ার জন্য। তিনি তো কাপ বানিয়ে আগুনে পুড়িয়ে রীতিমতো সুন্দর একটা সেফ তৈরি করে দিল। আসলে কাপটা এত সুন্দর দেখতে ছিল যে মনে হচ্ছিল এই কাপ যে কোনই হোক আমাদের পেতে হবে। যাইহোক আমরা মোটামুটি খেলা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই প্র্যাকটিস শুরু করে দিলাম। এরপর আমাদের টিমে কারা কারা থাকবে সেটা সিলেকশন করার জন্য বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করতে লাগলাম। কার উচ্চতা কত, কে কত সময় দম নিয়ে খেলতে পারবে, তারপর কার মাঠে ফুটবল খেলার প্র্যাকটিস আছে, তাছাড়াও কে নিয়মিত ফুটবল খেলে এসব আর কি।
তবে গ্রামের ছেলে পেলে খুব বেশি একটা একটিভ থাকতো না সবসময় এই ব্যাপার গুলো নিয়ে। তাই অনেকটাই অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছিলাম যে আমরা কি আদৌ জিততে পারবো। এরপর আবার ফুটবল খেলার জন্য যে সরঞ্জাম প্রয়োজন হাতের এবং পায়ের সেগুলো আমাদের ছিল না। এদিকে কানাঘুষায় খবর পেলাম যে আমাদের অপজিট টিমের দলেরা অলরেডি এক সপ্তাহ ধরেই প্র্যাকটিস করছে এবং ফুটবল খেলার জন্য যত কিছু প্রয়োজন ওই জিনিসপত্র তারা বাজার থেকে কিনে এনেছে। এদিকে আমরা যেরকম প্র্যাকটিস করছিলাম তাতে মনে হচ্ছিল না যে কোন প্রকার এই জেতার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মাঝখানে হঠাৎ করে আবার একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার একটা বন্ধু ছিল নাম শান্ত সে আবার ফুটবল খেলতে গিয়ে বুড়ো আঙ্গুলে এমন চোট পেল যে সেটা প্রায় ভেঙে যাওয়ার মত অবস্থা হয়েছিল। তাই দু-একদিন তার ফুটবল খেলার প্র্যাকটিসের বন্ধ রাখতে হবে। একেতো প্রাইস জেতার তীব্র ইচ্ছা, তারপরে আবার একের পর এক বিপদ। সবমিলিয়ে আমাদের টিমের সবার মন ভেঙে যেতে লাগলো।
চলবে.....⛹️⛹️
পোস্ট বিবরণ
শ্রেণী | গল্প। |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবে ফেলে আসা মধুর স্মৃতিগুলো নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন ভাই। পড়ে বেশ আনন্দ পেলাম। আসলে ছোটবেলার স্মৃতি গুলো অনেক বেশি মনে পড়ে এখন। ফুটবল আর ক্রিকেট খেলার মজাটাই ছিল আলাদা ছোট বেলায়। তবে আপনাদের মত আমরাও বাঁশ বাগানের ভেতরে বা মাঠের ভিতরে ফুটবল ক্রিকেট খেলতে চলে যেতাম। বিভিন্ন জায়গায় খেলাও দিতাম অনেকজন মিলে।আপনার পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলা থেকেই ফুটবলের চেয়ে ক্রিকেট খেলার প্রতি আমার টান খুব বেশি। ছোটবেলা প্রায়ই ক্রিকেট টুর্নামেন্ট খেলতাম। অনেক দূরে গিয়েও ক্রিকেট ম্যাচ খেলতাম। আপনার পোস্ট পড়ে মাটির কাপটি সত্যিই দেখতে ইচ্ছে করছে ভাই। শেষ পর্যন্ত নিজেদের টিম ভালোভাবে তৈরি করতে পেরেছেন কিনা, সেটা জানার আগ্রহ বেড়ে গিয়েছে। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পটা পড়ে আমি কিন্তু ভীষণ মজা পেয়েছি, হা হা হা। ওই ছোট বয়সে আবার নদীর এপার আর ওপারের মধ্যে ডিবেট ছিল। তার উপর আবার কাপ হিসেবে মাটির কাপ তৈরি করতে দেওয়া হয়েছিল, আবার এদিকে প্লেয়ার সিলেক্ট করার জন্য , উচ্চতা , কে কতটা প্র্যাকটিস করে, কে ভালো খেলতে পারে, কত কিছুই না যাচাই-বাছাই করা হয়েছিল, হি হি হি। তবে শেষ পর্যন্ত কোন দল জিতল সেটা দেখার অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit