ইন্ডিয়ান মিউজিয়াম(পর্ব-০১)।। ডিসেম্বর-২৯/১২/২০২২।।

in hive-129948 •  2 years ago 

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
ভারতীয় জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর। ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ড্যানিশ বোটানিস্ট ড. নাথানিয়েল ওয়ালিচ।কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। এর ছয়টি বিভাগ রয়েছে – শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন। যাইহোক আজ আমরা শিম্পাঞ্জি থেকে মানুষের বিবর্তন হওয়ার স্কেটন গুলো দেখবো। আশা করছি সবগুলো বিষয় আপনাদের কাছে বেশি ইন্টারেস্টিং লাগবে। যদিও এই সম্পর্কে আমার বিস্তারিত বিশেষ কিছু জানা নেই এবং সেখানে লেখা ও ছিল না তেমন কিছু। তাই যতটুক জানতে পেরেছি শুধু সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব।

🦧Zoological Gallery(Mammal)🦧

20221227_150243.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

Skeleton of bornean orangutan.
Pongo pygmaeus(1760)

এ দুটোই হলো পরিণত শিম্পাঞ্জির কঙ্কাল। বিস্তারিত কিছু লেখা ছিল না এবং আমারও তেমন বিশেষ কিছু জানা নেই এটা বাদে।

20221227_150255.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

Skeleton of hamadryas baboon and Mandrill.

মানুষের বিবর্তন শুরু হওয়ার প্রথম ধাপ এটাকেই দেখানো হয়েছে। তবে এখানে দুটো স্কেলেটন আলাদা। ডান দিকেরটা প্রথম ধাপ এবং তার পরেরটা দ্বিতীয় ধাপ।

20221227_150241.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

Skeleton of western Gorilla

এই অবস্থানে এসে গরিলা গুলো তখনও সভ্য হতে পারিনি। তাদের ভেতর তখনও কিছুটা বর্বরতা লক্ষ্য করা গেছে। অর্থাৎ পুরোপুরি বন্য স্বভাবের ছিল তখনও তারা।

20221227_150233.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

Skeleton of western Gorilla

এই দশাটাও অনেকটা আগের দশার মত।তবে তাদের ভিতর যথেষ্ট বন্যা স্বভাব দেখা গেলেও কিছু কিছু জায়গায় তাদের ভিতর এই বন্য স্বভাব কিছুটা লোপ পেতে থাকে। মস্তিষ্কের আকার বৃদ্ধি পায় এবং বুদ্ধিও বেশ কিছুটা পরিপক্ক হয়।

20221227_150226.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এটা হল পূর্ণাঙ্গ মানুষের কঙ্কাল। তবে সেটা এখনকার মানুষের কঙ্কালের থেকে কিছুটা আলাদা ছিল। তাদের মস্তিষ্ক অনেকটাই ছোট ছিল, তবে বুদ্ধির দিক থেকে তারা বেশ পরিপক্ক হতে থাকে এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা পুরোপুরি পেয়ে গেছিল তখন।

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এর পোস্টটি দেখে যাস্ট অবাক হয়ে গেলাম। আসলে এমন মিউজিয়াম গুলো ঘুরে আসলে অনেক কিছুই জানা যায় এবং অনেক ফটোগ্রাফি করা যায়।আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝলাম সবগুলোই ভাল লাগল। আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এরপর আরো কিছু সুন্দর সুন্দর পর্ব নিয়ে উপস্থিত হব। যদিও বেশিরভাগটা দাদা পোষ্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, তবে তারপরেও আমি কিছু নতুন জিনিস দেখানোর চেষ্টা করব।

ইন্ডিয়ান মিউজিয়ামে অনেক সুন্দর মুহূর্ত পার করেছেন। আসলে আমার কঙ্কার দেখলে খুবই ভয় লাগে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই দারুণ ছিলো। কঙ্কাল সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

কঙ্কাল থেকে ভয় পাওয়ার কিছু নেই, আপনার নিজের ভেতরেও তো সুন্দর একটা কঙ্কাল রয়েছে। যাই হোক আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

এই খানকির পোলা তোরে এত বেশী পাকনামী করতে কইছে কিডা। পোলাপাইন পোলাইনের মতন থাক বাইনচোদ মাদারচোদ। বোঝোস না বালডাও খালি ছাগলের তিন নম্বার বাচ্চার মতন লাফাস। খানকির পোলা মাদারচোদ।

এই শিপাঞ্জির কঙ্কাল গুলো মনে হয় আপনার আগের জীবনের🤣🤣।এরপরে মানুষের কঙ্কাল গুলো এর পরের জীবনের হবে🤣🤣।তাই না বলেন

আরে না, শিম্পাঞ্জির এই কঙ্কালগুলো আমার এই জীবনেরই। আগের জন্মে তো পুঁটি মাছ ছিলাম।