DIY: কাগজ দিয়ে তৈরি পেপার Snowflake।। March- ০৯/০৩/২০২৩।।

in hive-129948 •  2 years ago  (edited)

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

আমার বাংলা ব্লগে জয়েন করার পর থেকে আমার মন মানসিকতা বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। বিশ্বাস করেন সেটা শুধুমাত্র আপনাদের জন্য, যারা আমার পোস্টে ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি কিছুদিন আগেই তো ফ্রুট কাটিং কম্পিটিশন হল। সেখানে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল তবে আমি জানি আমি অতটাও ভালো করে ফ্রুট কাটিং করতে পারিনি। তার পরেও আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে এমন সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিয়েছেন যে আমার এখানে কাজ করার প্রতি আগ্রহ অনেক গুলো বেড়ে গেছে। DIY তৈরি করার আমার কোনদিন ইচ্ছা বা তেমন কোন যোগ্যতা ছিলনা। আপনাদের উৎসাহ পেয়ে এমন একটা জায়গা তৈরি করে ফেলেছি এবং মন মানসিকতা এমন ভাবে পরিবর্তন করেছি যে এখন আমার মনে হচ্ছে যে আমি সবকিছুই পারবো। আজ আপনাদের সামনে প্রথমবার খুব ইজি প্রসেসে একটা DIY তৈরি করবো। আস্তে আস্তে হয়তো আরো ভালো এবং জটিল DIY তৈরি করব তবে আজকের টা কেমন হলো অবশ্যই জানাবেন।

InShot_20230225_153153988.jpg

🦚প্রয়োজনীয় উপকরণ🦚



১. A4 সাইজের পেপার।
২. রাবার।
৩. পেন্সিল।
৪. স্কেল।
৫. ধারালো কাচি।
৬. আঠা।

20230225_151418.jpg

প্রথম ধাপ

20230225_150658.jpg

প্রথমে একটা a4 সাইজের পেপার নিতে হবে। তারপর পেপারের একটি কোণাকে স্থির রেখে অপর কোনাটি অন্যপ্রান্তের সাথে মিশিয়ে ঠিক চার কোনা করতে হবে।

দ্বিতীয় ধাপ

20230225_150823.jpg
এরপর পেপারের বাড়তি অংশটা কচি দিয়ে ঠিক করে কেটে নিতে হবে যাতে এদিক-ওদিক কম বেশি না হয়।

তৃতীয় ধাপ

20230225_151020.jpg

20230225_150902.jpg

এরপর চার কোনা পেপারটাকে প্রথমে দুই ভাঁজ করতে হবে তারপর দুই ভাঁজের একটি কোণাকে স্থির রেখে অপর প্রান্তটি আর একবার ভাঁজ করতে হবে এবং বাকি যে কোনটা থাকে ওটা আবার আগের ভাঁজের উপর দিয়ে দিতে হবে। এই সময় কাগজটাকে দেখতে একটা ত্রিভুজের মত লাগবে।

চতুর্থ ধাপ

20230225_151602.jpg

20230225_151214.jpg
এরপর আবার কাগজটাকে ত্রিভুজের আকৃতি করে কেটে নিতে হবে। আসলে এই সময় নিচে কিছু বাড়তি অংশ থাকে সেটা কেটে ফেলে দিতে হবে।

পঞ্চম ধাপ

20230225_151756.jpg
এরপর পেন্সিল এবং স্কেলের মাধ্যমে কাগজের উপর পছন্দমত ডিজাইন করে নিতে হবে।

ষষ্ঠ ধাপ

20230225_152323.jpg

এরপর কাচির সাহায্যে খুব সাবধানতা অবলম্বন করে একটা দাগ বাদ দিয়ে তার পরের দাগ কেটে নিতে হবে। এই সময় অতি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একটু ভুল হলেই কাগজ কেটে যেতে পারে।

সপ্তম ধাপ

InShot_20230225_153153988.jpg

এরপর DIY তৈরি করে একটা কালো কাপড় বা কাগজের উপর বসিয়ে আঠার সাহায্যে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে কাগজের তৈরি সুন্দর snowfoake.

পোস্ট বিবরণ


শ্রেণীDIY
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনকলকাতা।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাগজ কেটে চমৎকার নকশা তৈরি করেছেন দাদা। এধরনের ডাই প্রজেক্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

ইদানিং আমারও ডাই প্রজেক্ট করতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

image.png

আসলে কাজের ক্ষেত্রে উৎসাহ পেলে কাজের মান এবং গতি বৃদ্ধি পায়। আপনাকে যারা প্রতিনিয়ত ভালো মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করে চলেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারন তাদের জন্য হয়তো সামনে আর অসাধারন সব কাজ আপনার কাছে পাবো।

আজকের ডাই প্রজেক্ট বেশ ভালো ছিল, আমি জানি আপনি সামনে আরো চমৎকার ডাই প্রজেক্ট নিয়ে হাজির হবেন। দোয়া রইল ভাই।

এখন বেশ কিছুদিন ডাই প্রজেক্ট করা বন্ধ থাকবে, কারণ আমি তো দেশের বাইরে। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আমি বিশ্বাস করি সুন্দর মন্তব্য আমাদেরকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আমার বাংলা ব্লগের সবাই পজিটিভ মাইন্ডেড পার্সন! যার জন্য আমরা এতোদূর আসতে পেরেছি। সব থেকে ভালো লাগার বিষয় হলো নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পারা! আশা করি আপনি সামনে আরও ভালো ভালো ডাই প্রজেক্ট নিয়ে হাজির হবেন। কাগজের স্লোফোক ও কিন্তু সুন্দর ছিল, সহজ হলেও 🦋🌼

সুন্দর মন্তব্য আসলেই অনুপ্রাণিত করে। এই জন্যই তো আমি শুরু করেছি নতুন কিছু করা। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

আপনি ভাঁজে ভাঁজে খুবই সুন্দর ভাবে কেটে কাগজ দিয়ে অসাধারণ একটা নকশা তৈরি করেছেন দেখছি। আমার কাছে আপনার সম্পূর্ণ কাজ ভীষণ ভালো লেগেছে। সাদা রংয়ের কাগজ হওয়ার কারণে একটু সুন্দর ভাবেই ফুটে উঠেছে। ভিন্ন কালার এর কাগজ হলে তো আরো বেশি ভালো লাগতো দেখতে। এগুলো কাটার সময় একটু এলোমেলো হয়ে গেলে পুরো কাজ টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এটা করতে বেশ সহজ ছিল। আর রঙিন কাগজ হলে আসলেই অনেক বেশি সুন্দর লাগতো। তবে তখন হাতের কাছে ছিল না। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করেছেন। আমি কখনো এভাবে কাগজ কেটে ফুল তৈরি করিনি কিন্তু এই সপ্তাহের চেষ্টা করব একটা তৈরি করে দেখা। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

এটা রঙিন কাগজ দিয়ে করিনি তো, সাদা কাগজ দিয়ে করেছি। তবে রঙিন কাগজ দিয়ে করলে হয়তো আর একটু ভালো লাগতো।

রঙিন কাগজ কেটে নকশা তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের নকশা গুলো তৈরি করতে যদিও কম সময় লাগে তারপরও এগুলো দেখতে অনেক ভালো লাগে। আমিও চিন্তা করছি এখন থেকে এ ধরনের নকশা তৈরি করব।

এটা করতে আসলেই কম সময় লাগে, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

এভাবে যে কোন রকমের কাগজ কেটে যে কোন জিনিস তৈরি করলে কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগে। বাহ্ আপনি তো দেখছি কাগজ কেটে বেশ ভালোই একটা নকশা তৈরি করে ফেলেছেন। রংবেরঙের কাগজ হলে কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগতো। এমনিতেও বেশ ভালো লাগছে দেখতে। দক্ষতার সাথে কাগজটি কেটেছেন দেখে বুঝতে পারছি।

ওই সময় হাতের কাছে রং বেরঙ এর কাগজ ছিলনা এই জন্য করতে পারিনি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আমার বাংলা ব্লগ এ সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে যে যেমনই কাজ করুক না কেনো কেউ কাউকে তিরস্কার করে না, বরং অনেক ভালো ভালো মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করে আর এই মন্তব্য গুলোই আমাদের ভালো কিছু করতে অনুপ্রাণিত করে।দাদা যেকোনো কাজ শুরু করলে দেখবেন প্রথম টা ভালো না হলেও আস্তে আস্তে পরের গুলো অনেক ভালো হয়ে যায়, তাই পারি না বলে কোনকিছু বাদ দেওয়া যাবে না। আজকের সাদা কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা টি দেখতে খুবই সুন্দর হয়েছে।অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।এভাবেই চালিয়ে যান আগামীতে আরও অনেক ভালো কিছু আপনার কাছ থেকে আমারা দেখতে পাবো।সুন্দর ফুলের নকশা টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

আপনারা যদি এইভাবে উৎসাহ দিতে থাকেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি একেবারে দুর্দান্ত একটি নকশা তৈরি করলেন। রঙিন কাগজ কেটে কেটে এরকম নকশাগুলো তৈরি করতে অনেক সময় লাগে। আমি নিজেও কিছুদিন আগে এরকম নকশা তৈরি করেছিলাম। আজকে আপনিও অনেক সময় দিয়ে এই নকশা তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। নকশাগুলো দেখতে যতটা সুন্দর মনে হয় তৈরি করতেও ঠিক অনেক সময় লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করলেন আমাদের মাঝে।

দুর্দান্ত হয়েছে কিনা জানিনা, তবে চেষ্টা করেছি আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

সত্যি বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ এমনি জায়গা, যেখানে সবারই উৎসাহ পেলে কাজ করতে অনেক ভালো লাগে। যাইহোক আপনি কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরি করেছেন, যা দেখে অনেক ভালো লাগল। আসলে এধরণের নকশাগুলা দেখতে ও তৈরি করতে অনেক ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আশাকরি এইভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

আপনি ঠিক বলছেন ভাই আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বার এত বন্ধুসুলভ আচরণ করেন এত সুন্দর উৎসাহ অনুপ্রেরণা দেই সত্যি কাজ করতে অনেক ভালো লাগে। কাজ ভালো পারি কিংবা খারাপ হোক কিন্তু এমন সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজ করতে আরও উৎসাহ বেড়ে যায়। আপনি অনেক সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি পেপার দিয়ে নকশা কাটিং করেছেন অনেক সুন্দর হয়েছে। এভাবে এগিয়ে যান চেষ্টা করলে সফল অবশ্যই একদিন হবেন।

আসলে খারাপ হোক বা ভালো, সবাই পজিটিভ মন্তব্য করে উৎসাহ দেয়। এর থেকে ভালো আর কি হতে পারে। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।