তবে একটু সমস্যা হয়েছিল দুপুরের লাঞ্চ আওয়ারে। অবশ্য ততক্ষণে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছিলো। সামরিক বাহিনী জাদুঘরের এরিয়ার ভেতরে একটি রেস্টুরেন্ট রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঘোরাফেরা শেষ করে সেই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে তারপর অন্য কোথাও যাবো। কিন্তু সেখানে খেতে গিয়ে দেখলাম কোন মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না শুধু বাংলালিংকের স্টাফ ছাড়া। পরে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম আজকে পুরো রেস্টুরেন্টটা banglalink এর স্টাফদের জন্য বুকিং করা রয়েছে। তাই আজকে অন্য দর্শনার্থীদের সেখানে খাওয়ার সুযোগ নেই। এই বিষয়টা নিয়ে মন কিছুটা খারাপ হয়েছিলো। কর্তৃপক্ষের উচিত ছিলো প্রবেশ করার সময়ই এই বিষয়টা দর্শনার্থীদের কে বলে দেয়া। এই পর্বটা বাদে মোটামুটি সবকিছুই ভালো ছিলো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ছবিগুলো দেখে নিই।
সামরিক বাহিনী জাদুঘরের ভেতর যখন ঘোরাফেরা করছিলাম তখন উপরের ছবির মত অনেকগুলো বিমান আর হেলিকপ্টারের প্রতিকৃতি সেখানে দেখতে পেয়েছিলাম। সেগুলো বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখা হয়েছিলো। এই বিষয়গুলি আমাদের কাছে বেশ পছন্দ হয়েছিলো। সেখানে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ট্রেনার এয়ারক্রাফ্ট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের প্রতিকৃতি ছিলো। দেখে মনে হয়েছিলো একেবারে সত্যিকারের উড়োযান এগুলো।
উপরে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা সোয়াড নামক স্পেশাল ফোর্স এর পেট্রোল বোট। এই সমস্ত ছোট আকারের বোটে করে সমুদ্র এবং নদীপথে নজরদারি করা হয়। এই বাহিনীটা গঠন করা হয়েছে বিশেষ বিশেষ অপারেশন চালানোর জন্য। এরা অত্যন্ত চৌকস একটি বাহিনী এবং এরা অত্যাধুনিক সব অস্ত্রে সজ্জিত।
উপরের ছবিতে আপনারা দুই ধরনের মিসাইল দেখতে পাচ্ছেন। বড় আকারের মিসাইলটি অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর ছোট আকারে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে রকেট। এগুলো কাছাকাছি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয় শত্রুপক্ষের ক্ষতিসাধন করার জন্য।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন নৌজানের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। বাংলাদেশ নৌবাহিনী যে ধরনের যে সমস্ত জাহাজ ব্যবহার করে সাধারণত সেই জাহাজগুলোর প্রতিকৃতি এখানে তৈরি করে রাখা হয়েছে। আসলে মিউজিয়ামের এই ছোট্ট পরিসরে তো আর বড় জাহাজ রাখা সম্ভব নয়। সেজন্যই দর্শনার্থীদের কথা চিন্তা করে এই আয়োজন করা হয়েছে।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন দুই ধরনের সুট। এগুলো বেসিক্যালি বিমান বাহিনীর পাইলটেরা পরিধান করে থাকেন। তবে এখানে পাইলটদের এই স্যুট গুলো রাখা হয়েছে দর্শনার্থীদের ছবি তোলার জন্য। খেয়াল করে দেখুন ছোট একটি বাচ্চা পাশের ছোট স্যুটের ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে।
উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন টর্পেডো। বিশাল আকৃতির এই টর্পেডো গুলি শত্রুপক্ষের নৌযানকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। নৌপথের যুদ্ধে টর্পেডো অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র। পৃথিবীতে যুদ্ধের সময় যত জাহাজ ডুবেছে তার বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই টর্পেডোর আঘাতে। এই টর্পেডো গুলি পানির নিচ দিয়ে আসে বলে উপর থেকে দেখাও যায় না।
মিউজিয়ামের এই জায়গাটা একেবারে নিচতলায় বেসমেন্টে অবস্থিত। এই জায়গাটি দেখলাম দর্শনার্থীদের কাছে খুবই পছন্দের। এখানে একটি পিলার এবং এক পাশের ওয়াল দেখলে আপনার মনে হবে আপনি সমুদ্রের নিচে চলে এসেছেন। আসলে থ্রিডি ইফেক্ট এর মাধ্যমে এমনটা করা হয়েছে। এই জায়গাতে এসে সবাই দেখলাম ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। অবশ্য জায়গাটা দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছে। একটা সময় তো মনে হচ্ছিলো আমার পাশ দিয়ে সমুদ্রের মাছগুলি ঘুরেফিরে বেড়াচ্ছে।
মিউজিয়াম থেকে বের হওয়ার পরে দেখতে পেলাম মিউজিয়ামের পাশেই একটি লেকের মতো। সেখানে বেশ কয়েকটি নৌজানের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। সেখানে যেমন যুদ্ধ জাহাজের প্রতিকৃতি ছিলো, তেমনি ছিলো সাবমেরিন এর প্রতিকৃতি। আবার সেখানে দেখলাম সত্যিকারের একটি স্পিড বোট রাখা আছে। এই বিষয়টাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া মিউজিয়ামের বাইরে বড় কয়েকটি কামান ছিলো। যদিও সেগুলোর ছবি তোলার কথা ভুলে গিয়েছিলাম। যাইহোক এভাবেই আমাদের দুই বন্ধুর সামরিক বাহিনীর মিউজিয়ামের ঘোরাফেরা শেষ হয়েছিলো।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | ঢাকা, আগারগাঁও |
![logo.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZEaz6VZmitMY1N8dSXHuT2tfgXFnDKjY8iV7jNGuNwEE/logo.png)
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![standard_Discord_Zip.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmTvJLqN77QCV9hFuEriEWmR4ZPVrcQmYeXC9CjixQi6Xq/standard_Discord_Zip.gif)
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামরিক জাদুঘর নিয়ে আপনার শেষ পোস্টটিও অনেক সুন্দর হয়েছে। যারা জাদুঘরটি এখনো দেখেনি, তারা আপনার পোস্ট গুলো দেখে, জাদুঘরটি দেখতে উৎসাহিত হবে।অনেক সুন্দর করে ছবি ও লেখনির মাধ্যমে, জাদুঘরটির অনেক বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। সামরিক বাহিনীর জাদুঘর দর্শনের শেষপর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে যথার্থ বলেছেন ভাই। তবুও আপনি সামরিক বাহিনীর সরঞ্জামাদি সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখেন। সেজন্য আপনি এই সিরিজে সর্বমোট নয়টি পর্ব শেয়ার করতে সক্ষম হয়েছেন। আমি হলে তো মনে হয় ৪/৫ টার বেশি পর্ব শেয়ার করতে পারতাম না। যাইহোক এই সিরিজের অন্যান্য পর্ব গুলোর মতো, এই পর্বটিও বেশ উপভোগ করলাম ভাই। যাইহোক এতো চমৎকার একটি সিরিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি নতুন কোনো সিরিজ নিয়ে খুব শীঘ্রই আমাদের মাঝে হাজির হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit