বন্ধু ফেরদৌসের সাথে সামরিক বাহিনী জাদুঘর দর্শন ( শেষ পর্ব)।

in hive-129948 •  last year 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত বেশ কিছু পর্ব নিয়ে আপনাদের সাথে আমি সামরিক বাহিনীর জাদুঘর দর্শনের সময় যে জিনিসগুলো দেখেছিলাম সেগুলো নিয়ে বেশ কিছু পোস্ট করেছি। এখন আরো কিছু ছবি কাছে রয়েছে। তবে এই বিষয় নিয়ে আর পোস্ট করতে ইচ্ছা করছে না। তাছাড়াও একটি বিষয় নিয়ে অনেকগুলো পোস্ট করতে গেলে সেটার সমস্ত কিছু সম্বন্ধে খুঁটিনাটি জানতে হয়। যার ফলে আমার পক্ষে আর এই বিষয় নিয়ে পোস্ট করার সম্ভব হচ্ছে না। এজন্য আজকের পর্বের মাধ্যমে সামরিক বাহিনী জাদুঘর দর্শনের অভিজ্ঞতা শেষ করছি। আসলে সেদিনের সময়টা বেশ ভালো কেটেছিলো। দুই বন্ধু মিলে অনেকটা সময় নিয়ে পুরো জাদুঘরটা ঘুরে ফিরে দেখেছিলাম। জাদুঘরের কোন কিছুই সেদিন বাদ দেইনি।

তবে একটু সমস্যা হয়েছিল দুপুরের লাঞ্চ আওয়ারে। অবশ্য ততক্ষণে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছিলো। সামরিক বাহিনী জাদুঘরের এরিয়ার ভেতরে একটি রেস্টুরেন্ট রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঘোরাফেরা শেষ করে সেই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে তারপর অন্য কোথাও যাবো। কিন্তু সেখানে খেতে গিয়ে দেখলাম কোন মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না শুধু বাংলালিংকের স্টাফ ছাড়া। পরে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম আজকে পুরো রেস্টুরেন্টটা banglalink এর স্টাফদের জন্য বুকিং করা রয়েছে। তাই আজকে অন্য দর্শনার্থীদের সেখানে খাওয়ার সুযোগ নেই। এই বিষয়টা নিয়ে মন কিছুটা খারাপ হয়েছিলো। কর্তৃপক্ষের উচিত ছিলো প্রবেশ করার সময়ই এই বিষয়টা দর্শনার্থীদের কে বলে দেয়া। এই পর্বটা বাদে মোটামুটি সবকিছুই ভালো ছিলো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ছবিগুলো দেখে নিই।

IMG_20231202_130201.jpg

IMG_20231202_130113.jpg

IMG_20231202_130032.jpg

IMG_20231202_130005.jpg

IMG_20231202_125806.jpg

IMG_20231202_125756.jpg

সামরিক বাহিনী জাদুঘরের ভেতর যখন ঘোরাফেরা করছিলাম তখন উপরের ছবির মত অনেকগুলো বিমান আর হেলিকপ্টারের প্রতিকৃতি সেখানে দেখতে পেয়েছিলাম। সেগুলো বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখা হয়েছিলো। এই বিষয়গুলি আমাদের কাছে বেশ পছন্দ হয়েছিলো। সেখানে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ট্রেনার এয়ারক্রাফ্ট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের প্রতিকৃতি ছিলো। দেখে মনে হয়েছিলো একেবারে সত্যিকারের উড়োযান এগুলো।

IMG_20231202_131533.jpg

উপরে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা সোয়াড নামক স্পেশাল ফোর্স এর পেট্রোল বোট। এই সমস্ত ছোট আকারের বোটে করে সমুদ্র এবং নদীপথে নজরদারি করা হয়। এই বাহিনীটা গঠন করা হয়েছে বিশেষ বিশেষ অপারেশন চালানোর জন্য। এরা অত্যন্ত চৌকস একটি বাহিনী এবং এরা অত্যাধুনিক সব অস্ত্রে সজ্জিত।

IMG_20231202_131415.jpg

উপরের ছবিতে আপনারা দুই ধরনের মিসাইল দেখতে পাচ্ছেন। বড় আকারের মিসাইলটি অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর ছোট আকারে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে রকেট। এগুলো কাছাকাছি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয় শত্রুপক্ষের ক্ষতিসাধন করার জন্য।

IMG_20231202_131126.jpg

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন নৌজানের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। বাংলাদেশ নৌবাহিনী যে ধরনের যে সমস্ত জাহাজ ব্যবহার করে সাধারণত সেই জাহাজগুলোর প্রতিকৃতি এখানে তৈরি করে রাখা হয়েছে। আসলে মিউজিয়ামের এই ছোট্ট পরিসরে তো আর বড় জাহাজ রাখা সম্ভব নয়। সেজন্যই দর্শনার্থীদের কথা চিন্তা করে এই আয়োজন করা হয়েছে।

IMG_20231202_130257.jpg

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন দুই ধরনের সুট। এগুলো বেসিক্যালি বিমান বাহিনীর পাইলটেরা পরিধান করে থাকেন। তবে এখানে পাইলটদের এই স্যুট গুলো রাখা হয়েছে দর্শনার্থীদের ছবি তোলার জন্য। খেয়াল করে দেখুন ছোট একটি বাচ্চা পাশের ছোট স্যুটের ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে।

IMG_20231202_132104.jpg

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন টর্পেডো। বিশাল আকৃতির এই টর্পেডো গুলি শত্রুপক্ষের নৌযানকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। নৌপথের যুদ্ধে টর্পেডো অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র। পৃথিবীতে যুদ্ধের সময় যত জাহাজ ডুবেছে তার বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই টর্পেডোর আঘাতে। এই টর্পেডো গুলি পানির নিচ দিয়ে আসে বলে উপর থেকে দেখাও যায় না।

IMG_20231202_132213.jpg

IMG_20231202_132222.jpg

IMG_20231202_132006.jpg

মিউজিয়ামের এই জায়গাটা একেবারে নিচতলায় বেসমেন্টে অবস্থিত। এই জায়গাটি দেখলাম দর্শনার্থীদের কাছে খুবই পছন্দের। এখানে একটি পিলার এবং এক পাশের ওয়াল দেখলে আপনার মনে হবে আপনি সমুদ্রের নিচে চলে এসেছেন। আসলে থ্রিডি ইফেক্ট এর মাধ্যমে এমনটা করা হয়েছে। এই জায়গাতে এসে সবাই দেখলাম ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। অবশ্য জায়গাটা দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছে। একটা সময় তো মনে হচ্ছিলো আমার পাশ দিয়ে সমুদ্রের মাছগুলি ঘুরেফিরে বেড়াচ্ছে।

IMG_20231202_132944.jpg

মিউজিয়াম থেকে বের হওয়ার পরে দেখতে পেলাম মিউজিয়ামের পাশেই একটি লেকের মতো। সেখানে বেশ কয়েকটি নৌজানের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। সেখানে যেমন যুদ্ধ জাহাজের প্রতিকৃতি ছিলো, তেমনি ছিলো সাবমেরিন এর প্রতিকৃতি। আবার সেখানে দেখলাম সত্যিকারের একটি স্পিড বোট রাখা আছে। এই বিষয়টাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া মিউজিয়ামের বাইরে বড় কয়েকটি কামান ছিলো। যদিও সেগুলোর ছবি তোলার কথা ভুলে গিয়েছিলাম। যাইহোক এভাবেই আমাদের দুই বন্ধুর সামরিক বাহিনীর মিউজিয়ামের ঘোরাফেরা শেষ হয়েছিলো।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানঢাকা, আগারগাঁও

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

সামরিক জাদুঘর নিয়ে আপনার শেষ পোস্টটিও অনেক সুন্দর হয়েছে। যারা জাদুঘরটি এখনো দেখেনি, তারা আপনার পোস্ট গুলো দেখে, জাদুঘরটি দেখতে উৎসাহিত হবে।অনেক সুন্দর করে ছবি ও লেখনির মাধ্যমে, জাদুঘরটির অনেক বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। সামরিক বাহিনীর জাদুঘর দর্শনের শেষপর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

তাছাড়াও একটি বিষয় নিয়ে অনেকগুলো পোস্ট করতে গেলে সেটার সমস্ত কিছু সম্বন্ধে খুঁটিনাটি জানতে হয়।

একেবারে যথার্থ বলেছেন ভাই। তবুও আপনি সামরিক বাহিনীর সরঞ্জামাদি সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখেন। সেজন্য আপনি এই সিরিজে সর্বমোট নয়টি পর্ব শেয়ার করতে সক্ষম হয়েছেন। আমি হলে তো মনে হয় ৪/৫ টার বেশি পর্ব শেয়ার করতে পারতাম না। যাইহোক এই সিরিজের অন্যান্য পর্ব গুলোর মতো, এই পর্বটিও বেশ উপভোগ করলাম ভাই। যাইহোক এতো চমৎকার একটি সিরিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি নতুন কোনো সিরিজ নিয়ে খুব শীঘ্রই আমাদের মাঝে হাজির হবেন।

Posted using SteemPro Mobile