তবে আমার আগে থেকেই একটা স্মার্ট ওয়াচ কিছুটা পছন্দ ছিলো। কসপেট ট্যাংক নামের এই স্মার্টওয়াচ গুলো খুবই শক্ত পোক্ত। তারা তো দাবি করছে এই স্মার্টওয়াচগুলো রীতিমতো মিলিটারি গ্রেডের। তবে এর আগে আমি যখন কসপেট ট্যাংকের স্মার্টওয়াচ দেখেছিলাম। সেই স্মার্ট ওয়াচে এমোলেড ডিসপ্লে ছিলোনা। আমার ইচ্ছা ছিলো ওয়াটারপ্রুফ এবং এমোলেড ডিসপ্লে ওয়ালা একটা স্মার্ট ওয়াচ নেয়ার। এমন একটা স্মার্টওয়াচ আমি চাচ্ছিলাম যেটা হবে খুবই শক্ত। যেটা হালকা আছাড় খেলে নষ্ট হবে না। যাইহোক ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে কসপেট ট্যাঙ্ক সিরিজের এম থ্রি আল্ট্রা নামের একটি স্মার্টওয়াচের ভিডিও দেখতে পেলাম। ভিডিওটা দেখার পরে আমার কাছে বেশ পছন্দ হয়ে গেলো। তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম ঢাকায় গেলে এই স্মার্ট ওয়াচ টা কিনবো। দামটাও মোটামুটি আমার কাছে রিজনেবল মনে হচ্ছিলো।
গত কয়েকদিন আগে আমি আমার মোবাইলের একটা হেডফোন কেনার জন্য একটা দোকানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কসপেট ট্যাঙ্ক সিরিজের একটা স্মার্ট ওয়াচ দেখতে পেলাম। আমি মনে করেছিলাম আমি যে স্মার্ট ওয়াচ টা কিনতে চাচ্ছি এটা সেই একই স্মার্ট ওয়াচ। সেই দোকান থেকে দেখে আসার দুই তিন দিন পরে আমি আমার এক পুরাতন কলিগকে নিয়ে চলে গেলাম স্মার্টওয়াচ কিনতে। তবে কিনতে যাওয়ার আগে আমি তার সাথে আমার পছন্দ করা স্মার্টওয়াচটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করলাম। তার আবার প্রযুক্তি পণ্য সম্বন্ধে বেশ ভালো অভিজ্ঞতা আছে। দুজন মিলে প্রথমে আমাদের শহরের নাম করা একটি দোকানে চলে গেলাম। কিন্তু তারা জানালো আমার পছন্দ করা মডেলটি তাদের কাছে নেই। তারপর আমরা গেলাম সেই দোকানে যেখানে আমি হেডফোন কিনতে গিয়েছিলাম। তবে সেখানে গিয়েও আমি আশাহত হলাম। কারণ আমি যেই মডেলটা পছন্দ করেছিলাম সেই মডেলটা তাদের কাছে ছিল না। যদিও সেই দোকানের সেলসম্যান আমাকে অন্য মডেলের একটা স্মার্ট ওয়াচ গছিয়ে দেয়ার অনেক চেষ্টা করেছিলো।
তবে আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম পছন্দ করা স্মার্ট ওয়াচ ছাড়া অন্য কোন স্মার্ট ওয়াচ আমি কিনব না। সেখানেও স্মার্টওয়াচটি না পেয়ে আমি ঠিক করলাম ঢাকা গিয়েই তাহলে স্মার্টওয়াচটা কিনবো। তখন আমার সেই কলিগ জানালো আরো একটা দোকান আছে যেখানে স্মার্ট ওয়াচ বিক্রি করে। সেখানে আমি যাব কিনা? আমি সাথে সাথেই তার কথায় রাজি হয়ে গেলাম। পরবর্তীতে তিনি আমাকে আরো একটি দোকানে নিয়ে গেলেন। তবে সেই দোকানে আমার জন্য একটা চমক অপেক্ষা করছিলো। সেটা ছিল আসলে একটা স্মার্ট ফোন বিক্রির শোরুম। আর সেই শোরুমের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলো আমারই এক কলেজ ফ্রেন্ড। আর সেখানে গিয়ে আমার কাঙ্খিত স্মার্টওয়াচটিও পেয়ে গেলাম। স্মার্ট ওয়াচ টি ওর কাছে দেখতে পেয়ে আমি বেশ স্বস্তি পেলাম। যখন আমি স্মার্ট ওয়াচ এর দাম জিজ্ঞেস করলাম তখন ও আমাকে জানালো এটার দাম ৯৫০০ টাকা। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম কত হলে এটা আমাকে দিতে পারবি? তখন ও আমাকে বলল তুই ৮৩০০ টাকা দে। আমি আর কথা না বাড়িয়ে সাথে সাথেই ওকে স্মার্ট ওয়াচ টি দিতে বললাম। পছন্দের গ্যাজেট পেয়ে যাওয়ায় আমি বেশ খুশি ছিলাম। পরবর্তীতে ও আমাকে স্মার্টওয়াচের প্যাকেট খুলে ভেতরে সবকিছু বুঝিয়ে দিলো। তারপর আমি আমার সেই কলিগের কাছ থেকে বিদায় নিয়ে খুশিমনে বাড়িতে চলে এলাম। আপনারা সবাই জানেন পছন্দের একটা জিনিস কিনতে পারলে নিজের কাছে কতটা ভালো লাগে। স্মার্ট ওয়াচটি গত কয়েকদিন ধরে ব্যবহার করছি। আমার কাছে বেশ ভালই লাগছে। পছন্দ হলে আপনারাও কিনতে পারেন।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | Samsung s24 ultra |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | ফরিদপুর |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কিছুদিন হলো আমি নিজেও একটা স্মার্টওয়াচ কিনব ভাবছি। মূলত টাকার কিছুটা ঘাটতি থাকায় কিনতে পারি নাই এখনও। এইসময়ে আপনার পোস্ট টা দেখে ভালো লাগল। একটা রিভিউ পেয়ে গেলাম। ঘড়িটা বেশ সুন্দর হয়েছে ভাই। বেশ চমৎকার লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই মার্ট ওয়াচটা আমার বেশ পছন্দ হইছে, মন চাইছে আমিও একটা নিয়ে নেই। যদিও আমার ঘড়ি পড়ার খুব একটা অভ্যেস নেই ছোট বেলা হতে, তবুও মন চাইছে, হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই স্মার্ট ওয়াচটি খুবই সুন্দর। তাছাড়া আপনার কলেজ ফ্রেন্ড সেই শোরুমের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলো বলে,তুলনামূলক কম দামে কিনতে পেরেছেন। স্মার্ট ওয়াচ আমারও খুব ভালো লাগে। তবে স্মার্ট ওয়াচ গুলো বেল্ট সিস্টেম হওয়াতে, আমার কখনোই স্মার্ট ওয়াচ কেনা হয়নি। কারণ আমি চেইন সিস্টেম এর ঘড়ি পড়তে খুব পছন্দ করি। যাইহোক এতো চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্মার্ট ওয়াচটি ভীষণ সুন্দর হয়েছে। একটু দামি হলেও ভালো জিনিসটা যে কিনেছেন তা একদম বুদ্ধিমানের কাজ করেছেন ভাই। এইসব জিনিসগুলি অনেক টেকসই হয়। এবারে হই হই করে ব্যবহার করুন। গেজেটের নেশা আমারও খুব। কিন্তু সব সময় বাজেট কুলিয়ে উঠতে পারি না। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit