ABB Contest-34 || শেয়ার করো তোমার ইউনিক শরবতের রেসিপি || Total Prize 100 STEEM

in hive-129948 •  2 years ago  (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আপনারা জানেন এখন থেকে প্রতিমাসে দুটো করে কনটেস্টের আয়োজন করা হয় আমার বাংলা ব্লগের পক্ষ থেকে। এই কনটেস্ট দুটির একটি আয়োজন করে থাকেন আমাদের এডমিন ভাই বোনেরা এবং আরেকটির আয়োজন করি আমরা মডারেটররা। সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আরেকটি নতুন কনটেস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগ সব সময় চেষ্টা করে বিভিন্ন কনটেস্ট আয়োজন এর মাধ্যমে ইউজারদেরকে বিভিন্ন রকম সৃজনশীল কাজে নিয়োজিত রাখতে। আর এই কাজে আমাদেরকে সবচাইতে বেশি সাহায্য করেন আমাদের ফাউন্ডার @rme দাদা। যেহেতু রমজান মাস চলছে সেই কারণে এর আগের কনটেস্টের বিষয় ছিল চপের রেসিপি।

siam.png

ব্যানার- @alsazilsiam

তাই আমরা চিন্তা করছিলাম কি নিয়ে কনটেস্টের আয়োজন করা যেতে পারে? এর ভেতরে দাদা চমৎকার একটি আইডিয়া দিয়েছিল। আইডিয়াটি শোনার সাথে সাথে আমরা লুফে নিয়েছিলাম। এবারের কনটেস্টের বিষয় হচ্ছে ইউনিক শরবতের রেসিপি। প্রচন্ড গরমের ভেতর সারাদিন রোজা থাকার পর দিন শেষে যখন রোজা ভাঙ্গার সময় হয়। তখন ঠান্ডা এক গ্লাস শরবতের থেকে কাঙ্খিত আর কিছুই হতে পারে না। আমি নিশ্চিত আপনারা সকলেই আমার সাথে একমত হবেন।

ঠান্ডা এক গ্লাস শরবত আমাদের সারা দিনের ক্লান্তি দূর করে চাঙ্গা করে তোলে। মানসিক প্রশান্তির যোগান দেয়। সেই কারণে আমরা এবারের কনটেস্টের বিষয় নির্ধারণ করেছি ইউনিক শরবতের রেসিপি। এটা যেকোনো ধরনের শরবত হতে পারে। লেবুর শরবত হতে পারে বা বিভিন্ন পাউডার ড্রিংক দিয়ে তৈরি করা শরবত হতে পারে বা যে কোন ফলের জুস হতে পারে। শুধু মিল্কশেক এই কনটেস্টের আওতার বাইরে থাকবে। আমার বাংলা ব্লগের ইউজারগন বিভিন্ন রকম ইউনিক কনটেন্ট তৈরিতে পারদর্শী। সেটা আমরা এর আগের কনটেস্ট গুলি তো দেখেছি। আমি নিশ্চিত এবারও আমরা দারুণ দারুণ সব শরবতের রেসিপি দেখতে চলেছি।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার ইউনিক শরবতের রেসিপি-তে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ১২ এপ্রিল, ২০২৩ রাত ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-34, #juice-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


প্রথম স্থান অধিকারী - ২৫ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ১৮ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
বিশেষ পুরস্কার- ১০ স্টিম


এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokModerator
@alsarzilsiamModerator
@kingporosModerator
@tangeraModerator
@ayrinbdModerator


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৩ এপ্রিল, ২০২৩ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের ফাউন্ডার এবং মডারেটরগন।


logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলে এধরনের ইউনিক শরবতের রেসিপি দেখলে ভীষণ ভালো লাগে। আশাকরি চমৎকার চমৎকার শরবতের রেসিপি পোস্ট দেখতে পারবো।

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রমজান মাস মানেই বিভিন্ন রকমের শরবতের আয়োজন। আর এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন শরবত তৈরি করা শিখতে পারবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আশা করছি সবাই অংশগ্রহণ করবে এবং নিজের তৈরি শরবতের সেরা রেসিপি গুলো শেয়ার করবে।

এই গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা শরবতের প্রয়োজনীয়তা সবার আগে। তাইতো আমরা প্রতিদিন ইফতারের সময় নানান ধরনের শরবত আয়োজন করি। এই প্রতিযোগিতার মাধ্যমে শরবতের সেই রেসিপিগুলো শেয়ার করার সুযোগ পাবো। সত্যিই অসাধারণ ব্যাপার!!

আশাকরা যায়, এবার সকলের অংশগ্রহণ থাকবে স্বতঃস্ফূর্ত এবং আমরা অনেক ভিন্ন রকম রেসিপি পাবো শরবতের। শুভেচ্ছা রইল সকলের জন্য।

প্রতিবারের মতো এবারে ও অসাধারণ একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলেই ঠিক বলেছেন প্রচন্ড গরমে এখন রমজানের সময় এক গ্লাস ঠান্ডা শরবত অসাধারণ অনুভূতি নিয়ে আসে। আশা করি সবাই এবারেও দারুন দারুন কিছু রেসিপি উপস্থাপন করবে। আমি নিজেও চেষ্টা করব সুন্দর একটা শরবতের রেসিপি উপস্থাপন করার।

আমার বাংলা ব্লগ মানে নতুন নতুন প্রতিযোগিতা। সময় উপযোগী দারুণ একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আর আপনার সাথে আমি ও একমত সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত হলে আর কিছুই লাগে না। চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

অনেক রকম শরবত শিখতে পাবো এই প্রতিযোগিতায়। সবাই যার যার ইউনিক শরবতের রেসিপি নিয়ে হাজির হবে। সুন্দর একটি প্রতিযোগিতের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ।

দারুন তো বেশ ভাল একটি ট্রপিক্স নিয়ে এবারের প্রতিযোগীতার বিষয়। সারা দিন রোজা রাখার পর এমনই তে বেশী বেশী শরবত খেতে মন চায়। তার মধ্যে তা যদি হয় ইউনিক তাহলে তো কথাই নেই। তাই এবারের প্রতিযোগিতা হবে সিয়ানে সিয়ানে লড়াই। আশা করি এবারের প্রতিযোগিতায় সকল ইউজাররা এবারের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দারুন একটা প্রতিযোগিতা আমাদের মাঝে নিয়ে এসেছেন।ফল থেকে মজার মজার জুস তৈরি করার আইডিয়া পাওয়া যাবে। এখন শুধু অপেক্ষা 😊

দাদার আইডিয়া খারাপ হয়নি অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। রমজানের দিনে আসলেই শরবত খেতে অনেক ভালো লাগে এবার প্রতিযোগিতায় অনেক অনেক জুস দেখতে পাবো। অনেক ভালো লাগতেছে আমার অনেক ইউনিক ইউনিক পোস্ট দেখতে পাবো তাই।

এবারের নতুন প্রতিযোগিতার অপেক্ষায় ছিলাম। কারণ প্রতিযোগিতা মানেই নতুন উত্তেজনা, নতুন কিছুর উদ্ভাবন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন রকম রেসিপি দেখব।আর এইবার ইউনিক শরবতের রেসিপি কন্টেস্ট দেখেই তো ভালো লাগছে।অপেক্ষায় আছি নতুন রেসিপি দেখার আর অংশগ্রহণ করব নতুন কিছু নিয়ে।

শরবতের একটি বিশেষ কদর চলে এই রমজান মাসে। সারাদিন রোজায় থাকার পরে ইফতারিতে এবং ইফতারের পরে শরবত খাওয়ার কোন বিকল্প নেই। খুবই সময়োপযোগী এবং দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। নিঃসন্দেহে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

এই গরমে দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি ইউনিক কিছু শরবতের রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো।

দারুণ একটি প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে ৷ এই প্রতিয়োগিতার মাধ্যমে আমরা দারুণ সব ইউনিক শরবতের রেসিপি দেখতে পারবো ৷ অনেক ভালো লাগছে এমন সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে বরাবরের মতোই দারুণ একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

আশা করছি ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি দেখবো৷ বেশ ইউনিক রেসিপি পাওয়া যায় সব প্রতিযোগিতায় পাওয়া যায়। নিজেও অংশ গ্রহণের চেষ্টা করবো।

প্রতিবারের মতো এবারও খুব সুন্দর একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। আমারতো দেখে খুব ভালো লাগছে , কত নতুন নতুন শরবত রেসিপি দেখতে পাবো। ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গত বছরের মতো এ বছরও শরবত রেসিপি কনটেস্ট শেয়ার করলেন। এই কনটেস্টে দেখে খুবই ভালো লাগলো। আমি অবশ্যই এই কনটেস্ট জয়েন করবে ইনশাল্লাহ।

দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইউনিক শরবতের রেসিপি দেখতে পাবো। মনে আছে আমার এর আগের বছর রমজানেও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

ইউনিটি একটি কন্টেস্ট দেখতে পেলে আরো খুশি হলাম। আসলে এরকম নতুন নতুন কনটেস্ট দেখলে নিজেদেরও আগ্রহ বেড়ে যায়। শরবত তো কত রকমেই তৈরি করা যায়। চিন্তা করতেছি কোন রকম ভাবে তৈরি করব। দেখা যাক তৈরি করতে পারি কিনা। কিন্তু এবার একটু ব্যস্ত থাকবো। তাও চেষ্টা করব এই কনটেস্টেও জয়েন্ট করার জন্য। এত সুন্দর ভাবে কনটেস্ট এর আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।

রমজান মাস মানেই বিভিন্ন শরবতে ভরপুর। আবার নতুন প্রতিযোগিতা চলে এসেছে আর সেই প্রতিযোগিতায় সবার নতুন নতুন শরবতের রেসিপি দেখতে পাবো। বিভিন্ন ধরনের শরবতের রেসিপি শিখতেও পারবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সবার জন্য শুভেচ্ছা রইল।

দাদার আইডিয়া বরাবরই চমৎকার হয়! এবারের প্রতিযোগিতার বিষয়টিও দারুণ। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস শরবতই যথেষ্ট। যদি সেটা হয় ভিন্ন রকম ফ্লেভারের তাহলে তো কথাই নেই! দারুণ সব শরবতের রেসিপি দেখার অপেক্ষায় আছি 😍

প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রমজান মাসে আমরা ইফতারিতে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের শরবত বানিয়ে থাকি। তাছাড়া এত বেশি পরিমাণ গরম পড়ছে যেখানে এক গ্লাস ঠান্ডা শরবত না হলে চলে না। আমার বাংলা ব্লগের এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইউনিক শরবতের রেসিপি পেতে চলেছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

Contest Alerts: Active Contest List on 07th April 2023 - Win 900+ STEEM

আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem

আমার অংশগ্রহণ-https://steemit.com/hive-129948/@bristychaki/or-or

১ নং পার্টিসিপেন্ট।

প্রতিবারের মতো এবারও জমজমাট একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি এই প্রতিযোগিতায় অনেক ইউনিক শরবত এর রেসিপি দেখতে পাবো। আর এটা জেনে ভালো লাগলো এবারের প্রতিযোগিতার বিষয়টি দাদা নির্ধারণ করেছেন। আশা করছি সর্বোচ্চটা দিয়ে পার্টিসিপেট করব ধন্যবাদ।

আমার অংশগ্রহন--- https://steemit.com/hive-129948/@shimulakter/4qkyqy-or-or-or-or

২য় পার্টিসিপেন্ট।

দুদিনের ব্যস্ততায় কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। তাই কমিউনিটিতে প্রতিযোগিতার ঝড় শুরু হয়ে গেছে তা বুঝেও উঠতে পারিনি। যাইহোক, আমার বাংলা ব্লগ সব সময় নিত্যনতুন ও ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা আমার কাছে খুব খুব ভালো লাগে। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমার অংশগ্রহণ :-

Notes_230408_094034_7ff.jpg

https://steemit.com/hive-129948/@mohinahmed/4vx1bi-or-or

তৃতীয় পার্টিসিপেন্ট।

চতুর্থ পার্টিসিপেন্ট।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণঃ
https://steemit.com/hive-129948/@samhunnahar/3wfmj-or-or

juice25.jpeg

পঞ্চম পার্টিসিপেন্ট।

মজাদার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলেই রোজার মধ্যেই শরবত রেসিপি দেখতে পেয়ে খুবই ভালোলাগলো। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@hiramoni/5czdcj-or-or
IMG-20230408-WA0062.jpg

ষষ্ঠ পার্টিসিপেন্ট।

সপ্তম পার্টিসিপেন্ট।

আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@selina75/79nkus-or-or

অষ্টম পার্টিসিপেন্ট।

নবম পার্টিসিপেন্ট।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ , https://steemit.com/hive-129948/@parul19/3oo2yn

PhotoCollage_1681031121029.jpg

দশম পার্টিসিপেন্ট।

এবারের প্রতিযোগিতায় আমরা ইউনিক শরবতের রেসিপি গুলো দেখতে পাবো। তারপর ইফতারের সময় সেই মজার মজার শরবতের রেসিপি গুলো কাজে লাগাতে পারবো। আশা করি সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাটিকে সফল করবেন। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আমার অংশগ্রহণ,,,
https://steemit.com/hive-129948/@selinasathi1/56j9hd-or-or

dropshadow_1681061326306.jpg

১১তম পার্টিসিপেন্ট।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ--

https://steemit.com/hive-129948/@wahidasuma/5lreng-or-or

১২তম পার্টিসিপেন্ট।

প্রতিযোগিতা-৩৪ এ আমার অংশ গ্রহণ
https://steemit.com/hive-129948/@maksudakawsar/4rjctm-or-or

১৩তম পার্টিসিপেন্ট।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা:- ৩৪
"তরমুজের শরবতের রেসিপি"
IMG20230408194552-01.jpeg

আমার অংশগ্রহণ:-

https://steemit.com/hive-129948/@limon88/2pzyhd

১৪তম পার্টিসিপেন্ট।

আমার অংশগ্রহণ

IMG20230410133916-01.jpeg

পোস্ট লিংক

১৫তম পার্টিসিপেন্ট।

১৬তম পার্টিসিপেন্ট ।

  ·  2 years ago (edited)

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@tuhin002/or-or

png_20230410_144553_0000.png

১৭তম পার্টিসিপেন্ট ।

১৮তম পার্টিসিপেন্ট ।

১৯তম পার্টিসিপেন্ট ।

আমার অংশগ্রহণ -https://steemit.com/hive-129948/@rituamin/5anckf

২০তম পার্টিসিপেন্ট ।

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@tania69/or-or-or-or

২১তম পার্টিসিপেন্ট ।

২২তম পার্টিসিপেন্ট ।

এবিবি কনটেস্ট-৩৪ এ আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

GridArt_20230410_215349328.jpg

https://steemit.com/hive-129948/@aongkon/4sxitm-or-or

২৩তম পার্টিসিপেন্ট ।

[আমার অংশগ্রহণ] (https://steemit.com/hive-129948/@morioum/7gicjj-or-or)

GridArt_20230411_173137978.jpg

২৪তম পার্টিসিপেন্ট ।

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@titash/abb-contest-3

112.jpg

২৫তম পার্টিসিপেন্ট ।

২৬তম পার্টিসিপেন্ট ।

২৭তম পার্টিসিপেন্ট ।

২৮তম পার্টিসিপেন্ট ।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@mahbubul.lemon/abb-contest-34-or-or

২৯তম পার্টিসিপেন্ট ।

আমার অংশগ্রহণ : https://steemit.com/hive-129948/@mostafezur001/gj9ig-or-or

৩০তম পার্টিসিপেন্ট ।

৩১তম পার্টিসিপেন্ট ।

৩২তম পার্টিসিপেন্ট ।

৩৩তম পার্টিসিপেন্ট ।

৩৪তম পার্টিসিপেন্ট ।

৩৫ তম পার্টিসিপেন্ট ।

❤❤❣❣❤❤

৩৬ তম পার্টিসিপেন্ট ।

৩৭ তম পার্টিসিপেন্ট ।

৩৮ তম পার্টিসিপেন্ট ।

https://steemit.com/hive-129948/@rahimakhatun/689fma

টক ঝাল মিষ্টি স্বাদের জিরা, গোলাপ জল মিশানো ক্রিমি বাদাম খেঁজুরের ইউনিক শরবতের রেসিপি।

339655677_610911690942649_6928441582178439370_n (1).jpg

৩৯ তম পার্টিসিপেন্ট ।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ-

https://steemit.com/hive-129948/@pujaghosh/59jdqo

৪০ তম পার্টিসিপেন্ট ।

আমার অংশগ্রহণ 👇

https://steemit.com/hive-129948/@rayhan111/bpjrp

৪১ তম পার্টিসিপেন্ট ।

৪২ তম পার্টিসিপেন্ট ।

***আমার অংশগ্রহণ ***

GridArt_20230412_231113760.jpg

https://steemit.com/hive-129948/@mohamad786/abb-contest-34

৪৩ তম পার্টিসিপেন্ট ।