নদী পথে ভ্রমণের সময় তোলা কিছু ছবি। পর্ব- ১

in hive-129948 •  29 days ago  (edited)

আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ একটি বিশেষ প্রয়োজনে আমাকে গ্রামে আসতে হয়। আসার সময় আমি নদীপথে বেশ কয়েকটি ছবি তোলার চেষ্টা করেছি। সেই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করবো।



IMG_20250113_132534_810.jpg

এটি হচ্ছে মেঘনা নদীর স্বচ্ছ সবুজাভ পানি। নদী আমাকে সব সময় আকর্ষণ করে। শীতের ভরা দুপুরে হালকা মিষ্টি রোদে পরিবেশটি বেশ ভালো লাগছিল। নদীতে তেমন ঢেউ ছিল না। একদম স্থির ছিল।


IMG_20250113_122338_528.jpg

এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি পার্ক। এই ধরনের পার্কগুলো আমার খুব ভালো লাগে। যেখানে গাছের ছাঁয়ায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। আমি যখন ফটো তুলছিলাম, সেখানে কয়েকজন দর্শনার্থী ছিল। এ ধরনের পার্কে দর্শনার্থী থাকাটাই স্বাভাবিক। সেটা দুপুর হোক আর বিকাল!

IMG_20250113_130021_208.jpg

এটি হচ্ছে মুন্সিগঞ্জ সেতু। নাম, মুক্তারপুর সেতু। ঢাকা থেকে যেতে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের ঠিক পরেই সেতুটির অবস্থান। সেতুটির দুপাশে দুটি সিমেন্ট কারখানা রয়েছে। যা আমি পরবর্তী কোন এক সময় আপলোড করব।

IMG_20250113_131952_028.jpg

নদীতে চলমান বেশ কয়েকটি পণ্যবাহী কার্গো। নদী পথ ব্যবহারে যে জাতি যত অগ্রসর সামগ্রিক উন্নয়নে সে জাতি ততটা অগ্রসর। বিশ্বের যত বড় বড় শহর রয়েছে তার সব কটিই কিন্তু নদী অথবা সমুদ্রের তীরে অবস্থিত।

IMG_20250113_121641_032.jpg

এটি একটি ডক ইয়ার্ডের ছবি। একটি কার্গো শিপ মেরামত করা হচ্ছে। বুড়িগঙ্গা নদীর দুই তীরে এমন ডক ইয়ার্ডের অভাব নেই।

IMG_20250113_122428_930.jpg

নদীর একটি সাধারন ছবি। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, লঞ্চ আসার পর যে স্থানে লঞ্চ ছিল, তা একদম শান্ত এবং মিহি থাকে; ঢেউ থাকে দুই পাশে। নদীতে ঢেউ না থাকায় ততটা বুঝা যাচ্ছেনা।

IMG_20250113_121617_595.jpg

এই ছবিটি আমার কাছে স্পেশাল। এধরণের নৌকাগুলো পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নৌকা। আধুনিক কার্গো শিপের আদলে তৈরি এই নৌকাগুলো মূলত বেশ প্রাচীন। অর্থাৎ, আধুনিক কার্গোর ধারণা এখান থেকেই এসেছে বোধ করি। বাংলাদেশের অন্যতম ঐতিহ্য এই নৌকাগুলো আমাকে সবসময় আকর্ষণ করে।


এই ছিলো আজকের মতো আমার নদী পথ ভ্রমণের ফটোগ্রাফি। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই দেয়ার চেষ্টা করবো।

DeviceTecno SPARK 6
LocationBuriganga River
Dhaleshwari River


gif.gif

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


az_recorder_20250113_224447.jpg

Tweet from own a/c


az_recorder_20250113_224527.jpg

CoinMarketCap Post


az_recorder_20250113_224647.jpg

az_recorder_20250113_224613.jpg

DEX + Others Vote Screenshot


az_recorder_20250113_224704.jpg

Super Walk

নদীর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর। নদী পথে ভ্রমণের সময় বেশ চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। আপনার তোলা কিছু নদীর ছবি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার নদী ভ্রমণের অনুভূতি শেয়ার করার জন্য।

ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নদীর পথে ভ্রমণের সময় অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুব দারুণ লাগছে। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক পছন্দ করি। মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি করলেন আপনি।

মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন নদী পথে ভ্রমণের সময়। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মত ফটোগ্রাফারের কাছ থেকে প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অনেক দিন হলো নদীর কাছে যাওয়া হয় না। নদীর পাশে বসে সময় কাটানো হয় না অনেক দিন। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভাই। সবমিলিয়ে বেশ অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।