টুইটার কি?
টুইটার (বর্তমান এক্স) একটি মাইক্রোব্লগিং স্যোশাল সাইট যা সেলেব্রিটিদের টার্গেট করে তৈরি করা হয়েছে। ইলন মাস্ক দায়িত্ব নেয়ার আগে এজন্য কেবল সেলেব্রিটি এবং কিছু প্রতিষ্ঠিত কোম্পানির একাউন্টই ভ্যারিফাইড করা ছিল। টুইটারে সর্বপ্রথম কেবল ১৪০টি বর্ণের মধ্যেই লেখা লাগতো। যার মধ্যে ইউজার নেমই অনেক বর্ণ নষ্ট করে ফেলত। যেমন আমার টুইটার ইউজার নেইম বর্তমানে [@ akib_66] যেখানে ৮টি বর্ণ চলে গিয়েছে। ইউজারদের অনুরোধে পরবর্তীতে তা ২৫৬ বর্ণের করা হয়। পরবর্তীতে রিপ্লে সেকশনে ইউজার নেইম অটো-সিলেক্ট হওয়ায় সেই বর্ণগুলোও বেচে যায়। বর্তমানে অবশ্য আপনি চাইলে সেখানে রচনাও লিখতে পারবেন টাকা খরচ করে।
প্রমোশনের ক্ষেত্রে টুইটার গুরুত্বপূর্ণ কেন?
উপরেই আমি বলেছি টুইটার মূলত সেলেব্রিটিদের জন্য নির্মিত হয়েছে। এই প্লাটফর্মে তারা তাদের ভক্তদের সাথে এঙ্গেজড হতে পারে। ভক্তদেরকে নিজের দৈনিন্দন বিষয়াদি শেয়ার করতে পারে। ভক্তরাও তাদেরকে নিজেদের অভিমত জানাতে পারে।
পরবর্তীতে টুইটার হয়ে যায় সামাজিক বিষয় সম্পর্কে বিশ্বকে জানানোর অন্যতম হাতিয়ার। সর্বপ্রথম হ্যাশট্যাগ জনপ্রিয়তা টুইটারেই পায়। হ্যাশট্যাগের মাধ্যমে একটা নির্দিষ্ট ঘটনা সম্পর্কে বিশ্বের নজর কাড়া যেত। বর্তমানে এর ব্যবহার আরও বিশদ। যেকোন বিষয় সম্পর্কে মানুষের নজরে সহজেই আসা যায় হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে।
হ্যাশট্যাগ টুইটারে কিভাবে কাজ করে?
টুইটারে হ্যাশট্যাগ খুবই পাওয়ারফুল। ফেসবুকের কল্যাণে আপনারা ইতিমধ্যে হ্যাশট্যাগ কিভাবে কাজ করে তা বুঝে গেছেন। কিন্তু হ্যাশট্যাগ টুইটারে কিভাবে কাজ করে তা কি জানেন আপনি? এখানেই টুইটার অন্যদের চেয়ে এগিয়ে। ফেসবুকে আপনাকে কোন নির্দিষ্ট হ্যাশট্যাগ সম্পর্কে জানতে হলে তাতে ক্লিক করতে হবে বা সার্চ দিতে হবে। কিন্তু টুইটারে তা করা লাগেনা। আপনি টুইটারের সার্চ (যা Explore নামেও পরিচিত) অপশনে গেলেই জনপ্রিয় হ্যাশট্যাগগুলো দেখতে পাবেন। সেটিংস অনুযায়ী তা ইউজার ভেধে ভিন্ন হতে পারে, কিন্তু তা আসবেই। ট্রেন্ডিং ট্যাগগুলোই সেখানে দেখা যায়। যাতে সহজেই যেকোন ট্যাগ ইউজারদের নজরে আসে। হ্যাশট্যাগগুলোতে কতটা টুইট পড়েছে তাও দেখা যায়।
হ্যাশট্যাগের মাধ্যমে কিভাবে PUSS প্রমোশন করবেন?
টুইটারে বর্তমানে দুটি ট্যাগ প্রচলিত। একটি স্বাভাবিক [#] আরেকটি [$]। ডলার সাইনটি আমি যতটুকু জানি ক্রিপ্টো কয়েনের প্রমোশনের জন্য ব্যবহার করা হয়। যেকোন একটিতে গেলেই আপনি ওই টপিকের যাবতীয় টুইট দেখতে পাবেন। এখানেই আপনাকে কিছু বিষয় বুঝতে হবে। গুরুত্বের সুবিধার্থে লেখাটি আমি ইটালিক এবং বোল্ড করে লিখছি।
টপিকে গেলে আপনি শুরুতেই TOP Tweet সেকশনটি দেখবেন। এখানে ওসব টুইটই থাকে যা ওই নির্দিষ্ট টপিকের সবচেয়ে এঙ্গেজড টুইট। এখানে, আমাদের দায়িত্ব হলো #PUSS এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের (একাউন্ট) টুইটগুলোতে এঙ্গেজ বাড়ানো। যেমনঃ লাইক দেয়া, রিটুইট করা এবং রিপ্লে দেয়া
তাহলে যখন কোন ইউজার তা সার্চ দিবে বা ওই হ্যাশট্যাগে আসবে তা সে দেখতে পাবে। কিন্তু আমি দেখতে পাই ওই টুইটগুলোতে আমাদের কমিউনিটির এডমিন, মর্ডারেটর এবং গুটি কয়েক ইউজার ব্যতিত কেউই রেসপন্স করেনা। সেখানে রিপ্লে থাকে বিভিন্ন ফিশিং এবং স্ক্যামারের। এখানে, আমরা $PUSS কয়েনের রিপ্লে তো দিবোই, অন্য ইউজারদের সাথেও আলোচনা করতে পারি। এতে করে মূল টুইটের রিচ এবং এঙ্গেজমেন্ট দুটিই বাড়বে।
SunPump এর টুইটের ক্ষেত্রে করণীয়
সানপাম্পের অফিসিয়াল একাউন্টও ফলো দিয়ে রাখতে পারেন। তাদের টুইটের রিপ্লে দিবেন এবং সেখানে আপনি যে একজন PUSS হোল্ডার তা বুঝাবেন। পুশের যে ভবিষ্যৎ আছে, একটা বিশাল কমিউনিটির সাপোর্ট আছে তা উল্লেখ করবেন। ডলার সাইন বা হ্যাশ, যা-ই ইউজ করেন, পুশের নামের আগে তা লাগাবেন। তখন পুশ এমনিতেই অন্যদের চোখে হাইলাইট হবে। অন্য কয়েনের সদ্যসদের সাথে কথা বলবেন, সেখানেও পুশের প্রমোশন করবেন ট্যাগের মাধ্যমে। মনে রাখবেন, যত বেশি ট্যাগসহ টুইট, ততবেশি চান্স ট্যাগ ট্রেডিং-এ যাওয়ার।
কেন ফটো দিবেন?
আবার সেই সার্চ হিস্টোরিতে ফিরে যাই। সেখানে টপ টুইটের পাশে মিডিয়া অপশনও আসে। সেখানেও টপ ট্রেডিং টুইটের মত মিডিয়াসহ টপ টুইটগুলো শো করে। আর ফটো সহজেই সবার নজরে পড়ে। এজন্য অবশ্যই ফটো জরুরি।
সাবধান
টুইটারে কেবল হ্যাশট্যাগ দিয়ে টুইট, রিপ্লে করবেন না। টুইটারের সার্ভার অনেক পাওয়ারফুল। এমন কিছু তারা সর্বপ্রথম এনেছে যা অন্য সাইটগুলো চিন্তাও করেনি। মিউট করা, শব্দ মিউট করা এসব ফিচার কিন্তু তারাই শুরু করেছে; তাও আবার এক দশক আগেই। বট ডিটেক্ট করার জন্য তাদের নিজস্ব পদ্ধতি রয়েছে। এজন্য অবশ্যই নিজস্ব কিছু লেখা সেখানে রাখবেনই।
PUSS Coin এর সাফল্য
আপনারা কতটুকু জানেন জানি না, তবে প্রমোশনের ক্ষেত্রে PUSS Coin কিন্তু অনেক সফল ইতিমধ্যে। আপনারা যদি গুগলে PUSS Coin নিয়ে সার্চ দেন তবে আমাদের সম্মানিত এডমিন @nusuranur আপুর একটি পোস্ট কিন্তু র্যাংকিং-এ শো করে। সাধারণ ক্যাটাগরি আর ইমেজ ক্যাটাগরি দুটোতেই। তাছাড়া আমাদের প্রিয় মর্ডারেটর @alsarzilsiam ভাইয়ের একটি লেখাও র্যাংক করেছে। একটি সিক্রেট বলি। সপ্তাহখানেক পর সার্চ দিলে আমার এই লেখাটাও র্যাংকে পেতে পারেন। হাহা।
কিভাবে এঙ্গেজ বাড়াবেন?
এই পয়েন্টের মাধ্যমে আমার লেখা শেষ করছি। টুইটারে দ্রুত এঙ্গেজ করার জন্য আমাদের পুশের অফিসিয়াল একাউন্ট ফলো দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন। ঠিক ইউটিউবের মতই কাজ করে। নতুন কিছুনা।
আমি টুইটারে গত বেশ কবছর ধরেই একটিভ না। তবে বেশ দীর্ঘ সময় আমি ওই প্লাটফর্মে। ধরতে গেলে এক যুগ। আশাকরি, আমার অভিজ্ঞতা আপনাদের কিছুটা কাজে লাগবে
|
|
আমরা যারা টুইটার নিয়মিত ইউজ করিনা তাদের জন্য টুইটারে হঠাৎ এমন কোন পোস্ট করা আসলেই বেশ কষ্টকর। সেরকম বিড়ম্বনায় আমি গতকাল রাতে পড়েছিলাম। আপনার পোষ্টটি আগে দেখলে হয়তো অনেক বেশি উপকার হতো। খুব সুন্দরভাবে আপনি সবকিছু বিস্তারিত বর্ণনা করেছেন। আপনার পোস্টটি পড়লে যে কেউ টুইটারে সহজে পোস্ট করতে পারবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও আসলে গতরাতে হ্যাংআউটের সময় মনে হয়েছে লেখা উচিৎ। এজন্য রাত জেগে লিখলাম। ভালো লাগলো আপনি বুঝতে পেরেছেন জেনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই আলোচনা করে। আমরা চাইলে আমাদের কমিউনিটির এই কয়েনটা ব্যাপকভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি টুইটারের মাধ্যমে। ঠিক তেমনি আপনি আপনার সুন্দর অনুভূতি ব্যক্ত করেছেন এখানে। যা করার মধ্য দিয়ে অনেক কিছু ধারণা লাভ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। ধারণা দেয়ার উদ্দেশ্য নিয়েই লেখা। ভালো লাগলো জেনে যে আপনি কিছুটা ধারণা পেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব চমৎকার একটি পোস্ট তুলে ধরেছেন ভাইয়া। বেশ সুন্দরভাবে আপনি সবকিছু গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনি দারুণ ভাবে puss কয়েন টুইটারে প্রমোশনের গাইড লাইন তুলে ধরেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার চমৎকার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit