অধিকার আদায়ের আন্দোলনের সমর্থনে রচিত কবিতা - প্রিয় সংগ্রামী

in hive-129948 •  2 months ago 

আসসালামুআলাইকুম। বাংলাদেশ বর্তমানে নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম কোটা বিরোধী আন্দোলনে উত্তাল। বৈষম্য দূর করার এই আন্দোলনে আমি শারীরিক ভাবে অংশ নিতে না পারলেও যৌনভাবে সমর্থন জানাচ্ছি৷ আন্দোলনরত শিক্ষার্থী ভাই-বোনদের উৎসর্গ করে আমার এই কবিতা।


pexels-mohamedelaminemsiouri-2246258.jpg

Photo by Amine M'siouri

প্রিয় সংগ্রামী

তোমরা আছো বলেই মুক্তির স্বপ্ন দেখি
রক্তের কালীতে বিজয়গাঁথা লেখি।
তোমরা আছো বলেই নতুন ভোর হয়।
অধিকারের আন্দোলন রয়েছে সর্বদা অবক্ষয়।

অতীতেও তোমরা এসেছেলি প্রীতিলতা হয়ে।
ক্ষুদিরাম ফাঁসিতে শহীদ হয়েছে, মরেনি ভয়ে।
তুমি এসেছিলে আসাদ হয়ে, ৬৯-এর অভ্যুত্থানে।
যতবার হয়েছে শোষণ জাতি, তুমি গর্জেছিলে সেইক্ষণে।

তুমি এসেছো নজরুলের কলমের কালিতে।
তোমার বিজয়ে কেঁদেছে শোষক পরাজয়ের গ্লানিতে।
তুমি ছিলে সুকান্তের সেই তারুণ্যদীপ্ত কবিতায়,
তোমার জন্য নিপিড়ীত মানুষ নতুন ভোর চায়।

তুমি অটল, তুমিই অবিচল হিমালয়ের মত।
তুমি ভাঙ্গবে না, তুমি হারবে না, আঘাত আসুক যত।
টিপু সুলতানের তরবারির মত তুমি রবে শাণিত।
তোমার জন্যই মুক্তি মোদের রবে চির অক্ষত।

তুমি আবারও গর্জে উঠবে, কন্ঠে মুজিবের।
গদ্যে-পদ্যে থাকবে অম্লান, উৎসাহে কবিদের।
তুমি আছো বলেই, আমরা এখনও স্বপ্ন দেখি ওহে,
রবে তুমি ততদিন, যতদিন বাংলায় পদ্মা-মেঘনা বহে।

তোমার জন্য আছে এবুকে আজও স্পর্ধা।
তোমায় জানাই বুক ভরে একরাশ শ্রদ্ধা।
তোমার হয়ে চলতে থাকবে সাংবাদিকের কলাম।
তোমাকে জানাই আজকে আমি প্রতিবাদী সালাম।


নোটঃ আমি ঠিক জানিনা কবিতাটি কমিউনিটির নিয়ম ভঙ্গে করেছে কিনা। যদি করে থাকে অবশ্যই মিউট করে দিবেন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.