প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম ফার্মেসির ধরণ নিয়ে। দ্বিতীয় পর্বে আলোচনা করেছি ট্রিটমেন্ট বেইজড খুচরা ব্যবসায়ী নিয়ে। তৃতীয় পর্বে আলোচনা করেছি ট্রিটমেন্ট ও প্রেসক্রিপশন; দুটির উপরেই ফোকাস থাকে এমন ফার্মেসি নিয়ে। চতুর্থ পর্বে আলোচনা করেছি কেবল মাত্র প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে পরিচালিত ফার্মেসিগুলো নিয়ে। পঞ্চম পর্বে আলোচনা করেছি খুচরা ও পাইকারি; দুটোই পরিচালিত করে এমন ফার্মেসি নিয়ে। ষষ্ঠ পর্বে আলোচনা করেছি ক্যাশ ও ক্রেডিত পদ্ধতির বিজনেস নিয়ে। আজ সপ্তম ও শেষ পর্বে আলোচনা করবো প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র নিয়ে।
পর্ব ১ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব -১ - ফার্মেসির ধরণ
পর্ব ২ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ২ - খুচরা ব্যবসায়ীঃ ট্রিটমেন্ট বেইজড
পর্ব ৩ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৩ - খুচরা ব্যবসায়ীঃ ট্রিটমেন্ট ও প্রেসক্রিপশন বেইজড
পর্ব ৪ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৪ - প্রেসক্রিপশন পয়েন্ট।
পর্ব ৫ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৫ - খুচরা ও পাইকারি
পর্ব ৬ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৬ - ক্যাশ ও ক্রেডিট পদ্ধতিতে প্রোডাক্ট ক্রয়।
একটি ফার্মেসি খুলতে হলে আপনাকে বেশ কিছু কাগজপত্র প্রস্তুত করতে হবে। নিচে আমি সেগুলো বিস্তারিত তুলে ধরছি। তবে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কি ধরণের ফার্মেসি দিবেন তা আগে আপনাকে নিশ্চিত করতে হবে।
ড্রাগ লাইসেন্স
ড্রাগ লাইসেন্স হচ্ছে একটি ফার্মেসি দেয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং জরুরি নথি। আপনি এই লাইসেন্স ছাড়া কোন অবস্থাতেই বৈধ ভাবে ফার্মেসি খুলতে পারবেন না। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি - বিসিডিএস (Bangladesh Chemist and Druggist Samity - BCDS) এই লাইসেন্স প্রদান করে থাকে। প্রতিটা জেলাতেই বিসিডিএসের শাখা রয়েছে। আপনি যে স্থানে ফার্মেসি খুলবেন সেই জেলার বিসিডিএস শাখা থেকে আপনার লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নেয়ার জন্য আপনাকে আরও কিছু নথিপত্র নিতে হবে। এসব নথিপত্র নিম্নে আলোচনা করা হল।
ট্রেড লাইসেন্স
ড্রাগ লাইসেন্স নেয়ার জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে। তাছাড়া, সকল দোকানেরই ট্রেড লাইসেন্সের দরকার হয়। ট্রেড লাইসেন্স শহরের হলে সংশ্লিষ্ট কাউন্সিল অফিস আর মফস্বল বা গ্রামের হলে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয়।
মালিকানা সনদ/ভাড়ার চুক্তি নামা
দোকানের পজিশন যদি আপনার নিজের হয়ে থাকে তবে তার সত্যায়িত ফটোকপি লাগবে। যদি ভাড়া নিয়ে থাকেন তবে ৩০০টাকার স্ট্যাম্পে ভাড়ার চুক্তি নামা প্রদর্শন করতে হবে।
নিয়োগকৃত ফার্মাসিস্টের অঙ্গীকার নামা
ড্রাগ লাইসেন্স পেতে হলে আপনার একজন ন্যূনতম সি-ক্যাটাগরি ফার্মাসিস্টের অঙ্গীকার নামা দিতে হবে। ওই ফার্মাসিস্ট আপনার ফার্মেসিতে নিয়োগ থাকবে। যদি আপনি নিজেই রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট হন, তবে অসুবিধা নেই। যদি না হন, তবে নিয়োগ দিতে হবে। ফার্মাসিস্ট ৩ ক্যাটাগরির হয়।
এ ক্যাটাগরি
যারা ফার্মাসি সাবজেক্ট নূন্যতম স্নাতক করেছে এরা হলো এ-ক্যাটাগরি ফার্মাসিস্ট। মডেল ফার্মেসির লাইসেন্স নিতে হলে একজন এ-ক্যাটাগরির ফার্মাসিস্ট প্রয়োজন।
বি ক্যাটাগরি
যারা ফার্মাসিতে ডিপ্লোমা করেছে তারা হল বি ক্যাটাগরি ফার্মাসিস্ট। মডেল ফার্মেসি ব্যতিত অন্য সকল ফার্মেসির ক্ষেত্রে তারা উপযুক্ত।
সি ক্যাটাগরি
বিসিডিএসের অধীনে ৬ মাস মেয়াদি সরকারি কোর্স করে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এই ক্যাটাগরির ফার্মাসিস্ট। মডেল ফার্মেসি ব্যতিত সকল ফার্মেসির ক্ষেত্রে তারা উপযুক্ত।
আপনাকে নিয়োগকৃত ফার্মাসিস্টের রেজিষ্ট্রেশন সনদের কপি দিতে হবে। যদি নিজে হন, তবে নিজের সনদের কপি দিবেন।
মালিকের NID কার্ড
মালিকের NID কার্ডের কপি দিতে হবে।
এছাড়া আরও কিছু প্রয়োজনীয় নথি লাগবে যা আপনার কাছে কোন না কোন ভাবে মজুদ রয়েছে। ড্রাগ লাইসেন্স ব্যতীত যেকোনো প্রকার সনদই আইনগত ভাবে মূল্যহীন এবং আপনার ফার্মেসি অবৈধ বলে বিবেচিত হবে।
বিশেষ বিষয়
অনেকেই মনেকরেন বিভিন্ন রকমের কোর্স যেমনঃ ডিএমএফ, এলএমএফ, ম্যাডস কোর্স করে বৈধভাবে ফার্মেসি দেয়া যায় যা একান্তই মিথ্যা কথা। চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এসব কোর্স আপনার নিজের প্রয়োজন। কিন্তু ড্রাগ লাইসেন্স নেয়ার ক্ষেত্রে এসব মূল্যহীন। ড্রাগ সুপারও এসব সার্টিফিকেটকে মূল্যায়ন করবেনা।
এই ছিল ফার্মেসি নিয়ে আমার সিরিজ। এই লেখার মাধ্যমে আমি এই সিরিজের সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইল।
নিজের সম্পর্কে |
আমি মুহাম্মাদ সাব্বির আকিব। ডাকনাম আকিব। পেশায় একজন ফার্মাসিস্ট। রসায়ন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স সম্পন্ন করেছি। এরপর মনেহলো আর প্রয়োজন নেই। যার জন্য আর পড়াশুনা করিনি। গ্রামের বাড়ি চাঁদপুর এবং এজন্য একটা গর্ব কাজ করে। থাকি রাজধানী ঢাকা জেলার সাভার উপজেলারত আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit