প্রিয় সেবা প্রকাশনী নিয়ে কিছু কথা।

in hive-129948 •  yesterday 

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। ফেব্রুয়ারি মাসে চলছে একুশে বইমেলা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পুরো মাসে আমি আমার বাংলা ব্লগে শুধুমাত্র বই নিয়ে লিখব। তারই ধারাবাহিকতায় আজ লেখব একটি প্রকাশনী নিয়ে।


old-books-436498_1280.jpg

Image by Michal Jarmoluk from Pixabay


ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমি বই নিয়ে লেখার যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ তার শেষ লেখা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই লেখাটি একটি প্রকাশনী নিয়ে লেখবো। যা আমার খুব প্রিয় একটি প্রকাশনী। প্রকাশনীটির নাম সেবা প্রকাশনী। আজ বলবো কেন এই প্রকাশনীটি আমার সবচেয়ে প্রিয়?

সেবা প্রকাশনীর দুটি বিখ্যাত সিরিজ হচ্ছে মাসুদ রানা সিরিজ এবং তিন গোয়েন্দা সিরিজ। কিশোরদের অন্যতম প্রিয় তিন গোয়েন্দা সিরিজ দেশে কিশোর বয়স থেকেই একটি পাঠক সমাজ তৈরি করতে সক্ষম হয়েছে। যারা পরবর্তীতে মাসুদ রানা সিরিজের মাধ্যমে পুরোপুরি বইয়ের জগতে প্রবেশ করে। যার কারণে যে কোন পাঠকের কাছেই সেবা প্রকাশনীর এই অবদান অমূল্য। কারণ তারা বাংলাদেশে পাঠক সৃষ্টি করেছে।

সেবা প্রকাশনী বহু বিদেশি বিখ্যাত বই অনুবাদ করেছে। যেই অনুবাদ গ্রন্থগুলো পাঠক সমাজ পড়েছে। এতে করে বিদেশি সাহিত্যের সাথে বাংলাদেশী পাঠকদের পরিচয় হয়েছে। আমি নিজেও বহু বিদেশি অনুবাদ গ্রন্থ সেবা প্রকাশনীর মাধ্যমে পড়েছি। হেনরি রাইডার হ্যাগার্ড, আলেকজান্ডার দ্যুমা, চার্লস ডিকেন্স, রবার্ট লুই স্টিভেনসন, আলেকজান্ডার বেলায়েভসহ এমন বহু জগৎ বিখ্যাত সাহিত্যিকের সাথে আমাদের পরিচয় হয়েছে সেবা প্রকাশনীর মাধ্যমে।

সেবা প্রকাশনীর সবচেয়ে বড় বিষয় ছিল তারা খুব স্বল্পদামে পাঠকদের কাছে বই বিক্রি করেছে। বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা খুব একটা ভালোনা। এটা আমরা সকলেই জানি। আমাদের দেশের প্রেক্ষাপটে বই পড়া এখনো সৌখিনতার পর্যায়ে আছে। সেই জায়গা থেকে অন্যান্য প্রকাশনীর দামি দামি বইগুলো ক্রয় করা বেশিরভাগ পাঠকেরই সাধ্যের বাইরে। সেই জায়গায় সেবা প্রকাশনী সাধ্যের মধ্যে পাঠকদের জন্য বই এনেছে। যার কারণে বহু বিদেশি সাহিত্য এবং মাসুদ রানা ও তিন গোয়েন্দা আমরা পড়তে পেরেছি। কিশোররা পড়তে পেরেছে। সাধারণ ছাত্র-ছাত্রীরা পড়তে পেরেছে। যদি তারা এমন সুলভ মূল্যে বই বের করতে না পারতো, তাহলে হয়তো অনেক পাঠক অঙ্কুরেই ঝরে যেত।

বাংলাদেশে পাঠক সমাজ সৃষ্টিতে সেবা প্রকেশনীর অবদান অনস্বীকার্য। যে যত কথাই বলুক, সেবা প্রকাশনী ঠিক এই জায়গাতে অন্য সকল প্রকাশনীর চেয়ে যোজন যোজন এগিয়ে। সেবা প্রকাশনী বেঁচে থাকবে সমগ্র পাঠকের হৃদয়ে। তাই আমার শেষ লেখাটি আমি সেবা প্রকাশনীকে নিয়েই লিখলাম।


IMG_5055.jpg

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
az_recorder_20250228_221058.jpgaz_recorder_20250228_220917.jpgaz_recorder_20250228_220843.jpgaz_recorder_20250228_220756.jpg
Twitter PromotionCMC PromotionDEXScreen Vote#CoinGem# Vote