এলাকায় একটি নতুন রাস্তা বানানোর চিত্র।

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি চমৎকার জিনিস শেয়ার করব। সেটি হচ্ছে কিভাবে বর্তমানে নতুন ভাবে রাস্তা পাকা করা হয় তা সম্পর্কে।


pexels-myatezhny39-2678104.jpg

Photo by Darya Sannikova


কিছুদিন আগে আমাদের এখানে একটি রাস্তা নতুনভাবে পাকা করা হয়। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে এই কৌশলে রাস্তা পাকা করা হচ্ছে। এই কৌশলটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ আমার মনে হয় এভাবে রাস্তার ভীত অত্যন্ত গভীর হয় এবং প্রচুর পরিমাণে লোড সইতে পারে। যখন রাস্তাটি পাকা করা হয় তখন আমি এর বেশ কিছু ছবি তুলেছিলাম। আজ আমি সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব।

নতুন রাস্তা করার আগে রাস্তা যেন বারবার খোঁড়া না লাগে এজন্য আগে যেসব রাস্তায় সুয়ারেজ লাইন নেই সেই রাস্তাগুলোতে আগে সুয়ারেজ লাইন করা হয়। রাস্তাটি যখন সুয়ারেজ লাইন করার জন্য খোঁড়া হচ্ছিল তখন আমার মাথায় ছবি তোলার কথা আসেনি, তাই আমি ছবিগুলো তুলিনি। যাইহোক যখন রাস্তায় রড বাধা হচ্ছিল তখন আমার মনে হল যে ছবিগুলো সংরক্ষণ করে রাখি। পরে হয়তো আপনাদের সাথে শেয়ার করা যাবে।


IMG_20241205_200452_929.jpg

রাস্তায় ঢালাইয়ের আগে এভাবে একদম নিচে প্লাস্টিক দেওয়া হয়েছিল যাতে করে ঢালাইয়ের কংক্রিটগুলো রাস্তার বালির সাথে মিশে না যায়।

IMG_20241208_220022_413.jpg

এরপর সেই প্লাস্টিকের উপরে রড রাখা হয়। নির্দিষ্ট দূরত্বে রডগুলোর নিচে ইটের টুকরো দিয়ে সাপোর্ট দেয়া হয়েছিল যাতে করে রডগুলো কিছুটা ভেসে থাকে। যাতে করে কংক্রিটগুলো যেন রডের উপরে এবং নিচে দুই জায়গাতেই সমান ভাবে থাকে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

IMG_20241208_220028_361.jpg

সুয়ারেজ লাইনের কোথাও কোন সমস্যা হলে যাতে তার সমাধান করা যায়, এজন্য আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে সেই সুয়ারেজ লাইনের উপরের ঢাকনা; যাতে করে পুরো রাস্তা না খুড়েই কেবল ঢাকনাগুলো খুলেই সুরাজ লাইনের সমস্যাগুলো সমাধান করা যায়।

IMG_20241208_220312_424.jpg

এটাকে বলে সুইচিং মেশিন। এই মেশিনের সাহায্যে স্টিলের পাইপের মাধ্যমে অনেক দূরে ডালাইয়ের জন্য প্রস্তুতকৃত কংক্রিট পাঠানো যায়। যেহেতু রাস্তাটি বেশ বড় ছিল অর্থাৎ প্রায় আধা কিলোমিটার সেহেতু, এই সুইচিং মেশিনের দরকার ছিল যাতে করে এটি নির্দিষ্ট স্থান থেকে যে জায়গায় প্রয়োজন সেখানে কংক্রিট পাঠানো যায়।

IMG_20241208_220022_413.jpg

এই হচ্ছে সেই পাইপগুলো যাতে করে সুইচিং মেশিন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঢালাইয়ের জন্য প্রস্তুতকৃত কংক্রিট পাঠানো হয়।

IMG_20241209_213759_601.jpg

এই গাড়িগুলোর নাম আমি জানিনা। তবে এটা জানি যে, এই গাড়িগুলোর ভেতরে প্রস্তুতকৃত কংক্রিট থাকে কোথাও ঢালাই দেওয়ার জন্য।

IMG_20241209_221809_432.jpg

কংক্রিট ভর্তি গাড়ি থেকে সুইচিং মেশিনে কংক্রিট ঢালা হচ্ছে যাতে করে তা প্রয়োজনীয় স্থানে পাঠানো যায়।


IMG_20241210_223042_987.jpg

ঢালাইয়ের পর এভাবে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল যাতে করে কেউ ভুলবশত হেঁটে গিয়ে রাস্তার ক্ষতি করতে না পারে।

এই রাস্তাটি হওয়ায় আমাদের ওই স্থানের যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হয়েছে। আগে সে রাস্তায় হাঁটাচলা করতে বেশ কষ্ট হতো। বর্ষাকালে রাস্তায় পানি জমে থাকত। তাছাড়া ভাঙা রাস্তায় রিক্সা কিংবা গাড়ি কিংবা সাইকেলে যেতে খুবই কষ্ট হতো। বর্তমানে সেই অবস্থা আর নেই। এখন চলাচল করে বেশ আরাম পাওয়া যায়।


gif.gif

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Screenshot_20250101-213411.png

Tweet from own a/c


Screenshot_20250101-213352.png

CoinMarketCap Post


Screenshot_20250101-213513.png

Screenshot_20250101-213448.png

DEX + Others Vote Screenshot


Screenshot_20250101-213531.png

Super Walk