আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি মহল্লাভিত্তিক একটি সমস্যা নিয়ে কথা বলব। সেটি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ।
নির্মাণ কাজের সাথে কমবেশি আমরা সকলেই পরিচিত। পাড়ায় মহল্লায় প্রায়ই নির্মাণ কাজ চলতে থাকে। কিন্তু মাঝে মাঝে এই ধরনের কনস্ট্রাকশনের কাজ জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। মহল্লার রাস্তাগুলো এমনিতেই বেশ সরু হয়। এই কন্সট্রাকশনের কাজের সময় কাজের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যেমনঃ ইট, রড, বালি, সিমেন্ট, ইত্যাদি রাস্তার উপরেই রাখা হয়। তখন দেখা যায় সরু রাস্তা আরও সরু হয়ে গেছে। পাশাপাশি দুটো রিক্সা যখন এমনিতেই যেতে কষ্ট হয় তখন এভাবে রাস্তা দখল করলে একটি রিক্সাও যাওয়ার জো থাকে না। এমনকি মানুষের হাঁটাচলা করতেও কষ্ট হয়।
এর পাশাপাশি রয়েছে শব্দ দূষণের মত কাজ। কারণ কনস্ট্রাকশনের কাজে ইট ভাঙ্গাতে হয়। যখন ছাদ ডালাইয়ের কাজ করে তখন এক ধরনের মেশিন আনা হয় যা থেকে প্রচুর শব্দ উৎপন্ন হয়। এতে করে দেখা যায় আশেপাশে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। এসব কাজের সময় প্রচুর পরিমাণ ধুলাবালি উড়ে বেড়ায়। সারাদিন এমন বিদঘুটে শব্দ সহ্য করতে হয়। বাতাসে উড়তে থাকা ধুলোবালি আশেপাশের বাড়িগুলোতে ঢুকে পরিবেশ নষ্ট করে দেয়। বেশিরভাগ সময় তা আমাদের নাকে মুখে প্রবেশ করে ফুসফুসেরও ক্ষতি করতে পারে।
অনেক সময় দেখা যায় কনস্ট্রাকশন এর কাজ হওয়ার পর দেওয়ালে বা ছাদে পানি দেওয়ার প্রয়োজন হয়। তখন এই পানি রাস্তায় এসে পড়ে। আমাদের মহল্লায় এমনও ঘটনা ঘটে, উপরে পানি দেওয়া হচ্ছে নিচে রাস্তা দিয়ে হাঁটাচলা করা মানুষের উপর সে পানির ছিটে ফোটা এসে পড়ছে। তাছাড়া এসব পানির কারণে রাস্তায় পানি জমে থাকে। ক্রমাগত রাস্তায় পানি জমার ফলে রাস্তা স্যাঁতসেঁতে হয়ে যায়। এখন ডেঙ্গু মশার সিজন। এই পানিতে ডেঙ্গু মশাও জন্ম নিতে পারে। এসব বিষয়ে কেউই সচেতন নয়।
কনস্ট্রাকশনের কাজ খারাপ কিছু নয়। কিন্তু খরচ বাঁচানোর জন্য কেউই সঠিক পন্থায় কাজগুলো করে না। তাদের খরচ বাঁচানোর জন্য তারা পরিবেশের ক্ষতি করতে দ্বিধা করে না। যা খুবই অমানবিক এবং বিরক্তিকর কাজ। এবিষয়ে জনসচেতনতা তৈরি খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। নির্মাণাধীন ভবনের মালিকদেরকে এসব কাজের পরিবেশগত ক্ষতি এবং মানুষের স্বাভাবিক জীবনে এর খারাপ প্রভাব সম্পর্কে বুঝাতে হবে। আমি জানি না এসব কাজ কিভাবে করতে হবে, কিন্তু এটা করা খুবই প্রয়োজন।
Location | Ashulia, Savar |
---|---|
Device | Tecno SPARK 6 |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে এই বিষয়টা খুব বিরক্ত লাগে। কারণ এতে করে বাচ্চা এবং বয়স্কদের জন্য বেশ অস্বস্তি হয়। চলাফেরা, ঘুম সবকিছুতেই বিঘ্ন সৃষ্টি হয়। যাইহোক খুব ভালো একটা বিষয় উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আসলেই খুব বিরক্তিকর। আমাদের এদিকে এমন নির্যাতন প্রায়ই সহ্য করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit