লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @sabbirakib

in hive-129948 •  7 months ago 

আসসালামুয়ালাইকুম। আমি @sabbirakib . একজন গেস্ট ব্লগার হিসাবে আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠান এবিবি স্কুল থেকে লেভেল ১ এর লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছি। যদিও পরবর্তী ধাপে উন্নতিকরণের জন্য প্রফেসরগণ আমার উত্তরপত্র মূল্যায়ন করবেন, তবে একজন সদস্য হিসাবে আপনি আমার উত্তরপত্র পড়ে মতামত দিতে পারেন।

IMG_20240715_171848_7.jpg

লেভেল ১ এর প্রশ্নপত্রে যেসব বিষয় আমার কাছে জানতে চাওয়া হয়েছে তা নিচে উল্লখ করা হলোঃ

কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয় ?

স্যাম্পিং হল পরিবেশকে কলুষিত করার অপচেষ্টা যাতে করে অন্যরাও বিরক্ত হয়, পরিবেশও নষ্ট হয়। ন্যূনতম বোধবুদ্ধিসম্পন্ন মানুষ মাত্রই এধরণের কাজে বিরক্ত হবে। কিছু সময় তো এমনও হয় যে সন্দেহের সৃষ্টি হয়। বাংলায় একটা প্রবাদও আছে এই নিয়ে,

অতি ভক্তি চোরের লক্ষণ।

আমাকে যদি কেউ বারবার সালাম দেয়, তাতে যেমন আমার বিরক্ত লাগবে ও সন্দেহ জাগবে তেমনি বারবার খোঁজখবর নিলেও একই অনুভূতি হবে। কিন্তু যদি প্রথম সাক্ষাতে একবারই সালাম ও খোঁজ নেয়া হয়, সেটা দুজনের জন্যই আনন্দের হত। এইরকম বিরক্তি উদ্রেককারী কাজ পুনঃপুনঃ করাটাই মার্জিত ভাষায় স্প্যামিং।

তাছাড়া অপ্রাসঙ্গিক কর্মকান্ডও স্প্যামিংয়ের আওতায় পড়ে। আমি খেলার মাঠে গিয়ে যদি আলোর গতি বা মহাকর্ষ-অভিকর্ষের কথা বলি সেটাতো আর প্রাসঙ্গিক না। বরং বিরক্তি উদ্রেক করবে। আবার, অহেতুক কারও পরিচয় আওড়ানোও স্প্যামিং। ধরেন আমার সাথে বাংলাদেশের একজন মন্ত্রীর ভালো সম্পর্ক রয়েছে। এখন কথায় কথায় তো আমি তাকে ফোন দিতে পারিনা। এটা যেমন উনার জন্য বিরক্তিকর তেমনি সম্পর্ক নষ্ট করার মত একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। আর এজন্যই এটাও স্প্যামিং যে নিজের কোন পোস্টে বা কমেন্টে কাউকে বারবার মেনশন করা।

ফটো কপিরাইট সম্পর্কে আমি কি ধারণা অর্জন করেছি?

কপিরাইট হল একটি ক্ষমতাবল যার দ্বারা কারও মৌলিক কাজ সংরক্ষণ করা থাকে। বিশেষ করে লেখা ও ফটোর ক্ষেত্রে এর প্রচলণ বহুল। আমাদের যেমন সম্পদের মালিকানা থাকে, কপিরাইটও এমন একটা বিষয়। আমি চাইলেই যেমন কারও বাসায় গিয়ে থাকতে পারবো না তার অনুমতি ছাড়া, কারও জমিতে চাষ করতে পারবোনা তিনি সায় না দিলে; কপিরাইটও লেখা এবং ফটোগ্রাফির ক্ষেত্রে এমন গুরুত্ব বহন করে।

ফটো কপিরাইট হল সেই ক্ষমতা যাতে একজন তার নিজের তোলা ছবি নিজের নামে অনলাইনে সংরক্ষণ করে রাখেন। তার অনুমতি ব্যতিত কেউ তা ব্যবহার করতে পারবেনা। করলে তাকে কপিরাইট আইনের আওতায় আনা হবে।

তিনটি ওয়েবসাইটের নাম, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়

বেশ কিছু ওয়েবসাইট রয়েছে কপিরাইট ফ্রি ছবি সংগ্রহ করার জন্য। এরমধ্যে আমার প্রিয় তিনটি হচ্ছে-

  1. Pexel
  2. Pixabay
  3. Unsplash

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ হচ্ছে একটি সংক্ষিপ্ত পরিচয়। আমার লেখার মূল বিষয়বস্তু কি তা ট্যাগের মাধ্যমে তুলে ধরা হয়। আমার পরিচয়ের ক্ষেত্রে যেমন আমি বলি আমি একজন পুরুষ কিংবা একজন বাংলাদেশী কিংবা একজন ফার্মাসিস্ট; তখন মানুষ আমার সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পায়। তেমনি আমার লেখা ঠিক কোন বিষয়ের উপরে সেটাও ট্যাগের মাধ্যমে সহজেই এবং সংক্ষিপ্ত ভাবে অন্যদেরকে বোঝানো যায়।

যেমনটা আমি বলেছিলাম, ট্যাগের ব্যবহার মূল বিষয়বস্তুর উপর ভিত্তি করে করতে হবে। যেমন আমি এই লেখাটা আমার বাংলা ব্লগ এর স্কুলের লেভেল ১ এর পরীক্ষার জন্য লিখলাম। তাহলে এখানে আমি আমার বাংলা ব্লগের মূল ট্যাগ #abb অথবা #abb-school কিংবা পোস্টের মূল ট্যাগ #abb-level01 ব্যবহার করতে পারি৷ কিন্তু অপ্রাসঙ্গিক ট্যাগ আমি মোটেও ব্যবহার করব না। আমি যদি এখানে কোন কন্টেস্ট ট্যাগ, বা ভ্রমণের ট্যাগ ব্যবহার করি সেটা স্প্যামের আওতায় পড়বে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

নিচে উল্লেখিত বিষয়ের উপর ভিত্তি করে আমার বাংলা ব্লগে পোস্ট লেখা নিষিদ্ধ।

  • ধর্মীয় এফিলিয়েশন
  • চাইল্ড পর্নোগ্রাফি
  • নারী বিদ্বেষমূলক, নারীর সম্মানহানীকর ও নারী নির্যাতনমূলক
  • বর্ণবৈষম্য ও শিশুশ্রম সমর্থন করে এমন লেখা
  • ধর্ম, ব্যক্তি বা জাতিকে আক্রমণ করে লেখা
  • কোন রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তির বিরোধী কিংবা সমর্থনকারী লেখা
  • অবৈজ্ঞানিক, মিথ্যা-গুজব ও কুসংস্কারাচ্ছন্ন লেখা
  • পশু-পাখি নির্যাতন বা হত্যাকরামূলক লেখা/ছবি
  • ট্যাগ ব্যাতিত NSFW অশ্লীল ও যৌনতামূলক পোস্ট
  • অপরাধমূলক কাজের সমর্থনকারী পোস্ট।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

প্লাগারিজম হল এক ধরনের চুরি। লেখালেখির ক্ষেত্রে এই শব্দটির প্রচলন বেশি। অন্য কারও লেখাকে পুরোপুরি কিংবা রঙচঙ মেখে নিজের বলে উপস্থাপন করাটাই হলো প্লাগারিজম। একটা উদাহরণ দিলে হয়ত আরও ভালো বুঝবেন। ধরুন, আমার একটি মোটরসাইকেল কেউ চুরি করে নিয়ে গেল। এখন উনি এটা কোন পরিবর্তন না করে চালালেও যেমন চুরি থাকে তেমনি তার রঙ পরিবর্তন করে, কিংবা পার্টস পরিবর্তন করলেও তা চুরিই থাকবে। মোটরসাইকেলটা চোরের হয়ে যাবেনা। লেখার ক্ষেত্রেও তাই। আমার লেখা অন্য কেউ চুরি করে নিয়ে পুরোটাই কিংবা সামান্য পরিবর্তন করেও যদি ব্যবহার করে তবুও তা চৌর্যবৃত্তি হিসাবেই পরিগণিত হবে।

Re-write আর্টিকেল কাকে বলে?

অন্য কারও লেখা থেকে উজ্জীবিত হয়ে কিংবা পরিসংখ্যান নিয়ে অথবা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিজের মত সাজিয়ে লেখাকে re-write আর্টিকেল বলে। অন্য ভাষায় লেখা আর্টিকেলও যদি নিজের মতকরে সাজিয়ে ভাষার রূপান্তর করা হয় তাও re-write এর আওতায় পড়বে। এসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন লেখার ৭৫%-ই মৌলিক হয়। বাকি ২৫% তথ্য কিংবা উদ্বৃতিসমূহের যেন সোর্স উল্লেখ থাকে। ক্ষেত্রবিশেষে, নিজের লেখাও নতুন করে সাজিয়ে লেখাটা re-write.

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

Re-write আর্টিকেলের ক্ষেত্রে আমি কোথা থেকে তথ্য বা Data নিয়েছি তার সোর্স (অনলাইন ভার্সন হলে লিংক) উল্লেখ করতে হবে।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি পোস্টের শব্দ সংখ্যা যখন ১০০ এর কম হয়, অথবা একটি মাত্র ফটো থাকে তখন সেই পোস্টকে ম্যাক্রো পোস্ট আখ্যা দেয়া হয়।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার "আমার বাংলা ব্লগে" সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।


লেভেল ১ এর লিখিত পরীক্ষার জন্য এই ছিল আমার উত্তরপত্র। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, এই কামনা রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি দেখছি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আসলে ক্লাসের মধ্যে একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে এই বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পারা যায়। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করছি ধারাবাহিকতা বজায় রেখে বাকি লেভেল গুলো শেষ করে নেবেন। আর এতে করেই ভেরিফাইড সদস্যে পরিণত হবেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো।

শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ আপু। আশাকরি লেভেলগুলো কমপ্লিট করতে পারবো এবং পূর্ণ সদস্যে পরিণত হব।

অনেক সুন্দর লিখিত পরীক্ষা দিয়েছেন। আমি আশা করি আপনি পরবর্তী লেভেল গুলো এভাবে উত্তীর্ণ হবেন এবং একজন ভেরিফাইড মেম্বার হিসেবে খুব তাড়াতাড়ি কাজল করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

অনেক ধন্যবাদ আপু।

দারুন পরীক্ষা দিয়েছেন ভাই। সুন্দর ভাবে প্রতিটা প্রশ্নের উত্তর লিখেছেন।

ধন্যবাদ, প্রফেসর। রেজাল্ট পেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ কমিউনিটি পরিচালক ও নির্বাহকদের।