আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি কথা বলব আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো নিয়ে। কেন আমাদের মত দেশগুলোর জন্য তাদের সেবা জরুরি সেই বিষয় নিয়ে আমি কথা বলব।
বাংলাদেশকে ধরা হয় একটি তৃতীয় বিশ্বের দেশ হিসেবে। আমাদের সরকার যতই দাবি করুক আমরা একটি উন্নয়নশীল দেশ, কিন্তু বাস্তবিক বিষয় হচ্ছে আমরা এখনো দরিদ্র একটি দেশ। আমাদের দেশের বেশিরভাগ মানুষই স্বাস্থ্য বিষয়ে খুবই অসচেতন। যার কারণে এসব দাতব্য সংস্থাগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের দেশের মানুষ দীর্ঘদিন রোগাক্রান্ত হয়েও ডাক্তারের কাছে যেতে চায় না, ওষুধও খায় না। দুটি কারণ প্রধান হিসেবে আমি চিহ্নিত করেছি। একটি হচ্ছে, রোগের বিষয়ে অনীহা এবং আরেকটি হচ্ছে আর্থিক সমস্যা।
এটা যে কেবল বাংলাদেশের সমস্যা এমনটা নয়। সারা পৃথিবীতেই এমন সমস্যা রয়েছে। যার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ফ্রি চিকিৎসার পাশাপাশি জনমনে সচেতনতা ও তৈরি করছে। আমাদের বাংলাদেশে এই চেষ্টার খুব ভালো ফলাফল এসেছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। খুব কম পরিমাণ শিশুই এখন শৈশবকালীন টিকার আওতার বাইরে থাকে। যদিও শতভাগ টিকার আওতায় আনা উচিৎ, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শিশু বঞ্চিত রয়ে যায়।
আন্তর্জাতিক সংস্থাগুলো যদি ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা না করতো এবং জনসচেতনতা তৈরি না করতো তবে হয়তো এমনটা সম্ভব হতো না। এমনও হতে পারত বাংলাদেশের অর্ধেকের বেশি শিশু শৈশবকালেই পোলিওর মত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে।
আমার মনে আছে, আমি তখন ক্লাস ফাইভে পড়ি। আমাদের গ্রামে কোন এক আন্তর্জাতিক দাতব্য সংস্থার কল্যাণে বেশ কিছু গভীর নলকূপ স্থাপন করা হয় যা আমাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। এর আগে আমরা অগভীর নলকূপ কিংবা পুকুরের পানি ফিটকিরির সাহায্যে পরিষ্কার করে খেতাম। গভীর নলকূপ স্থাপনের এই ব্যবস্থা বর্তমানেও চলমান রয়েছে।
আন্তর্জাতিক সংস্থার কল্যাণে বাংলাদেশের বহু ঐতিহ্যবাহী স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ আওতায় আনা হয়েছে। এখন কেউ চাইলেই সেসব স্থাপনাকে দখল করতে পারে না। শিশুদের জন্য সচেতনতা তৈরি করতে ইউনেস্কোর মিনা-মিঠুর কার্টুন সম্পর্কে আমরা কে না জানি?
টিবির মতো দুরারোগ্য এবং ব্যয়বহুল রোগের চিকিৎসা এখন বিনামূল্যে হচ্ছে। রোগীদের জন্য প্রতি মাসে ফ্রি ঔষধ এর ব্যবস্থা করা হচ্ছে। এমনকি রোগীরা নিয়মিত ওষুধ খাচ্ছে কিনা তারও তদারকির ব্যবস্থা রয়েছে। আমি আন্তরিকভাবে এ সকল দাতব্য সংস্থাগুলোকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের মত অনগ্রসর এবং দরিদ্র দেশের জন্য এই সেবার ব্যবস্থা চলমান রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Super Walk প্রতিদিনই ব্যবহার করি। কিন্তু দিনশেষে স্ক্রিনশট নেওয়ার কথা মনে থাকে না যার কারণে আমি আসলে সুপার ওয়াক নিয়ে পোস্ট করতে পারিনা। আজও এমনটি ঘটেছে। আমি মূলত বেসিক মোড ব্যবহার করি। যার কারণে History-ও সেভ থাকে না। এখানে কিছু পয়েন্ট যা আমি আজ পর্যন্ত করেছি তার স্ক্রিনশট রেখেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ব্লগের মাধ্যমে খুব সুন্দর একটি বিষয়ের অবতারণা করলেন।। জনহিতকর কাজে আন্তর্জাতিক সংস্থাগুলোর দাতব্য চিকিৎসা ব্যবস্থা ভীষণ প্রয়োজন। বিশেষ করে ভারত বাংলাদেশের মতো দেশগুলির ক্ষেত্রে যেখানে দারিদ্র এখনো নির্মূল হতে পারেনি। এই ব্যবস্থা অনেক মানুষের কাছে সুলভে ওষুধ পৌঁছে দিতে পারে এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে সম্পন্ন করতে পারে। যাদের ক্ষমতা নেই তারা ভালো থাকতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit